Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word মিষ্টি Bengali definition ⇒মিষ্ট
  • Bengali Word মিস ১, মিশ Bengali definition [মিশ্‌] (বিশেষণ) ঘোর মিসির মতো (মিসকালো রং)। মিসকালো (বিশেষণ) ঘোর কালো; মিসির মতো কালো (যেন ডাকাতের মিসকালো মাথার ঝাঁকড়া বাবরী চুল-মঈনুদ্দীন)। মিস মিশ (অব্যয়) ঘোর কৃষ্ণবর্ণের ভাবসূচক (কাল মিসমিস করছে)। মিসমিসে, মিশমিশে (বিশেষণ) গাঢ় কৃষ্ণবর্ণ; ঘোর কালো রং (মিসমিসে কালো)। □ (বিশেষণ) (ক্রিয়াবিশেষণ) ঘোর (মিসমিসে কালো রং)। {(তৎসম বা সংস্কৃত) মসী>}
  • Bengali Word মিস ২ Bengali definition [মিস] (বিশেষণ) অবিবাহিতা বালিকা বা স্ত্রীলোকের আখ্যা; কুমারী (মিস পারভিন)। {(ইংরেজি) miss}
  • Bengali Word মিসওয়াক Bengali definition [মিস্‌ওয়াক্‌] (বিশেষ্য) দাঁতন। {(আরবি) মিসরাক}
  • Bengali Word মিসকাল Bengali definition [মিস্‌কাল্‌] (বিশেষ্য) ১ সোনার ওজনবিশেষ। ২ চার মাসা ও সাড়ে তিন রতি পরিমাণ। {(আরবি) মিছকাল্‌}
  • Bengali Word মিসকিন Bengali definition [মিস্‌কিন্‌] (বিশেষ্য) (বিশেষণ) নিঃস্ব; অতি দরিদ্র; নিরুপায়। অতি দরিদ্র ব্যক্তি। {(আরবি) মিস্‌কীন}
  • Bengali Word মিসমার Bengali definition [মিস্‌মার্‌] (বিশেষ্য) সর্বনাশ; চূর্ণবিচূর্ণ; সম্পূর্ণ ধ্বংস (নাসার চায় আমাদের সব আস্তানা মিসমার করে দিতে-আবু জাফর শামসুদ্দীন)। {(আরবি) মিসমার}
  • Bengali Word মিসর Bengali definition ⇒ মিশর
  • Bengali Word মিসর, মিশর Bengali definition [মিশর্‌] (বিশেষ্য) যুক্ত আরব সাধারণতন্ত্র; Egypt। মিসরি, মিশরি, মিশ্রী (বিশেষ্য) ১ মিসর বা ইজিপ্ট দেশজাত বড় দানাযুক্ত চিনিবিশেষ। □ (বিশেষণ) মিসরদেশীয়। {(আরবি) মিসর}
  • Bengali Word মিসি Bengali definition [মিশি] (বিশেষ্য) হীরাকস; তামাকচূর্ণ প্রভৃতি দিয়ে তৈরি দাঁতের মাজন (আমি নিজে মিশি বেচি-সত্যেন্দ্রনাথ দত্ত)। {ফারসি মিসী}
  • Bengali Word মিসিবাবা Bengali definition [মিসিবাবা] (বিশেষ্য) অবিবাহিতা প্রভুকন্যা। {(ইংরেজি) Miss+ ফারসি বাবা}
  • Bengali Word মিসেস Bengali definition [মিসেস্‌] (বিশেষ্য) বিবাহিত স্ত্রীলোকের উপাধিবিশেষ; মুসাম্মাৎ; সাহেবা; শ্রীযুক্তা (মিসেস মাকসুদা খানম)। {(ইংরেজি) mistress শব্দটির সংক্ষিপ্ত রূপ Mrs.}
  • Bengali Word মিস্টার, মিষ্টার Bengali definition [মিস্‌টার্‌] (বিশেষ্য) ভদ্রলোকের উপাধিবিশেষ; জনাব; সাহেব; মহাশয়া; শ্রীযুক্ত; বাবু। {(ইংরেজি) mister, Mr.}
  • Bengali Word মিস্টিসিজম, মিষ্টিসজম Bengali definition [মিস্‌টিসিজম্‌] (বিশেষ্য) অতীন্দ্রিয়বাদ (ভ্রম আর মিষ্টিসিজমের নিদারুণ শুষ্কতায়-আহমদ শরীফরাফ সিদ্দিকী)। {(ইংরেজি) mysticism}
  • Bengali Word মিস্ট্রেস ১, মিস্ট্রেস ২ Bengali definition ⇒ মিঃ
  • Bengali Word মিস্তি Bengali definition মিহনত
  • Bengali Word মিস্ত্রি, মিস্ত্রী, মিস্তিরি Bengali definition [মিস্‌ত্রি, মিস্‌ত্রী, মিস্‌তিরি] (বিশেষ্য) ১ কারিগর; যন্ত্রশিল্পী। ২ সর্দার কারিগর (রাজা কারিগর বিশ্বকর্মা দুনিয়ার আদি মিস্ত্রী-সত্যেন্দ্রনাথ দত্ত)। ছুতার মিস্ত্রি (বিশেষ্য) সূত্রধর; কাঠের কাজ করে যে। রাজমিস্ত্রি (বিশেষ্য) ইট, বালি, সিমেন্ট, সুরকি ইত্যাদির সাহায্যে অট্টালিকা নির্মাণ করে যে; অট্টালিকা নির্মাতা; mason। {(পর্তুগিজ) mestre}
  • Bengali Word মিহনত Bengali definition [মিহনত্‌] (বিশেষ্য) শ্রম; পরিশ্রম। মেহনতি (বিশেষণ) পরিশ্রমী। মিনতি, মিন্তি (বিশেষ্য) শ্রমিক; কুলি। {(আরবি) মিহনত}
  • Bengali Word মিহরাব Bengali definition [মিহ্‌রাব্‌] (বিশেষ্য) মসজিদের কাবামুখী কুলুঙ্গি। {(আরবি) মিহরাব্‌}
  • Bengali Word মিহি Bengali definition [মিহি] (বিশেষণ) ১ সূক্ষ্ম; অীত সরু। ২ পাতলা (মিহি কাপড়)। ৩ সরু (মিহি চাল)। ৪ অতি ক্ষুদ্র (মিহিদানা)। ৫ মৃদু মৃদু স্বরযুক্ত; কোমল (মিহি সুর)। মিহিদানা (বিশেষ্য) এক প্রকার মিষ্টান্ন; মতিচুর। {ফারসি মিহীন্‌}
  • Bengali Word মিহির Bengali definition [মিহির্‌] (বিশেষ্য) সূর্য; ভাস্কর; রবি; তপন (স্মরিয়া পুরহর দম্পতি জুড়ি কর মিহিরে কৈল অর্ঘ্যদান-কবিকঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। {ফারসি মিহির}
  • Bengali Word মিড়, মীড় Bengali definition [মিড়্‌] (বিশেষ্য) (সনৃ) ক্রমোচ্চ স্বরে আরোহণ অথবা ক্রমনিম্ন স্বরে অবরোহণ; তাম্বুরার তারে ঘা দিলে যে ক্রমোচ্চ বা ক্রমনিম্ন সুর ধ্বনিত হয় (তোমার বুকের তারে মীড় টেনে কোমল স্বর বের করতে হয়-প্রমথ চৌধুরী)। মিড়টানা (বিশেষণ) স্বর বা সুরের আরোহ বা অবরোহপ্রাপ্ত (দেহতপ্ত মীড়টানা বীণার তারের মতো চরম ব্যাকুলতায় বাজিয়া উঠিল-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) মিল অথবা √মৃদ্‌>}
  • Bengali Word মিয়াঁ, মিঞা, মিঞা সাহেব, মিয়া সাহেব Bengali definition [মিয়াঁ, মিঞা, মিঞাশাহেব্‌, মিয়া সাহেব] (বিশেষ্য) ১ জনাব, সাহেব, মহাশয়, বাবু প্রভৃতির প্রতিশব্দ। ২ প্রভু; প্রধান; সর্দার; মণ্ডল। ৩ মুসলমান ভদ্রলোকের নামের পূর্বে বা পরে ব্যবহৃত শব্দ (এই তল্লাটে এক মিয়া সাহেব একটি মুরগী পুষেছিল-অবনীন্দ্রনাথ ঠাকুর)। মিয়াজি (বিশেষ্য) ওস্তাদ; শিক্ষক। {ফারসি মিয়াঁ,+সাহেব}
  • Bengali Word মিয়াদ, মেয়াদ Bengali definition [মিয়াদ্‌, মেয়াদ] (বিশেষ্য) ১ নির্দিষ্ট সময়; ধার্য কাল (তারপর বলো শেষে প্রবাসে মিয়াদ ফুরায়-আজহারুল ইসলাম)। ২ কারাদণ্ড; কয়েদ; জেল। মেয়াদি, মিয়াদী, মিয়াদি (বিশেষণ) নির্দিষ্ট সময়; নির্দিষ্ট কাল; পরিমাণযুক্ত (মিয়াদি পাট্টার মেয়াদ ফুরাইয়াছে-বঙ্কিমচন্দ্র চট্টেপাধ্যায়)। {(আরবি) মী’আদ}
  • Bengali Word মিয়ানো Bengali definition [মিয়ানো] (ক্রিয়া) ১ নরম হওয়া; কড়কড়ে বা শক্ত না থাকা (মুড়ি মিইয়ে যাওয়া)। ২ অবসাদগ্রস্ত বা নির্জীব হওয়া; নিরুদ্যম বা নিরুৎসাহ হয়ে পড়া (লোকটা ভারী মিইয়ে পড়েছে)। ৩ মন্দীভূত হওয়া; ম্রিয়মাণ হওয়া (উৎসাহ মিইয়ে যাওয়া)। □ (বিশেষ্য) উক্ত সকল অর্থে। □ (বিশেষণ) ১ নরম হয়ে গিয়েছে এমন। ২ নির্জীব; নিরুৎসাহ; উৎসাহশূন্য; নিশ্চেষ্ট; নিরুদ্যম। ৩ মন্দীভূত। {(তৎসম বা সংস্কৃত) ম্রিয়মাণ>অথবা মৃদু>ম্যাদা>মিদানো>; ক্রিয়ারূপ-মিয়াই, মিয়াও, মিয়ায়, মিয়ান; (অসমাপিকা ক্রিয়া) -মিয়াতে, মিয়ালে, মিয়ায়ে ইত্যাদি}
  • Bengali Word মীটিং Bengali definition ⇒ মিটিং
  • Bengali Word মীঠ Bengali definition (ব্রজবুলি) [মিঠ] (বিশেষণ) মিষ্ট; মিষ্টি; মিঠা (লাগিল মীঠ-বড়ু চণ্ডীদাস)। {(তৎসম বা সংস্কৃত) মিষ্ট>}
  • Bengali Word মীন Bengali definition [মিন্‌] (বিশেষ্য) ১ মাছ; মৎস্য (জমায় পাড়ি অগাধ জরের মীন-সত্যেন্দ্রনাথ দত্ত)। ২ হিন্দুমতে বিষ্ণুর অবতার। ৩ (জ্যোবি) রাশিচক্রের দ্বাদশ রাশি। মীনকেতন, মীনধ্বজ (বিশেষ্য) কামদেব; কন্দর্প। মীনাক্ষী (বিশেষণ) ১ মাছের মতো সুন্দর নয়নযুক্তা। ২ দাক্ষিণাত্যে প্রসিদ্ধ দেবী। {(তৎসম বা সংস্কৃত) √মী+ন(নক্‌)}
  • Bengali Word মীমাংসক Bengali definition ⇒ মীমাংসা
  • Bengali Word মীমাংসা Bengali definition [মিমাঙ্‌শা] (বিশেষ্য) ১ বিবাদ; মসম্যা প্রভৃতির সমাধান। ২ জটিলতা; সন্দেশ; অমিল প্রভৃতি দূর করা। ৩ নিষ্পত্তি; সিদ্ধান্ত। ৪ জৈমিনি মুনি প্রণীত একটি দর্শন শাস্ত্র। মীমাংসক (বিশেষণ) ১ মীমাংসা দর্শনে পণ্ডিত। ২ মীমাংসাকারী; নিষ্পত্তিকারী। মীমাংসিকা (স্ত্রীলিঙ্গ)। মীমাংসিত (বিশেষণ) মীমাংসা করা হয়েছে এমন; বিচারকৃত; বিচারিত; নিষ্পত্তি করা হয়েছে এমন। {(তৎসম বা সংস্কৃত) √মান্‌+সন্‌+অ+আ(টাপ্‌)}