Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word সাতাশ Bengali definition [শাতাশ্‌] (বিশেষ্য) (বিশেষণ) ২৭ সংখ্যা বা সংখ্যক। সাতাশে (বিশেষ্য) (বিশেষণ) মাসের ২৭ তারিখ বা তারিখের। {(তৎসম বা সংস্কৃত) সপ্তবিংশতি>}
  • Bengali Word সাতাশি, সাতাশী Bengali definition [শাতাশি] (বিশেষ্য) (বিশেষণ) ৮৭ সংখ্যা বা সংখ্যক। {(তৎসম বা সংস্কৃত) সপ্তাশীতি>}
  • Bengali Word সাতিশয় Bengali definition [শাতিশয়্‌] (বিশেষণ) অত্যন্ত; অধিক; খুব বেশি (নগরপাল রাজমহিষীর সাতিশয় প্রিয়পাত্র ছিল-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। {(তৎসম বা সংস্কৃত) স+অতিশয়}
  • Bengali Word সাতুই Bengali definition ⇒ সাত
  • Bengali Word সাতোয়াঁ Bengali definition [শাতোয়া] (বিশেষণ) সপ্তম (রাত্রির বিষাদ ভরা স্বপ্নাচ্ছন্ন সাতোয়াঁ আকাশে-ফররুখ আহমদ)। {(তৎসম বা সংস্কৃত) সপ্ত>}
  • Bengali Word সাত্তা Bengali definition [শাত্‌তা] (বিশেষণ) সাত সংখ্যা (তিন সাত্তা একুশ, চার সাত্তা ইত্যাদি)। {(তৎসম বা সংস্কৃত) সপ্ত>}
  • Bengali Word সাত্ত্বিক Bengali definition [শাত্‌তিক্‌] (বিশেষণ) ১ সত্ত্বগুণ সম্পর্কিত। ২ সত্ত্বগুণ সম্পন্ন (সাত্ত্বিক লোক)। ৩ ফলাকাঙ্ক্ষাশূন্য; কামনাশূন্য। ৪ সাধু; সৎ (লোকটি সাত্ত্বিক)। □ (বিশেষ্য) ব্রহ্মা। সাত্ত্বিক ভাব (বিশেষ্য) স্তম্ভ, স্বেদ, রোমাঞ্চ, স্বরভঙ্গ, কম্প, বিবর্ণতা, অশ্রু, ও মূর্ছা-এই আট প্রকার ভাব। {(তৎসম বা সংস্কৃত) সত্ত্ব+ইক(ঠঞ্‌)}
  • Bengali Word সাথ Bengali definition [শাথ্‌] (বিশেষ্য) ১ সঙ্গ (সাথ নেওয়া, সাথের মানুষ)। □ (অব্যয়) ১ সঙ্গে; সাথে (তার সাথে যাও, সাথ সাথ যাওয়া)। ২ একত্রে (এক সাথ রওয়ানা করা)। {(তৎসম বা সংস্কৃত) সহিত}
  • Bengali Word সাথি, সাথী Bengali definition [শাথি] (বিশেষ্য) সহচর; সহগামী; সঙ্গী (সঙ্গচ্যুত সাথীকে ঊর্ধ্বস্বরে ডাক পাড়িতেছে-রবীন্দ্রনাথ ঠাকুর)। {সাথ+ই, ঈ}
  • Bengali Word সাথুয়া, সেথুয়া, সেথো Bengali definition [শাথুয়া, শেথুয়া, শেথো] (বিশেষ্য) (বিশেষণ) সঙ্গী; সহযাত্রী; সঙ্গের; সহচর (সাথুয়া তাহার পাড়ার দুষ্ট ছেলে)। {(বাংলা) সাথ+উয়া,>ও}
  • Bengali Word সাথে Bengali definition [শাথে] (অব্যয়) সঙ্গে; সাথে (সাথে সাথে চল)। {(তৎসম বা সংস্কৃত) সারথ>+এ}
  • Bengali Word সাদ ১ Bengali definition [শাদ্‌] (বিশেষ্য) ১ অবসন্নতা; আলস্য। ২ বিশুদ্ধতা। ৩ হিংসা; স্পর্ধা (এত বড় তার সাদ তোমা সনে করে বাদ-ভারতচন্দ্র রায়গুণাকর)। {(তৎসম বা সংস্কৃত) √সদ্‌+অ(ঘঞ্‌)}
  • Bengali Word সাদ ২ Bengali definition [শাদ্‌] (বিশেষ্য) ১ সাধ; ইচ্ছা; অভিলাষ। ২ গর্ভিণীর স্পৃহা। {(তৎসম বা সংস্কৃত) শ্রদ্ধা>সাধ>সাদ}
  • Bengali Word সাদন Bengali definition [শাদোন্‌] (বিশেষ্য) ধ্বংস; বিনাশন; উচ্ছেদ (উৎসাদন)। সাদিত (বিশেষণ) ধ্বংসিত; বিনাশিত। {(তৎসম বা সংস্কৃত) সদ্‌+ই(ণিচ্‌)+অন(ল্যুট্‌)}
  • Bengali Word সাদর Bengali definition [শাদোর্‌] (বিশেষণ) আদরের সঙ্গে; প্রীতিপূর্ণভাবে; সমাদরে (সাদর অভ্যর্থনা)। সাদরে (ক্রিয়াবিশেষণ) আদর পূর্বক; আদর করে। {(তৎসম বা সংস্কৃত) স+আদর}
  • Bengali Word সাদা, শাদা Bengali definition [শাদা] (বিশেষণ) ১ সফেদ; শুভ্র (কলঙ্কলেশহীন সাদা মেঘপুঞ্জ-মনোজ বসু)। ২ শ্বেতবর্ণ; শ্বেতকায় (সাদা আদমি, সাদা দেয়াল)। ৩ জড়তাশূন্য; অকুটিল; সরল (ব্যাপারটা নিতান্ত সাদা-রবীন্দ্রনাথ ঠাকুর)। ৪ সহজ (সাদা কথা)। ৫ আড়ম্বরহীন; রঙিন নয় এমন (সাদা কাপড়)। ৬ শান্ত; নম্র (সাদা লোক)। ৭ উদার; মহৎ (সাদা দিল; শাদা দয়া-বুদ্ধদেব বসু)। ৮ অলঙ্কারহীন; অনলঙ্কৃত (সাদা হাত)। ৯ অলিখিত; দাগশূন্য (সাদা কাগজ)। সাদাকে কালো এবং কালোকে সাদা করা (আলঙ্কারিক) (ক্রিয়া) সত্য মিথ্যা বানানো কথা; যা নয় তাই বলা বা করা; নির্জলা মিথ্যা ভাষাণ। সাদাটে (বিশেষণ) বিবর্ণ; সাদার ভাব; অল্প সাদা; সাদা সাদা (পাথর চাপা বিবর্ণ সাদাটে ঘাস-আলাউদ্দীন আল আজাদ)। সাদা দিল (বিশেষ্য) সরল প্রাণ (সে বড় সাদাদিলের ছেলে-নীলিমা ইব্রাহীম)। সাদামাঠা, সাদামাটা (বিশেষণ) আড়ম্বরহীন; কারুকার্যশূন্য; নিরাভরণ (কবরটা অত্যন্ত সাদামাটা-সৈয়দ মুজতবা আলী)। সাদার পাতা (বিশেষ্য) তামাকের পাতা যা চিবিয়ে খাওয়া হয় (সাদার পাতা আনেনি তাই বেজার সবার মন-জসীমউদ্‌দীন)। সাদাসিধা/সাদাসিধে (বিশেষণ) ১ প্রসাধনবিবর্জিত; সরল; শান্ত; নিরীহ (একখানি সাদাসিধে মুখ-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ আড়ম্বরবর্জিত; সাধারণ ধরনের (সাদাসিধা শাড়ি-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(ফারসি) সাদ্‌হ}
  • Bengali Word সাদি ১ Bengali definition ⇒ শাদি
  • Bengali Word সাদি ২, সাদী Bengali definition [শাদি] (বিশেষণ) অশ্ব বা গজ বা রথে আরোহণকারী; সারথি (ক্রোধে অন্ধ, কুছলে ভুলিল, লাফে লাফে পৃষ্ঠে দুষ্ট সাদী অমনি চরিল-মাইকেল মধুসূদন দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) সদ্‌+ই(ইঞ্‌)}
  • Bengali Word সাদিক Bengali definition [সাদিক্‌] (বিশেষণ) সত্যবাদী; বিশ্বস্ত (সাদিক সত্যবাদী বলে তারা ডাকিত নবীরে ভক্তি ভরে-কাজী নজরুল ইসলাম)। {(আরবি) সাদিক}
  • Bengali Word সাদিয়ানা, সাদিনা Bengali definition ⇒ শাদিয়ানা
  • Bengali Word সাদীবর Bengali definition [শাদিবর্‌] (বিশেষণ) সারথি; অশ্বরোহী (তরঙ্গ সে সাদীবর-মাইকেল মধুসূদন দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) সাদী+বর}
  • Bengali Word সাদু Bengali definition [শাদু] (অব্যয়) ‘সাধু’ শব্দের অঞ্চলবিশেষের কথ্য রূপ; উচিত বা সত্য বলার জন্য প্রশংসাসূচক শব্দ (তা দেখিয়া (সর্বনাম) লোকে সাদু সাদু বোলে-সৈয়দ সুলতান)। {(তৎসম বা সংস্কৃত) সাধু>}
  • Bengali Word সাদৃশ্য Bengali definition [শাদৃশ্‌শো] (বিশেষ্য) ১ অনুরূপতা; একরূপতা; তুল্যতা। ২ আলেখ্য; ছবি; চিত্র। {(তৎসম বা সংস্কৃত) সদৃশ+য(ষ্যঞ্‌)}
  • Bengali Word সাধ Bengali definition [শাধ্‌] (বিশেষ্য) ১ আকাঙ্ক্ষা; ইচ্ছা; স্পৃহা (ললিতার থিয়েটার দেখিবার সাধ লোপ পাইল-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়)। ২ শখ (সাধের তরণী আমার-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। ৩ আদরযত্নের (সাধের ছেলেমেয়ে)। ৪ হিন্দু সমাজে গর্ভিণীর আকাঙ্ক্ষা অনুযায়ী ভোজনের উৎসববিশেষ; দোহদ (সাধ ভক্ষণ; সাধ দেওয়া)। সাধ-আরমান (বিশেষ্য) ইচ্ছা ও আহ্লাদ (মেয়েকে আনে সাধ-আরমান করে-কাজী নজরুল ইসলাম)। সাধে (ক্রিয়াবিশেষণ) সাধ করে; ইচ্ছাকৃতভাবে (সাধে কি বিগড়ায়)। {(তৎসম বা সংস্কৃত) শ্রদ্ধা}
  • Bengali Word সাধ ২ Bengali definition [শাধু] (বিশেষণ) ১ ধার্মিক; ধর্মপরায়ণ (সাধু লোক)। ২ ভদ্ররীতিসঙ্গত; শিষ্ট (সাধু ভাষা)। ৩ উত্তম (সাধু আচরণ) ৪ সুষ্ঠু; উচিত; উপযুক্ত; যথাযোগ্য (সাধু প্রয়োগ)। ৪ সুদখোর। □ (বিশেষ্য) ১ ফকির; সন্ন্যাসী। ২ বণিক। সাধুগিরি (বিশেষ্য) ধার্মিকতা বা সাধুতার ভান। সাধুতা (বিশেষ্য) ১ সততা। ২ ধার্মিকতা। সাধুনি/সাধুনী (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ)সাধুর বা সওদাগরের স্ত্রী; সন্ন্যাসিনী। সাধুবাদ (বিশেষ্য) ১ প্রশংসাবাদ; প্রশংসাবাচক শব্দ (যুক্ত কণ্ঠে সাধুবাদ প্রদান করিতে লাগিলেন-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। ২ সাধু সাদু উক্তি। সাধুভাষা (বিশেষ্য) মার্জিত লেখা বা ভাষা। চলতি বা কথ্য ভাষা (বিপরীতার্থক শব্দ)। সাধু সাধু (বিশেষ্য) বাহবা; প্রশংসা (তোমার গান্ধার নাচগানের জন্যে সাধু শুনতে চাও-রাহুল সাংকৃত্যায়ন [অনুবাদক-ভগীরথ])। সাধু সাবধান (আলঙ্কারিক) ভবিষ্যৎ বিপদ সম্পর্কে সতর্ক থাকার ইঙ্গিত; ভাবী বিপদ সম্পর্কে সতর্কীকরণ। {(তৎসম বা সংস্কৃত) √সাধ্‌+উ(উণ্‌)}
  • Bengali Word সাধক Bengali definition [শাধোক্‌] (বিশেষ্য) (বিশেষণ) ১ সাধনাকারী; উপাসক (সুফি সাধক)। □ (বিশেষণ) ১ কর্ম সম্পাদনকারী; সাধনকর্তা; সম্পাদক (কর্মসাধক)। ২ সহায়ক। সাধিকা (বিশেষ্য) (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) সাধ্‌+অক(ণ্বুল্‌)}
  • Bengali Word সাধন Bengali definition [শাধোন্‌] (বিশেষ্য) ১ সাধনা; আরাধনা; অর্চনা (ভজন-পূজন; সাধন-আরাধনা সমস্ত থাক পড়ে-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ পারদাদি শোধন। ৩ সম্পাদন; সিদ্ধি; সাফল্য। সাধনস্মৃতি (বিশেষ্য) সাধনার স্মৃতি; যা দিয়ে কারও সাধনাকে মনে করা যায় (হজের অনুষ্ঠানের সঙ্গে হজরত এব্রাহিমের সাধনস্মৃতি গভীর ও অবিচ্ছেদ্যরূপে সংশ্লিষ্ট-মাওলানা মুহম্মদ আকরম খাঁ)। {(তৎসম বা সংস্কৃত) √সাধ্‌+অন(ল্যুট্‌)}
  • Bengali Word সাধনা Bengali definition [শাধোনা] (বিশেষ্য) ১ প্রচেষ্টা; আরাধনা (সুফিসাধনা)। ২ অভ্যাস; চেষ্টা; প্রয়াস (সঙ্গীত-সাধনা)। ৩ সাধনার বস্তু (সাধের সাধনা-রবীন্দ্রনাথ ঠাকুর)। ৪ অনুরোধ; উপরোধ; মিনতি (অনেক সাধনায় সম্মত করানো)। সাধনীয় (বিশেষণ) ১ সাধনার উপযুক্ত। ২ নিষ্পন্ন করার যোগ্য। ৩ আরাধ্য। {(তৎসম বা সংস্কৃত) √সাধি+অন(যুচ্‌)+আ(টাপ্‌)}
  • Bengali Word সাধর্ম্য Bengali definition [শাধর্‌মো] (বিশেষ্য) ১ সমধর্মিতা; একধর্ম রূপ বৈশিষ্ট্য (লোহা ও কাঠের মধ্যে সার্ধম্য গুণ অবিদ্যমান)। ২ সমপর্যায়ভুক্ত; সাদৃশ্য। {(তৎসম বা সংস্কৃত) সধর্মন্‌+য(ষ্যঞ্‌)}
  • Bengali Word সাধা Bengali definition [শাধা] (ক্রিয়া) ১ সাধনা করা (গান সাধা, গলা সাধা)। ২ সাগ্রহে চাওয়া (টাকা সাধা, ঘুষ সাধা)। ৩ অনুরোধ করা (খাবার সাধা)। ৪ ঘটানো (বাদ সাধা)। ৫ সফল বা পূর্ণ করা (সাধিতে মনের সাদ-মাইকেল মধুসূদন দত্ত)। ৬ (ব্যাকরণ) ব্যুৎপত্তি প্রদর্শন করা (পদ সাধা)। ৭ ক্রোধ অভিমানাদি নিবৃত্তির জন্য অনুরোধ করা (পায়ের ধরে সাধা)। ৮ সাধনাকৃত (সাধা বাঁশী বেসুর বোলে সেদিন কবির কানে-কাজী নজরুল ইসলাম)। ৯ চর্চা বা অনুশীলন দিয়ে পরিমার্জিত (কুহু রবে সাধা গলায় কোকিল একবার ডাক দেখিরে-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। ১০ যাচিত; অনুরোধকৃত (এক্ষণে সাধা বিবাহের প্রস্তাবে উল্লসিত হইলেন-নজিবর রহমান)। □ (বিশেষ্য) ১ সম্পাদন (দিবসে দুপুরে নিদ্রাটি আছে সাধা-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ আদায় (কানাইধন দত্তই....বার্ষিক সাধা ও আর আর কাজের ভার পেয়েছিলেন-প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর))। সাধানো (ক্রিয়া) ১ অন্যকে দিয়ে করানো। □ (বিশেষ্য) ১ অপরকে দিয়ে অনুরোধ করানো বা করতে বাধ্য করা। ২ উক্ত উভয় অর্থে। সাধাসাধি (বিশেষ্য) অনুনয়-বিনয়; উপরোধ; পুনঃপুন অনুরোধ (সাধাসাধি করে রাজি করানো)। {(তৎসম বা সংস্কৃত) √সাধ্‌+ (বাংলা) আ}