Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word লব্জ Bengali definition ⇒ লফজ
  • Bengali Word লব্ধ Bengali definition [লব্‌ধো] (বিশেষণ) ১ লাভ করা গেছে এমন; লাভ করার যোগ্য। ২ প্রাপ্ত; উপার্জিত; অর্জিত। লব্ধা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। লব্ধকাম (বিশেষণ) সফলমনোরথ; বাসনা পূর্ন হয়েছে এমন। লব্ধকীর্তি (বিশেষণ) কীর্তিমান; যশস্বী। লব্ধপ্রতিষ্ঠ (বিশেষণ) প্রতিষ্ঠা লাভ করেছেন এমন; খ্যাতিমান; প্রথিতযশা। লব্ধপ্রবেশ (বিশেষণ) ভিতরে ঢুকতে পারছে এমন; প্রবিষ্ট। {(তৎসম বা সংস্কৃত) √লভ্‌+ত(ক্ত)}
  • Bengali Word লভনীয় Bengali definition ⇒ লভ্য
  • Bengali Word লভ্য, লভনীয় Bengali definition [লোব্‌বো, লভোনিয়ো] (বিশেষণ) ১ লাভের যোগ্য বা উপযুক্ত। ২ লাভ হিসেবে পাওয়ার সম্ভাবনা আছে এমন (তদালোচনায় আমাদের যাহা লভনীয় তাহা আমরা বড় সহজে পাই না-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। ৩ প্রাপ্য। ৪ প্রাপ্তি (তবে তাতে নিশ্চয়ই বিস্তর লভ্য-সৈয়দ মুজতবা আলী)। লভ্যা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। লভ্যের অঙ্ক (বিশেষ্য) লাভের বা আয়ের পরিমাণ। {(তৎসম বা সংস্কৃত) √লভ্‌+য(যৎ), অনীয়(অনীয়র্‌)}
  • Bengali Word লম্প Bengali definition ⇒ ল্যাম্প
  • Bengali Word লম্পট Bengali definition [লম্‌পট্‌] (বিশেষ্য), (বিশেষণ) ১ কামুক; কামপরবশ। ২ পরস্ত্রীগামী; বহুস্ত্রীগামী; লুচ্চা; লোচ্চা। ৩ দুশ্চরিত্র (লম্পট পুরুষ আসে-কবিকঙ্কণ মুকুন্দারাম চক্রবর্তী)। লম্পটতা, লাম্পট্য (বিশেষ্য) লম্পটের কাজ। {(তৎসম বা সংস্কৃত) √রম্‌+অট, ‘প’ আগম}
  • Bengali Word লম্পটি-ঝম্পটি Bengali definition [লম্‌পোটিঝম্‌পোটি] (বিশেষ্য) হাবুডুবু খাওয়া (এইভাবে লম্পটি-ঝম্পটি খেয়ে হিম অঙ্গ হনুমান-অবনীন্দ্রনাথ ঠাকুর)। {অজ্ঞাতমূল}
  • Bengali Word লম্ফ Bengali definition [লম্‌ফো] (বিশেষ্য) লাফ। লম্ফঝম্ফ (বিশেষ্য) ১ লাফ ও ঝাঁপ; লাফালাফি। ২ অতিশয় ত্বরা বা চাঞ্চল্য ব্যক্ত করা। ৩ দম্ভ প্রকটন; অহঙ্কার প্রকাশ। ৪ (ব্যঙ্গার্থ) নিরর্থক উত্তেজনা প্রকাশ। ৫ অনাবশ্যক বা অসার আস্ফালন। ৬ অহেতুক তর্জনগর্জন (যেমন তার গগনবিদারী উচ্চ কণ্ঠ তেমনি লম্ফঝম্প-আবু জাফর শামসুদ্দীন)। ৭ হাঁকডাক; চিৎকার; চেঁচামেচি। লম্ফন (বিশেষ্য) লাফ দেওয়া; ডিঙানো; লাফ। {(তৎসম বা সংস্কৃত) √লম্ফ্‌+অ(ঘঞ্‌)}
  • Bengali Word লম্ব Bengali definition [লম্‌বো] (বিশেষণ) ১ দীর্ঘ (সুকোমল ডানা দুটি লম্ব গ্রীবা তার-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ দোলায়মান; লম্বভাবে ঝুলছে এমন; লম্বিত। ৩ খাড়া। ৪ সমকোণ সৃষ্টি করে অবস্থিত রেখা। □ (বিশেষ্য) ঋজু। লম্বকর্ণ (বিশেষণ) দীর্ঘকর্ণযুক্ত। □ (বিশেষ্য) লম্বা কানযুক্ত জীব অর্থাৎ গাধা, খরগোশ প্রভৃতি পশু। লম্বন (বিশেষ্য) ১ ঝুলন; দোলন। ২ অবলম্বন। লম্বমান (বিশেষণ) দোলায়মান; লম্বা হয়ে ঝুলছে এমন (বৃক্ষে লম্বমান হইয়া ধূমপান করিতেছেন-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। {(তৎসম বা সংস্কৃত) √লম্ব্‌+অ(অচ্‌)}
  • Bengali Word লম্বরদার Bengali definition [লম্‌বর্‌দার্‌] (বিশেষ্য) ১ করদাতাগণের মুখপাত্রস্বরূপ যার উপর অন্যান্য প্রজার নিকট থেকে খাজনা আদায়ের ভার পড়ে। ২ মোড়ল। {(ইংরেজি) number+ (ফারসি) দার}
  • Bengali Word লম্বা Bengali definition [লম্‌বা] (বিশেষণ) ১ দীর্ঘ; ঢ্যাঙ্গা; প্রসারিত বিস্তৃত (দুহাত লম্বা, লম্বা মানুষ, লম্বা পথ)। ২ দীর্ঘ সময় স্থায়ী (লম্বা দিন, লম্বা ঘুম)। ৩ (আলঙ্কারিক) ধরাশায়ী; মাটিতে শুয়ে পড়া (লম্বা হওয়া)। ৪ অহঙ্কারপূর্ণ; দম্ভভরা (লম্বা কথা)। □ (বিশেষ্য) ১ দৈর্ঘ্য (লম্বায় পাঁচ গজ)। ২ ঝুল (লম্বায় খাটো জামা)। লম্বাই (বিশেষ্য) ১ দৈর্ঘ্য। ২ ঝুলের মাপ; লম্বা দিকের মাপ। লম্বাই-চওড়াই (বিশেষ্য) ১ দৈর্ঘ্য ও প্রস্থের মাপ। ২ দম্ভোক্তি; অহঙ্কারপূর্ণ উক্তি; আস্ফালন (যে তাঁর উপর লম্বাই চওড়াই করিবে-রাজশেখর বসু (পরমু))। লম্বা করা (ক্রিয়া) ১ প্রসারিত; করা; দীর্ঘ করা; বাড়ানো। ২ (আলঙ্কারিক) খুব প্রহার করা। লম্বাচাল (বিশেষ্য) অবস্থার অতিরিক্ত সমারোহ বা আড়ম্বর প্রদর্শন। লম্বাটে (বিশেষণ) ১ লম্বা ধরনের বা ছাঁদের। ২ কিছু পরিমাণে লম্বা। লম্বা দেওয়া (ক্রিয়া) দ্রুত ছুটে পালোনো; চম্পট দেওয়া। লম্বা দৌড় (বিশেষ্য) দীর্ঘপথে একটানা দৌড়। লম্বালম্বি (ক্রিয়াবিশেষণ) হাত-পা ছড়িয়ে। {(তৎসম বা সংস্কৃত) √লম্ব্‌+ (বাংলা) আ}
  • Bengali Word লম্বিত Bengali definition [লোম্‌বিতো] (বিশেষণ) ১ ঝুলছে এমন; প্রসারিত (আজানুলম্বিত)। ২ দোলিত; দোলানো হয়েছে এমন (গলায় লম্বিত বাস জোড় হাত বুকে-ঘনরাম চক্রবর্তী)। ৩ পতনোন্মুখ। ৪ ঝুলানো হয়েছে এমন (যদিও নিষেধের নোটিস লম্বিত আছে-রাজশেখর বসু (পরশু))। {(তৎসম বা সংস্কৃত) √লম্ব্‌+ত(ক্ত)}
  • Bengali Word লম্বোদর Bengali definition [লম্‌বোদর্‌] (বিশেষণ) ১ লম্বা বা বিস্তৃত উদর এমন; স্থূলোদর। □ (বিশেষ্য) হিন্দুদেবতা গণেশ। {(তৎসম বা সংস্কৃত) লম্ব+উদর}
  • Bengali Word লরি Bengali definition [লোরি] (বিশেষ্য) চাকাযুক্ত মালবাহী মোটর গাড়ি (লরি নিয়ে গ্রামে এসে পৌঁছলুম-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। {(ইংরেজি) lorry}
  • Bengali Word ললন Bengali definition [ললোন্‌] (বিশেষ্য) ১ বিলাস। ২ দোলন; কম্পন। {(তৎসম বা সংস্কৃত) √লল্‌+অন(ল্যুট্‌)}
  • Bengali Word ললনা Bengali definition [ললোনা] (বিশেষ্য) ১ নারী; কান্তা। ২ পত্নী। ৩ জিহ্বা। ললনা প্রিয় (বিশেষণ) ১ নারীপ্রিয়। ২ পত্নীপ্রিয়। □ (বিশেষ্য) কদম্ব। {(তৎসম বা সংস্কৃত) √লল্‌+অন(ল্যুট্‌)+আ(টাপ্‌)}
  • Bengali Word ললন্তিকা Bengali definition [ললোন্‌তিকা] (বিশেষ্য) ১ কণ্ঠহার; নাভি পর্যন্ত লম্বিত মালা বা হার। ২ গরিগিটি। {(তৎসম বা সংস্কৃত) √লল্‌+অন্তিক+আ(টাপ্‌)}
  • Bengali Word ললাট Bengali definition [ললাট্‌] (বিশেষ্য) ১ কপাল। ২ ভাগ্য; অদৃষ্ট; নিয়তি; দৈব। ৩ অদৃষ্টলিপি। ললাটপট, ললাটপট্ট (বিশেষ্য) বিস্তৃত ললাট; ললাটের বিস্তার (শিশুর ললাটপটের ন্যায় তুমি নির্মল; তুমি রহস্যময়-রবীন্দ্রনাথ ঠাকুর)। ললাটলিখন (বিশেষ্য) অদৃষ্টের লেখা; ভাগ্যলিপি। ললাটিকা (বিশেষ্য) ললাট-ভূষণ; ললাটের অলঙ্কার (বুদ্ধি তার ললাটিকা, চক্ষুর তারায় বুদ্ধি জ্বলে দীপশিখা-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ তিলক। {(তৎসম বা সংস্কৃত) √লল্‌+আট}
  • Bengali Word ললাম Bengali definition [ললাম্‌] (বিশেষ্য) ১ ললাট-ভূষণ। ২ তিলক। ৩ ভূষণ। ৪ শ্রেষ্ঠ বস্তু। □ (বিশেষণ) ১ রমণীয়। ২ শ্রেষ্ঠ। ললামভূতা (বিশেষণ) ১ ললাট-ভূষণ। ২ তিলক। ৩ ভূষণ। ৪ শ্রেষ্ঠ বস্তু। □ (বিশেষণ) ১ রমণীয়। ২ শ্রেষ্ঠ। ললামভূতা (বিশেষণ) নারীজাতির তিলকস্বরূপ; শ্রেষ্ঠা (ললনাকুল-ললামভূতা এই ত্রিলোক-মোহিনী বরাঙ্গনাকে সৃষ্টি করিয়াছেন-ইসমাইল হোসেন শিরাজী)। {(তৎসম বা সংস্কৃত) √লল্‌+আম}
  • Bengali Word ললিত Bengali definition [লোলিতো] (বিশেষণ) ১ সুন্দর; মনোহর; চারু; মনোরম; কমনীয়; কোমল; সুকুমার; মধুর; কান্ত (কলভরে বৃক্ষ সব ললিত লম্বিত-দৌলত উজির বাহরাম খান)। ২ ইপ্সত; বাঞ্ছিত (শান্তির ললিত বাণী-রবীন্দ্রনাথ ঠাকুর)। ৩ সঙ্গীতের রাগবিশেষ (তখন বিদায় বাঁশীর ললিত....কান্না-কাজী নজরুল ইসলাম)। □ (বিশেষ্য) ১ নারী-নৃত্য; লাস্য। ২ বিলাস। ললিতকলা (বিশেষ্য) নৃত্য, চিত্রাঙ্কন, সাহিত্য রচনা প্রভৃতি চারুশিল্প। ললিতা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) হিন্দু দেবীবিশেষ। □ (বিশেষ্য) ১ দুর্গা। ২ রাধিকার জনৈক সখী। ললিতা সপ্তমী (বিশেষ্য) ভাদ্রমাসের শুক্লা সপ্তমী তিথি। {(তৎসম বা সংস্কৃত) √লল্‌+ত(ক্ত)}
  • Bengali Word ললৎ Bengali definition [ললোত্‌] (বিশেষণ) ১ কম্পমান; কম্পিত। ২ দোলায়মান; দোদুল্যমান। ৩ লেহন করে এমন। লেহনকারী। ৪ লেলিহান। ৫ লোলুপ। {(তৎসম বা সংস্কৃত) √লল্‌+অৎ(শতৃ)}
  • Bengali Word লশকর, লস্কর, নস্কর Bengali definition [লশ্‌কর, লস্‌কর, নস্‌কর] (বিশেষ্য) ১ সৈন্য (নীল পোশাক-পরা একটা লস্কর রেলিং ধরিয়া ঝুঁকিয়া পড়িয়া জলের মধ্যে কি দেখিতেছে-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)। ২ ফৌজ; সৈন্যদল (বাদশাহী লস্কর)। ৩ নৌসেনা। ৪ জাহাজের খালাসি। ৫ জাতীয় বা বংশগত উপাধি (লশকর বাড়ি)। লশকরি, লস্করি, গদাই লশকরী চাল (বিশেষণ) অতি মন্থর গদি (সাঁতার ভুলে মেঘ চলে আজ লস্করী চালে-সত্যেন্দ্রনাথ দত্ত; গদাই লশকরি চাল এখানে চলবে না)। {(ফারসি) লশকর}
  • Bengali Word লস Bengali definition [লস্‌] (বিশেষ্য) ক্ষতি; লোকসান (ব্যবসাতে লস দিয়েছে)। {(ইংরেজি) loss}
  • Bengali Word লসত, লসৎ Bengali definition [লসত্‌] (বিশেষণ) ১ নীলাযুক্ত। ২ শোভমান (কনক খম্বকার লসত কুহুডাকি-জ্ঞানদাস)। {(তৎসম বা সংস্কৃত) √লস্‌+অৎ(শতৃ)}
  • Bengali Word লসসি, লাসসি Bengali definition [লোস্‌সি, লাসসি] (বিশেষ্য) দই ও চিনি দ্বারা প্রস্তুত একপ্রকার পানীয় (পাঞ্জাবীদের হালুয়া, লসসি আরও কত প্রদেশের কত অনবদ্য অবদান-সৈয়দ মুজতবা আলী)। {(হিন্দি) লসসী}
  • Bengali Word লসিকা, লসীকা Bengali definition [লোশিকা] (বিশেষ্য) ১ (মুখের) লালা। ২ জীবদেহের একপ্রকার বর্ণহীন রস। {(তৎসম বা সংস্কৃত) √রস্‌+ইক+আ}
  • Bengali Word লসিত Bengali definition [লোশিতো] (বিশেষণ) ১ বিলাসিত। ২ শোভমান; শোভিত (লসিত সুন্দর সর্বগাত্র-জ্ঞানদাস)। ৩ এক লসিত (প্রিয় মিলনে লসিত অন্তর)। {(তৎসম বা সংস্কৃত) √লস্‌+ত(ক্ত)}
  • Bengali Word লস্কর Bengali definition ⇒ লশকর
  • Bengali Word লহ Bengali definition [লোহা] (ক্রিয়া) (পদ্যে ব্যবহৃত) লও; গ্রহণ করো (এ বার আমারে লহ করুণা করে-রবীন্দ্রনাথ ঠাকুর) {(বাংলা) √ল+মধ্যম (পুংলিঙ্গ)(একবচন) অনুজ্ঞায়}
  • Bengali Word লহনা Bengali definition [লহোনা] (বিশেষ্য) ১ খাজনা ছাড়া অন্যায্য বাকি পাওনা। ২ লভ্য; পাওনা; প্রাপ্য (লাভের জন্য ব্যবসা করিলাম, সব লহনা বাকি-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। ৩ কবিকঙ্কণ রচিত চণ্ডীমঙ্গল কাব্যের একটি নারীচরিত্র। {(তৎসম বা সংস্কৃত) লভন> (প্রাকৃত)লহণ>}