ক পৃষ্ঠা ৪০
- Bengali Word কাইকুতু English definition [কাইকুতু] (বিশেষ্য) কাতুকুতু; সুড়সুড়ি (উঃ কাইকুতু দাও কেন-অবনীন্দ্রনাথ ঠাকুর)। {( তৎসম বা সংস্কৃত শব্দ) কাতুকুতু>কাউকুতু>কাইকুতু}
- Bengali Word কাইচা English definition ⇒ কাঁচি
- Bengali Word কাইজা English definition ⇒ কাজিয়া
- Bengali Word কাইট , কাট English definition [কাইট্, কাট্] (বিশেষ্য) তৈলাদির গাদ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কিট্ট>কাইট (অর্ধতৎসম)}
- Bengali Word কাইনী English definition [কাইনি] (বিশেষ্য) ঘটনা; ইতিহাস; কিচ্ছা; গল্প (সেই অতি পুরানো কাইনী তুলে ঘায়েল করে দেবে-(জসীমউদ্ দীন))। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কাহিনী> কাইনী}
- Bengali Word কাইয়াঁ English definition ⇒ কাঁইয়া
- Bengali Word কাউ , কাউয়া English definition [কাউ, কাউয়া] (বিশেষ্য) কাক (শুকানো ডালেতে বসি কু বোলয় কাউ-(কবি কঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী))। {(তৎসম বা সংস্কৃত শব্দ ) কাক+(বাংলা) উয়া=কাকুয়া>কাউয়া, কাউ}
- Bengali Word কাউন , কাউনি English definition [কাউন্, কাউনি] (বিশেষ্য) সর্ষের আকারের এক প্রকার খাদ্যশস্য; কাকুন (ধান কাউনের লিখন লিখি করছে নিতুই পাঠ-(জসীমউদ্দীন))। {(তৎসম বা সংস্কৃত শব্দ ) কঙ্গুনী >কগ্গুনী>কাগুনি >কাউনি, কাউন}
- Bengali Word কাউন্সিল English definition [কাউন্সিল্] (বিশেষ্য) আইনসভা; পরিষদ, (চরকা কাউন্সিল ভাঙা কিছুর দরকার হত না-রাজশেখর বসু (পরশু))।{(ইংরেজি) council}
- Bengali Word কাউর English definition [কাউর] (বিশেষ্য) চর্মরোগ বিশেষ। {(আরবি) করহ্ }
- Bengali Word কাউয়া English definition ⇒ কাউ
- Bengali Word কাউয়াঠুঁটি English definition [কাউয়াঠুঁটি] (বিশেষ্য) শিশুদের অতি প্রিয় লাল রঙের বনফুল বিশেষ(সাদা দাঁড়কাক ঘুরিতেছে বনে কাউয়াঠুঁটির আশে-( জসীমউদ্দীন))। {কাউয়া (<কাকা)+(ঠোঁট>) ঠুঁটি}
- Bengali Word কাএদা English definition ⇒ কায়দা
- Bengali Word কাওরা English definition [কাওরা] (বিশেষ্য) অনুন্নত হিন্দু সম্প্রদায় বিশেষ; কাহার (এদিকে দুলে বেয়ারা, হাড়ি কাওরারা … নেচে বেড়াচ্চে- কালীপসন্ন সিংহ)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কিরাত>}
- Bengali Word কাওলি English definition [কায়োলি] (বিশেষ্য) গায়ক (নয়শত কাওলি চলে তেরশত নয়-বিজয় গুপ্ত)। {(আরবি ) করল }
- Bengali Word কাওস English definition [কায়োস্] (বিশেষ্য) ১ দিক্চক্রবাল; দিগ্বলয় (দূরে বহুদূরে বন্দর গেছে মিশে দিগ কাওসের কোলে-ফররুখ আহমদ)। (বিশেষ্য) ২ ধনুক। {(আরবি) করস }
- Bengali Word কাওড়া English definition [কাওড়া] (বিশেষ্য) বাধা; ফ্যাঁকড়া (কাওড়া লাগায় মদন চাঁদ গোঁসাই-পাগলা কানাই)। {( তৎসম বা সংস্কৃত শব্দ) কপাট>কাউড়>কাওড়া}
- Bengali Word কাওয়া English definition [কাওয়া] (বিশেষ্য) কফি। {(আরবি) কাহ্রাহ }
- Bengali Word কাওয়াজ English definition [কাওয়াজ্] (বিশেষ্য) সৈন্যদের যুদ্ধকৌশল শিক্ষা; parade । কুচকাওয়াজ (বিশেষ্য) যুদ্ধের ব্যায়াম ও রণকৌশল শিক্ষা। {(ফারসি) কোচ +(আরবি) করা‘ইদ= কুচকাওয়াজ; ‘আওয়াজ’ শব্দের প্রভাবে}
- Bengali Word কাওয়াল English definition [কাওয়াল্] (বিশেষ্য) যারা কাওয়ালি গান গায়; হামদ ও নাত শ্রেণির স্তুতিমূলক সংগীত গায়ক। {(আরবি) কারাল }