Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word লাফানো Bengali definition [লাফানো] (ক্রিয়া) ১ লাফ দেওয়া। □ (বিশেষ্য) উক্ত অর্থে। লাফানি (বিশেষ্য) ১ লাফ দেওয়া; লাফ। ২ ছটফটানি; ব্যস্ততা। ৩ আস্ফালন; দম্ভপ্রকাশ। লাফানে (বিশেষণ) লাফায় এমন; লম্ফনশীল। {লাফ+আনো; ক্রিয়ারূপ-লাফাই, লাফাও, লাফায়, লাফান, লাফাস; (অসমাপিকা ক্রিয়া)- লাফালে, লাফাতে, লাফিয়ে ইত্যাদি}
  • Bengali Word লাফড়া, লাফরা Bengali definition ⇒ লাবড়া
  • Bengali Word লাব, লাবক Bengali definition [লাব্‌, লাবক্‌] (বিশেষ্য) পক্ষীবিশেষ; বটের পাখি। {(তৎসম বা সংস্কৃত) √লু+অ(অণ্‌)}
  • Bengali Word লাবণ Bengali definition [লাবোন্‌] (বিশেষণ) ১ লবণসংক্রান্ত। ২ লবণাক্ত; লোনা; নোনা। {(তৎসম বা সংস্কৃত) লবণ+অ(অণ্‌)}
  • Bengali Word লাবণি Bengali definition ⇒ লাবনি
  • Bengali Word লাবণিক Bengali definition [লাবোনিক্‌] (বিশেষণ) ১ লবণ সম্বন্ধীয়। ২ লবণ-বিক্রেতা; লবণব্যবসায়ী। ৩ লবণাক্ত। {(তৎসম বা সংস্কৃত) লবণ+ইক(ঠক্‌)}
  • Bengali Word লাবণ্য Bengali definition [লাবোন্‌নো] (বিশেষ্য) চাকচিক্য; সৌন্দর্য; কান্তি; শ্রী; শোভা; লাবনি (লজ্জার মাঝে লাবণ্যের উল্লেখ আনে-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। লাবণ্যময় (বিশেষণ) কান্তিযুক্ত; সৌন্দর্যশালী; মাধুর্যমণ্ডিত। লাবণ্যময়ী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। লাবণ্যার্জিত (বিশেষণ) নববধূর মুখ দেখে শ্বশুর-শ্বাশুড়ি যে টাকা প্রদান করেন; গ্রাম্য ভাষায় বউয়ের মুখ-দেখা টাকা। {(তৎসম বা সংস্কৃত) লবণ+য(ষ্যঞ্‌)}
  • Bengali Word লাবনি, লাবণি, লাবনী, লাবণী (ব্রজবুলি) Bengali definition [লাবোনি] (বিশেষ্য) ১ লাবণ্য। ২ লালিত্য; মাধুর্য; কান্তি (কেশের ছায়ায় মায়া ঘনায়েছে অধর লাবণী পরে-জসীমউদ্‌দীন)। □ (বিশেষণ) লাবণ্যময় (উলঙ্গ লাবণি তনু-আবদুল কাদির)। {(তৎসম বা সংস্কৃত) লাবণ্য>}
  • Bengali Word লাবড়া, লাফড়া, লাফরা Bengali definition [লাব্‌ড়া, লাফ্‌ড়া, লাফ্‌রা] (বিশেষ্য) বিবিধ তরকারি মিশিয়ে প্রস্তুত ব্যঞ্জনবিশেষ (লাফরা খায়েন প্রভু-বৃন্দাবন দাস)। {(তৎসম বা সংস্কৃত) অলাবু>লাবু+ড়া>}
  • Bengali Word লাভ Bengali definition [লাভ্‌] (বিশেষ্য) ১ খরচ বাদে আয়; মুনাফা (শতকরা আট টাকা লাভ)। ২ উপস্বত্ব; আয়। ৩ উপকার; সুযোগ-সুবিধা (এ চাকরিতে লাভ নাই)। ৪ প্রাপ্তি (বিদ্যালাভ, ধনলাভ)। লাভ করা (ক্রিয়া) মুনাফা পাওয়া; প্রাপ্ত হওয়া; অর্জন করা। লাভজনক (বিশেষণ) আয়প্রদ; লাভ আছে এমন (লাভজনক ব্যবসা)। লাভবান (বিশেষণ) মুনাফা বা আয় করেছে এমন। লাভ-লোকসান (বিশেষ্য) লাভক্ষতি; লাভক্ষতি উভয় ব্যাপার। লাভালাভ (বিশেষ্য) লাভ ও ক্ষতি; profit and loss। লাভেমূলে (ক্রিয়াবিশেষণ) মূলধন ও তার উপস্বত্ব-এই উভয় সম্বন্ধে। {(তৎসম বা সংস্কৃত) √লাভ্‌+অ(ঘঞ্‌)}
  • Bengali Word লাভা Bengali definition [লাভা] (বিশেষ্য) আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে যে গলিত প্রস্তরাদি নির্গত হয় (লাভা ও অগ্নিশিখা উঠে ছুটে ঊর্ধ্ব আকাশপথে-কাজী নজরুল ইসলাম)। {(ইংরেজি) lava}
  • Bengali Word লামা ১ Bengali definition [লামা] (বিশেষ্য) তিব্বত দেশের বৌদ্ধ পুরোহিত বা ধর্মযাজক। {তিব্বতি. লামা}
  • Bengali Word লামা ২ Bengali definition [লামা] (ক্রিয়া) নামা; অবতীর্ণ হওয়া; নিচে আসা (গাছ থেকে লামা)। {নামা>}
  • Bengali Word লাম্পট্য Bengali definition [লাম্‌পোট্‌টো] (বিশেষ্য) ব্যভিচার; লম্পটতা; লম্পটের আচরণ; কামুকতা; বহু নারীতে গমন (যে কেহ আপন স্ত্রী ভিন্ন অন্য স্ত্রীলোকের প্রতি আসক্ত; তাহার অপরাধের নাম লাম্পট্য-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। {(তৎসম বা সংস্কৃত) লম্পট+য(ষ্যঞ্‌)}
  • Bengali Word লাম্বাএ (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [লাম্‌বায়ে] (ক্রিয়া) লম্বিত করে (নেত ধড়ী পিন্ধি আগু গাছ লাগবাএ-বড়ু চণ্ডীদাস)। {(তৎসম বা সংস্কৃত) লম্বা}
  • Bengali Word লাল ১ লালা Bengali definition [লাল, লালা] (বিশেষ্য) থুথু; মুখজাত রস (মনুষ্যালয়ের প্রচুর আহারের কথা স্মরণ হইয়া সেই ব্যাঘ্রের ‍মুখে লাল পড়িয়াছিল-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। লালাস্রাব (বিশেষ্য) লালা ঝরা, লালা নিঃসরণ। {(তৎসম বা সংস্কৃত) লালা>}
  • Bengali Word লাল ২ Bengali definition [লাল্‌] (বিশেষ্য) ১ রক্তবর্ণ; লোহিতবর্ণ (লাল শাড়ি)। ২ ঘোড়ার খুরের লোহার পাত; নাল। লালচে (বিশেষণ) রক্তিম; ঈষৎ রক্তবর্ণ; লাল লাল ভাব (তোমার লালচে চুল-বুদ্ধদেব বসু)। লালদালান (বিশেষ্য) কয়েদখানা (আমির আলি যে একদিন লালদালানে যাইবে এটা তারা আগেই জানিত-আবুল মনসুর আহমদ)। লাল পাগড়ি (বিশেষ্য) লাল পাগড়ি-বাঁধা (পূর্বেকার) পুলিশ। লাল পানি (বিশেষ্য) মদ্য; এক প্রকার নেশাযুক্ত পানীয় (সুন্দরী এক হুরী নিলাম, পেয়ালা নিলাম লাল পানির-কাজী নজরুল ইসলাম)। লাল বাতি জ্বালানো (ক্রিয়া) ব্যবসায়ে অকৃতকার্য হয়ে ব্যবসা বন্ধ করা বা তুলে দেওয়া (ব্যাংকে লাল বাতি জ্বলেছে)। লাল মুখ (বিশেষণ) রঙিন মুখবিশিষ্ট। □ (বিশেষ্য) ১ রক্তবর্ণ বা লালচে মুখ। ২ (আলঙ্কারিক) মর্কট; বাঁদর। ৩ (আলঙ্কারিক) ইংরেজ; ইউরোপীয়। লালিম (বিশেষণ) লাল আভাযুক্ত (চোখ ঠোঁট বাহু থেকে লালিম কপোল থেকে-রশীদ খাঁন)। লালিমা (বিশেষ্য) লাল আভা; রক্তিমা (কচি অধরে ডালিমের লালিমা-এস. এন. কিউ জুলফিকার আলী (নছরু))। চোখ লাল করা (ক্রিয়া) ক্রোধ প্রদর্শন করা; ক্রুদ্ধভাবে তাকনো। {(ফারসি) লাল; (তুর্কি) লাল; (তৎসম বা সংস্কৃত) লোহিত>}
  • Bengali Word লাল ৩ Bengali definition [লাল্‌] (বিশেষ্য) প্রিয়; প্রিয়পুত্র; শিশু সন্তান (আম্মা লাল তেরী খুন কিয়া খুনিয়া-কাজী নজরুল ইসলাম)। {(তৎসম বা সংস্কৃত) লারক>; (হিন্দি) লাল}
  • Bengali Word লালচ Bengali definition [লালোচ্‌] (বিশেষ্য) লালসা; লোভ। {(তৎসম বা সংস্কৃত) লালসা>}
  • Bengali Word লালন Bengali definition [লালোন্‌] (বিশেষ্য) ১ অত্যন্ত যত্ন সহকারে পালন। ২ নামবিশেষ; প্রসিদ্ধ মরমি কবি লালন শাহ। লালন-পালন (বিশেষ্য) প্রতিপালন; ভরণপোষণ। {(তৎসম বা সংস্কৃত) √লল্‌+অন(ল্যুট্‌)}
  • Bengali Word লালমোহন Bengali definition [লাল্‌মোহন্‌] (বিশেষ্য) পান্তুয়ার মতো মিঠাই। {(তৎসম বা সংস্কৃত) লার+মোহন}
  • Bengali Word লালশাক Bengali definition [লালশাক্‌] (বিশেষ্য) লাল রঙের শাকবিশেষ। {(তৎসম বা সংস্কৃত) লাল+শাক্‌}
  • Bengali Word লালস Bengali definition [লালোশ্‌] (বিশেষণ) লোলুপ; লোভী। {(তৎসম বা সংস্কৃত) √লস্‌+য(যঙ্‌)+অ(অচ্‌)}
  • Bengali Word লালসা Bengali definition [লালোশা] (বিশেষ্য) ১ লোলুপতা; লিপ্সা; লোভ; স্পৃহা। ২ লালস; লোভ (তাহারি চরণে শরণের লালসে-রবীন্দ্রনাথ ঠাকুর)। ৩ ঔৎসুক্য (অসীম লালসা মোর শুনিতে কাহিনী-মাইকেল মধূসূদন দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) √লালস+আ(টাপ্‌)}
  • Bengali Word লালা ১ Bengali definition [লালা] (বিশেষ্য) ১ পশ্চিমা বা হিন্দুস্থানী (ব্যবসায়ী) কায়স্থের পদবি। ২ মুহুরি; নকলনবিস। {(হিন্দি) লালা}
  • Bengali Word লালা ২ Bengali definition ⇒ লাল১
  • Bengali Word লালা ৩ Bengali definition [লালা] (বিশেষ্য) একপ্রকার পুষ্প (নার্গিস লালা-কাজী নজরুল ইসলাম); tulip (কস্তুরী কালো পশমি না চুলে বিনায়ে লালার মালা-মোহিতলাল মজুমদার)। {(হিন্দি) লালা}
  • Bengali Word লালাটিক Bengali definition [লালাটিক্‌] (বিশেষণ) ১ কপাল বা অদৃষ্ট সম্পর্কিত। ২ ভাগ্যলব্ধ; অদৃষ্ট দ্বারা প্রাপ্ত। □ (বিশেষ্য) ললাটভূষণ; ললাটের অলঙ্কার। {(তৎসম বা সংস্কৃত) ললাট+ইক(ঠক্‌)}
  • Bengali Word লালায়িত Bengali definition [লালায়িতো] (বিশেষণ) ১ লুব্ধ; লোলুপ; স্পৃহাযুক্ত; লোভযুক্ত। ২ অত্যন্ত আগ্রহযুক্ত। লালায়িতা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) √লালায়্‌+ত(ক্ত)}
  • Bengali Word লালি, লালী Bengali definition [লালি] (বিশেষণ) লালিমা; অরুণিমা; লালচে রং (ও কপোলে থাকে ডালিম দানার রালী-কাজী নজরুল ইসলাম)। {(তৎসম বা সংস্কৃত) লাল+ (বাংলা) ই, ঈ}