র পৃষ্ঠা ৩০
- Bengali Word রোয়াক, রক Bengali definition [রোয়াক্, রক্] (বিশেষ্য) ১ ঘরের সামনের খোলা জায়গা বা বারান্দা। ২ সামনের খোলা জায়গা বা অঙ্গন (আপন মনে বসে আছে জানালার রকে-আবুল ফারাহ মুঃ আবদুল হক ফরিদীসান হাবীব)। রোয়াকবাজ (বিশেষ্য) রোয়াকে আড্ডাবাজ; যে রোয়াকে বাজে ধরণের আড্ডা দেয়। {(আরবি) ররাক}
- Bengali Word রোয়েদাদ Bengali definition [রোয়েদাদ্] (বিশেষ্য) ভাগ-বাটোয়ারার বন্টনের বিবরণ; কার্যবিবরণী। {(ফারসি) রুৱদাদ}
- Bengali Word রৌদ্র Bengali definition [রোউদ্দ্রো] (বিশেষ্য) ১ রোদ; সূর্যকিরণ; সূর্যাতাপ। ২ (আলঙ্কারিক) কাব্যের রসবিশেষ। ৩ হেমন্ত ঋতু। ৪ প্রচণ্ড; ভয়াবহ। রৌদ্রদগ্ধ (বিশেষণ) সূর্যতাপে দগ্ধ বা ঝলসিত। রৌদ্রপক্ব (বিশেষণ) সূর্যতাপে সিদ্ধ। রৌদ্র সেবন করা (ক্রিয়া) রোদ পোহানো; শরীরে রোদ লাগানো। রৌদ্রস্নান (বিশেষ্য) দেহ নগ্ন করে রোদ লাগানো। রৌদ্রাজ্জ্বেল (বিশেষণ) সূর্যকিরণে দীপ্তিমান; সূর্যের আলোকে সমুজ্জ্বল (রৌদ্রাজ্জ্বল দিবসে তোমার আসিনি সজল মেঘের ছায়া-কাজী নজরুল ইসলাম)। {(তৎসম বা সংস্কৃত) রুদ্র+অ(অণ্)}
- Bengali Word রৌপ্য Bengali definition [রোউপ্পো] (বিশেষ্য) এক একটি ধাতু। ২ রজত; রুপা।{(তৎসম বা সংস্কৃত) রৌপ্য+অ(অণ্)}
- Bengali Word রৌপ্যচূর্ণ Bengali definition [রোউপ্পোচুর্নো] (বিশেষ্য) রুপার ক্ষুদ্র টুকরাবিশেষ (রৌপ্যচূর্ণ রাতের দিবস আর নয় অক্ষর-আবুল ফারাহ মুঃ আবদুল হক ফরিদীসান হাবীব)। {(তৎসম বা সংস্কৃত) রৌপ্য+চূর্ণ}
- Bengali Word রৌপ্যজয়ন্তী Bengali definition ⇒ জয়ন্তী
- Bengali Word রৌপ্যমুদ্রা Bengali definition [রোউপ্পোমুদ্দ্রা] (বিশেষ্য) রুপা দিয়ে নির্মিত মুদ্রা; টাকা আধুলি সিকি ইত্যাদি। {(তৎসম বা সংস্কৃত) রৌপ্য+মুদ্রা}
- Bengali Word রৌপ্যমূল্যে Bengali definition [রোউপ্পোমুল্লে] (ক্রিয়াবিশেষণ) রুপা বা টাকার বিনিময়ে; রুপা বা টাকা দিয়ে মূল্য প্রদানে। {(তৎসম বা সংস্কৃত) রৌপ্য+মুল্য+ (বাংলা) এ}
- Bengali Word রৌপ্যময় Bengali definition [রোউপ্পোময়্] (বিশেষণ) রুপা দ্বারা তৈরি। {(তৎসম বা সংস্কৃত) রৌপ্য+ময়(ময়ট্)}
- Bengali Word রৌপ্যালঙ্কার Bengali definition [রোউপ্পালঙ্কার্] (বিশেষ্য) রুপা দিয়ে নির্মিত অলঙ্কার বা গহনা; রুপার গহনা। {(তৎসম বা সংস্কৃত) রৌপ্য+অলঙ্কার}
- Bengali Word রৌরব Bengali definition [রোউরব্] (বিশেষ্য) ১ হিন্দুমতে অতি পাপীদের জন্য নির্দিষ্ট নরক। ২ নরক-যন্ত্রণা; অসহনীয় যাতনা (ইহারে উচিত নহে এতেক রৌরব)। {(তৎসম বা সংস্কৃত) রুরু+অ(অণ্)}
- Bengali Word রৌশন Bengali definition [রোউশন্] (বিশেষ্য) আলো; রোশনাই (রৌশন রাঙা করেছে কে যেন জ্বালায়ে চাঁদের বাতি-কাজী নজরুল ইসলাম)। {(ফারসি) রৱশন্}
- Bengali Word রৌশনি, রৌশনী Bengali definition ⇒ রওশন
- Bengali Word র্বচনীয় , অনির্বাচ্য Bengali definition [অনির্বচোনিয়ো, অনির্বাচ্চো] (বিশেষণ) বর্ণনাতীত; অবর্ণনীয় (অন্তরাত্মা অনিবর্চনীয় আনন্দরসে আপ্লুত হয়-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। অনির্বচনীয়া, অনির্বাচ্যা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) বর্ণনাতীতা; গুণাতীতা (অনির্বাচ্যা-নিরুপমা, আপনি আপনা সমা-ভারতচন্দ্র রায় গুণাকর)। {(তৎসম বা সংস্কৃত)অ(নঞ্)+নির্বচনীয়, নির্বাচ্য; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word রড় Bengali definition [রড়্] (বিশেষ্য) দৌড়; ছুট; পলায়ন (বিপাকে চত্তর ছাড়ি প্রজা দিল রড়-কবিকঙ্কণ মুকুন্দারাম চক্রবর্তী)। রড়ারড়ি-দৌড়াদৌড়ি। {√নড়্>লড়্}
- Bengali Word রয় ১ Bengali definition [রয়্] (বিশেষ্য) ১ স্রোত; প্রবাহ। ২ গতিবেগ। রয়িষ্ঠ (বিশেষণ) অতিদ্রুতগামী। {(তৎসম বা সংস্কৃত) √রয়্+অ(অছ্)}
- Bengali Word রয় ২ Bengali definition [রয়্] (ক্রিয়া) থাকে (না যায় কঠিন প্রাণ কিবা লাগি রয়-বিদ্যাপতি)। রয়ে রয়ে (ক্রিয়া) (বিশেষ্য) থেকে থেকে। রয়ে, সয়ে, রয়ে বসে (ক্রিয়া-বিশেষ্য) ধীরে সুস্থে; ব্যস্ত না হয়ে। {(বাংলা) রহে>রয়}
- Bengali Word রয়না ১ Bengali definition [রয়্না] (বিশেষ্য) ভেদা বা মেনি মাছ। {(তৎসম বা সংস্কৃত) রোহিত>}
- Bengali Word রয়না ২ Bengali definition [রয়্না] (বিশেষ্য) রাত্রি; রজনী (রয়না ছোটি অতি ভীরু রমণী-বিদ্যাপতি)। {(তৎসম বা সংস্কৃত) রজনী>}
- Bengali Word রয়ানি, রয়ানী Bengali definition [রয়ানি] (বিশেষ্য) রাত্রি জেগে মঙ্গল পাঁচালি গীত হতো বলে পাঁচালিগানের অপর নাম ‘রয়না’ বা ‘রয়ানি’। বিজয়গুপ্তের পদ্মপুরাণ বা মনসার ভাসানও ‘রয়ানি’ বলে অভিহিত হয়েছে। {(তৎসম বা সংস্কৃত) রজনী>}
- Bengali Word রয়ে বসে Bengali definition [রোয়ে বোশে] (ক্রিয়াবিশেষণ) ধীরেসুস্থে। {রওয়া+বসা}
- Bengali Word র্যাঁদা Bengali definition ⇒ রেদা
- Bengali Word র্যাপার Bengali definition ⇒ রেপার
- Bengali Word র্যালি, র্যালী Bengali definition [র্যালি] কোনো আন্দোলনের সমর্থনে জন সমাবেশ (বয়স্কাউট র্যালি)। {(ইংরেজি) Rally}