স পৃষ্ঠা ৩৮
- Bengali Word সাধারণ Bengali definition [শাধারোন্] (বিশেষণ) ১ বৈচিত্র্যহীন; গতানুগতিক (সাধারণ পোশাক)। ২ সর্বজনীন; সকলের যাতে সমান অধিকার (সাধারণ পাঠাগার)। ৩ প্রতিষ্ঠান প্রভৃতির সকল সদস্যের (সাধারণ সভা)। ৪ আটপৌরে (সাধারণ কাপড়)। ৫ তুচ্ছ; নগণ্য (সাধারণ ছাত্র)। ৬ গুরুত্বহীন (সাধারণ কথা)। □ (বিশেষ্য) উক্ত সমস্ত নরনারী (সাধারণের জন্য)। সাধারণী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। সাধারণত্ব বি। সাধারণত, সাধারণতঃ (অব্যয়) প্রায়শ; সচরাচর (সাধারণত তিনি নিরামিষ খান)। সাধারণতন্ত্র (বিশেষ্য) জনসাধারণের ইচ্ছা অনুসারে তাদের দ্বারা নির্বাচিত প্রতিনিধিদের দিয়ে পরিচালিত রাষ্ট্র শাসনব্যবস্থা বা এ ব্যবস্থাযুক্ত রাষ্ট্র; Republic। সাধারণ্য (বিশেষ্য) ১ বৈচিত্র্য হীনতা (বেদনার বৈশিষ্ট্য আর ভাবনার সাধাররেণ্য প্রায় সমান অনুপাতে বিদ্যমান-সুদা)। ২ সাধারণের ধর্ম। ৩ জনসাধারণের নিকট বা সম্মুখে (সাধারণ্যে পেশ করা)। {(তৎসম বা সংস্কৃত) স+আধারণ}
- Bengali Word সাধিকা Bengali definition ⇒ সাধক
- Bengali Word সাধিত Bengali definition [শাধিতো] (বিশেষণ) ১ কৃত; সম্পাদিত (সাধিত কর্ম)। ২ প্রমাণসিদ্ধ (সাধিত উপপাদ্য)। সাধিত ধাতু (ব্যাকরণ) অন্য ধাতুর বা নাম শব্দের উত্তর প্রত্যয় যোগে যে ধাতু উৎপন্ন হয়। {(তৎসম বা সংস্কৃত) √সাধি+ত(ক্ত)}
- Bengali Word সাধিত্র Bengali definition [শাধিত্ত্রো] (বিশেষ্য) যন্ত্রপাতি। {(তৎসম বা সংস্কৃত) √সাধি+ত্র(ত্রন্)}
- Bengali Word সাধ্বস Bengali definition [শাদ্ধোশ্] (বিশেষ্য) ১ সম্ভ্রম; মর্যাদা। ২ ভয়। {(তৎসম বা সংস্কৃত) সাধু+√অস্(ক্ষেপক)}
- Bengali Word সাধ্বী Bengali definition [শাদ্ধি] (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)১ সতী; পতিব্রতা (সাধ্বী নারী)। ২ সচ্চরিত্রা; সাধুস্বভাবযুক্তা। {(তৎসম বা সংস্কৃত) সাধু+ঈ(ঙীষ্)}
- Bengali Word সাধ্য, সাধ্যি Bengali definition [শাদ্ধো, শাদ্ধি] (বিশেষ্য) ১ ক্ষমতা; শক্তি (যত সাধ ছিল সাধ্য ছিল না-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ আয়ত্ত; সামর্থ্য (সাধ্যের অতীত)। ৩ অনুমান দিয়ে নির্ণেতব্য বিষয়। □ (বিশেষণ) ১ করণীয়; সম্পাদনযোগ্য; সাধনযোগ্য। ২ প্রতিবিধেয় (সাধ্য রোগ)। সাধ্যতা (বিশেষ্য) সম্পাদনযোগ্যতা সাধনযোগ্যতা। সাধ্যবহির্ভূত, সাধ্যাতিরিক্ত, সাধ্যাতীত (বিশেষণ) অসাধ্য; সাধনের অযোগ্য (সাধ্যাতীত কর্ম)। সাধ্যমতো, সাধ্যানুযায়ী, সাধ্যানুরূপ (ক্রিয়াবিশেষণ) যথাশক্তি; ক্ষমতানুযায়ী; যথাসাধ্য (সাধ্যমতো চেষ্টা)। সাধ্যসাধনা (বিশেষ্য) চেষ্টাচরিত্র; সাধাসাধি (সাধ্যসাধনার পর সম্মতি লাভ)। {(তৎসম বা সংস্কৃত) √সাধি+য(ণ্যৎ, যৎ)}
- Bengali Word সান ১ Bengali definition ⇒ সাড়
- Bengali Word সান ২ Bengali definition [শান্] (বিশেষ্য) অবগুণ্ঠন; ঘোমটা। সানকাঢ়া (ক্রিয়া) ঘোমটা দেওয়া। {(ফারসি) সয়ন্}
- Bengali Word সান ৩ Bengali definition ⇒ শান
- Bengali Word সানক Bengali definition [শানোক্] (বিশেষ্য) চীনা মাটি ইত্যাদির থালাবিশেষ। সানকি, সানকী (বিশেষ্য) ছোট মাটির থালা বা বাসন (এ বামুনের মেয়ে, এক সানকিতে খায় না-মীর মশাররফ হোসেন)। {(আরবি) সেহেন=থালা; (ফারসি) সেহেনক = ছোট থালা}
- Bengali Word সানন্দ Bengali definition [শানোন্দো] (বিশেষণ) প্রফুল্ল; আহ্লাদিত (সানন্দ ভোজন)। সানন্দে (ক্রিয়াবিশেষণ) পরম আনন্দে; আনন্দের সাথে (সানন্দে আহার করা)। {(তৎসম বা সংস্কৃত) স+আনন্দ}
- Bengali Word সানপেটা Bengali definition [শান্পেটা] (বিশেষণ) শান বাঁধানো; ইষ্টকাদি দিয়ে নির্মিত (সানপেটা মেঝে, তারই উপর তক্তপোষ পাতা-মীর মশাররফ হোসেন)। {(আরবি) সেহেন= (বাঁধন মেঝে)+পেটা}
- Bengali Word সানা Bengali definition ⇒ শানা
- Bengali Word সানাই Bengali definition [শানাই] (বিশেষ্য) বাঁশি; বড় বংশীবিশেষ। {(ফারসি) শাহ্নাই}
- Bengali Word সানি, সানী Bengali definition [সানি] (বিশেষণ) পুনর্বার; দ্বিতীয় বার, দ্বিতীয় (এই মোকদ্দমার সানি তজবীজ আবশ্যক-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। সানি আজান (বিশেষ্য) দ্বিতীয় আজান বা খুতবা শুরু হওয়ার সময়ে ইমামের সম্মুখে যে আজান দেওয়া হয় (সানি আযান হইয়া গেল। এক্ষণে জুমার নামায শুরু হইবে-কাজী ইমদাদুল হক) সানিবাপ (বিশেষণ) পিতৃতুল্য; গালিবিশেষ (মিনসে যে ওর সানিবাপ, মিনসের লজ্জা করল না...ঐ মেয়ে-বয়সী বৌটাকে নিকে করতে-কাজী নজরুল ইসলাম)। {(আরবি) ছানী}
- Bengali Word সানু Bengali definition [শানু] (বিশেষ্য) ১ অধিত্যকা; পর্বতের উপরিস্থ সমতলভূমি (সানুদেশ)। ২ চূড়া; শিখর। সানুমান (বিশেষ্য) পর্বত (সিন্ধু-সরিত-কান্তার-নদী দুর্জয় সানুমান-শাহাদাত হোসেন)। {(তৎসম বা সংস্কৃত) √সন্+উ(ঞুণ্)}
- Bengali Word সানুকম্প Bengali definition [শানুকম্পো] (বিশেষণ) অনুকম্পাযুক্ত; দয়ার্দ্রচিত্ত; সময় (সানুকম্প হয়ে তার মুখে দেয় বারি-কবিকঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত) স+অনুকম্প; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word সানুগ্রহ Bengali definition [শানুগ্গ্রোহো] (বিশেষণ) অনুগ্রহের সঙ্গে। {(তৎসম বা সংস্কৃত) স+অনুগ্রহ}
- Bengali Word সানুজ Bengali definition [শানুজ্] (বিশেষণ) ছোট ভাইয়ের সঙ্গে। {(তৎসম বা সংস্কৃত) স+অনুজ}
- Bengali Word সানুনাসিক Bengali definition [শানুনাশিক্] (বিশেষণ) ১ নাসিকা থেকে উচ্চারিত। ২ নাকি। {(তৎসম বা সংস্কৃত) স+অনুনাসিক; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word সানুনয় Bengali definition [শানুনয়্] (বিশেষণ) ১ আন্তরিক; হৃদ্যতাপূর্ণ (একান্ত সানুনয় স্নেহের স্বরে-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ মিনতিপূর্ণ (সানুনয় নিবেদন)। সানুনয়ে (ক্রিয়াবিশেষণ) অনুনয় করে; বিনয়সহকারে। {(তৎসম বা সংস্কৃত) স+অনুনয়; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word সানুবন্ধ Bengali definition [শানুবন্ধো] (বিশেষ্য) (বিশেষণ) সনির্বন্ধ। □ (বিশেষণ) অনুর্বন্ধযুক্ত। {(তৎসম বা সংস্কৃত) স+অনুবন্ধ; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word সানুমান Bengali definition [শানুমান্] (বিশেষ্য) ১ পর্বত (সিন্ধু-সরিত-কান্তার নদী দুর্জয় সানুমান-শাহাদাত হোসেন)। □ (বিশেষণ) সানুবিশিষ্ট (সানুমান আম্রকূট কোথা রহিয়াছে-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) সানু+মৎ(মতুপ্)}
- Bengali Word সানুরাগ Bengali definition [শানুরাগ্] (বিশেষণ) আগ্রহান্বিত; অনুরাগযুক্ত (অগত্যা মুচিরাম অন্যান্য বিদ্যা অভ্যাসে সানুরাগ হইলেন-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। {(তৎসম বা সংস্কৃত) স+অনুরাগ; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word সান্টিং Bengali definition [শান্টিঙ্] (ক্রিয়া) ১ ইঞ্জিন বা বগির স্থান পরিবর্তন (সান্টিং করছে হয়তো-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। ২ মার লাগানো (গোটা কতক সান্টিং)। {(ইংরেজি) shunting}
- Bengali Word সান্ত Bengali definition [শান্তো] (বিশেষণ) অন্তবিশিষ্ট; সীমাবদ্ধ; সসীম (তাহাকে অনন্তের আত্মীয় করিয়া নিতান্তই সান্ত করিয়া দেওয়া হইয়াছে-এয়াকুব আলী চৌধুরী)। {(তৎসম বা সংস্কৃত) স+অন্ত; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word সান্তর Bengali definition [শান্তর্] (বিশেষণ) ১ ব্যবধানবিশিষ্ট; ফাঁক ফাঁক (সান্তর বৃক্ষ সারি)। ২ সচ্ছিদ্র। {(তৎসম বা সংস্কৃত) স+অন্তর; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word সান্তারা, সন্তরা Bengali definition [শান্তারা, শন্তরা] (বিশেষ্য) কমলালেবু জাতীয় একপ্রকার ফল। {(পর্তুগিজ) cintra}
- Bengali Word সান্ত্বন, সান্ত্বনা Bengali definition [শান্তোন্, শান্তোনা] (বিশেষ্য) ১ প্রবোধ। ২ আশ্বাস বাক্য দিয়ে শান্তকরণ (শোকে সান্ত্বনা)। সান্ত্বিত (বিশেষণ)। {(তৎসম বা সংস্কৃত) √সান্ত্ব+অন(যুচ্), +আ(টাপ্)}