Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word হাইফেন Bengali definition [হাইফেন্‌] (বিশেষ্য) দুই শব্দের মধ্যবর্তী যোগসূচক চিহ্ন (হর্তা-কর্তা-বিধাতা)। {(ইংরেজি) hyphen}
  • Bengali Word হাইবেঞ্চ Bengali definition [হাইবেন্‌চ্‌] (বিশেষ্য) বেঞ্চের সম্মুখস্থ লম্বা ও উচ্চতর আসনবিশেষ। {(ইংরেজি) high bench}
  • Bengali Word হাইল ১ Bengali definition ⇒ হাল২
  • Bengali Word হাইল, আইল Bengali definition [হাইল, আইল] (বিশেষ্য) সীমা; ক্ষেত্রের চারি দিকে সীমাজ্ঞাপক ঈষৎ উচ্চবাঁধ; প্রতিবন্ধক। {(আরবি) হাইল}
  • Bengali Word হাইস্কুল Bengali definition [হাইস্‌কুল্‌] (বিশেষ্য) ১ উচ্চবিদ্যালয়। ২ দশম শ্রেণি পর্যন্ত পড়ানোর ব্যবস্থা আছে যে স্কুলে। {(ইংরেজি) high school}
  • Bengali Word হাউই Bengali definition [হায়ুই] (বিশেষ্য) আকাশগামী আতশবাজি। {(ফারসি) হৱঈ}
  • Bengali Word হাউকাউ Bengali definition [হাউকাউ] (বিশেষ্য) হট্টগোল। {ধ্বন্যাত্মক}
  • Bengali Word হাউজ, হৌজ, হাওজ Bengali definition [হাউজ্‌, হোউজ্‌, হাওজ্‌] (বিশেষ্য) চৌবাচ্চা; জলাধার (হাতেম গোসল করে হাউজে যাইয়া-সৈয়দ হামজা)। {(আরবি) হাৱদ}
  • Bengali Word হাউমাউ, হাঁউমাঁউ Bengali definition [হাউমাউ, হাঁউমাঁউ] (বিশেষ্য) ১ উচ্চৈঃস্বরে ক্রন্দন; বহুজনের একসঙ্গে ক্রন্দনের রোল। ২ কান্না। ৩ ক্ষোভ। হাউমাউ খাউ/খাঁউ (বিশেষ্য) রূপকথার রাক্ষস বা রাক্ষসীর মনুষ্যগন্ধে উদ্রিক্ত ভোজনস্পৃহা প্রকাশক ধ্বনি। {ধ্বন্যাত্মক}
  • Bengali Word হাউলি Bengali definition ⇒ হাবেলি
  • Bengali Word হাউস সার্জন Bengali definition [হাউস্‌সার্‌জোন্‌] (বিশেষ্য) হাসপাতালের আবাসিক চিকিৎসক। {(তৎসম বা সংস্কৃত) house surgeon}
  • Bengali Word হাউস ১ Bengali definition [হাউশ্‌] (বিশেষ্য) শখ; আকাঙ্খা; বাসনা (হাউস মিটিয়া যায়)। {(আরবি) হৱস}
  • Bengali Word হাউস ২ Bengali definition ⇒ হৌস
  • Bengali Word হাউসে কওসর Bengali definition [হাউসে কওসর্‌] (বিশেষ্য) ১ ইসলামি বিশ্বাসমতে শেষ বিচার দিনে হজরত মুহম্মদ (সা.)-কে এই নামের একটি বিশিষ্ট চৌবাচ্চা দেওয়া হবে। তিনি উম্মতদের এর সুশীতল ও সুমিষ্ট পানি পান করাবেন। (হাওযে কওসরের সুপেয় সুমিষ্ট সলিলে তাপতপ্ত শতকন্ঠ স্নিগ্ধ হইতেছে-এয়াকুব আলী চৌধুরী)। ২ মতান্তরে জান্নাতের একটি নহর বা স্রোতস্বিনীর নাম; সে নহরের একটি শাখা পুণ্যবানদের পিপাসা নিবারণের জন্য অমৃতস্বরূপ পানি কিয়ামতের ময়দানে প্রবাহিত হবে। {(আরবি) হাৱদে+কৱছার}
  • Bengali Word হাউড় Bengali definition ⇒ হাওড়
  • Bengali Word হাউড়ি, হাউড়ী Bengali definition [হাউড়ি] (বিশেষ্য) শাশুড়ি (পাড়ে কান্দে হাউড়ী- পূগী.)। {শাশুড়ী>}
  • Bengali Word হাউড়ে Bengali definition [হাউড়ে] (বিশেষ্য) (বিশেষণ) যা মনে আসে তাই বলে বেড়ায় যে; বাতুল; আউল। {আউলিয়া>}
  • Bengali Word হাওদা Bengali definition [হাওদা] (বিশেষ্য) ১ হাতি বা উটের পিঠে বসার জন্য যে আসন পাতা হয় (হস্তিপৃষ্ঠে সুবর্ণ হাওদায় চড়িয়া আগমন হরিলেন-ইসমাইল হোসেন শিরাজী)। ২ বিস্তৃত পরিসর বস্তু। ৩ (ব্যঙ্গার্থ) অতি স্থূলোদর ব্যক্তি। {(আরবি) হৱদজ}
  • Bengali Word হাওর Bengali definition [হাওর্‌] (বিশেষ্য) সাগর সদৃশ পানির বিস্তীর্ণ প্রান্তর (কিশোরগঞ্জের হাওর অঞ্চল); জলাভূমি; অগভীর জলাভূমি-যা সারা বছরই জলময় থাকে। {সাগর>}
  • Bengali Word হাওলা, হাওয়ালা Bengali definition [হাওলা, হাওয়ালা] (বিশেষ্য) তত্ত্বাবধান; খবরদারি; অধিকার; ভার; জিম্মা (পঞ্চায়েত চৌকিদার হাওলা করে-মীর মশাররফ হোসেন)। হাওয়া জমি (বিশেষ্য) যে নিষ্কর জমি বিশেষ শর্তে দেওয়া হয়। হাওলাদার (বিশেষ্য) হাওলা জমির মালিক; ঐজমি ভোগ করে যে; বংশীয় পদবী। {(আরবি) হাৱালাহ}
  • Bengali Word হাওলাত, হাওলাৎ Bengali definition [হাওলাত্‌] (বিশেষণ) ১ ঋণ; কর্জ (অমনি খাতায় তোমার নামে হাওলাত-অবনীন্দ্রনাথ ঠাকুর)। □ (বিশেষ্য) আমানত; জিম্মা। হাওলাত বরাত (বিশেষ্য) কর্জ ও অনুগ্রহ। হাওলাতি (বিশেষণ) ধার সম্পর্কীয়; ধার হিসেবে গ্রহণ করা হয় এমন। {(আরবি) হাৱালাহ}
  • Bengali Word হাওলে Bengali definition [হাওলে] (বিশেষণ) ১ ভয়ঙ্কর; ভয়াল। ২ প্রতারক; প্রবঞ্চক (পাত্র হল ইন্দ্রজাল কোটাল হাওলে-ঘনরাম চক্রবর্তী)। {(আরবি) হাৱালাহ}
  • Bengali Word হাওড়, হাউর Bengali definition [হাওড়্‌, হাউর্‌] (বিশেষ্য) সাগরসদৃশ পানির বিস্তীর্ণ প্রান্তর। {সাগর>}
  • Bengali Word হাওয়া ১, হবা, হওয়া Bengali definition [হাওয়া, হওয়া, হওয়া] (বিশেষ্য) বাইবেল ও কুরআনে উক্ত আদি মানব হজরত আদম(আ.)-এর স্ত্রী; বিবি হাওয়া; পৃথিবীর আদি নারী (চলে গেল হাওয়া আদম-কাজী নজরুল ইসলাম)। {(আরবি) হাৱা}
  • Bengali Word হাওয়া ২ Bengali definition [হাওয়া] (বিশেষ্য) ১ বায়ু; বাতাস (উত্তুরে হাওয়া)। ২ জলবায়ু; climate। ৩ (আলঙ্কারিক) সংসর্গ; স্পর্ম; ছুঁত (ওর হাওয়া তোমারও গায়ে লেগেছে দেখছি)। ৪ গতি; অবস্থা; শিক্ষা; সংস্কার; ভাব কল্পনাসম্বন্দীয় অবস্থা (যুগের হাওয়া)। হাওয়া খাওয়া (ক্রিয়া) ১ মুক্ত বায়ু সেবন করা। ২ বেড়ানো। ৩ (আলঙ্কারিক) কিছু না খাওয়া। হাওয়া গাড়ি (বিশেষ্য) মোটর। হাওয়া চলা (ক্রিয়া) বায়ু প্রবাহিত হওয়া। হাওয়া হওয়া (ক্রিয়া) (আলঙ্কারিক) চম্পট দেওয়া; পালিয়ে যাওয়া। হাওয়া বদলানো (ক্রিয়া) স্বাস্থ্যের উন্নতির জন্য স্থান বদলানো। হাওয়াই (বিশেষণ) বায়বীয়; বাতাসে যা ভেসে চলতে পারে (উড়ে যাচ্ছে সোলায়মানের হাওয়াই সিংহাসন-হাই)। হাওয়াই আড্ডা (বিশেষ্য) উড়োজাহাজের ঘাঁটি; বিমান বন্দর; aerodrome। হাওয়াই জাহাজ (বিশেষ্য) যে জাহাজ আকাশপথে আরোহী স্থানান্তরে যাতায়াত করে; aeroplane; উড়োজাহাজ; বিমান। হাওয়াই শাড়ি (বিশেষ্য) সূক্ষ্ম রেশমি শাড়ি। {(আরবি) হাৱা}
  • Bengali Word হাওয়াস Bengali definition [হাওয়াশ্‌] (বিশেষ্য) ১ চৈতন্য। ২ জ্ঞান (পাহালওয়ান লোকের গেল হাওয়াস উড়ে-সৈয়দ হামজা)। ২ ইন্দ্রিয়। {(আরবি) হাৱাস}
  • Bengali Word হাকল (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [হাকল্‌] (বিশেষণ) আকুল। হাকল বিকল, হাকুলি বিকলি (বিশেষণ) আকুলি বিকুলি; গভীরভাবে ব্যাকুল (কাহ্ন হাকল বিকল-বড়ু চণ্ডীদাস)। {(তৎসম বা সংস্কৃত) আকুল>}
  • Bengali Word হাকানো Bengali definition [হাকানো] (ক্রিয়া) (মধ্যযুগীয় বাংলা) ব্যজন করা বা ঢুলানো (তাহাকে আন তুমি চাম্বর হাকাইয়া-মানিক রাজার গান)। {(প্রাকৃত) হক্ক>}
  • Bengali Word হাকিক Bengali definition [হাকিক্‌] (বিশেষ্য) একপ্রকার মূল্যবান প্রস্তর। {অজ্ঞাতমূল}
  • Bengali Word হাকিনী Bengali definition [হাকিনী] (বিশেষ্য) হিন্দুপুরাণ মতে ‍দুর্গ দেবীর অন্যতমা যোগিনী। {(তৎসম বা সংস্কৃত) হাকিনী}