Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word দরানি, দরাণি Bengali definition [দরানি] (বিশেষ্য) ১ গলন; ক্ষরণ। ২ চোখের জলের ধারা; অশ্রুধারা। {√দরা+আনি}
  • Bengali Word দরানো, দরান Bengali definition [দরানো] (ক্রিয়া) ১ গলানো; জীর্ণ করানো। ২ দয়ার্দ্র করা; মন গলানো। দরানি (বিশেষ্য) নিঃস্রাব; গলন; ক্ষরণ; পুঁজ, রক্ত ইত্যাদির নিঃসরণ। {(তৎসম বা সংস্কৃত) √দ্রু>(বাংলা) দর+আনো, আন}
  • Bengali Word দরি ২, দরী ২ Bengali definition [দোরি] (বিশেষ্য) শতরঞ্জি; সুজনি; পেতে বসবার মোটা সুতি বস্ত্রবিশেষ। {(তৎসম বা সংস্কৃত) √দৃ…+ই(ইন্‌)}
  • Bengali Word দরি, দরী ১ Bengali definition [দোরি] (বিশেষ্য) ১ গিরিগুহা; কন্দর; পর্বত-গহ্বর (সিংহমুখ যেন দরী নখ যেন তীক্ষ্ণ ছুরি-কবি কঙ্কণ কুমুন্দরাম চক্রবর্তী)। ২ অতি নিম্ন ও সংকীর্ন অথবা গভীর ও অপ্রশস্ত উপত্যকা (কত মরুপথ গিরি-পর্বত মাঝে কত দরী বন-কাজী নজরুল ইসলাম)। দরি-প্রাণ (বিশেষণ) হীন মনোভাবাপন্ন; সঙ্কীর্ণমনা (যাঁরা দরী-প্রাণ তাঁদের পক্ষে যৌবনের নিন্দা করা যেমন স্বাভাবিক যাঁরা সুন্দরীপ্রাণ তাঁদের পক্ষেও তেমনি স্বাভাবিক-প্রথম চৌধুরী)। {(তৎসম বা সংস্কৃত) √দৃ…+ই(ইন্‌),+ ঈ(ঙীষ্‌)}
  • Bengali Word দরিত Bengali definition [দোরিতো] (বিশেষণ) বিদারিত। {(তৎসম বা সংস্কৃত) √দৃ…+ত(ক্ত)}
  • Bengali Word দরিদ্র Bengali definition [দোরিদ্‌দ্রো] (বিশেষণ), (বিশেষ্য) গরিব; নির্ধন; অভাবগ্রস্ত; দীন। দরিদ্রা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। দারিদ্র্য, দরিদ্রতা বি। দরিদ্র-নারায়ন (বিশেষ্য) (হিন্দুমতে) দরিদ্রই নারায়ণ বা ভগবান; দরিদ্ররূপ নারায়ণ; গরিব মানুষ। দরিদ্রিত (বিশেষ্য) দুর্গত; দারিদ্র্যপ্রাপ্ত; গরিব হয়ে গেছে এমন; দৈন্যদশাগ্রস্ত। {(তৎসম বা সংস্কৃত) √দরিদ্রা+অ(অচ্‌)}
  • Bengali Word দরিয়া Bengali definition [দোরিয়া] (বিশেষ্য) ১ সাগর; সমুদ্র (কতকাল ধরি বালুকার তালু ‘আমুশির দরিয়ায়-মোহিতলাল মজুমদার; আছাড়িয়া পড়ে দরিয়ার ঢেউ সহস্র ফণা তুলি-জাহানারা আরজু)। ২ নদী; বড় নদী (দরিয়ায় গলিয়া পড়ে আমার গলার হার-ময়মনসিংহ গীতিকা; ইলেকশনের দরিয়াটা পার হোতে পারলে-আজিমুদ্দীন)। মাঝ দরিয়ায় তরী ডোবা-সমূহ সর্বনাশ ঘটা। {(ফারসি) দর্‌য়া}
  • Bengali Word দরিয়াপ্ত Bengali definition [দরিয়াপ্‌ত্‌] (বিশেষ্য) ১ অনুসন্ধান; খোঁজ। ২ প্রশ্ন; জিজ্ঞাসা। {(ফারসি) দরিয়াফত্‌}
  • Bengali Word দরুদ, দরূদ, দঃ, সা. Bengali definition [দোরুদ্‌] (বিশেষ্য) আশীবচন; সালাম; শান্তিবাণী; পয়গম্বর হজরত মুহম্মদ (সা.)-এর নাম উচ্চারণ বা শ্রবণ করা মাত্র ‘সাল্লাল্লাহু আলায়হে ওয়া সাল্লাম’ (আল্লাহ তাঁর উপর শান্তি ও আশীর্বাদ বর্ষণ করুন) এই বাক্যের উচ্চারণ, “দঃ” বা “সা.” তার শব্দসংক্ষেপ (আল্লার দোস্ত মোহাম্মদ মানহ তাহান পদ দরূদ সালাম বহুতর-দৌলত উজির বাহরাম খান)। {(ফারসি) দরূদ}
  • Bengali Word দরুন Bengali definition [দোরুন্‌] (অব্যয়) জন্য; নিমিত্ত; হেতু। {(ফারসি) দরুন}
  • Bengali Word দরূদ Bengali definition ⇒ দরুদ
  • Bengali Word দরেগ, দেরেগ Bengali definition [দরেগ্‌, দেরেগ্‌] (বিশেষ্য) আক্ষেপ; দুঃখ (তা আমার সে দরেগ-মাখা ‘রোনা’ গুনে আর কি হবে বহিন-কাজী নজরুল ইসলাম)। {(ফারসি) দরীগ}
  • Bengali Word দরোজা Bengali definition ⇒ দরজা
  • Bengali Word দরোবস্ত Bengali definition [দরোবস্‌ত্‌] (বিশেষণ) ১ সমগ্র; সমস্ত; মোট (লোক পাঠাইয়া দরোবস্ত জঙ্গল কাটাইলেন-রামরাম বসু)। □ (ক্রিয়াবিশেষণ) সম্পূর্ণরূপে। {(ফারসি) দরবস্তহ্‌}
  • Bengali Word দরোয়ান Bengali definition ⇒ দারোয়ান
  • Bengali Word দর্গা Bengali definition ⇒ দরগা
  • Bengali Word দর্জামতো Bengali definition [দর্‌জামতো] (ক্রিয়াবিশেষণ) শ্রেণিমতো বড় ও ছোট এই ক্রম অনুসারে (সেখানকার সকলকে দর্জামত সালাম দোওয়া দেবে-কাজী নজরুল ইসলাম)। {(আরবি)দরজাহ + মতো}
  • Bengali Word দর্জি Bengali definition ⇒ দরজি
  • Bengali Word দর্দুর Bengali definition [দোর্‌দুর্‌] (বিশেষ্য) ১ ব্যাং; ভেক। ২ দাক্ষিণাত্যের একটি পর্বতের নাম। ৩ মেঘ। {(তৎসম বা সংস্কৃত) √দৃ…+উর (উরচ্‌)}
  • Bengali Word দর্প Bengali definition [দর্‌পো] (বিশেষ্য) অহঙ্কার; গর্ব; দম্ভ। দর্পহারী (-রিন), দর্পহর বিন দর্প হরণ করে এমন; দর্পচূর্ণকারী; গর্বনাশকারী। দর্পিত (বিশেষণ) গর্বিত; দৃপ্ত; দর্পযুক্ত। দর্পী (বিশেষণ) দাম্ভিক; গর্বিত; দর্পকারী। দর্পিণী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) √দৃপ্‌+অ(ঘঞ্‌)}
  • Bengali Word দর্পক Bengali definition [দর্‌পোক্‌] (বিশেষ্য) কামদেব; কন্দর্প; মদন। □ (বিশেষণ) উত্তেজক; উদ্দীপক। {(তৎসম বা সংস্কৃত) √দৃপ্‌+অক(ণ্বুল্‌)}
  • Bengali Word দর্পণ, দরপন ((পদ্যে ব্যবহৃত)) দরপণ ((পদ্যে ব্যবহৃত)) Bengali definition [দর্‌পোন্‌] (বিশেষ্য) আয়না; মুকুর; আরশি (সুরেশ রচিয়া করে লইয়া দর্পণ-সৈয়দ আলাওল; মরকত দরপণ হেরইতে-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)। {(তৎসম বা সংস্কৃত) √দৃপ+অন (ল্যুট্‌)}
  • Bengali Word দর্পহর, দর্পহারী, দর্পিত, দর্পী Bengali definition ⇒ দর্প
  • Bengali Word দর্বি, দর্বী Bengali definition [দোর্‌বি] (বিশেষ্য) রন্ধনকালে ব্যবহৃত হাতাবিশেষ (একটি বৃহৎ দারুময় দর্বী নিমজ্জিত করিয়া-রাজশেখর বসু (পরশু))। দর্বিকা (বিশেষ্য) ক্ষুদ্র হাতা; চামক (করস্থ রত্ন দর্বিকা সুপান পাত্র শর্মদে-ভারতচন্দ্র রায়গুণাকর)। {(তৎসম বা সংস্কৃত) √দৃ…+বি(বিন্‌)}
  • Bengali Word দর্ভ Bengali definition [দর্‌ভো] (বিশেষ্য) তৃণ; কুশ, কাশ, দূর্বা ইত্যাদি তৃণজাতীয় উদ্ভিদ (দর্ব তব আসনখানি-সত্যেন্দ্রনাথ দত্ত)। দর্ভপাণি (বিশেষণ) কুশহস্ত; কুশ হাতে এমন। দর্ভময় (বিশেষণ) ১ কুশনির্মিত। ২ কুশব্যাপ্ত। দর্ভাঙ্কুর (বিশেষ্য) কুশাঙ্কুর। দর্ভাসন (বিশেষ্য) কুশাসন; তৃণনির্মিত আসন। {(তৎসম বা সংস্কৃত) √দৃ…+ভ(ভন্‌)}
  • Bengali Word দর্মা ১ Bengali definition ⇒ দরমা
  • Bengali Word দর্মা ২ Bengali definition [দর্‌মা] (বিশেষ্য) হাঁস-মুরগি রাখার স্থান (দর্মার হাঁস না আসে আসিবে মুক্তপক্ষ পাখী-কাজী নজরুল ইসলাম)। {(তুলনীয়) (হিন্দি) দরমা}
  • Bengali Word দর্শ Bengali definition [দর্‌শো] (বিশেষ্য) ১ অমাবস্যা। ২ অমাবস্যায় অনুষ্ঠিত যজ্ঞবিশেষ। ৩ দর্শন। {(তৎসম বা সংস্কৃত) √দৃশ্‌+অ(ঘঞ)}
  • Bengali Word দর্শক Bengali definition [দর্‌শোক্‌] (বিশেষণ) ১ দ্রষ্টা; দর্শনকারী। ২ প্রদর্শক; দর্শয়িতা। {(তৎসম বা সংস্কৃত) √দৃশ্‌+অক(ণ্বুল্‌)}
  • Bengali Word দর্শন, দরশন ((পদ্যে ব্যবহৃত)) Bengali definition [দর্‌শোন্‌] (বিশেষ্য) ১ দেখা; অবলোকন; দৃষ্টি (এ পাপমুখ আর দর্শন করবো না; জীএ রাহি তার দরশনে-বড়ু চণ্ডীদাস)। ২ সাক্ষাৎকার (মহামানবের দর্শন লাভ)। ৩ ভক্তিভরে দেখা (কা’বা দর্শন)। ৪ জ্ঞান; উপলব্ধি; অভিজ্ঞতা (ভূয়োদর্শন)। ৫ তত্ত্ববিদ্যা; চিন্তা-বিষয়কশাস্ত্র; philosophy (দর্শনশাস্ত্র; মার্কসীয় দর্শন)। ৬ চক্ষু; দৃষ্টিশক্তি। ৭ আরশি; দর্পন। ৮ চেহারা (সুদর্শন যুবা)। {(তৎসম বা সংস্কৃত) √দৃশ্‌+অন(ল্যুট্‌)}