ফ পৃষ্ঠা ১৩
- Bengali Word ফী ২ English definition ⇒ফি২
- Bengali Word ফীল English definition ⇒ফিল
- Bengali Word ফুঁ English definition [ফুঁ] (বিশেষ্য) ১ ফুৎকার; মুখ থেকে বেগে নির্গত বায়ু। ২ লঘুতম চাপ বা আঘাত (ফুঁটুকু সয় না-পূর্ববঙ্গ গীতিকা)। এক ফুঁয়ে ওড়ানো/উড়ানো (ক্রিয়া) (আলঙ্কারিক) সহজে বা অনায়াসে বিপক্ষের চেষ্টা ব্যর্থ করা। {ধ্বন্যাত্মক ফুৎ>}
- Bengali Word ফুঁক, ফুক English definition [ফুঁক্, ফুক্] (বিশেষ্য) ১ মন্ত্রোচ্চারণের সঙ্গে ফুৎকার (এছন পড়িয়া ফুক দিল তালাবেতে-সৈয়দ হামজা)। ২ ফুঁ (শাঁখেতে পাড়িতে ফুঁক চূড়ান্ত নিপুণ-হেম)। ঝাড় ফুঁক করা (ক্রিয়া) (আলঙ্কারিক) মন্ত্র বা ইসম পড়ে ফুঁক দিয়ে রোগ সারানো বা জিনের আছর বা প্রভাব দূর করা। {ধ্বন্যাত্মক ফুৎ>}
- Bengali Word ফুঁপা English definition [ফুঁপা](বিশেষ্য) ফুপানো; গুমরে কাঁদা; রাগে-ক্ষোভে-দুঃখে চাপা গর্জন। {ধ্বন্যাত্মক}
- Bengali Word ফুঁপান, ফুপানো English definition ⇒ফোঁপানো
- Bengali Word ফুঁপি English definition [ফুঁপি](বিশেষ্য) বস্ত্রপ্রান্ত; খুঁট (কাপড়ের ফুঁপিটা সাপের ফণার মতো আর উদ্যত হয়ে রইল না-অবনীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) পুষ্প>ফুঁপ+ই}
- Bengali Word ফুঁসা English definition ⇒ফোঁসা
- Bengali Word ফুঁড়া English definition ⇒ফোঁড়া
- Bengali Word ফুই English definition [ফুই] (বিশেষণ) ফোঁটা ফোঁটা বৃষ্টি। {ধ্বন্যাত্মক}
- Bengali Word ফুক English definition ⇒ফুঁক
- Bengali Word ফুকচি, ফুচকি English definition [ফুক্চি,ফুচ্কি](বিশেষ্য)উঁকি(অন্ধকার ঘরে তো কুকুরও ফিরে ফুকচি দেয় না-জসীমউদ্দীন)। ফুকচি মারা, ফুকচি দেওয়া (ক্রিয়া) উঁকি দেওয়া। {অজ্ঞাতমূল}
- Bengali Word ফুকর, ফোকর English definition [ফুকর্,ফোকর্](বিশেষ্য) ১ ছিদ্র; গর্ত; রন্ধ্র। ২ খোপ। {(তৎসম বা সংস্কৃত) ভূক>ভুকর>ফুকর>ফোকর}
- Bengali Word ফুকরই (ব্রজবুলি) English definition [ফুকরই](ক্রিয়া) উচ্চকন্ঠে ডাকে (সবজন তেজিয়া আগুসারি ফুকরই-বিদ্যাপতি)। {(হিন্দি) ফুকার}
- Bengali Word ফুকরানো, ফুকরনো, ফোকরানো English definition [ফুক্রানো,ফুক্রনো,ফোক্রানো] (ক্রিয়া) ১ উচ্চৈঃস্বরে আহবান করা বা ডাকা; হাঁকা (ঘটিরাম ফরিয়াদি হাজির? বলে ফুকরাতে লাগলোদীনবন্ধু মিত্র; নকিব লোকেরা জয়ধ্বনি ফোকারিতেছে-রাম)। ২ চিৎকার করা; ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদা। {(হিন্দি) ফুকার}
- Bengali Word ফুকরি (মধ্যযুগীয় বাংলা) English definition [ফুকরি] অসমাপিকা ক্রিয়া উচ্চৈকন্ঠে ডেকে (রাই রাই করি ফুকরি ফুকরি-চণ্ডীদাস)। {ফুকারিয়া>}
- Bengali Word ফুকা, ফুকো English definition [ফুকা,ফুকো] (বিশেষ্য) বেশি দুধ বের করার জন্য গাভীর যোনিতে যে ফুৎকার দেওয়া হয় (ফুকা দেওয়া)। □ (বিশেষণ) ফাঁপা অথচ হালকা। {(তৎসম বা সংস্কৃত) ফুৎকার>}
- Bengali Word ফুকার English definition [ফুকার্] (বিশেষ্য) ১ চিৎকার (ফুকারি কন্ঠে ঘন বিষাণ-গোমো)। ২ ডাক; আহবান। ৩ চিৎকার করে রোদন। {(হিন্দি) ফুকার}
- Bengali Word ফুকারা ((মদ্যযুগীয় বাংলা) ) English definition [ফুকারা](ক্রিয়া) উচ্চৈঃস্বরে ডাকা (কে দিনে কে নিবে ফুকারে পথে-চণ্ডীদাস)। {হি.ফুকার}
- Bengali Word ফুকো English definition ⇒ফুকা