- Bengali Word কাঁধ , কাঁদ English definition [কাঁধ্, কাঁদ্] (বিশেষ্য) ঘাড়; স্কন্ধ।
কাঁধকাট, কাঁধকাটা (বিশেষ্য) শববাহক; যে বা যারা মৃতদেহ স্কশানে বয়ে নিয়ে যায়।
কাঁধ দেওয়া (ক্রিয়া) ১ কোনো কাজের দায়িত্ব গ্রহণ করা।
২ ভার বইবার জন্য প্রস্তুত হওয়া।
৩ স্কশানে নেওয়ার জন্য মৃতদেহ সহ মাচা বহন করা।
কাঁধ বদলানো (ক্রিয়া) পালাক্রমে ডান কাঁধে বা বাম কাঁধে নেওয়া; ক্লান্তির জন্য একাধিক ব্যক্তির কাঁধ বদল করে কোনো দায়িত্ব বহন করা।
কাঁধাকাঁধি (বিশেষ্য) পরস্পরের স্কন্ধে বহন; একাধিক ব্যক্তির ভার বহনে কাঁধ বদলানো (লাশ কাঁধাকাঁধি করিয়া লওয়া)।
□ (ক্রিয়াবিশেষণ) ১ একবার একজনের কাঁধে এবং আরেকবার অন্যের কাঁধে এইরূপে (কাঁধাকাঁধি বহন করা)।
২ একজনের কাঁধের পাশে আর একজন এবং দ্বিতীয় জনের কাধেঁর পাশে আরেকজন এরূপে (কাঁধাকাঁধি দাঁড়ানো)।
{(তৎসম বা সংস্কৃত শব্দ) স্কন্ধ>কন্ধ, কন্দ>কাঁধ, কাঁদ}
- Bengali Word কাঁধা , কাঁধার , কান্ধার English definition [কাঁধা, কাঁধার্, কান্ধার্] (বিশেষ্য) কূল; তীর; কিনারা; ধার (লালু ভাই ডোবার কাঁধার বসে মাছ ধরছিল-কাজী আবদুল ওদুদ)।
{(তৎসম বা সংস্কৃত শব্দ) স্কন্ধ>কাঁধ+আ=কাঁধা}
- Bengali Word কাঁধাকাঁধি English definition ⇒ কাঁধ