• Bengali Word কাঁদো - কাঁদো , কাঁদ - কাঁদ English definition [কাঁদো-কাঁদো] (বিশেষণ) ক্রন্দনোম্মুখ; অশ্রুপূর্ণ; রোদনপ্রয়াসী। কাঁদন (বিশেষ্য) রোদন; ক্রন্দন; কান্না। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √ক্রন্দ্‌>(পালি) √কন্দ, (প্রাকৃত) √কংদ=(বাংলা) √কাঁদ; (তৎসম বা সংস্কৃত শব্দ) ক্রন্দন>কান্দন>কাঁদন>}