ফ পৃষ্ঠা ১২
- Bengali Word ফিরিঙ্গি, ফিরিঙ্গী English definition [ফিরিঙ্গি](বিশেষ্য) ফরাসি তথা ইউরোপীয় জাতি (ফিরিঙ্গী তাল-তলায় নেটিব-সৈয়দ মুজতবা আলী)। টেস-বি ইউরোপীয় ও ভারতীয় মিশ্রণজাত বর্ণসংকর জাতি-বিশেষ। {পর্তুগিজ Francez; (ফারসি) ফিরঙ্গী}
- Bengali Word ফিরিশতা English definition ⇒ফেরেশতা
- Bengali Word ফিরিস্তা English definition ⇒ফিরস্তি
- Bengali Word ফিরিস্তি, ফিরিস্তা English definition [ফিরিস্তি,ফিরিস্তা](বিশেষ্য) ১ ফর্দ; তালিকা (একটা লম্বা ফিরিস্তি দেয় মহাজন-শামসুল হক)। ২ সূচিপত্র। ৩ নির্ঘন্ট। {(ফারসি) ফিহ্রিস্ত}
- Bengali Word ফিরে English definition [ফিরে](বিশেষণ) ১ পরবর্তী (ফিরে বারে দেখা যাবে)। □ (ক্রিয়াবিশেষণ) পুনরায়; আবার (ফিরে বসা)। {(হিন্দি) ফির্}
- Bengali Word ফিরোজ English definition ⇒ফিরোজা
- Bengali Word ফিরোজা, ফিরোজ, ফিরোজী English definition [ফিরোজা, ফিরোজ্, ফিরোজি](বিশেষণ) ১ নীলাভ (অপলক চোখে চাহি আকাশের ফিরোজা পর্দা-পানে-কাজী নজরুল ইসলাম; ফিরোজ রঙের চুড়ি পরিলে,,, মানাইবে-রবীন্দ্রনাথ ঠাকুর; রঙীন ফিরোজী পেশোয়াজ তুমি-সত্যেন্দ্রনাথ দত্ত)। □ (বিশেষ্য) এক প্রকার নীলাভ মণি। {(ফারসি) ফিরোজাহ্}
- Bengali Word ফিল, ফীল, পিল English definition [ফিল্, ফিল্, পিল্](বিশেষ্য) ১ হাতি। ২ দাবা খেলার গজ। {(ফারসি) ফিল,>পিল}
- Bengali Word ফিলটার English definition [ফিল্টার্] (বিশেষ্য) ১ ছাঁকনি। ২ বিচার-ক্ষমতা; ভালোমন্দ; বোঝার শক্তি (আর তীক্ষ্মবুদ্ধির ফিলটার যদি আপনার থাকে-সৈয়দ মুজতবা আলী)। ফিলটার করা (ক্রিয়া) ১ ছাঁকনি দিয়ে ছাঁকা। ২ ভালোমন্দ বিচার করা; গুণাগুণ পরীক্ষা করা (পয়সার পর্যাপ্তি রূপগুণ সবার দোষ ফিলটার করে পাত্রটিকে বিয়ের সভায় হাজির করে-অবনীন্দ্রনাথ ঠাকুর)। {(ইংরেজি) Filter}
- Bengali Word ফিলসফি, ফিলজফি English definition [ফিলোসোফি, ফিলোজোফি](বিশেষ্য) দর্শনশাস্ত্র; দর্শনতত্ত্ব (তুমি তো ফিলজফিতে এম. এ. পাস করেছ-রাজশেখর বসু (পরশু))অ {(ইংরেজি) Philosophy}
- Bengali Word ফিলহাল English definition [ফিল্হাল্](বিশেষ্য) বর্তমান অবস্থা; হালফিল। □ (ক্রিয়াবিশেষণ) বর্তমান; আজকাল; সম্প্রতি। {(আরবি) ফিল্হাল্}
- Bengali Word ফিল্ড English definition [ফিল্ড্](বিশেষ্য) মাঠ; (খেলার) মাঠ; (ধানের) ক্ষেত। ফিল্ডিং মারা (অশিষ্ট) (ক্রিয়া) প্রেম করা; সুযোগ গ্রহণ করা। {(ইংরেজি) Field}
- Bengali Word ফিল্ড মার্শাল English definition [ফিল্ড্মার্শাল্] (বিশেষ্য) সেনাবিভাগের সর্বোচ্চ অধিনায়ক। {(ইংরেজি) Field Marshal}
- Bengali Word ফিল্ম, ফিল্ম English definition [ফিল্ম] (বিশেষ্য) ১ ছায়াছবি; চলচ্চিত্র (কোন ফিল্মের দর্শক ওরা-কাজী নজরুল ইসলাম)। ২ ফটোগ্রাফ তোলার কাজে প্রয়োজনীয় একপ্রকার পাত। ফিল্ম স্টুডিও, ফিল্ম স্টুডিয়ো (বিশেষ্য) চলচ্চিত্র নির্মাণ-গৃহ (ফিল্ম-স্টুডিওয়োতে ঢুকতেও তার আপত্তি নেই-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। {(ইংরেজি) film }
- Bengali Word ফিস English definition ⇒ফি
- Bengali Word ফিসফিস English definition [ফিশ্ফিশ্] (অব্যয়) মৃদু বা চাপা স্বরবাচক; চুপিচুপি কথা বলার শব্দ। ফিসফিসানি (বিশেষ্য) চাপা বা মৃদুস্বরে বাক্যালাপ; কোনো গোপন বিষয়ে অনুচ্চ স্বরে আলোচনা; ষড়যন্ত্রমূলক কথাবার্তা। {ধ্বন্যাত্মক}
- Bengali Word ফিসাবিলিল্লাহ English definition [ফিসাবিলিল্লাহ্] (বিশেষ্য) আল্লাহর রাস্তায়। {(আরবি) ফীসাবীলিল্লাহ্}
- Bengali Word ফিসির ফিসির English definition [ফিসির্ ফিসির্] (অব্যয়) ১ কানে কানে বা চুপে চুপে কথা বলা; কান-কথা। ২ ক্রমাগত ফিস ফিস শব্দ। {ধ্বন্যাত্মক}
- Bengali Word ফিৎরা English definition ⇒ফেৎরা
- Bengali Word ফী ১ English definition ⇒ফি১