ক পৃষ্ঠা ৪১
- Bengali Word কাওয়ালি , কাওয়ালী English definition [কাওয়ালি] (বিশেষ্য) মুসলমান সমাজে প্রচলিত হামদ ও নাত শ্রেণির স্তুতিমূলক সংগীত; ঐ সঙ্গীতের তাল ও সুর। {(আরবি ) কারালী }
- Bengali Word কাক ১ English definition ⇒ কর্ক
- Bengali Word কাক ১ , কাগ English definition [কাক্, কাগ্] (বিশেষ্য) ১ বায়স; পক্ষীবিশেষ (শ-দুই কাগ ঝামেলা করছে-রাজশেখর বসু (পরশু))। ২ (বিশেষ্য) কড়ার চতুর্থাংশ; এক কড়ার সিকি ভাগ। কাক-কোকিলে ভেদ - ভালোমন্দ ভেদজ্ঞান। কাকচক্ষু ( বিশেষণ) কাকের চোখের তুল্য স্বচ্ছ ও নির্মল (সে যেন গো কাকচক্ষু স্বচ্ছ দিঘিজল-রবীন্দ্রনাথ ঠাকুর)। কাক-জ্যোৎস্না (বিশেষ্য) রাত্রি-শেষের ম্লান জ্যোৎস্না; যে জ্যোৎস্নায় কাক দিনের আলো ভেবে জেগে ওঠে (প্রভাত ভবিয়া কাক-জ্যোৎস্নায় জাগিয়া যেমন পাখী গান গায়-কাজী নজরুল ইসলাম)। কাকতন্দ্রা, কাকনিদ্রা (বিশেষ্য) ১ অগভীর সতর্ক ঘুম। ২ কপট ঘুম। কাকতাড়ুয়া (বিশেষ্য) কাক ও অন্যান্য পাখিকে ভয় দেখানোর জন্য রক্ষিত মানুষের প্রতিমূর্তি; scarecrow। কাকতালীয় (বিশেষণ) ১ কার্যকারণহীন দুটো ঘটনা; তালগাছে কাক বসামাত্র তালপতনের ন্যায় ঘটনা। ২ হঠাৎ সংঘটিত বা আকস্মিক যোগাযোগজাত কোনো ঘটনা। কাকপক্ষ (বিশেষ্য) ১ কাকের পক্ষের ন্যায় উভয় কানের পাশে ঝুলানো চুলের গোছা; কানপাটা (শুধু কারও মাথায় কাকপক্ষ অবশিষ্ট কারও মাথায় বা শুধু টিকি-প্রথম চৌধুরী)। ২ জুলফি। কাকপদ (বিশেষ্য) ১ উদ্ধার চিহ্ন, “ ” এই চিহ্ন। ২ লেখার মধ্যে পরিত্যক্ত বা শূন্যস্থান বুঝানোর চিহ্ন, xxx এই চিহ্ন। ৩ ভুলক্রমে পরিত্যক্ত অক্ষরাদির স্থানসূচক চিহ্ন; A এই চিহ্ন। কাকপুচ্ছ (বিশেষ্য) কোকিল; কাকের ন্যায় পুচ্ছবিশিষ্ট পক্ষী। কাকপুষ্ট (বিশেষ্য) কাক কর্তৃক প্রতিপালিত; কোকিল। কাকফল ( বিশেষ্য) ১ নিমফল। ২ নিমগাছ। কাকবন্ধ্যা (বিশেষ্য) একগর্ভা; যে নারী একবার মাত্র গর্ভ ধারণ করে; এক সন্তানের মা। কাকবলি-কাককে দেয় অন্নাদি; কাকের আহারের উদ্দেশ্যে উৎসৃষ্ট ভাত(অগ্রে দিয়া কাকবলি, সবান্ধবে কুতূহলী, নূতন তণ্ডুল দেয় মুখে-ভারতচন্দ্র রায় গুণাকর)। কাকভীরু (বিশেষ্য ) পেঁচা। কাক-ভোর (বিশেষ্য) খুব প্রাতঃকাল (সেই কাকভোরে বিছানায় শুয়ে অনেকক্ষণ ঘুমোতে পারিনি আনন্দে-বুদ্ধদেব বসু)। কাকশীর্ষ-বকফুলের গাছ। কাকস্নান (বিশেষ্য) কাকের ন্যায় স্বল্প পানি গায়ে ছিটিয়ে গোসল (যাহাকে কাকস্নান বলে সে ঠিক তাহাই-শেখ হবিবর রহমান সাহিত্যরত্ন)। কাকের ছা বকের ছা, কাকের ঠ্যাং বকের ঠ্যাং-অতি কুৎসিত হস্তাক্ষর। তীর্থের কাক তীর্থ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √কৈ+ক,=কাক; বিকৃত উচ্চারণে ‘কাগ’}
- Bengali Word কাকই English definition ⇒ কাঁকই
- Bengali Word কাকল English definition [কাকোল্] (বিশেষ্য) ১ দাঁড়কাক। ২ কন্ঠমণি। ৩ টুঁটি।
- Bengali Word কাকলি , কাকলী English definition [কাকোলি] (বিশেষ্য) ১ কলধ্বনি; মধুর অস্ফুট ধ্বনি। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কু+কলি>কাকালি+ঈ(ঙীপ্); (নিত্য সমাস)}
- Bengali Word কাকলী ২ English definition [কাকোলি] (বিশেষণ) কৃশ (শুকাইয়া হইয়াছে কন্যা চিকন কাকলী-পূর্ববঙ্গ গীতিকা)। {( তৎসম বা সংস্কৃত শব্দ) কৃকলাস}
- Bengali Word কাকা , কাকু ১ (আদরে) English definition [কাকা, কাকু] (বিশেষ্য) চাচা; পিতার ছোট ভাই। কাকী (স্ত্রীলিঙ্গ) {(ফারসি ) কাকা}
- Bengali Word কাকাতুয়া English definition [কাকাতুয়া] (বিশেষ্য) শুক জাতীয় পাখিবিশেষ। {(মালয়ালম) কাকাতু+ আ>}
- Bengali Word কাকু ২ English definition [কাকু] (বিশেষ্য) ১ রাগ; ভয়; শোক ইত্যাদির জন্য বিকৃত-কন্ঠস্বর; স্বরবিকৃতি। ২ বক্রোক্তি; বিপরীত অর্থজ্ঞাপক নঞর্থক বাক্য। ৩ কাকুতি মিনতি। কাকুবাদ (বিশেষ্য) কাতর বাক্য; মিনতি। কাকুক্তি (বিশেষ্য) ১ কাতরোক্তি। ২ বক্রোক্তি। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √কক্ + উ(উণ্)}
- Bengali Word কাকুতি English definition [কাকুতি] (বিশেষ্য) ১ কাতর অনুনয়; মিনতি (সুগ্রীবেরে জানাইও আমার কাকুতি-কৃত্তিবাস ওঝা)। ২ খেদোক্তি। কাকুতি-মিনতি (বিশেষ্য) অনুনয়-বিনয়। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কাকূক্তি>কাকুতি}
- Bengali Word কাকুধ্বনি English definition [কাকুদ্ধোনি] (অব্যয়) কাতর ধ্বনি; আকুতি (তোর কাকু ধ্বনিতে মধ্যাহ্ন সকরুণ-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কাকু+ধ্বনি}
- Bengali Word কাকুবাদ , কাকূক্তি English definition ⇒ কাকু
- Bengali Word কাকোদর English definition [কাকোদর্] (বিশেষ্য) সর্প (পশে যদি কাকোদর গরুড়ের নীড়ে-মাইকেল মধুসূদন দত্ত )। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কাক+উদর; বহু}
- Bengali Word কাগজ English definition [কাগোজ্] (বিশেষ্য) ১ কাপড় তুলা খড় কাঠ পাতা ইত্যাদির আঁশ বা কাঠের মণ্ড থেকে প্রস্তুত পাতলা পত্র বা লিখনের উপকরণ; paper। ২ দলিলপত্র; document (কালে কালে কতেক কাগজ চায় রাজা-ঘনরাম চক্রবর্তী)। ৩ সংবাদপত্র; newspaper (আজকের কাগজে খবরটা বেরিয়েছে)। কাগজাত, কাগজাদ (বিশেষ্য) ১ দলিলপত্র (সুবাজাতের কাগজাতও কিছু পাইলেন না-রামরাম বসু; মতিলাল টাকার মুখ দেখিয়া তৎক্ষণাৎ কাগজাদ সহি করিয়া দিল-প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর))। ২ মোকদ্দমা সংক্রান্ত কাগজপত্র (কাগজ শব্দের বহুব.)। কাগজি , কাগজী (বিশেষণ) ১ কাগজের তৈরি (কাগজি ফুল)। ২ কাগজ সম্বন্ধীয়। ৩ কাগজের ন্যায় পাতলা আবরণ-বিশিষ্ট (কাগজি লেবু)। □ (বিশেষ্য) কাগজ প্রস্তুতকারক বা ব্যবসায়ী। কাগজে- কলমে (ক্রিয়াবিশেষণ) লিখিতভাবে। {(ফারসি) কাগয}
- Bengali Word কাগতি (মধ্যযুগীয় বাংলা) English definition [কাগোতি] (বিশেষ্য) কাগজ প্রস্তুতকারী ও ব্যবসায়ী মুসলমান সম্প্রদায় বিশেষ (কাগজ কাটিয়া নাম ধরিল কাগতি-(কবি কঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী))। {( ফারসি) কাগজ >কাগ+ (বাংলা) তি}
- Bengali Word কাগমলা , কাগমালা English definition [কাগ্মলা, কাগ্মালা] (বিশেষ্য) রান্নাঘরে বাসন রাখার জন্য বাঁশের খুঁটির উপরিস্থিত আধার (টানাইয়া রাখে লীলা কাগমলা উপরে- ময়মনসিংহ গীতিকা)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কাক>কাগ+ (তৎসম বা সংস্কৃত শব্দ) মাল্>মালা, মলা}
- Bengali Word কাগা - বগা English definition [কাগাবগা] (অব্যয়) ১ এলোমেলো ভাব; উচ্ছৃঙ্খলতা (কাগাবগা করে খাওয়া)। সামঞ্জস্যহীনভাব; এবড়ো-থেবড়ো ভাব (কাগাবগা করে চুল ছাঁটা)। {কাক>+বক>}
- Bengali Word কাঙাল , কাঙালি , কাঙ্গাল , কাঙ্গালি English definition [কাঙাল্, কাঙালি, কাঙ্গাল্, কাঙ্গালি] (বিশেষণ) ১ নিঃস্ব; দরিদ্র; গরিব (লুটি বাঙালার লোকে করিল কাঙাল-ভারতচন্দ্র রায় গুণাকর)। ২ লোভী; লোলুপ (এসেছি কি হেথা যশোর কাঙালি-রবীন্দ্রনাথ ঠাকুর)। ৩ দুঃখী। ৪ অক্ষম; নিঃশক্তি (যৌবনে অন্যায় ব্যয়ে বয়সে কাঙালী-মাইকেল মধুসূদন দত্ত)। □ (বিশেষ্য) ভিখারি; ভিক্ষুক (তাই আমি কাঙালের মতো-রবীন্দ্রনাথ ঠাকুর)।কাঙালিনী, কাঙ্গালিনী (স্ত্রীলিঙ্গ)। কাঙ্গালখানা ( বিশেষ্য) অনাথাশ্রম। কাঙ্গালপনা (বিশেষ্য) ১ দীনতা; দরিদ্রের মতো আচরণ । ২ অতিশয় লোভ বা লোলুপতা। ৩ দীনযাচ্ঞা (ধরো, কাঙালপনা করে এই জিনিসটা চাইছি তোমার কাছে-রাজিয়া খান)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কঙ্কাল (‘অস্থিচর্মসার’ অর্থে)> কাঙাল+ই, ঈ}
- Bengali Word কাঙ্ক্ষ English definition [কাঙ্খো] (বিশেষ্য) কাঁখ; কোমর; কটিদেশ (ভরা কলস কাঙ্খে নিয়ে ঘরের পানে ফিরে-(জসীমউদ্দীন ))। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কক্ষ> কক্খ> কাঁখ, কাংখ, কাঙ্খ}