ক পৃষ্ঠা ৩৬
- Bengali Word কহিয়ে , কইয়ে , বলিয়ে , কিইয়ে - বলিয়ে English definition [কোহিয়ে, কোইয়ে, বোলিয়ে, কোইয়ে বোলিয়ে] (বিশেষণ) বাকপটু; বাগ্মী; যে বেশ বলতে কইতে পারে। {(বাংলা) √ক+ইয়ে, (বাংলা) √বল্+ইয়ে}
- Bengali Word কহু ((মধ্যযুগীয় বাংলা) ব্রজবুলি) English definition [কোহু] (ক্রিয়া) কহে; বলে(কো কহু-(বিদ্যাপতি))। {(বাংলা) √কহ্}
- Bengali Word কহুয়া English definition [কোহুয়া] (বিশেষণ) অনর্গল কথা বলতে পারে এমন; বাকপটু। {(বাংলা) √কহ্+উয়া=কহুয়া}
- Bengali Word কহে English definition [কহে] (ক্রিয়া) বলে। {√কহ্}
- Bengali Word কহোঁ (ব্রজবুলি) English definition [কহোঁ] (ক্রিয়া) বলতাম (সব দুঃখ কহোঁ-(বিদ্যাপতি))। {(বাংলা ) কহ্}
- Bengali Word কহ্লার English definition [কল্হার] (বিশেষ্য) ১ শ্বেতপদ্ম; শ্বেতোৎপল; (সুগভীর কাল জলে কুমুদ কহ্লার শোভিত-কায়কোবাদ)। ২ (বিশেষ্য) শালুক; সুঁদি(তোলে কহ্লার কেবল কালা-(কবি কঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী))। {(তৎসম বা সংস্কৃত শব্দ) ক+√হ্লাদি+অ(অণ্)}
- Bengali Word কা English definition [কা] (সর্বনাম) ১ কে; কোন জন। ২ কী; কোনো বস্তু বা বিষয় (কা হতে জনমিল জগতের যাতনা-হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কঃ>( প্রাকৃত) কো>বা, ক+আ=কা ((তৎসম বা সংস্কৃত শব্দ) ‘কা’ শব্দের প্রভাবে)}
- Bengali Word কা - কা English definition [কাকা] (বিশেষণ) কাকের ডাক। {ধ্বন্যাত্মক}
- Bengali Word কাঁইবিচি , কাঁইবীচি English definition [কাঁইবিচি] (বিশেষ্য) তেঁতুলের বীজ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) ক্বাথ>কাঁই+বিচি; ৬ (তৎপুরুষ সমাস)}
- Bengali Word কাঁইমাই English definition [কাঁইমাই] (বিশেষণ) অস্পষ্ট; দুর্বোধ্য কথা (শুনিয়াছি সে দেশের কাঁই মাই কথা। হায় বিধি সে কি দেশ গঙ্গা নাই যথা- ভারতচন্দ্র রায় গুণাকর)। {ধ্বন্যাত্মক}
- Bengali Word কাঁক ১ English definition [কাঁক্] (বিশেষ্য) বকজাতীয় পাখি বিশেষ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কঙ্ক>কাঁক}
- Bengali Word কাঁক ২ , কাঁখ English definition [কাঁক্, কাঁখ্] (বিশেষ্য) ১ কাটিদেশে; কোমর; কাঁকাল (ছেলেটাকে কোলে কাঁধে করে মানুষ করেছি)। ২ বগল; কক্ষ (হাতে লড়ি কাঁখে ঝুড়ি বলে ব্রহ্মময়ী-ঘনরাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কক্ষ>(প্রাকৃত) কক্খ>কাখ, কংখ>কাঁখ}
- Bengali Word কাঁকই , কাঁকুই , কাকই English definition [কাঁকোই, কাঁকুই, কাঁকোই] (বিশেষ্য) বড় ও মোটা দাঁড়ার চিরুনি (রাণীর কেশে কাঁকুই টানি-ড. মুহম্মদ শহীদুল্লাহ; ঘরে আছে গন্ধ তৈল আরেচ কাকই দিয়া-ময়মনসিংহ গীতিকা)। {( তৎসম বা সংস্কৃত শব্দ) কঙ্কতিকা>কাঁকইআ>কাঁকই, কাকই}
- Bengali Word কাঁকতলি English definition ⇒ কাঁখতালি
- Bengali Word কাঁকন English definition [কাঁকোন্] (বিশেষ্য) কঙ্কণ; হাতের অলঙ্কার বিশেষ (কোন আঙনে কাঁকন বাজে গো-কাজী নজরুল ইসলাম; কেন বাজাও কাঁকন- রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কঙ্কণ>(প্রাকৃত) কংকণ, কাঁকন}
- Bengali Word কাঁকবিড়ালি , কাঁখবিড়ালি English definition [কাঁক্বিড়ালি, কাঁখ্বিড়ালি] (বিশেষ্য) বগলের ফোঁড়া। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কক্ষ>কাঁখ, কাঁক; স.বিড়াল+(বাংলা) ই; (তুলনীয়) কাঠবিড়ালি; ৬ (তৎপুরুষ সমাস)}
- Bengali Word কাঁকর English definition [কাঁকোর্] (বিশেষ্য) ছোট প্রস্তরখণ্ড; পাথরের ছোট কুচি। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কঙ্কর>(পালি) ও (প্রাকৃত) কক্কর>কাঁকর}
- Bengali Word কাঁকরোল English definition [কাঁক্রোল্] (বিশেষ্য) তরকারিরূপে ব্যবহৃত কাঁটাযু্ক্ত ফলবিশেষ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কর্কোটক>(বাংলা) কাঁকরোল}
- Bengali Word কাঁকলাস English definition [কাঁক্লাশ্] (বিশেষ্য) ১ গিরগিটি; সরীসৃপ জাতীয় প্রাণী বিশেষ। ২ অত্যন্ত কৃশ লোক; {(তৎসম বা সংস্কৃত শব্দ) কৃকলাস>(প্রাকৃত) কংকলাস>কাক(কাঁক)লাস; ( বহুব্রীহি সমাস)}
- Bengali Word কাঁকাল , কাঁকালি English definition [কাঁকাল্, কাঁকালি] (বিশেষ্য) মাজা; কোমর; কটি; কাঁক (ক্ষীণ কাঁকালে জড়িয়ে আঁচল-কাজী নজরুল ইসলাম; হেলায়ে কাঁকালি কাঁপায়ে অঙ্গুলি-ঘনরাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কঙ্কালিকা> কক্ষতল>কাঁকাল; (তৎসম বা সংস্কৃত শব্দ) কক্ষ> (প্রাকৃত) কক্খ>কাঁক+আল, আলি>}