ক পৃষ্ঠা ৩৫
- Bengali Word কস্তুর , কস্ত তুর English definition [কোস্তুর্] ১ (বিশেষ্য) কস্তুরী মৃগ। ২ মৃগনাভি। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √কস্ +(ত আগম)+ঊর}
- Bengali Word কস্তুরী, কস্তুরিকা English definition [কোস্তুরি, কোস্তুরিকা] (বিশেষ্য) মিশক; মৃগনাভি (কস্তুরিকাগন্ধি বেণী-ড. মুহম্মদ শহীদুল্লাহ)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কস্তূর+ঈ, +ক(কন্)+ আ(টাপ্)}
- Bengali Word কস্মিনকালে English definition [কোশ্মিন্কালে] (ক্রিয়াবিশেষণ) কোনো কালে; কখনো (তাদের মিলন কস্মিনকালেও হবে না-প্রথম চৌধুরী )। {(তৎসম বা সংস্কৃত শব্দ) ‘কিম্’ শব্দের সপ্তমীতে ‘কস্মিন্’+কালে}
- Bengali Word কস্য English definition [কোশ্শো] (অব্যয়) ১ কার; কোন জনের। ২ যার। ৩ অমুকের। ‘কা কস্য পরিদেবনা’ - সংস্কৃত বাক্য বাংলায় ব্যবহৃত; অর্থ-কার (বিশেষ্য) বিবেচনা বা চিন্তা। {(তৎসম বা সংস্কৃত শব্দ) ‘কিম্’ (পুং)+ষষ্ঠী একব}
- Bengali Word কহ English definition [কহো] (ক্রিয়া) ১ বলো; কও (মনেরে আজ কহ যে-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ (ব্রজবুলি) বলে; কয় (বিদ্যাপতি কহ তুঁহুঁ আগেয়ানী-(বিদ্যাপতি))। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √কথ্>(প্রাকৃত) কহ>}
- Bengali Word কহই (মধ্যযুগীয় বাংলা; ব্রজবুলি) English definition [কহই] (ক্রিয়া) কহে (হাম কহই না পার-(বিদ্যাপতি))। কহইত (ক্রিয়া) কহে; বলতে বলতে (কহইত হার টুটি গেল-(বিদ্যাপতি))।কহইতে অক্রি বলতে (কহইতে লাজ-(বিদ্যাপতি))। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কথ্>(প্রাকৃত) কহ>(বাংলা) √কহ্}
- Bengali Word কহতব্য English definition [কহোতোব্বো] (বিশেষণ) ১ বলার যোগ্য; বলার উপযুক্ত। ২ কথন-সাধ্য। কহতব্য নয় (বিশেষণ) অকথ্য; যা মুখে আনা যায় না। {(বাংলা) √কহ+(তৎসম বা সংস্কৃত শব্দ) তব্য=কহতব্য}
- Bengali Word কহন ১ English definition [কহোনো] (বিশেষ্য) বলা; কহা; কথন। □ (বিশেষণ) কহতব্য; বলার যোগ্য (কহন না যায় রে)।কহনে না যায়-বলতে পারা যায় না।। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কথন>(প্রাকৃত) কহণ>(বাংলা ) কহন}
- Bengali Word কহন ২ (মধ্যযুগীয় বাংলা) English definition [কহোন] (ক্রিয়া) বলন (যা কিছু কহন-(বিদ্যাপতি))। { (বাংলা) √কহ্+(বাংলা) অন}
- Bengali Word কহন্তি (মধ্যযুগীয় বাংলা) English definition [কহন্তি] (ক্রিয়া) বলেন। {(বাংলা) √কহ্}
- Bengali Word কহব (মধ্যযুগীয় বাংলা, ব্রজবুলি) English definition [কহব] (ক্রিয়া) বলব (কি কহব তোয়-(বিদ্যাপতি))। কহবি (ব্রজবুলি) (ক্রিয়া) বলবি (কহবি মোয়-(বিদ্যাপতি))।কহয়ে(ব্রজবুলি) (ক্রিয়া) বলে (কহয়ে গদগদ ভাষ-(বিদ্যাপতি))। {( বাংলা) √কহ্}
- Bengali Word কহর ২ English definition [কহোর্] (বিশেষ্য) ১ অভিশাপ (খোদার কহরে পড়ি হইবা নিধন-হেয়াত মাহমুদ)। ২ বিপদ; প্রাকৃতিক দুর্যোগ (এয়ছাই কহর হইল গিরিল আকার-ফকির গরীবুল্লাহ)। ৩ অত্যাচার; উপদ্রব; জুলুম (শহরে কহর এত আপনি করিলা- ভারতচন্দ্র রায় গুণাকর)। {(আরবি) কহ্র্ }
- Bengali Word কহলম (ব্রজবুলি), কহলহি(ব্রজবুলি), কহলু(ব্রজবুলি), কহলুঁ(ব্রজবুলি) English definition [কহলম্, কহলহি, কহলু, কহলুঁ] (ক্রিয়া) বললাম (কহলম তোয়; কহলু তোহে সুন্দরী-(বিদ্যাপতি))। {( বাংলা) √কহ্}
- Bengali Word কহসি (ব্রজবুলি) English definition [কহসি] (ক্রিয়া) বলে (বচন কহসি হসি-(বিদ্যাপতি))। {(বাংলা ) √কহ্}
- Bengali Word কহহি (ব্রজবুলি) English definition [কহহি] অক্রি বলতে (কহই ন পারিঅ দেখনি জহিনী-(বিদ্যাপতি))। {(বাংলা) √কহ্}
- Bengali Word কহা English definition [কহা] (প্রাপ্র.) (ক্রিয়া) বলা। কহাকহি (বিশেষ্য) বলাবলি (কহাকহির প্রয়োজন নেই)। কহানো (ক্রিয়া) বলানো (সাক্ষীকে দিয়ে কহাতে হবে)। কহায়সি (ক্রিয়া) বলাও (অনাদিনাথ কহায়সি-(বিদ্যাপতি))। {(বাংলা) √কহ; (বাংলা) √কহ্+√ণিচ্}
- Bengali Word কহি , কহিঁ , কহী (মধ্যযুগীয় বাংলা) English definition [কোহি, কোহিঁ, কোহি্] (অব্যয়) কোথায়। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কস্মিন্>(প্রাকৃত) কহি> (বাংলা) কহি; (তৎসম বা সংস্কৃত শব্দ) কুত্র>}
- Bengali Word কহিতুর English definition [কোহিতুর্] (বিশেষ্য) কুহিতুর-এর বিকৃতি রূপ; তুর পাহাড় (কহিতুর চূর্ণ চূর্ণ হয়ে ছড়িয়েছিল প্রাণপ্রার্থী প্রান্তরে প্রান্তরে-হাহা)। {(ফারসি) কোহেতূর }
- Bengali Word কহিনী (ব্রজবুলি) English definition [কোহিনি] (বিশেষ্য) কাহিনী (কি কহব সজনি তাহেরি কহিনী-(বিদ্যাপতি))। ⇒ কাহিনী
- Bengali Word কহির (মধ্যযুগীয় বাংলা) English definition [কোহির] (অব্যয়) কোথাকার; কোন জায়গার (কহির কহির তাম্বুল বড়ায়ি-বড়ু চণ্ডীদাস)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কস্মিন্> কসিঁ> কহিঁ> কহি}