ক পৃষ্ঠা ৩৯
- Bengali Word কাঁপন English definition ⇒ কাঁপ
- Bengali Word কাঁপানে , কাঁপানো English definition [কাঁপানে, কাঁপানো] (বিশেষণ) যা কাঁপায় বা কম্পিত করে। {√কম্প্>(প্রাকৃত) কংপ>( বাংলা) √কাঁপ্+ই(ণিচ্)+ আন+ইয়া (কাঁপানিয়া)> এ (কাঁপানে আনো (কাঁপানো)}
- Bengali Word কাঁপুনি English definition ⇒ কাঁপ
- Bengali Word কাঁপুনে English definition [কাঁপুনে] (বিশেষণ) কম্পমান; কাঁপছে এমন (এই বাঁশ পাতার মতো কাঁপুনে অথচ টলমলে দেহটিকে-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। {(বাংলা) কাঁপ্+উনিয়া=কাঁপুনিয়া>কাঁপুনে}
- Bengali Word কাঁসর English definition [কাঁশোর্] (বিশেষ্য) কাঁসার তৈরি বাদ্যযন্ত্র বিশেষ। {(তৎসম বা সংস্কৃত শব্দ)কাংস্য>(প্রাকৃত) কংস> (বাংলা) কাঁসা, কাঁসর} কাঁসা (বিশেষ্য) রাং ও তামা মিশ্রিত ধাতু। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কাংস্য>(প্রাকৃত) কংস/কাঁস+আ=কাঁসা}
- Bengali Word কাঁসার , কাঁসারি , কাঁসারী English definition [কাঁশার্, কাঁশারি, কাঁশারি] (বিশেষ্য) ১ কাঁসার জিনিস নির্মাতা বা এর ব্যবসায়ী। ২ জাতিবিশেষ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কাংস্যকার>কাঁসআর>কাঁসার+ই, ঈ=কাঁসারি, কাঁসারী}
- Bengali Word কাঁসারি , কাঁসারী English definition ⇒ কাঁসার
- Bengali Word কাঁসি English definition [কাঁসি] (বিশেষ্য) ১ কাঁসার তৈরি কিনারা উঁচু থালাবিশেষ (এক কাঁসি ভাত আনিয়া উঠানে বসিয়া খাইতে আরম্ভ করিল- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। ২ কাঁসর; কাঁসার তৈরি বাদ্যযন্ত্রবিশেষ। {(বাংলা) কাঁসা+ই=কাঁসি}
- Bengali Word কাঁহা , কাঁহা English definition [কাঁহা, কাঁহা] (অব্যয়) (ক্রিয়াবিশেষণ) কোথা (কাঁহা গোপবেশ কাঁহা নির্জন বৃন্দাবন-বৃন্দাবন দাস)। কাঁহা কাঁহা (ক্রিয়াবিশেষণ) কোন কোন; কোথা কোথা (সকলেই কাঁহা কাঁহা মুলুক চলে যাচ্ছে-মনোজ বসু)। কাঁহাতক (ক্রিয়াবিশেষণ) ১ কতদূর পর্যন্ত; কতকাল (কাঁহাতক ঠায় বসে থাকা যায় চুপ করে-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কস্মিন্, কুত্র>(প্রাকৃত) কহিং>(বাংলা ) কাঁহা (চন্দ্রবিন্দুর পূর্ব নিপাতে) কাঁহা}
- Bengali Word কাঁড় ১ , কাঁড়া , কাঁড়ি English definition [কাঁড়্, কাঁড়া, কাঁড়ি] (বিশেষ্য) স্তূপ; রাশি; অঢেল (একটা নর্দমার এক কাঁড়ি মাটি-ইব্রাহীম খাঁ, প্রিন্সিপাল); আসতে লাগল কাঁড়া কাঁড়া টাকা-সৈয়দ মুজতবা আলী)। {( তৎসম বা সংস্কৃত শব্দ) কাণ্ড>(প্রাকৃত) কংড> কাঁড়}
- Bengali Word কাঁড় ২ English definition [কাঁড়্] (বিশেষ্য) বাণ; তীর; বাঁশের ধনুক (ভাঁড়াই করিছে ভাঁড় চোয়ারে লুফিছে কাঁড়-ভারতচন্দ্র রায় গুণাকর)। কাঁড় বাঁশ (বিশেষ্য) ধনুক। {( তৎসম বা সংস্কৃত শব্দ) কাণ্ড, (প্রাকৃত) কংড>কাঁড়}
- Bengali Word কাঁড় ৩ , কাঁর English definition [কাড়্, কাঁর্] (বিশেষ্য) বাঁশের বা তক্তার উঁচু মাচা বিশেষ যার উপর বাড়ির জিনিস পত্র রাখা হয় (ঘরের ‘কাঁর’ থেকে পেড়ে আনল তার লাঠি-বোখা)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কাণ্ড>( প্রাকৃত) কংড>কাঁড়}
- Bengali Word কাঁড়া ১ English definition ⇒ কাঁড়ি
- Bengali Word কাঁড়া ২ English definition [কাঁড়া] (ক্রিয়া) ছাঁটন; পরিষ্কার করা, কুঁড়া বা তুষের কণা শূন্য করা (চাল কাঁড়া)। □ (বিশেষণ) পরিষ্কৃত; ছাটা হয়েছে এমন। কাঁড়ানো (ক্রিয়া) ১ ছাঁটানো; পরিষ্কার করানো। □ (বিশেষ্য) ছাঁটানো; পরিষ্কার করা। □ (বিশেষণ) পরিষ্কৃত; ছাঁটা হয়েছে এমন। ভিক্ষার চাল কাঁড়া আর আকাড়া (প্রবচন)-ভিক্ষা (প্রার্থনা) দ্বারা লব্ধ দ্রব্যের মান বিচার নিরর্থক; দয়ার দান উৎকৃষ্ট মানের হয়না। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √কণ্ড্>(প্রাকৃত) কংড>(বাংলা) √কাঁড়্+আ=কাঁড়া}
- Bengali Word কাঁড়ারি , কাঁড়ারী , কাঁড়ার English definition [কাঁড়ারি, কাঁড়ারি, কাঁড়ার্] (বিশেষ্য) কর্ণধার; মাঝি (কখন খেটেল কখন কাঁড়ারী-ভারতচন্দ্র রায় গুণাকর)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কাণ্ডারী>কংডারি>কাঁড়ারি}
- Bengali Word কাঁঢ়ার (মধ্যযুগীয় বাংলা), কান্ঢার(মধ্যযুগীয় বাংলা) English definition [কাঁঢ়ার্, কানঢার্] (বিশেষ্য) নৌকার হাল(পঞ্চ পাটে না খানী আহ্মার আপনেই ধরিল কাঁঢ়ার-বড়ু চণ্ডীদাস)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কাণ্ডার> কংড(ঢ)v র> কাঁঢ়ার}
- Bengali Word কাংস , কাংসক English definition ⇒ কাংস্য
- Bengali Word কাংস , কাংস্য , কাংসক , কাংস্যক English definition [কাঙ্শো, কাঙ্শো, কাঙ্শক্, কাঙ্শক্] (বিশেষ্য) ১ কাঁসা; তামা ও রাং এর মিশ্রণ জাত ধাতু। ২ কাঁসার বাসন বা পেয়ালা। ৩ কাঁসার তৈরি বাদ্যযন্ত্র বিশেষ; কাঁসি (কাংস্যও রজতের ন্যায় মধুরনাদী-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। □ (বিশেষণ) কাঁসার তৈরি (কাংস্য ঘটে গঙ্গাজল-মোহিতলাল মজুমদার)। কাংস্য-কর্কশ (বিশেষণ) কাঁসার আওয়াজের মতো শ্রুতিকটু (কাংস্য-কর্কশ কন্ঠস্বর অনেকক্ষণ শোনা গেল না-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। কাংস্যকার (বিশেষ্য) কাঁসারি। কাংস্যনিন্দিত (বিশেষণ) কাঁসার কর্কশ ধ্বনি অপেক্ষাও শ্রুতিকটু (কাংস্যনিন্দিত কন্ঠস্বর)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কংস+ঈয়(ছ)=কাংস্য+ক(কব্)}
- Bengali Word কাআ ( প্রাচীন বাংলা ) English definition [কায়া] (বিশেষ্য) কায়; দেহ (কাআ তরুবর পঞ্চবি ডাল-চর্যা)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কায়}
- Bengali Word কাই English definition [কাই] (বিশেষ্য) ১ আঠা; লেই; ঘন মাড়(দোকানের কপাটে কাই দিয়ে নানা রকম রঙিন কাগজ মারা হয়েছে-কালীপসন্ন সিংহ)। ২ ক্বাথ (প্রাণের দায়ে খেতে হবে চেঁছে হুঁকোর কাই-কাজী নজরুল ইসলাম)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) ক্বাথ>কাহ>কাঅ, কাই}