• Bengali Word কাঁদুনে English definition [কঁদুনে] (বিশেষণ) ১ কথায় কথায় কাঁদে এমন (কেবল কাঁদুনে মেয়ের মত দিবারাত্রি ঘ্যান ঘ্যান-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। ২ যা কাঁদায় (কঁদুনে গ্যাস)। □ (বিশেষ্য) যে বেশি কাঁদে; বেশি কাঁদা যার অভ্যাস (কাঁদুনে ওই শিখলে কোথায় হাসি-সত্যেন্দ্রনাথ দত্ত)।