ক পৃষ্ঠা ৩৭
- Bengali Word কাঁকুই English definition ⇒ কাঁকই
- Bengali Word কাঁকুরে , কাঁকরিয়া English definition [কাঁকুরে, কাঁকোরিয়া] (বিশেষণ) কাঁকরে ভরা; কাঁকর মিশ্রিত। {(বাংলা) কাঁকর+ইয়া, উয়া=কাঁকরিয়া, কাঁকুরুয়া>কাঁকুরে}
- Bengali Word কাঁকুড় English definition [কাঁকুড়্] (বিশেষ্য) অপক্ব ফুটি; শশা জাতীয় ফলবিশেষ (বারো হাত কাঁকুড়ের তের হাত বিচি)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কর্কটি> কক্কড়ি> কাক(কাঁক)ড়= কাঁকুড়}
- Bengali Word কাঁকড়া , কাঁকড় English definition [কাঁক্ড়া, কাঁকোড়্] (বিশেষ্য) কর্কট; এক প্রকার জলজ প্রাণী। কাঁকড়া বিছা (বিশেষ্য) বিচ্ছু; বৃশ্চিক বিশেষ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কর্কট>(প্রাকৃত ) কর্কড়, কংকড, কাঁকড়, কাঁকড়+আ=কাঁকড়া}
- Bengali Word কাঁকড়ি English definition [কাঁক্ড়ি] (বিশেষ্য) ১ কাঁকুড় জাতীয় ফল বিশেষ। ২ ফুটি (কহিতে কাঁকড়ি যেন বুক মোর ফাটে-(কবি কঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী))। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কর্কটি/টী>(প্রাকৃত) কক্কডি/ডী>কক্কড়ি>কাকড়ি, কাঁকড়ি}
- Bengali Word কাঁখতলি , কাঁকতলি English definition [কাঁখ্তোলি, কাঁক্তোলি] বগল; কক্ষতল (হেঁঠ মাথামতি তোলে কাঁখতলির মালা-(কবি কঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী))। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কক্ষতল> (প্রাকৃত) কক্খ(+তল)>(বাংলা) কাঁকতল/কাঁখতল+ই}
- Bengali Word কাঁখবিড়ালি English definition ⇒ কাঁকবিড়ালি
- Bengali Word কাঁচ - পোকা , কাচপোকা English definition [কাঁচ্পোকা, কাচ্পোকা] (বিশেষ্য) বোলতা জাতীয় উজ্জ্বল নীলবর্ণের পতঙ্গ বিশেষ-এর লেজের আবরণ থেকে মেয়েদের কপালে পরার টিপ হয় (কন্ঠেতে নীল পদ্মমালা, টিপটি নীলা কাঁচপোকার-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কাচ+পুলক}
- Bengali Word কাঁচকলা English definition [কাঁচ্কলা] (বিশেষ্য) ১ আনাজি কলা; তরকারিরূপে ব্যবহৃত এক প্রকার কলা। ২ ((আলঙ্কারিক)) কোনো ক্ষতি বা শাস্তি বিধান করতে অক্ষমতা; ক্ষমতাকে তুচ্ছ করে বিদ্রুপ বর্ষণ (তুমি আমার কাঁচকলা করবে)। {(বাংলা) কাঁচা+কলা (<স.কদলী)=কাঁচকলা}
- Bengali Word কাঁচকড়া English definition [কাঁচ্কড়া] (বিশেষ্য) ১ কাছিমের খোলা। ২ তিমি মাছের দাঁত সংলগ্ন কোমল অস্থি বিশেষ। ৩ রবার থেকে প্রস্তুত কাছিমের খোলার ন্যায় পদার্থ বিশেষ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কচ্ছপ>কাছঅ>কাঁচ+(তৎসম বা সংস্কৃত শব্দ) কটাহ>কড়া=কাঁচকড়া; ৬ (তৎপুরুষ সমাস)}
- Bengali Word কাঁচল , কাঁচুলি , কাঁচলি English definition [কাচোল্, কাচুলি, কাচোলি] (বিশেষ্য) স্ত্রীলোকদের স্তন-আবরক বস্ত্র; বুকের আবরণ (আঁচলখানি পড়েছে খসি পাশে, কাঁচলখানি পড়িবে বুঝি টুটি-রবীন্দ্রনাথ ঠাকুর; মুক্তাভূষিত কাঁচলি-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। {( তৎসম বা সংস্কৃত শব্দ) কঞ্চুলী, কঞ্চুলিকা>(প্রাকৃত) কংচুলি> কাঁচুলি}
- Bengali Word কাঁচা English definition [কাঁচা] (বিশেষণ) ১ অপক্ব (কাঁচা আম)। ২ অসিদ্ধ; আরাঁধা (কাঁচা মাংস)। ৩ অদগ্ধ (কাঁচা ইট)। ৪ অপরিণত (সে একেবারে কাঁচা নতুন পাশ করা-রবীন্দ্রনাথ ঠাকুর)। ৫ মাটির তৈরি; মেটে (কাঁচা ঘর)। ৬ অনিপুণ; আনাড়ি; অদক্ষ (কাঁচা মাঝির হাতে তুফানে নৌকা পড়িলে -প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর))। ৭ অপটুভাবে কৃত; অসাবধানে কৃত(কাঁচা কাজ)। ৮ কোমল; কচি(কাঁচা ঘাস)। ৯ তরুণ (কাঁচা বয়স)। ১০ অস্থায়ী; যা উঠে যায় (কাঁচা রং)। ১১ পরিবর্তনশীল; প্রাথমিক; খসড়া (কাঁচা খাতা)। ১২ বিশুদ্ধ; ভেজালহীন (কাঁচা সোনা)। ১৩ অশুষ্ক (কাঁচাপাতা)। ১৪ ওজনে কম (কাঁচা সের)। ১৫ হালকা; স্থূল (ঢিলে গল্প, কাঁচা রসিকতা-সৈয়দ মুজতবা আলী)। ১৬ উজ্জ্বল (তার মুখে একটা কাঁচা আভা-বুদ্ধদেব বসু; ঢল কাঁচা অঙ্গের লাবণি-গোবিন্দদাস)। □ (বিশেষ্য) কোশোর ও কিশোরী (আয় প্রমত্ত, আয়রে আমার কাঁচা-রবীন্দ্রনাথ ঠাকুর)। □ (ক্রিয়া) ১ কাঁচার ভাব প্রাপ্ত হওয়া। ২ পণ্ড হওয়া (সব আয়োজন এক মুহূর্তে কেঁচে গেল)। কাঁচা কথা (বিশেষ্য) ১ যে কথা স্থায়ী হয় না বা থাকে না; পরিবর্তনশীল কথা; অনির্ভরযোগ্য কথা। ২ যু্ক্তিহীন বা মূল্যহীন কথা। কাঁচা কাজ (বিশেষ্য) ১ অপটু হাতের কাজ। ২ বোকামি। কাঁচা -কাল (বিশেষ্য) কাঁচা বা অপক্ব অবস্থা (তাঁহার নিয়ম ছিল যে কাঁচাকালে ঝড়ের সময়ে গাঁয়ের সকল লোকই আম কুড়াইতে পাইবে-কাজী আবদুল ওদুদ)। কাঁচাগোল্লা (বিশেষ্য) নরম পাকের সন্দেশ বিশেষ (পাত্রের দল… নাটোরের কাঁচা গোল্লা খাইয়া গেল-রবীন্দ্রনাথ ঠাকুর)। কাঁচা ঘুম (বিশেষ্য) ঘুমের ঘোর কাটেনি এমন অবস্থা; অপূর্ণ ঘুম। কাঁচা চুল (বিশেষ্য) কালোচুল; অপক্ব চুল। কাঁচা টাকা, কাঁচা পয়সা (বিশেষ্য) ১ ধাতুনির্মিত টাকা পয়সা। ২ অল্পশ্রমে বা অনায়াসে লব্ধ অর্থ; easy money। কাঁচানো, কাঁচান (ক্রিয়া) কাঁচা করা। ২ কাজে বেশ কিছু দূর অগ্রসর হয়ে সমস্ত পণ্ড করা; পুনরায় পূর্বাবস্থা পাওয়ানো। □ (বিশেষ্য), ( বিশেষণ) উক্ত উভয় অর্থে। কাঁচা পাকা (বিশেষণ) ১ অর্ধেক পাকা এবং অর্ধেক কাঁচা (কাঁচাপাকা আম)। ২ অর্ধেক সাদা অর্ধেক কালো(কাঁচাপাকা চুল)। ৩ যে জিনিসের শেষ নিষ্পত্তি হয়নি অথচ নিষ্পত্তির দিকে এগিয়েছে (নিলামের কাঁচা-পাকা দর)। কাঁচা বয়স (বিশেষ্য) তরুণ; অল্পবয়স। কাঁচা বাঁশে ঘুণ ধরা-অল্প বয়সে নষ্ট হয়ে যাওয়া; অল্প বয়সেই রোগে শোকে জীর্ণ হওয়া। কাঁচা বুদ্ধি (বিশেষ্য) অপরিণত বুদ্ধি। কাঁচা মাথা (বিশেষ্য) ১((আলঙ্কারিক)) অপরিণত বুদ্ধি ২ অল্পবয়স্ক ছেলেমেয়েদের মস্তিষ্ক। কাঁচামাল (বিশেষ্য) যে সকল কৃষিজাত বনজ ইত্যাদি দ্রব্য থেকে শিল্প দ্রব্য প্রস্তুত হয়।কাঁচা মিঠা, কাঁচামিঠে, কাঁচামিটে (বিশেষণ) অপক্ব বা কাঁচা অবস্থাতেই মিষ্ট লাগে এমন (কতকগুলি আম কাঁচামিটে আছে-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। কাঁচা রসিদ (বিশেষ্য) সাময়িক প্রাপ্তিস্বীকার। কাঁচা লেখা (বিশেষ্য) অপরিণত হাতের লেখা; নিম্নস্তরের রচনা। ২ ( বিশেষ্য) খারা হস্তাক্ষর। কাঁচা লোক (বিশেষণ) ১ অনভিজ্ঞ লোক, আনাড়ি ব্যক্তি। কাঁচা হাট (বিশেষ্য) মাছ-তরকারি ও শাকসবজির হাট। কাঁচা হাত (বিশেষ্য) অশিক্ষিত অনিপুণ বা শিক্ষানবিসের হাত। {( তৎসম বা সংস্কৃত শব্দ) কন্যা>(প্রাকৃত) কংচা>}
- Bengali Word কাঁচি ১ , কাচি , ‘ কাইচা ’ English definition [কাঁচি, কাচি, কাইচা] (বিশেষ্য) ১ দুই-ফলাবিশিষ্ট কাটার অস্ত্রবিশেষ; ছেদনী। ২ বকের গলার ন্যায় লম্বা ও সরু অস্ত্রবিশেষ; ফসল কাটার অস্ত্র (মোদের ক্ষেতে ধান কেটেছে, কালকে যারা কাঁচির খোঁচায়-(জসীমউদ্দীন))। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কর্তরী>; (উর্দু) কয়নচি }
- Bengali Word কাঁচি ২ English definition [কাঁচি] (বিশেষ্য) ১ কুঁচ; গুঞ্জ (কাঁচি দিয়া কৈল মান ষোল রতি দুই ধান-(কবি কঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী))। ২ চন্দ্রহার। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কাঞ্চী>(প্রাকৃত) কংচি>; হি, কাংচী}
- Bengali Word কাঁচি ৩ English definition [কাঁচি] (বিশেষণ) নতুন; কাঁচা; সদ্য জেগে ওঠা (এবারে নদীর কাঁচি চরে চাষ দিয়া এ গ্রামের লোকেরা কিছু বোরো ধান পাইয়াছিল- রবীন্দ্রনাথ ঠাকুর)। {কাঁচা+ই}
- Bengali Word কাঁচি ৩ , কাঁচী English definition [কাঁচি] (বিশেষণ) ১ কম ওজনবিশিষ্ট; অপূর্ণ (কাঁচি সের)। ২ ঠাসবুনানি সম্পন্ন; ঘন বুনানির (কাঁচি ধুতি)। {কাঁচা+ই, ঈ}
- Bengali Word কাঁচুলি English definition ⇒ কাঁচল
- Bengali Word কাঁচ্চা English definition [কাঁচ্চা] (বিশেষ্য) সিকি ছটাক; ছটাকের এক চতুর্থাংশ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কক্ষা>}
- Bengali Word কাঁচড়া English definition [কাঁচ্ড়া] (বিশেষ্য) এক প্রকার শাক (কাঁচড়া ক্ষুদের জাউ রান্ধিহ যতনে-(কবি কঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী))। {(তৎসম বা সংস্কৃত শব্দ ) কঞ্চট, কঞ্চড়>}
- Bengali Word কাঁটা English definition [কাঁটা] (বিশেষ্য) ১ বৃক্ষের গায়ে উদ্গত সূচি; কন্টক (কাঁটা হেরি ক্ষান্ত কেন কমল তুলিতে-রজনীকান্ত সেন)। ২ মাছের অস্থি (মাছের কাঁটা)। ৩ ঘড়ির ধাতব সূচি (ঘড়িটা যে তৈরী কেরেছে সে জানে কাঁটার কোনখানে কি কাজ-কাজী নজরুল ইসলাম)। ৪ ছোট পেরেক; তারকাঁটা; লৌহকীলক (জুতায় কাঁটা মারা)। ৫ তুলাদণ্ড; তৌল (ওজনের কাঁটা)। ৬ খোঁপা গোঁজবার কাঁটা; গুঁজি (চলিতে মাথার কাঁটা পড়ে যেত-কাজী নজরুল ইসলাম)। ৭ মুখে খাদ্যবস্তু তোলার জন্য শলাকা বিশেষ; fork। ৮ অন্তরায়; বিঘ্ন; প্রতিবন্ধক (আমিই হয়েছি তাঁদের সুখের কাঁটা-মীর মশাররফ হোসেন)। কাঁটা করা (ক্রিয়া) ওজন করা। কাঁটা খোঁচা (বিশেষ্য) ১ পথ চলার সময়ে পায়ে কাঁটা ও খোঁচা লাগে (উভ মুখে সাধু যায় কাঁটা খোঁচা ফুটে পায়-কবি কঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। ২ প্রতিবন্ধক; বাধা; অন্তরায়।কাঁটা-চামচ, কাঁটা চামচে , কাঁটা ছুরি বি ইউরোপীয় প্রণালিতে ভোজনকালে ব্যবহার্য বেঁধনাস্ত্র ও চামচ বা বেঁধনাস্ত্র ও ছুরি (খাইতে গিয়া ডান হাতে কাঁটা চামচ ধরিবার অপরাধে -বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)। কাঁটা চামচ ধরা (ক্রিয়া) সাহেবি রীতিতে খাওয়া অভ্যাস করা। কাঁটা তোলা (ক্রিয়া) শত্রু দমন করা। কাঁটা দিয়ে কাঁটা তোলা এক শত্রুর সাহায্যে অন্য শত্রু বিনাশ করা। কাঁটা দেওয়া (ক্রিয়া) রোমাঞ্চ হওয়া; শীতে বা ভয়ে গায়ের লোম কাঁটার মতো দাঁড়িয়ে ওঠা। কাঁটানটে (বিশেষ্য) এক প্রকার কন্টকময় শাক। কাঁটা বন (বিশেষ্য) কাঁটা ইত্যাদি আগাছাপূর্ণ জঙ্গল (সেই সুন্দর তপোবন কাঁটাবনে ভরে গেল-অবনীন্দ্রনাথ ঠাকুর)। কাঁটায় কাঁটায় [ঘড়ির] (ক্রিয়াবিশেষণ) ১ যথাসময়ে; ঠিক নির্দিষ্ট সময়ে (কাঁটায় কাঁটায় আসা)। ২ ঠিকঠিক; মিল দিয়ে (কাঁটায় কাঁটায় মিল দিয়ে বসাবে)। উলের কাঁটা (বিশেষ্য) উল দিয়ে সোয়েটার প্রভৃতি বোনার জন্যে বিশেষ ধরনের তৈরি কাঁটা বা দণ্ড। কুলের কাঁটা (বিশেষ্য) দুষ্ট চরিত্রের জন্য বংশের কলঙ্ক (দুশ্চরিত্রা স্ত্রীকুলের কাঁটা)। গলায় কাঁটা (বিশেষ্য) গলায় বেঁধে মাছের কাঁটার মতোই যন্ত্রণাদায়ক শত্রু। পথের কাঁটা (বিশেষ্য) পথে স্থিত কাঁটা যেরূপ চলার পথে পায়ে বিঁধে নিদারুণ যন্ত্রণা ও বাধা সৃষ্টি করে সেরূপ কষ্টদায়ক শত্রু। সতিন কাঁটা (বিশেষ্য) কন্টকের মতো যন্ত্রণাদায়ক এবং শত্রুরূপে পরিগণিত সতিন অর্থাৎ স্বামীর অন্য স্ত্রী। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কন্টক> (প্রাকৃত) কংটয়>>কাঁটা}