Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word মফস্বল, মফঃস্বল Bengali definition [মফোশ্‌শল্‌] (বিশেষ্য) ১ শহর বহির্ভূত স্থান; গ্রাম। ২ কাপড়ের পাড় বা জমির নক্সার বিপরীত দিক। {(আরবি) মুফসসল}
  • Bengali Word মফিদ Bengali definition [মোফিদ্] (বিশেষণ) উপকারী; যাতে ফায়দা আছে এমন (গরীব এতিম মিসকিনে দে যা কিছু মফিদ-কাজী নজরুল ইসলাম)। {(আরবি) মুফীদ}
  • Bengali Word মফেল, মহফেল, মহফিল Bengali definition [মফেল্‌, মহোফেল্‌, মহফিল্‌] (বিশেষ্য) আসর; মহফিল (মলুদের মফিল ছেড়ে উঠল তেড়ে যতেক মুসলমান-জসীমউদ্‌দীন)। {(আরবি) মহফিল}
  • Bengali Word মবলগ Bengali definition [মব্‌লগ্‌] (বিশেষ্য) ১ নগদ। ২ মোট (মবলগ পঁচিশ টাকা)। {(আরবি) মবলগ}
  • Bengali Word মম Bengali definition [মমো] (বিশেষণ) (পদ্যে ব্যবহৃত) আমার। {(তৎসম বা সংস্কৃত) মম}
  • Bengali Word মমতা, মমত্ব Bengali definition [মমোতা, মমোত্‌তো] (বিশেষ্য) ১ আপন জ্ঞান বা বোধ। ২ মায়া। ৩ আসক্তি। {(তৎসম বা সংস্কৃত) মম+তা(তল্‌)}
  • Bengali Word মমলেট Bengali definition [মম্‌লেট্‌] (বিশেষ্য) দুধে ফেটিয়ে ডিম দ্বারা প্রস্তুত একপ্রকার ভাজা খাদ্য; অমলেট (যখন খুশী রেস্তোরায় ঢুকে মমলেট কাটলেট হুকুম দিতে লজ্জা করে-সৈয়দ মুজতবা আলী)। {ফরাসি omelet}
  • Bengali Word মমি, মমী Bengali definition [মোমি] (বিশেষ্য) পচনরোধক ঔষধে রক্ষিত প্রাচীন মিসরের রাজাদের শব (মিশরের মমী ঘিরিয়া নেচেছে রাতের পিশাচ দল-জসীমউদ্‌দীন)। {(ইংরেজি) mummy; (ফারসি) মূমিয়া}
  • Bengali Word মমিন Bengali definition ⇒ মোমিন
  • Bengali Word মমী Bengali definition ⇒ মমি
  • Bengali Word মযহাব Bengali definition ⇒ মজহাব
  • Bengali Word মর ১ Bengali definition [মরো] (বিশেষণ) মরণশীল; বিনাশশীল; নশ্বর; অচিরস্থায়ী (ক্ষণিকের মর অলকায়-বিষ্ণু দে)। মরজগৎ (বিশেষ্য) অনিত্য সংসার। {(তৎসম বা সংস্কৃত) √মৃ>}
  • Bengali Word মর ২ Bengali definition [মর্‌] (অব্যয়) ক্রোধ, বিরক্তি, অধীরতা ইত্যাদিসূচক অব্যয়; গোল্লায় যা; অধঃপাতে যা (মরগে, মরুকগে)। {√মর্‌>}
  • Bengali Word মরকত Bengali definition [মর্‌কত্‌] (বিশেষ্য) মূল্যবান সবুজ বর্ণের মণি; পান্না; emerald (হীরা মরকত মণি-কায়কোবাদ)। {(তৎসম বা সংস্কৃত) মরক (মারীভয়)+√তৃৃ+অ(ড)}
  • Bengali Word মরকুটে, মুরকুট্টে Bengali definition [মর্‌কুটে, মর্‌কুট্‌টে] (বিশেষণ) মরা; মরা মরা; শুকনা (গাছ সতেজ হবে বলে মরকুটে ডালগুলি কেটে দেয়-দীনবন্ধু মিত্র)। {(তৎসম বা সংস্কৃত) মর্কট+(বাংলা) ইয়া>}
  • Bengali Word মরক্কো Bengali definition [মরোক্‌কো] (বিশেষ্য) ১ আফ্রিকা মহাদেশের অন্তর্গত একটি দেশ। ২ মরক্কোর এক প্রকার পাকা চামড়া (একটি মরক্কোর পকেট কেস বার করে-প্রমথ চৌধুরী)। {(আরবি) মরক্কো}
  • Bengali Word মরগেজ Bengali definition ⇒ মর্টগেজ
  • Bengali Word মরচে Bengali definition ⇒ মরিচা
  • Bengali Word মরজান Bengali definition [মর্‌জান্‌] (বিশেষ্য) বৃহদাকার মোতি (আমার মাথায় তাজ দেখেছিলি দূর মরজান মোতি-বাহার-মোহিতলাল মজুমদার)। {(আরবি) মারজান}
  • Bengali Word মরজি, মর্জি Bengali definition [মোর্‌জি] (বিশেষ্য) ইচ্ছা; খেয়াল; খুশি (এক্ষণে তার যেরূপ মর্জি হয়-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর )। মর্জিমাফিক (বিশেষ্য) ইচ্ছানুযায়ী (শিক্ষকের মর্জিমাফিক কাজ করিয়া ক্লাসে উপস্থিত হইতে হইবে-হাকিম)। {(আরবি) মরদী}
  • Bengali Word মরণ Bengali definition [মরোন্‌] (বিশেষ্য) মৃত্যু; বিনাশ; জীবনের সমাপ্তি। মরণ আর কি (অব্যয়) লজ্জা, সংশয়, ভর্ৎসনা প্রভৃতি ব্যঞ্জক উক্তিবিশেষ। মরণকাঠি (বিশেষ্য) রূপকথায় বর্ণিত কাঠি যার স্পর্শে রাজকন্যা মৃতের মতো অচেতন হয়ে পড়ে ( (বিপরীতার্থক শব্দ) জিয়নকাঠি) (মরণকাঠি জিয়নকাঠি দেখছি গো তোর হাতেই দুই-সত্যেন্দ্রনাথ দত্ত)। মরণ কামড়, মরণ আঘাত (বিশেষ্য) ১ সর্বশেষ ও কঠিনতম আঘাত (তরুণীরে করে মরণ আঘাত-তালিম হোসেন)। ২ চরম শত্রুতা। মরণ পাখা ওঠা (ক্রিয়া) (আলঙ্কারিক) ১ যে অহঙ্কারমূলক বৃদ্ধি মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। ২ এমন বাড়াবাড়ি করা যার ফলে সর্বনাশ হতে পারে। মরণ বাঁচন (বিশেষ্য) জীবন-মৃত্যু (এখন মরণ বাঁচন তোমার হাতে ভাবনা কিবা আর-রবীন্দ্রনাথ ঠাকুর)। মরণবাড় (বিশেষ্য) নিদারুন যে অহঙ্কার পতন আনে। মরণলোভী (বিশেষণ) মরণের প্রতি লোভ এমন; মরণাকাঙ্ক্ষী (হায়রে মরণলোভী-রবীন্দ্রনাথ ঠাকুর)। মরণশীল (বিশেষণ) নশ্বর; অচিরস্থায়ী। মরণাকাঙ্ক্ষী (বিশেষণ) মৃত্যুর জন্য আকঙ্ক্ষী। মরণাপন্ন, মরণোন্মুখ (বিশেষ্য) মুমূর্ষ; মৃত্যুদশাগ্রস্ত; শীঘ্রই মারা যাবে এমন। মরণাশৌচ (বিশেষ্য) হিন্দুসমাজে প্রচলিত মৃতাশৌচ; আত্মীয়ের মৃত্যুজনিত অশৌচ। {(তৎসম বা সংস্কৃত) √মৃ+ অন(ল্যুট্‌)}
  • Bengali Word মরত Bengali definition [মরত] (মর্ত্যের পদ্যরূপ) (বিশেষ্য) মর্ত্য; পৃথিবী। ভবন (বিশেষ্য) ধরণী; মরজগৎ; নশ্বর পৃথিবী। {(তৎসম বা সংস্কৃত) মর্ত্য>}
  • Bengali Word মরতবা, মর্তবা Bengali definition [মর্‌তবা] (বিশেষ্য) ১ গুণ; সম্মান; মর্যাদা; পদমর্যাদা; মাহাত্ম্য; ধাপ; গুণগত গুরুত্ব; মূল্য (বাদশা বাইচ্যা থাকতে হারি বাবার মাজারের মরতবা নষ্ট করে কোন ব্যাডা-আবু ইসহাক)। ২ শ্রেষ্ঠত্ব। ৩ বার দফা। {(আরবি) মরতবাহ}
  • Bengali Word মরতা Bengali definition [মর্‌তা] (বিশেষ্য) ধুলা, শুষ্কতা ইত্যাদি কারণে যে ঘাটতি হয় বা ওজনে কমতি ঘটে তা (পান মরতা বাদ দিয়ে সোনার ওজন ঠিক করা হয়)। {(তৎসম বা সংস্কৃত) √মৃ> (বাংলা) মর্‌+ (বাংলা) তা}
  • Bengali Word মরদ Bengali definition [মরোদ্‌] (বিশেষ্য) ১ পুরুষ; ব্যাটা ছেলে; যে ব্যক্তির পুরুষোচিত গুণ আছে; শক্তিশালী ব্যক্তি; বীর পুরুষ (এমন জোয়ান মরদ-শামসুদ্দীন আবুল কালাম)। ২ যুবক। ৩ পতি; স্বামী। মরদকা/মরদকি বাত (বিশেষ্য) বীর পুরুষের কথা বা প্রতিজ্ঞা যার ব্যতিক্রম হয় না বা যা নিষ্ফল হয় না। মরদ-বাচ্চা, মরদের বাচ্চা (বিশেষ্য) বীরের যোগ্য পুত্র; সাহসী ও বীর্যবানের সাহসী পুত্র। মরদামি (বিশেষ্য) পুরুষের গুণ; পুরুষোচিত সাহস; পৌরুষ (সাবাস হিম্মত তেরা সাবাস মরদামি-সৈয়দ হামজা)। মরদান (বিশেষ্য) বীর পুরুষগণ (খোদায় রাহিল নাম সাহে মরদান ত্রিভুবনে বীর নাহি আলীর সমান-হেয়াত মাহমুদ)। মরদানা (বিশেষ্য) পুরুষমহল। (তুলনীয়) জানানা (বিশেষ্য) নারীমহল; অন্দরমহল। {(ফারসি) মরদ}
  • Bengali Word মরন্ত Bengali definition [মরোন্‌তো] (বিশেষণ) মরণাপন্ন; মৃত্যুশয্যায় আছে এমন (ছেলেটা মরন্ত তবু ছুটি দেবে না-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। {(তৎসম বা সংস্কৃত) √মৃ> (বাংলা) √মর্‌+ (বাংলা) অন্ত}
  • Bengali Word মরম ১ Bengali definition [মরোম্‌] (পদ্যে ব্যবহৃত) (বিশেষ্য) মর্মস্থান; অন্তর; মর্ম; তাৎপর্য (সেই মরমে আজো আমি মরমে মরে আছি-শেখ ফয়জুল্লাহ)। {(তৎসম বা সংস্কৃত) মর্ম> (বাংলা) (স্বরাগমে) মরম}
  • Bengali Word মরম ২ (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [মরম] (ক্রিয়া) মরব (মাতৃহত্যা নরকেত পচিয়া মরম-শ্রীকর নন্দী)। {(তৎসম বা সংস্কৃত) √মৃ> (বাংলা) √মর্‌>মরিব>}
  • Bengali Word মরমর ১ Bengali definition [মরোমরো] (বিশেষণ) মৃতপ্রায়; মৃতবৎ; মরণাপন্ন। {(তৎসম বা সংস্কৃত) √মৃ> (বাংলা) √মর্‌+ও+√মর্‌+ও}
  • Bengali Word মরমর ২, মর্‌মর Bengali definition ⇒ মর্মর