Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word রোল ৩ Bengali definition [রোল্‌] (বিশেষ্য) অবদান; ভূমিকা; নাটকে চরিত্রাভিনয়। {(ইংরেজি) role}
  • Bengali Word রোলার Bengali definition [রোলার্‌] (বিশেষ্য) যন্ত্রের গোলাকার অংশবিশেষ; পেষণযন্ত্র। {(ইংরেজি) roller}
  • Bengali Word রোশন Bengali definition ⇒ রওশন
  • Bengali Word রোশন-চৌকি, রোষণচৌকি (বিরল) Bengali definition [রোশোন্‌ চোউকি] (বিশেষ্য) বিভিন্ন বাদ্যযন্ত্র সহযোগে ঐকতানবাদ্য (তার পশ্চাৎ একশ ঢোল, চল্লিশটি জগঝম্প ও গুটি ষাইটের ঢাক মায় রোষণচৌকি শানাই ভেড়ং ও ভেঁপু-প্যারিচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর))। {(ফারসি) রোৱশন্‌চৱকি}
  • Bengali Word রোশনগির Bengali definition [রোশোন্‌গির্‌] (বিশেষ্য) আলোকসজ্জাকারক; যে প্রাসাদাদিতে বাতি দেয়; মশালচি।{(ফারসি) রোৱশন্‌গর্‌}
  • Bengali Word রোশনি Bengali definition [রোশ্‌নি] (বিশেষ্য) চোখের আলো; নয়নমণি (চোখের রোশনী রাজকুমারীটি ছিলেন স্বপনচারিণী-সৈয়দ মুজতবা আলী)। {(ফারসি) রৱশনী}
  • Bengali Word রোশাই, রোশানি Bengali definition ⇒ রওশন
  • Bengali Word রোষ Bengali definition [রোশ্‌] (বিশেষ্য) ক্রোধ; কোপ; রাগ; গোসা (সমস্ত বাড়ীর রোষই এই মতো পুত্রের উপর-রশিদ করিম)। রোষ-কষায়িত (বিশেষণ) ক্রোধে আরক্ত; রাগে লাল (রোষকষায়িত লোচন দুর্দ্ধর্ষ আরব-মাওলানা মুহম্মদ আকরম খাঁ)। {(তৎসম বা সংস্কৃত) √রুষ্‌+অ(ঘঞ্‌)}
  • Bengali Word রোষণ Bengali definition [রোশোন্‌] (বিশেষ্য) কোপন।{(তৎসম বা সংস্কৃত) √রুষ্‌+অন(ল্যুট্‌)}
  • Bengali Word রোষণচৌকী Bengali definition ⇒ রোশন-চৌকি
  • Bengali Word রোষা Bengali definition [রোশা] (ক্রিয়া) ক্রুদ্ধ হওয়া; রাগ করা। {(তৎসম বা সংস্কৃত) √রুষ্‌+ (বাংলা) আ}
  • Bengali Word রোষাগ্নি, রোষানল Bengali definition [রোশাগ্‌নি, রোশানল্‌] (বিশেষ্য) ক্রোধরূপ অগ্নি; নিদারুণ ক্রোধ। {(তৎসম বা সংস্কৃত) রোষ+অগ্নি, অনল; (কর্মধারয় সমাস)}
  • Bengali Word রোষাবিষ্ট Bengali definition [রোশাবিশ্‌টো] (বিশেষণ) ক্রুদ্ধ হয়েছে এমন। রোষাবিষ্টা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) রোষ+আবিষ্ট; ৩ (তৎপুরুষ সমাস)}
  • Bengali Word রোষিত Bengali definition [রোশিতো] (বিশেষণ) ক্রোধিত। {(তৎসম বা সংস্কৃত) রোষ+ইত(ইতচ্‌)}
  • Bengali Word রোষিনি, রুষিনি Bengali definition [রোশিনি, রুশিনি] (বিশেষণ) রুষ্ট, ক্রোধযুক্ত (রোষিনি রাধিকা-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। {(তৎসম বা সংস্কৃত) রোষ+ (বাংলা) ইন+ (বাংলা) ই}
  • Bengali Word রোষী (-ষিন্‌) Bengali definition [রোশি] (বিশেষণ) ক্রোধযুক্ত; ‍রুষ্ট। রোষিণী (স্ত্রীলিঙ্গ)। {√রুষ্‌+ইন্‌(ণিনি)}
  • Bengali Word রোষ্ট Bengali definition ⇒ রোস্ট
  • Bengali Word রোসো, রোস Bengali definition [রোশো] (ক্রিয়া) ১ (অনুকার) অপেক্ষা করো; থামো; দাঁড়াও (একটু রোসো)। ২ ধৈর্য ধরো (রোস না দুদিন পরেই মজা টের পাবে)। {√রহ্‌>}
  • Bengali Word রোসোমৎ Bengali definition [রোস্‌মত্‌] (বিশেষ্য) মুসলমানি প্রথা অনুযায়ী বিবাহের পর বর ও কনের পরস্পর প্রথম দর্শন ও আচারাদি অনুষ্ঠান। {(আরবি) রুসূমাত}
  • Bengali Word রোস্ট, রোষ্ট Bengali definition [রোস্‌ট্‌] (বিশেষ্য) ১ ভাজা; মাংসবিশেষ; আস্ত মুরগি বিশেষ প্রক্রিয়ায় ভেজে তৈরি খাদ্যবিশেষ (তুমি দশটি মোরগ নিয়ে পাঁচটির সিককাবাব, পাঁচটির রোষ্ট…..পাক করবে-মীর মশাররফ হোসেন)। ২ শুকনা; শুষ্ক (রুটি দুটো দেখছি শুকিয়ে দিব্যি রোষ্ট হয়ে আছে-কাজী নজরুল ইসলাম)। {(ইংরেজি) roast}
  • Bengali Word রোহ, রোহণ Bengali definition [রোহো, রোহোন্‌] (বিশেষ্য) আরোহণ। {(তৎসম বা সংস্কৃত) রুহ্‌+অ(ঘঞ্‌), অন(ল্যুট্‌)}
  • Bengali Word রোহিণী ১ Bengali definition [রোহিনি] (বিশেষ্য) ১ চন্দ্রপত্নী (ইন্দ্রের ইন্দ্রাণী কি বা চন্দ্রের রোহিণী-দৌলত উজির বাহরাম খান)। ২ হিন্দু পুরাণে বলরামের মা। ৩ হিন্দুমতে নববর্ষীয়া কন্যা (রোহিণী দান)। ৪ নক্ষত্রবিশেষ। ৫ লাল রঙের গাভীবিশেষ। {(তৎসম বা সংস্কৃত) √রুহ্‌+ইন্‌(ণিনি)+ঈ(ঙীপ্‌)}
  • Bengali Word রোহিণী ২ Bengali definition ⇒ রোহী
  • Bengali Word রোহিত, রোহিতক Bengali definition [রোহিতো, রোহিতক্‌] (বিশেষ্য) ১ রুই মাছ। ২ লোহিতবর্ণ। ৩ রক্ত; শোণিত। ৪ পদ্মরাগমণি। ৫ হরিণবিশেষ (মহিষ ছাগ মেষ রোহিত রাজহংস শতেক দিল বলিদান-কবিকঙ্কণ মুকুন্দারাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত) √রুহ্‌+ইত(ইতন্‌)}
  • Bengali Word রোহিতাশ্ব Bengali definition [রোহিতাশ্‌শো] (বিশেষ্য) ১ হিন্দু পুরাণের রাজা পরিশ্চন্দ্রের পুত্র। ২ অগ্নি। {(তৎসম বা সংস্কৃত) রোহিত+অশ্ব}
  • Bengali Word রোহী (-হিন্‌) Bengali definition [রোহি] (বিশেষণ) আরোহণকারী; আরোহী। রোহিণী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। {√রুহ্‌+ইন্‌(ণিনি)}
  • Bengali Word রোঢ়া Bengali definition [রোঢ়া] (বিশেষণ) দন্তহীন (মোর পতি রোঢ়া-কবিকঙ্কণ মুকুন্দারাম চক্রবর্তী)। {(হিন্দি) রোঢ়া}
  • Bengali Word রোয়া ১, রুয়া Bengali definition [রোয়া, রুয়া] (বিশেষ্য) রোপন করা; বীজ বপন করা; পোতা। (বিশেষ্য) (বিশেষণ) উক্ত সকল অর্থে।রোয়ানো (ক্রিয়া) রোপন করানো। □ (বিশেষণ) রোপায়িত। {(তৎসম বা সংস্কৃত) √রুহ্‌+ (বাংলা) আ}
  • Bengali Word রোয়া ২ Bengali definition [রোয়া] (বিশেষ্য) কোষ; কাঁঠালের রোয়া; কোয়া (কাঁঠালের রোয়া)। {(তৎসম বা সংস্কৃত) কোষ>}
  • Bengali Word রোয়া ৩ Bengali definition [রোয়া] (ক্রিয়া) (ব্রজবুলি) রোদন করা; কান্না (মনে মনে তুমি রোয়াই-বিদ্যাপতি)। রোয়ে (ক্রিয়া) কাঁদে। রোয়াসি (ক্রিয়া) (তুমি) কাঁদ (রোয়সি কাহে-বিদ্যাপতি)। {(হিন্দি) রোনা>}