• Bengali Word ফেরত, ফিরত English definition [ফেরোত্‌, ফিরোত্‌] (বিশেষ্য) প্রত্যর্পণ। □ (বিশেষণ) ১ ফিরিয়ে দেওয়া হয়েছে এমন; প্রত্যর্পিত; গ্রহণ করা হয়নি এমন। ২ প্রত্যাগত; ফিরেছে এমন (বিলাত-ফেরত)। ৩ পাল্টা; প্রত্যাবর্তনকারী। ফেরতা (বিশেষণ) প্রত্যাগত (আমরা বিলাত-ফেরত ক ভাই-দ্বিজেন্দ্রলাল রায়)। □ (বিশেষ্য) ১ বেষ্টন; এক পরতের উপর অন্য এক পরত (ফেরতা দিয়ে কাপড় পরা)। ২ পরিবর্তন; বদল (হাতে ফেরতা)। □ (ক্রিয়াবিশেষণ) ফেরার সময়ে; প্রত্যাবর্তনকালে (বাজার ফেরতা দেখা করবো)। {(হিন্দি) ফিরতা}