- Bengali Word কাঁঠাল , কাঁটাল ২ English definition [কাঁঠাল্, কাঁটাল] (বিশেষ্য) সর্বাঙ্গে কাঁটাযুক্ত ফল; পনস।
কাঁটা-চাঁপা (বিশেষ্য) পাকা কাঁঠালের ন্যায় গন্ধযুক্ত ফুল বিশেষ।
কাঁঠালের আঠা, কাঁটালের আঠা (বিশেষ্য) যা সহজে ছাড়ে না।
কাঁঠালের আমসত্ত্ব (বিশেষ্য) ১ অসম্ভব বস্তু।
২ ভুল বা মিথ্যা নামকরণ; অপপ্রয়োগ।
কাঁঠালি, কাঠালিকলা (বিশেষ্য) একপ্রকার কলা (চারিপাশে মর্তমান, চাঁপা, কাঁঠালি প্রভৃতি নানা জাতীয় সুপক্ব এবং অপক্ব রম্ভা-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)।
গাছে কাঁঠাল গোঁফে তেল-অপ্রাপ্ত বস্তুকে প্রাপ্ত কল্পনা করে পরিকল্পনা।
{(তৎসম বা সংস্কৃত শব্দ) কন্টক-ফল>(প্রাকৃত) কংটঅহল>(বাংলা ) কাঁটাল, কাঁঠাল}