Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

 • Bengali Word মনসব Bengali definition [মন্‌সব্‌] (বিশেষ্য) উচ্চপদ। মনসবদার (বিশেষ্য) জায়গিরপ্রাপ্ত সেনাপতির উপাধি (আপনি দশহাজারী মনসবদার-আকবর উদ্দীন)। মনসবদারি, মনসবদারী (বিশেষ্য) মনসবদারের পদ বা কার্য (আলমগীরের দরবারে বড়ো বড়ো মনসবদারী পাইলেন-মোহাম্মদ ওয়াজেদ আলী)। {(আরবি) মনসব}
 • Bengali Word মনসা Bengali definition [মনোশা] (বিশেষ্য) ১ হিন্দু পুরাণোক্ত সর্পমাতা নাগদেবী; বিষহরী। ২ সিজ নামক গাছ। মনসামঙ্গল (বিশেষ্য) হিন্দু দেবী মনসার মাহাত্ম্য ও কাহিনী বিষয়ক কাব্যগ্রন্থ। {(তৎসম বা সংস্কৃত) মনস্‌+অ(অচ্‌)+আ(টাপ্‌)}
 • Bengali Word মনসিজ Bengali definition [মোনশিজ্‌] (বিশেষ্য) মদন; কামদেব; কন্দর্প (পুষ্পের কলিকা যেন মনসিজ শর নিদয়া হইয়া মোরে হানেন অন্তর-দৌলত উজির বাহরাম খান)। {(তৎসম বা সংস্কৃত) মনস্‌+√জন্‌+অ(ড)}
 • Bengali Word মনসুখ Bengali definition [মনসুখ্‌] (বিশেষণ) বাতিল; রহিত। {(আরবি) মানসূক, বিপরীত নাসিখ রহিতকারী}
 • Bengali Word মনসুন, মনসূন Bengali definition [মন্‌সুন্‌] (বিশেষ্য) মৌসুমি বায়ু; গ্রীষ্মকালে ভারত মহাসাগরে উত্থিত দক্ষিণ-পশ্চিমন কোণ থেকে আগত বাষ্পযুক্ত বায়ু (সমুদ্র পার হয়ে মনসূন এলো আকাশে মেঘের পাখা ছড়িয়ে-বুদ্ধদেব বসু)। {(ইংরেজি) monsoon; (আরবি) মরসিমী}
 • Bengali Word মনস্কাম, মনস্কামনা Bengali definition [মনোশ্‌কাম্‌, মনোশ্‌কামোনা] (বিশেষ্য) বাসনা; আন্তরিক কামনা; ইচ্ছা। {(তৎসম বা সংস্কৃত) মনস্‌+কামনা}
 • Bengali Word মনস্তাপ Bengali definition [মনোস্‌তাপ্‌] (বিশেষ্য) ১ মানসিক কষ্ট; মনোদুঃখ (তাহে মহাপাত্রের বাড়িল মনস্তাপ-ঘনরাম চক্রবর্তী) ২ অনুশোচনা। {(তৎসম বা সংস্কৃত) মনস্‌+তাপ}
 • Bengali Word মনস্তুষ্টি Bengali definition [মনোস্‌তুশ্‌টি] (বিশেষ্য) মনের সন্তোষ; চিত্তের তৃপ্তি। {(তৎসম বা সংস্কৃত) মনস্‌+তুষ্টি}
 • Bengali Word মনস্থ Bengali definition ⇒ মনঃ
 • Bengali Word মনস্বী (-ন্বিন্‌) Bengali definition [মনোশ্‌শি] (বিশেষণ) উদারচেতা; মহামনা; ধীরচেতা; প্রশস্তচিত্ত; স্থিরচিত্ত। মনস্বিনী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। মনস্বিতা বি। {(তৎসম বা সংস্কৃত) মনস্‌+বিন্‌(বিনি)}
 • Bengali Word মনহুস Bengali definition [মন্‌হুশ্‌] (বিশেষণ) অশুভ; অমঙ্গলজনক; মন্দ; অভিশপ্ত; হতভাগ্য (মনহুস দিন-তালিম হোসেন)। {(আরবি) মন্‌হুস}
 • Bengali Word মনাছিব, মুনাছিব Bengali definition ⇒ মুনাসিব
 • Bengali Word মনান্তর Bengali definition [মনান্‌তর্‌] (বিশেষ্য) মনোমালিন্য; ঝগড়া (তাঁহাদের সহিত কথান্তর উপস্থিত হইয়া ক্রমে বিলক্ষণ মনান্তর ঘটিয়া উঠিল-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর )। {(তৎসম বা সংস্কৃত) মনস্‌>মন+অন্তর; (নিত্য সমাস)}
 • Bengali Word মনাসিব Bengali definition ⇒ মুনাসিব
 • Bengali Word মনিঅর্ডার Bengali definition ⇒ মানিঅর্ডার
 • Bengali Word মনিব, মুনিব Bengali definition [মোনিব্‌, মুনিব্‌] (বিশেষ্য) প্রভু; নিযুক্তকারী ব্যক্তি। {(আরবি) মুনীব}
 • Bengali Word মনিব্যাগ Bengali definition ⇒ মানিব্যাগ
 • Bengali Word মনিষ, মুনিষ Bengali definition [মোনিশ্‌, মুনিশ্‌] (বিশেষ্য) ১ দৈনিক পারিশ্রমিক নিয়ে যারা গৃহস্থ বাড়িতে কাজ করে। ২ কুলি; মজুর। মনিষখাটা (ক্রিয়া) মনিষরূপে কাজ করে জীবিকা উপার্জন করা। {(তৎসম বা সংস্কৃত) মনুষ্য>}
 • Bengali Word মনিষ্যি Bengali definition [মোনিশ্‌শি] (বিশেষ্য) মনুষ্য; মানুষ (তিনি খানদানী মনিষ্যি-রাজশেকর বসু (পরশু))। {(তৎসম বা সংস্কৃত) মনুষ্য>}
 • Bengali Word মনিহারি, মণিহারী, মনোহারি Bengali definition [মোনিহারি, মোণিহারি, মনোহারি] (বিশেষণ) কাগজ-কলম, খেলনা, কাচের চুড়ি, প্রসাধন সামগ্রী, শৌখিন জিনিস প্রভৃতি খুচরা দ্রব্যের বিক্রেতা অথবা সেই সম্পর্কীয়। {(তৎসম বা সংস্কৃত) মণিকার>মণিআ+(বাংলা) হার}
 • Bengali Word মনীষা Bengali definition [মোনিশা] (বিশেষ্য) প্রজ্ঞা; তীক্ষ্ণবুদ্ধি; প্রতিভা (মনীষার স্ফুরণ এখন অতীতের কাহিনী-আ. ন. ম. বজলুর রশীদ)। মনীষী(-ষিন্‌) (বিশেষণ) ১ মনীষাসম্পন্ন; তীক্ষ্ণধী। ২ জ্ঞানী; বিদ্বান; পণ্ডিত। মনীষিণী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। মনীষিতা (বিশেষ্য) বুদ্ধিমত্তা; মনীষীসুলভ ভাব। {(তৎসম বা সংস্কৃত) মনস্‌+ঈষা}
 • Bengali Word মনু Bengali definition [মোনু] (বিশেষ্য) ১ হিন্দু পুরাণ মতে ব্রহ্মার চতুর্দশ পুত্র-বৈবস্বত মনু; আদি মানব। ২ হিন্দু শাস্ত্রপ্রণেতা মনু। মনুজ (বিশেষ্য) মনুর সন্তান; মানুষ; আদমি। মনুজেন্দ্র (বিশেষ্য) নৃপতি; রাজা। মনুসংহিতা (বিশেষ্য) স্মার্ত মুনি মনু প্রণীত আইনশাস্ত্র। মনুরচিত হিন্দু স্মৃতিশাস্ত্র। {(তৎসম বা সংস্কৃত) √মন্‌+উ}
 • Bengali Word মনুমেন্ট Bengali definition [মোনুমেন্‌ট্‌] (বিশেষ্য) কীর্তিস্তম্ভ (তাঁদের রক্ষিতার বাড়ীগুলি আজও মনুমেন্টের মতো তাঁদের স্মরণার্থে রয়েছে-কালীপ্রসন্ন সিংহ)। {(ইংরেজি) monument}
 • Bengali Word মনুষ্য Bengali definition [মোনুশ্‌শো] (বিশেষ্য) নর; মানুষ; মানব। মনুষী (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ)। মনুষ্যকৃত (বিশেষণ) মানুষের দ্বারা সম্পাদিত; মনুষ্য-রচিত। মনুষ্যচরিত (বিশেষ্য) মানবস্বভাব। মনুষ্যজন্ম (বিশেষ্য) মানবজন্ম; মানুষরূপে জন্মগ্রহণ। মনুষ্যত্ব (বিশেষ্য) মানবতা; মানুষের থাকা উচিত এমন সদ্‌গুণ (প্রতিভা তোমার মনুষ্যত্বের স্পর্ধা-এয়াকুব আলী চৌধুরী)। মনুষ্যত্ববর্জিত (বিশেষণ) মনুষ্যত্ববিহীন; মানবোচিত গুণশূন্য; অমানুষ; পশুতুল্য। মনুষ্যধর্মা (বিশেষণ) মানবোচিত গুণে পূর্ণ। মনুষ্যলোক (বিশেষ্য) নরলোক; পৃথিবী; মর্ত্যলোক। মনুষ্যবাস (বিশেষ্য) লোকালয়। মনুষ্যোচিত (বিশেষণ) মানবোচিত; মানুষের জন্য যা উচিত বা শোভন। {(তৎসম বা সংস্কৃত) মনু+য(যৎ), ‘ষ’(ষুক্‌)আগম}
 • Bengali Word মনোগত Bengali definition [মনোগতো] (বিশেষণ) মানসিক; অন্তরের; মনের অধিকারগত। {(তৎসম বা সংস্কৃত) মনঃ+গত; ২ (তৎপুরুষ সমাস)}
 • Bengali Word মনোগত ১ Bengali definition [মনোগতো] (বিশেষণ) কাম; কন্দর্প (তনু মোর মনোজ শরে দমিছে-ভারতচন্দ্র রায়গুণাকর)। □ (বিশেষণ) মনে উৎপন্ন। {(তৎসম বা সংস্কৃত) মনঃ+√মন্‌+অ(ড)}
 • Bengali Word মনোজগৎ Bengali definition [মনোজগত্‌] (বিশেষ্য) মনোরূপ ভুবন; অন্তর্জগৎ; ভাবগজৎ; সমস্ত মানসিক ব্যাপার। {(তৎসম বা সংস্কৃত) মনঃ+জগৎ}
 • Bengali Word মনোজব Bengali definition [মনোজব্‌] (বিশেষণ) মনের সমান শীঘ্রগামী। {(তৎসম বা সংস্কৃত) মনঃ+জব}
 • Bengali Word মনোজ্ঞ Bengali definition [মনোগ্‌গোঁ] (বিশেষণ) মনোহর; সুন্দর; চিত্তাকর্ষক (সাহিত্য সম্বন্ধে মনোজ্ঞ আলোচনা-ইব্রাহীম খাঁ, প্রিন্সিপাল; মেঘ মাঝে মূর্তিখানি মনোজ্ঞ তোমার-সত্যেন্দ্রনাথ দত্ত)। মনোজ্ঞা (স্ত্রীলিঙ্গ)। মোনজ্ঞতা বি। {(তৎসম বা সংস্কৃত) মনঃ+√জ্ঞা+অ(ঘঞর্থে ক)}
 • Bengali Word মনোদুঃখ Bengali definition [মনোদুক্‌খো] (বিশেষ্য) শোক; মনের দুঃখ; মনস্তাপ; মনোবেদনা; মানসিক যন্ত্রণা। {(সাধুরীতি) মনঃ+দুঃখ; ৬ (তৎপুরুষ সমাস)}