Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word দরগুজার Bengali definition [দর্‌গুজার্‌] (ক্রিয়া) ১ অগ্রাহ্য করা; ক্ষমা করা; ছাড় দেওয়া। □ (বিশেষণ) ক্ষমাপ্রাপ্ত; অগ্রাহ্য। {(ফারসি) দর্‌গুজার্‌}
  • Bengali Word দরজা, দরওয়াজা, দরোজা Bengali definition [দর্‌জা, দর্‌ওয়াজা, দরোজা] (বিশেষ্য) দুয়ার; দ্বার; কবাট (হানিবে আঘাত তোর স্বপ্নের শিশমহলের দরওয়াজায়-কাজী নজরুল ইসলাম; পর্দা ছেড়ে দরজা ধাক্কায়-বুদ্ধদেব বসু)। {(ফারসি) দর্‌রজাহ}
  • Bengali Word দরজি, দরজী, দর্জি Bengali definition [দোরজি] (বিশেষ্য) পোশাক তৈরি ও কাপড় সেলাই করা যার পেশা; সৌচিক; সূচিকর্মজীবি; খলিফা; tailor (কাটিয়া কাপড় জোড়ে দরজির ঘটা-কবি কঙ্কণ কুমুন্দরাম চক্রবর্তী)। {(ফারসি) দর্‌জ্বী}
  • Bengali Word দরণ Bengali definition [দরোন্‌] (বিশেষ্য) গলন; দ্রবীভবন; ক্ষয় হওয়া (অথবা যক্ষ্ণা রোগীর মতন পেরেছে যে জন দরণ নিমন্ত্রণ-মোহিতলাল মজুমদার)। {(তৎসম বা সংস্কৃত) √দৃ+ অন(ল্যুট্‌)}
  • Bengali Word দরদ ১ Bengali definition [দরোদ্‌] (বিশেষ্য) ১ প্রাচীন অনার্য জাতিবিশেষ। ২ কাশ্মীরের নিকটবর্তী দেশবিশেষ; বর্তমান দাদস্থান। □ (বিশেষণ) ভীতিপ্রদ; ভয়ঙ্কর; ভয়াল। দরদা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) ভয়দা; ভীতিসঞ্চারিকা (বামা সমরে বরদা অসুর দরদা নিকটে প্রমোদা প্রমাদ গণি-রাজশেখর বসু (পরশু))। {(তৎসম বা সংস্কৃত) √দৃ> দর>}
  • Bengali Word দরদ ২ Bengali definition [দরোদ্‌] (বিশেষ্য) ১ বেদনা; যন্ত্রণা। ২ টান; মমতা; আকর্ষণ (একটু দরদ পৌঁছলো দেখা ছোঁয়ার মধ্যে-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ৩ সমবেদনা; সহানুভূতি। দরদমন্দ (বিশেষ্য) (বিশেষণ) দরদি; সহানুভূতিশীল; সমব্যথী (তুমি বিনে দরদমন্দ আর কেবা আছে-সৈয়দ হামজা)। দরদি, দরদী, দরদিয়া (পদ্যে) (বিশেষ্য) (বিশেষণ) ১ ব্যথার ব্যথী; সমব্যথী; সমবেদনাযুক্ত; সহানুভূতিশীল (মানুষ এমন মেতে যায় দরদি মানুষদের কাছে পেয়ে-মনোজ বসু; নিখিল দরদী ছিলেন আম্মা-কাজী নজরুল ইসলাম)। ২ যার ব্যথা বা যন্ত্রণা আছে। ৩ মরমি। {(ফারসি) দর্দ}
  • Bengali Word দরদালান Bengali definition [দর্‌দালান্‌] (বিশেষ্য) ঘরের তুল্য আচ্ছাদিত বড় বারান্দা (কাতর ঘুমে চাঁদিমা রাকা ভোর-গগনের দরদালানে-কাজী নজরুল ইসলাম)। {(ফারসি) দরদালান}
  • Bengali Word দরদি, দরদী, দরদিয়া Bengali definition ⇒ দরদ২
  • Bengali Word দরপণ, দরপন Bengali definition ⇒ দর্পণ
  • Bengali Word দরপত্তনি, দরপত্তনী Bengali definition [দর্‌পত্‌তোনি] (বিশেষ্য) পত্তনিদারের অধীনে জমির পত্তনি। দরপত্তনিদার (বিশেষ্য) পত্তনিদারের অধীন পত্তনিদার; দরপত্তনি গ্রহণকারী। {ফারসি}
  • Bengali Word দরপরদা Bengali definition [দর্‌পর্‌দা] (অব্যয়) ১ পর্দার আড়ালে। ২ গোপনে; পরদা রেখে। {(ফারসি) দরপরদাহ}
  • Bengali Word দরপাট্টা Bengali definition [দর্‌পাট্‌টা] (বিশেষ্য) পাট্টাদারের অধীনস্থ জমির পাট্টা বা ইজারানামা। {(ফারসি) দরপরদাহ}
  • Bengali Word দরপেশ, দরপেস Bengali definition [দর্‌পেশ্‌] (বিশেষণ) বিচারাধীন; বিচারের জন্য আদালতে পেশ করা হয়েছে এমন (বাদশাহের হুজুরে দরপেস হইলেন-রাজশেখর বসু (পরশু))। {(ফারসি) দরপেশ}
  • Bengali Word দরবদর Bengali definition [দর্‌বদর্‌] (ক্রিয়াবিশেষণ) দ্বারে দ্বারে (সব পুণ্যের ভাণ্ডারী ফেরে পণ্য লইয়া দর্‌বদর-কাজী নজরুল ইসলাম)। {(ফারসি) দরবদর}
  • Bengali Word দরবার Bengali definition [দর্‌বার্‌] (বিশেষ্য) ১ রাজসভা; royal court (দরবারে বার দিলে তুমি রইলে নাকো পর্দাতে-সত্যেন্দ্রনাথ দত্ত)। ২ সভা (পাঁচ পুত্র সঙ্গে গেল রাজদরবার-ঘনরাম চক্রবর্তী)। ৩ উচ্চ বা অভিজাত ব্যক্তির বৈঠকখানা বা কাছারি ঘর; ঐরূপ ব্যক্তি কর্তৃক আহূত সভা। ৪ আদালত; বিচারালয়। ৫ কোনো বিষয়ে তদবির আবেদন বা আলোচনা (ইনিই রাজা গণেশ, এঁকে যা দরবার করতে হয় কর-অবনীন্দ্রনাথ ঠাকুর)। দরবারি, দরবারী (বিশেষ্য) ১ রাগিণীবিশেষ; সঙ্গীতের সুরবিশেষ। ২ যে দরবার করে বা দরবারে আসা-যাওয়া করে; দরবারে গমানাগমনকারী (দরবারীরা আসছে তোমার দরবারেতে করছে ভিড়-সত্যেন্দ্রনাথ দত্ত)। □ (বিশেষণ) দরবারের যোগ্য বা দরবারে ব্যবহৃত (দরবারি কায়দা, দরকারি পোশাক)। দরবারি কানাড়া (বিশেষ্য) সঙ্গীতের একপ্রকার সুর। {(ফারসি) দরবার}
  • Bengali Word দরবিগলিত Bengali definition ⇒ দর১
  • Bengali Word দরবেশ Bengali definition [দর্‌বেশ্‌] (বিশেষ্য) ১ মুসলমান ফকির; সংসার ত্যাগী মুসলমান সন্ন্যাসী (দরবেশ হঞা আমি মক্কায় যাইব-কৃষ্ণদাস কবিরাজ)। ২ লাল হলদে ইত্যাদি রঙের মিঠাইবিশেষ। {(ফারসি) দর্‌বেশ}
  • Bengali Word দরমা, দড়মা, দর্মা ১ Bengali definition [দর্‌মা] (বিশেষ্য) বাঁশের ফালি বা নল থেকে প্রস্তুত আবরণ; টাটি (দরমার ঝাঁপগুলোর ফাঁক দিয়ে রোদ উঁকি দিচ্ছে-অবনীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) দৃড়>;(হিন্দি) দরমা}
  • Bengali Word দরমাহা, দরমা Bengali definition [দর্‌মাহা, দর্‌মা] (বিশেষ্য) নিয়মিত কাজের বিনিময়ে যে অর্থ উপার্জিত হয়; মাসিক বেতন; মাহিনা (তিনি অনুমতি দিলেই আপনার দরমাহা .... চুকাইয়া দেওয়া হইবে-দীনবন্ধু মিত্র)। {(ফারসি) দরমহ্‌}
  • Bengali Word দরমাহাদার Bengali definition [দর্‌মাহাদার্‌] (বিশেষণ) মাসিক বেতন ভোগ করেন এমন। {(ফারসি) দরমহ্‌+দার}
  • Bengali Word দরমিয়ান Bengali definition [দর্‌মিয়ান্‌] (বিশেষ্য) মধ্য। □ (অব্যয়) মধ্যে; ভিতরে। {(ফারসি) দরমিআন}
  • Bengali Word দরশ ((পদ্যে ব্যবহৃত)) Bengali definition [দরোশ্‌] (বিশেষ্য) দর্শন (তৃষিত আঁখি মাগে দরশ্‌ আরবার-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) √দৃশ্>}
  • Bengali Word দরশন Bengali definition ⇒ দর্শন
  • Bengali Word দরশনহরা Bengali definition [দরোশনোহরা] (বিশেষণ) দৃষ্টিবিভ্রমকারী (গদায় গদা লাগি রনস্থলে উগরিল অগ্নিকণা দরশনহরা-মাইকেল মধুষূদন দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) দর্শনহরা>}
  • Bengali Word দরশলু ((ব্রজবুলি)) Bengali definition [দরোশোলু] (ক্রিয়া) দেখলাম (দরশলু কুচ যোরা-বিদ্যাপতি)। {(তৎসম বা সংস্কৃত) √দৃশ্‌>}
  • Bengali Word দরশাই ((ব্রজবুলি)) Bengali definition [দরোশাই] (ক্রিয়া) দেখাই (আদর গেও দরশাই-বিদ্যাপতি)। {(তৎসম বা সংস্কৃত) √দৃশ্‌>}
  • Bengali Word দরশাও ((ব্রজবুলি)) Bengali definition [দরোশাও] (ক্রিয়া) দেখাও। দরশায় ((ব্রজবুলি)) (ক্রিয়া) দেখায় (ঘোর দরশায়-বিদ্যাপতি)। দরশায়য়ি, দরশাইতে দরশি ((ব্রজবুলি)) (অসমাপিকা ক্রিয়া)দেখিয়ে (হৃদয় দরশি-বিদ্যাপতি)। দরশায়নু ((ব্রজবুলি)) (ক্রিয়া) দেখালাম (বারি দরশায়নু-বিদ্যাপতি)। দরশায়বি ((ব্রজবুলি)) (ক্রিয়া) দেখবি (দরশায়বি কন্দ-বিদ্যাপতি)। {(তৎসম বা সংস্কৃত) √দৃশ্‌>}
  • Bengali Word দরহাল Bengali definition [দর্‌হাল্‌] (অব্যয়) (ক্রিয়াবিশেষণ) তৎক্ষণাৎ; ফিলহাল্ (ফকিরের ডেরে গিয়া, মাল মত্তা উঠাইয়া, হুজুরে আনিল দরহাল-সৈয়দ হামজা)। {(ফারসি) দর + (আরবি)হাল}
  • Bengali Word দরা Bengali definition [দরা] (ক্রিয়া) গলা; বিগলিত হওয়া; জীর্ণ হওয়া; ধ্বসা। {(তৎসম বা সংস্কৃত) √দ্রু>}
  • Bengali Word দরাজ, দারাজ Bengali definition [দরাজ্‌, দারাজ্‌] (বিশেষণ) ১ উদার (যেমন তার অগাধ বিদ্যা তেমনি তার দরাজ দিল-বর)। ২ অকৃপণ; দানশীল; খরচে (আজি পরীক্ষা কাহার দস্ত হয়েচে কত দরাজ-কাজী নজরুল ইসলাম)। ৩ প্রশস্ত; বিস্তৃত (দরাজ জায়গা)। ৪ বেশি; অধিক; অপরিমিত (ওঁর প্রয়োজন ছিল দরাজ-রবীন্দ্রনাথ ঠাকুর)। ৫ দীর্ঘ; লম্বা (দারাজ দস্ত যেদিকে বাড়ায় সেই দিক পড়ে ভেঙে-কাজী নজরুল ইসলাম)। ৬ উদাত্ত; উচ্চস্বর বিশিষ্ট (তাঁহার গলা যেমন দারাজ তেমনি মিষ্ট-কাজী ইমদাদুল হক)। দরাজ গলা (বিশেষ্য) যে গলায় উঁচু-নিচু সুর অবাধে খেলে। দরাজদস্ত, দরাজ-হাত (বিশেষণ) মুক্ত হস্ত; অকৃপণ; দানশীল (তুই দানাদার দরাজ হস্ত এই দুনিয়ার-কালীপ্রসন্ন সিংহ; কঞ্জুশ না দরাজ-হাত চট করে বলে দিতে পারে-সৈয়দ মুজতবা আলী)। দরাজদিল, দরাজছাতি, দরাজসিনা (বিশেষণ) উদারহৃদয়; প্রশস্ত আত্মা (শুকনো খর্বুজ খোর্মা চিবায়ে উমর দারাজদিল-কাজী নজরুল ইসলাম; দরিয়ার মতো দারাজ সিনায় আজ নামে পেরেশানি-ফররুখ আহমদ)। দরাজ দিলি (বিশেষণ) দরাজ বা উদার হৃদয় যার (দারাজ-দিলীর আফগানী দিল-কাজী নজরুল ইসলাম)। {(ফারসি) দরাজ}