ফ পৃষ্ঠা ১৫
- Bengali Word ফুটা ১, ফুটো English definition [ফুটা, ফুটো] (বিশেষ্য) ছিদ্র; রন্ধ্র। □ (বিশেষণ) ১ সচ্চিদ্র; রন্ধ্রযুক্ত (ফুটা ছাদে পানি পড়ে)। ২ বিদ্ধ (এই ছেঁড়া তাম্বু ফুটা করিয়া-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। {(তৎসম বা সংস্কৃত) স্ফুট>ফুট+আ, ও}
- Bengali Word ফুটা ২ English definition ⇒ফোটা
- Bengali Word ফুটানি, ফুটুনি English definition [ফুটানি, ফুটুনি] (বিশেষ্য) ১ জাঁক; আড়ম্বর প্রকাশ; অশোভন বাবুগিরি (এসব ফুটুনির কোন মনেই হয় না-রাজিয়া মাহবুব)। ২ অহঙ্কার; গর্বপ্রকাশ; বড়াই; যে অতিশয় গর্বিত। □ (বিশেষণ) অতিশয় মুখর। ফুটানির ডিবিয়া, ফুটানিকি ডিব্বিয়া (বিশেষ্য) ভ্যানিটি ব্যাগ (সকাল বেলা উঠে দেখেন ফুটানির ডিবিয়া নেই-ছদরুদ্দীন)। ফুটানি রাম (বিশেষণ) ১ অতিশয় গর্বিত। ২ অতিশয় মুখর। দাঁত ফুটানি (বিশেষ্য) কোনো বিষয়ে প্রবেশলাভ; হস্তক্ষেপ। {ফুটা+আনি, উনি}
- Bengali Word ফুটানো English definition ⇒ফোটানো
- Bengali Word ফুটি English definition [ফুটি](বিশেষ্য) পক্বতা হেতু ফেটে যায় এমন কাঁকুড়; ফলবিশেষ; বাঙ্গি। ফুটিফাটা (বিশেষণ) ফুটির মতো অত্যন্ত বিদীর্ণ। {(তৎসম বা সংস্কৃত) স্ফুটি>}
- Bengali Word ফুটিল English definition [ফুটিল](ক্রিয়া) (অতীতকালে) ফুটল; প্রস্ফুটিত হলো (ফুল ফুটল)। {সাধু (বাংলা) √ ফুট্+ইল}
- Bengali Word ফুটুস English definition [ফুটুশ্](বিশেষণ) অনুপস্থিত; পলাতক (কাজের বেলায় নিজেই কিন্তুক ফুটুস-শাহেদ আলী)। {ধ্বন্যাত্মক}
- Bengali Word ফুট্টই (প্রাচীন বাংলা) English definition [ফুট্টই] (ক্রিয়া) ভেঙে যায় (চর্যাপদ)। {√ফুট্>}
- Bengali Word ফুটয় (ব্রজবুলি) English definition [ফুটয়্] (ক্রিয়া) ফোটে; প্রস্ফুটিত হয় (ফুটয় পারিজাত-জ্ঞানদাস)। {(তৎসম বা সংস্কৃত) √স্ফুট্>}
- Bengali Word ফুফা, ফুপা (অশুদ্ধ) English definition [ফুফা, ফাপা] (বিশেষ্য) ফুফুর স্বামী; পিতার বোনের স্বামী; পিসা। ফুফু (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) পিতার ভগ্নী; পিসি; পিতৃষ্বসা। ফুফুতো (বিশেষ্য) পিসতুতো; পিসাতো। {(হিন্দি) ফুফু; পুং ফুফা}
- Bengali Word ফুরকনা English definition [ফুর্কনা](বিশেষ্য) ফুসকুড়ি। ফুরকনি (বিশেষ্য) অতি ক্ষুদ্র ফুসকুড়ি। {(তৎসম বা সংস্কৃত) স্ফোটক>}
- Bengali Word ফুরকান, ফোরকান English definition [ফুর্কান,ফোরকান্] (বিশেষ্য) মুসলিমদের মূল ধর্মগ্রন্থ; কোরানের অপর নাম; সত্য ও মিথ্যার মধ্যে ফারাক বা প্রভেদ নির্দেশ করে এমন গ্রন্থ। {(আরবি) ফুর্কান}
- Bengali Word ফুরফুর English definition [ফুর্ফুর্](অব্যয়) ১ মৃদু বায়ু সঞ্চরণের ভাবব্যঞ্জক (বাতাস যেমন ফুরফুর করিয়া সর্বত্র বহিয়া যাইতেছে-এআ)। ২ ওড়ার জন্য স্বল্প পালকযুক্ত ডানার সঞ্চালনজনিত লঘু শব্দ; হালকা পদার্থের ওড়ার শব্দ। ফুরফুরানো (ক্রিয়া) ১ ফুরফুর শব্দ করা। ২ ঐরূপ শব্দে উড়তে থাকা। ৩ ওড়ার চেষ্টা করা। ফুরফুরে (বিশেষণ) ১ ফুরফুর করে এমন। ২ মৃদুমন্দ ও মনোরম; লঘু ও মনোহর; মৃদুগতিসম্পন্ন (ফুরফুরে হাওয়া)। {ধ্বন্যাত্মক}
- Bengali Word ফুরসত, ফুরসৎ, ফুরসুত, ফুরসুৎ English definition [ফুর্শত্, ফুর্শত্, ফুর্শুত্, ফুর্শুত্](বিশেষ্য) অবসর; ছুটি; অবকাশ (ফুরসৎ থাকত না-প্রেমি)। ফুরসত মাফিক (বিশেষ্য) অবকাশমতো, অবসরমতো (ফুরসৎমাফিক আমাকে একবার বললেন-সৈয়দ মুজতবা আলী)। {(আরবি) ফুরসত}
- Bengali Word ফুরসি, ফুরসী English definition ⇒ফরসি
- Bengali Word ফুরসুত, ফুরসুৎ English definition ⇒ফুরসত
- Bengali Word ফুরানো, ফুরনো English definition [ফুরানো, ফুরনো] (ক্রিয়া) ১ শেষ হওয়া; অবসর হওয়া (দিন ফুরায়, টাকা ফুরায়)। ২ ব্যয়িত হওয়া; ফুরিয়ে যাওয়া। ৩ সমাধা হওয়া; চুক্তি করা (রাজমিস্ত্রী আনিয়ে বাটীর নকশা দেখাইয়া ফুরান করিয়া দিলেন-ভব; ফরাআঁ না দেহ তোকে-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। {(তৎসম বা সংস্কৃত) √পূরি>}
- Bengali Word ফুর্তি English definition [ফুর্তি](বিশেষ্য) ১ আনন্দ; হর্ষ; উল্লাস। ২ অশিষ্ট আমোদ-প্রমোদ (লোকটা ফুর্তি করেই জীবনটা কাটাল)। {(তৎসম বা সংস্কৃত) স্ফূর্তি}
- Bengali Word ফুরয়ে (মধ্যযুগীয় বাংলা) English definition [ফুরয়ে](ক্রিয়া) ১ ফুরায়; সমাপ্ত হয়। ২ ব্যক্ত বা প্রকাশিত হয়; স্ফরিত হয় (না ফুরয়ে বাণী-কশে)। {(তৎসম বা সংস্কৃত) √স্ফুর>}
- Bengali Word ফুল English definition [ফুল্] (বিশেষ্য) ১ পুষ্প; কুসুম; প্রসূন। ২ পুষ্পাকৃতি অলঙ্কার; রেশম, উল ইত্যাদিতে বোনা পুষ্পাকৃতি কারুকাজ। ৩ জরায়ু ও গর্ভস্থ সন্তানের নাভির সঙ্গে সংযুক্ত পুষ্টি সরবরাহকারী অংশ; অমরা; placenta। ফুলওয়ারি (বিশেষ্য) ফুলবাগান (শোভান্বিত ফুলওয়ারি-রাম)। ফুলওয়ালা (বিশেষ্য) পুষ্পবিক্রেতা। ফুলওয়ালি/ফুলওয়ালী( স্ত্রীলিঙ্গ) । ফুলকপি (বিশেষ্য) পুষ্পাকৃতি কপি যা সবজিরূপে ব্যবহৃত হয়। ফুলকাটা (বিশেষ্য) ফুল তোলা; পুষ্পাকৃতি নকশায় শোভিত (অপু ফুলকাটা একটা মাঝারি জামবাটিতে দুধ খাইতে ভালোবাসে-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)। ফুলকরি (বিশেষ্য) বস্ত্রাদিতে ফুলের নকশা; বাটিক; বুটিক কাজ। ফুলকোঁচা (বিশেষ্য) ধুতিতে চুনট করে কোঁচায়ে কোঁচায়ে উপরিভাগকে যে পুষ্পাকৃতি দেওয়া হয়। ফুলখড়ি (বিশেষ্য) লেখার খড়িমাটি; চা-খড়ি chalk। ফুল চন্দন (বিশেষ্য) হিন্দুমতে সাদর সংবর্ধনা জ্ঞাপক ফুল ও চন্দন (তোমার মুখে ফুলচন্দন পড়ুক)। ফুলচাং (বিশেষ্য) কাঁড়; শৌখিন মাচা যা ঘরের চালার সাথে ঝুলিয়ে রাখা হয় (একপাশে আছে ফুলচাং বাঁধা-জসীমউদ্দীন)। ফুলছড়ি (বিশেষ্য) পুষ্প বা পুষ্পশাখার অনুকরণে কারুময় সরু যষ্টি বিশেষ। ফুলজাগানো (বিশেষণ) ফুল ফোটানো (ফুল-জাগানো দখিন হাওয়া-দিল-জাগানো দক্ষিণতা-সত্যেন্দ্রনাথ দত্ত)। ফুলজাল (বিশেষ্য) পুষ্পস্তবক (পূজে ঋতুরাজে আজি ফুলজালে ধরণী-মাইকেল মধুসূদন দত্ত)। ফুলঝাঁপা (বিশেষ্য) কানের অলঙ্কারবিশেষ; কানপাশা (ফুলঝাঁপা দুই কানেবন্দে আলী মিয়া)। ফুলঝারি (বিশেষ্য) পুষ্পকুঞ্জ; ফুলের ঝোপ (সুরভী নেশায় মশগুল-করা মধুভরা ফুলঝারি-মোহিতলাল মজুমদার)। ফুলঝুরি (বিশেষ্য) ১ আতশবজিবিশেষ; যা থেকে পুষ্পরাশির ফোয়ারার মতো অগ্নিস্ফুলিঙ্গ বের হয় (ফুলঝুরি জ্বালিয়ে খেলে চললো সে-অবনীন্দ্রনাথ ঠাকুর; অল্পক্ষণের জন্য হাসিয়ে আর কাঁদিয়ে ফুলঝুরির মত শেষ হয়ে যাবে-রওশন ইজদানী)। ফুলটুকি, ফুলটকী (বিশেষ্য) মুধপায়ী একপ্রকার ক্ষুদ্র পাখি (ফাঁদ ভাঙ্গা ফুলটুকি ফুলে মধু খায়-মানিক গাঙ্গুলী)। ফুলটঙ্গি ঘর (বিশেষ্য) পুকুরের মধ্যে নির্মিত ধনীদের গ্রীষ্মবাসের জন্য একরূপ বিলাসগৃহ; তুঙ্গে নির্মিত ঘর; টুঙ্গি বা টঙ্গি; ফুলে সজ্জিত টুঙ্গিঘর অথবা ফুলশয্যার জন্যে নির্মিত টুঙ্গিঘর-রূপকথায় বর্ণিত; জলটঙ্গী (ফুলটুঙ্গি ঘরে কন্যা সিঞ্চা কাপড় ছাড়ে-পূর্ববঙ্গ গীতিকা)। ফুলটুসি (বিশেষ্য) ফুল যেমন অল্প আঘাতে ঝরে পড়ে তেমনি সামান্য আঘাতে বা শোকে যে নারী কাতর হয়ে পড়ে। ফুল তোলা (ক্রিয়া) ১ গাছ থেকে পুষ্প চয়ন করা; সূচিকর্ম দ্বারা বস্ত্রাদিতে পুষ্পাকৃতি নকশা বয়ন করা। ফুল তোলা (বিশেষণ) পুষ্পাকৃতি কারুকর্মবিশিষ্ট। ফুলদানি, ফুলদান (বিশেষ্য) পুষ্পাধার; যে পাত্রে ফুল সাজিয়ে রাখা হয় (গোলামের ফুলদানীতে যদি এ মুকুলের ঠাঁই হয়-কাজী নজরুল ইসলাম; ফুলদানের কাটা ফুল সব টাটকা হয়ে উঠল-প্রথম চৌধুরী)। ফুলদার (বিশেষ্য) ১ পুষ্পের ন্যায় নকশাযুক্ত। ২ সপুষ্প; পুষ্পযুক্ত। ফুল দেওয়া (ক্রিয়া) পুষ্প উপহার দেওয়া। ফুল দোল (বিশেষ্য) হিন্দুমতে বৈশাখী পূর্ণিমায় অনুষ্ঠিত শ্রীকৃষ্ণের পুষ্পদোল উৎসব (কত বসন্তে তার ফুলদোলের স্মৃতি সব কথা জড়িয়ে থাকে-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ফুলধনু, ফুল-ধনুঃ, ফুলবাণ, ফুলশর (বিশেষ্য) ১ হিন্দুমতে ফুলে তৈরি কামদেবের ধনু; মদনের পুষ্পবাণ বা কুসুমশর। ২ (হিন্দু পুরাণে) কামদেব; মদন; কন্দর্প (আইলা ধাইয়া ফুল-ধনুঃ-মাইকেল মধুসূদন দত্ত; এই ছলে ফুলধনু হানে ফুলবাণ-ভারতচন্দ্র রায়গুণাকর)। ফুলন্ত (বিশেষণ) পুষ্পিত; ফুলময় (শরতের ফুলন্ত অঙ্গনে-শাহাদাত হোসেন)। ফুলপড়া (ক্রিয়া) প্রসবের পর গর্ভপুষ্প গর্ভচ্যুত হওয়া। ফুলবড়ি (বিশেষ্য) কলাই ডাল, ইত্যাদির হালকা সাদা বড়ি। ফুল বাতাসা (বিশেষ্য) ফুলের মতো সুন্দর ও হালকা বাতাসা। ফুলবাবু (বিশেষ্য) শৌখিন ব্যক্তি। □ (বিশেষণ) ১ ফুল যে বাবু; সমগ্রভাবে বেশভূষায় নিখুঁত; শৌখিন। ২ (ব্যঙ্গার্থ) অতিরিক্ত বিলাসী ও পরিচ্ছন্ন; সুন্দর বেশভূষা পরিহিত ব্যক্তি। ফুলশয্যা (বিশেষ্য) ১ বিবাহের পর পুষ্পভূষিত বিছানায় বর-বধূর একত্রে প্রথম রজনী যাপনের জন্য অনুষ্ঠানবিশেষ। ২ কুসুমাবৃত সুখশয্যা। ফুলের ঘায়ে মূর্ছা যাওয়া (আলঙ্কারিক) সামান্য কারণে কাতর বা পীড়িত হওয়া বা কষ্ট পাওয়া। {(তৎসম বা সংস্কৃত) ফুল্ল>(প্রাকৃত) ফুল}