• Bengali Word ফেরদৌস, ফিরদউস English definition [ফের্‌দোউস্‌, ফির্‌দোউস্‌] (বিশেষ্য) ইসলামি বিশ্বাস অনুযায়ী অন্যতম জান্নাত; বেহেস্ত বা স্বর্গের নাম (ফিরদউসে ছিল বাসা-ড. মুহম্মদ শহীদুল্লাহ)। ফেরদৌস আলা (বিশেষ্য) প্রধান ও সর্বোচ্চ বেহেশতের অধিবাসী বা অধিবাসযোগ্য। □ (বিশেষ্য) শাহনামা নামক মহাকাব্য রচয়িতা ইরানের খ্যাতনামা কবি। {(আরবি) ফিরদাইস্‌}