• Bengali Word ফেরি ১, ফেরী, ফিরি English definition [ফেরি, ফেরি, ফিরি] (বিশেষ্য) ১ রাস্তায় বা বাড়ি বাড়ি ঘুরে পণ্য বিক্রয় (কার দ্বারে স্বপনের ফিরি-স্বপন-ব্যাপারী আমি-মোহিতলাল মজুমদার; রাস্তায় রাস্তায় ফেরী করি-ওহিদুল আলম)। ২ কীর্তন বা যাত্রার গায়ক-গায়িকাদের প্রদত্ত পুরস্কার। ৩ টহল গান। (তুলনীয়) প্রভাতফেরি-সকাল বেলা শোভাযাত্রা বা মিছিল করে সমস্বরে গান করা। ৪ পুনরায় (ঐছে ফেরি রসনা পাওব আর-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। ফেরিওয়ালা (বিশেষ্য) রাস্তায় বা বাড়ি বাড়ি পণ্যদ্রব্য ফেরি করে বেড়ায় যে। {√ফির্‌+(বাংলা) ই}
    • Bengali Word ফেরি ২, ফেরি-নৌকা English definition [ফেরি, ফেরিনোউকা] (বিশেষ্য) খেয়ানৌকা; খেয়াঘাট পারাপারের নৌকা। {(ইংরেজি) Ferry+(বাংলা) নৌকা}