ক পৃষ্ঠা ৩৮
- Bengali Word কাঁটাচুয়া English definition [কাঁটাচুয়া] (বিশেষ্য) শজারু। {কাঁটা + চুলা?>}
- Bengali Word কাঁটাল ১ , কাঁটালো English definition [কাঁটাল, কাঁটালো] (বিশেষণ) কাঁটাযুক্ত {(বাংলা) কাঁটা+আল, আলো}
- Bengali Word কাঁটাল ২ English definition ⇒ কাঁঠাল
- Bengali Word কাঁঠাল , কাঁটাল ২ English definition [কাঁঠাল্, কাঁটাল] (বিশেষ্য) সর্বাঙ্গে কাঁটাযুক্ত ফল; পনস। কাঁটা-চাঁপা (বিশেষ্য) পাকা কাঁঠালের ন্যায় গন্ধযুক্ত ফুল বিশেষ। কাঁঠালের আঠা, কাঁটালের আঠা (বিশেষ্য) যা সহজে ছাড়ে না। কাঁঠালের আমসত্ত্ব (বিশেষ্য) ১ অসম্ভব বস্তু। ২ ভুল বা মিথ্যা নামকরণ; অপপ্রয়োগ। কাঁঠালি, কাঠালিকলা (বিশেষ্য) একপ্রকার কলা (চারিপাশে মর্তমান, চাঁপা, কাঁঠালি প্রভৃতি নানা জাতীয় সুপক্ব এবং অপক্ব রম্ভা-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। গাছে কাঁঠাল গোঁফে তেল-অপ্রাপ্ত বস্তুকে প্রাপ্ত কল্পনা করে পরিকল্পনা। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কন্টক-ফল>(প্রাকৃত) কংটঅহল>(বাংলা ) কাঁটাল, কাঁঠাল}
- Bengali Word কাঁঠি , কাঁটি , কাঠি English definition [কাঁঠি, কাঁটি, কাঠি] (বিশেষ্য) ১ মাছধরা জালে ব্যবহৃত লোহার তৈরি বর্তুলাকার দ্রব্যবিশেষ। ২ কন্ঠমালার বিচি বা দানা (উবু ঝুঁটি গলায় কাঁটি দুই কানে সোনার মাকড়ি একদল মালি মালিনী-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ৩ শুকপাখির গলদেশস্থিত রেখা। ৪ ছোট পেরেক। {( তৎসম বা সংস্কৃত শব্দ) কন্ঠী>(প্রাকৃত) কংঠী> কাঁঠি}
- Bengali Word কাঁতি , কাঁত ( প্রাচীন বাংলা ) English definition [কাঁতি, কাঁত্] (বিশেষ্য) ১ কান্তি; লাবণ্য; শোভা (কাঞ্চন কাঁতিবরণ-জ্ঞানদাস; কনয়া নিকষ তোর দেহের কাঁতী-বড়ু চণ্ডীদাস)। {(তৎসম বা সংস্কৃত শব্দ ) কান্তি>কাঁতি}
- Bengali Word কাঁথ English definition [কাঁথ্] (বিশেষ্য) ১ মাটির তৈরি ভিত, মৃন্ময়ভিত্তি (ঘরের কাঁথে লেপছে কাদা-সত্যেন্দ্রনাথ দত্ত)। ২ দেয়াল, প্রাচীর (কাঁথ ভাঙ্গি যাই যদি দেহ অনুমতি-(কবি কঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী))। {(তৎসম বা সংস্কৃত শব্দ) “কন্থা মৃন্ময়ভিত্তৌ” (মেদিনীকোষ): কন্থা>(প্রাকৃত ) কংথা>কাঁথা>কাঁথ}
- Bengali Word কাঁথা English definition [কাঁথা] (বিশেষ্য) কতকগুলো জীর্ণ বস্ত্রে প্রস্তুত মোটা শীতবস্ত্রবিশেষ(ঝুলি কাঁথা বাঘছাল সাপ সিদ্ধি লাড়ু-ভারতচন্দ্র রায় গুণাকর)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কন্থা>(প্রাকৃত) কংথা>(বাংলা) কাঁথা}
- Bengali Word কাঁদ - কাঁদ English definition ⇒ কাঁদো
- Bengali Word কাঁদা English definition [কাঁদা] (ক্রিয়া) ১ রোদন করা; ক্রন্দন করা। □ (বিশেষ্য) রোদন; ক্রন্দন (আমি জনমে করণে কত কাঁদা কেঁদেছি- বিচ)। কাঁদা-কাঁটি, কাঁদা-কাটা (বিশেষ্য) ১ কান্নাকাটি; বিলাপ; খেদোক্তি সহ কান্না। ২ অনুনয়-বিনয়। কাঁদানো, কাঁদান (ক্রিয়া) অপরকে কাঁদতে প্রবৃত্ত করা; ক্রন্দন করানো। কেঁদে হাট করা/বসানো (ক্রিয়া) উচ্চৈঃস্বরে কেঁদে লোকজন জড় করা। {(বাংলা) কাঁদ্+ণিচ্=√কাঁদা+আনো}
- Bengali Word কাঁদানে গ্যাস = কঁদুনে গ্যাস English definition ⇒ কাঁদুনে
- Bengali Word কাঁদি English definition [কাঁদি] (বিশেষ্য) ফলের বড় গুচ্ছ বা স্তবক (কেশ যেন খেজুর কাঁদি-কাজী নজরুল ইসলাম)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) স্কন্ধ> কন্দ> কাঁদ+ ই=কাঁদি}
- Bengali Word কাঁদুনি , কাঁদনি English definition [কাঁদুনি, কাঁদোনি] (বিশেষ্য) ১ কান্না; রোদন (দৈন্যের কাঁদুনি গাহিয়া পরের সহানুভুতি আকর্ষণ করিবার চেষ্টা অসম্ভব-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)। ২ কাতরতা। ৩ বিলাপ। কাঁদনি গাওয়া (ক্রিয়া) সকাতরে অনুযোগ করা; অভাব অভিযোগ বা দুঃখ প্রকাশ করা। {(তৎসম বা সংস্কৃত শব্দ) ক্রন্দন+(বাংলা) উনি; কাঁদন+ই}
- Bengali Word কাঁদুনে English definition [কঁদুনে] (বিশেষণ) ১ কথায় কথায় কাঁদে এমন (কেবল কাঁদুনে মেয়ের মত দিবারাত্রি ঘ্যান ঘ্যান-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। ২ যা কাঁদায় (কঁদুনে গ্যাস)। □ (বিশেষ্য) যে বেশি কাঁদে; বেশি কাঁদা যার অভ্যাস (কাঁদুনে ওই শিখলে কোথায় হাসি-সত্যেন্দ্রনাথ দত্ত)।
- Bengali Word কাঁদুনে গ্যাস , কাঁদানে গ্যাস English definition ( বিশেষ্য ) যে গ্যাস ছড়িয়ে দিলে বায়ু সংযোগে চোখে লেগে জ্বালা ও অশ্রু বর্ষণ প্রভৃতি অস্বস্তিকর অবস্থার সৃষ্টি করে; tear-gas। {(বাংলা) √কাঁদ্+উনিয়া=কাঁদুনিয়া>কাঁদুনে}
- Bengali Word কাঁদো - কাঁদো , কাঁদ - কাঁদ English definition [কাঁদো-কাঁদো] (বিশেষণ) ক্রন্দনোম্মুখ; অশ্রুপূর্ণ; রোদনপ্রয়াসী। কাঁদন (বিশেষ্য) রোদন; ক্রন্দন; কান্না। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √ক্রন্দ্>(পালি) √কন্দ, (প্রাকৃত) √কংদ=(বাংলা) √কাঁদ; (তৎসম বা সংস্কৃত শব্দ) ক্রন্দন>কান্দন>কাঁদন>}
- Bengali Word কাঁধ , কাঁদ English definition [কাঁধ্, কাঁদ্] (বিশেষ্য) ঘাড়; স্কন্ধ। কাঁধকাট, কাঁধকাটা (বিশেষ্য) শববাহক; যে বা যারা মৃতদেহ স্কশানে বয়ে নিয়ে যায়। কাঁধ দেওয়া (ক্রিয়া) ১ কোনো কাজের দায়িত্ব গ্রহণ করা। ২ ভার বইবার জন্য প্রস্তুত হওয়া। ৩ স্কশানে নেওয়ার জন্য মৃতদেহ সহ মাচা বহন করা। কাঁধ বদলানো (ক্রিয়া) পালাক্রমে ডান কাঁধে বা বাম কাঁধে নেওয়া; ক্লান্তির জন্য একাধিক ব্যক্তির কাঁধ বদল করে কোনো দায়িত্ব বহন করা। কাঁধাকাঁধি (বিশেষ্য) পরস্পরের স্কন্ধে বহন; একাধিক ব্যক্তির ভার বহনে কাঁধ বদলানো (লাশ কাঁধাকাঁধি করিয়া লওয়া)। □ (ক্রিয়াবিশেষণ) ১ একবার একজনের কাঁধে এবং আরেকবার অন্যের কাঁধে এইরূপে (কাঁধাকাঁধি বহন করা)। ২ একজনের কাঁধের পাশে আর একজন এবং দ্বিতীয় জনের কাধেঁর পাশে আরেকজন এরূপে (কাঁধাকাঁধি দাঁড়ানো)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) স্কন্ধ>কন্ধ, কন্দ>কাঁধ, কাঁদ}
- Bengali Word কাঁধা , কাঁধার , কান্ধার English definition [কাঁধা, কাঁধার্, কান্ধার্] (বিশেষ্য) কূল; তীর; কিনারা; ধার (লালু ভাই ডোবার কাঁধার বসে মাছ ধরছিল-কাজী আবদুল ওদুদ)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) স্কন্ধ>কাঁধ+আ=কাঁধা}
- Bengali Word কাঁধাকাঁধি English definition ⇒ কাঁধ
- Bengali Word কাঁপ , কাঁপন , কাঁপুনি English definition [কাঁপ্, কাঁপোন্, কাঁপুনি] (বিশেষ্য) কম্পন; স্পন্দন (উলিদের দর্প শুনি উপজিল কাঁপ-হেয়াত মাহমুদ; আমার বুকের ভেতর কাঁপুনি জাগল না-আলাউদ্দীন আল আজাদ)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কম্প>(প্রাকৃত) কংপ> ( বাংলা) √কাঁপ, +অন, উনি}