Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word মোতা ১, মুতা ১ Bengali definition [মোতা, মুতা] (ক্রিয়া) ১ প্রস্রাব করা; পেচ্ছাব করা। □ (বিশেষ্য) উক্ত অর্থে। মোতানো, মুতানো (ক্রিয়া) ১ প্রস্রাব করানো; পেচ্ছাব করানো। □ (বিশেষ্য), (বিশেষণ) উক্ত অর্থে। {(তৎসম বা সংস্কৃত) মূত্র>}
  • Bengali Word মোতা ১, মুতা ২ Bengali definition [মোতা, মুতা] (বিশেষ্য) শিয়াদের মধ্যে প্রচলিত সাময়িক বিবাহ। {(আরবি) মুতআহ}
  • Bengali Word মোতাবেক, মুতাবেক Bengali definition [মোতাবেক্‌, মুতাবেক্‌] (ক্রিয়াবিশেষণ) অনুসারে; অনুযায়ী। {(আরবি) মোতাবেক}
  • Bengali Word মোতায়েন Bengali definition [মোতায়েন্‌] (বিশেষণ) ১ নিযুক্ত; বহাল; রত (একটা নার্স মোতায়েন করে গেল শিয়রে-মনোজ বসু)। ২ পাহারারত (এখানেও পুলিশ মোতায়েন-মাহবুব-উল-আলম)। {(আরবি) মুতাআয়্যিন}
  • Bengali Word মোতি Bengali definition [মোতি] (বিশেষ্য) মুক্তা; ঝিনুকে উৎপন্ন মূল্যবান উজ্জ্বল বস্তু। মোতিম (মধ্যযুগীয় বাংলা) (বিশেষণ) মুক্তা নির্মিত। {(তৎসম বা সংস্কৃত) মৌক্তিক>}
  • Bengali Word মোতিচুর Bengali definition ⇒ মতিচুর
  • Bengali Word মোতিয়া Bengali definition [মোতিয়া] (বিশেষ্য) বেল ফুল জাতীয় ফুল। {মোতি+ইয়া}
  • Bengali Word মোত্তাকি, মুত্তাকী Bengali definition [মোত্‌তাকি, মুত্‌তাকি] (বিশেষণ) ১ পাপ থেকে বেঁচে থাকে এমন (পরহেজগার মোত্তাকি মানুষ)। ২ ধার্মিক। ৩ খোদাভীরু; খোদাভক্ত। {(আরবি) মুত্তাকী}
  • Bengali Word মোথা Bengali definition [মোথা] (বিশেষ্য) মূল; গোরা (বাঁশের মোথা)। {(তৎসম বা সংস্কৃত) মুস্ত>}
  • Bengali Word মোদক Bengali definition [মোদক্‌] (বিশেষ্য) ১ মোয়া; লাড়ু। ২ শর্করা- পক্ব ঔষধ বিশেষ (মোদক দু- চার দলা মুখে না দিলে শরীরটাতে আর ঝিম আসে না-সৈয়দ শামসুল হক)। ৩ ময়রা; একটি হিন্দুজাতি।৪ আনন্দদায়ক। ৫ নেশাকর দ্রব্যবিশেষ। {(তৎসম বা সংস্কৃত) □ মুদ্‌+ই(ণিচ্‌)+অক(ণ্বুল্‌)}
  • Bengali Word মোদিত Bengali definition [মোদিতো] (বিশেষণ) ১ আমোদিত; সুরভিত।২ আনন্দিত; হর্ষযুক্ত; প্রফুল্ল; বিকশিত। মোদিত (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) □ মুদ্‌+ই(ণিচ্‌)+ত(ক্ত)}
  • Bengali Word মোদী Bengali definition (-দিন্‌) [মোদি] (বিশেষণ) ১ আনন্দ দান করে এমন; হর্ষযুক্ত। মোদিনী (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) □ মুদ্‌+ইন্‌(ইনি)}
  • Bengali Word মোদের Bengali definition (পদ্যে ব্যবহৃত) [মোদের্‌] সর্বনাম ১ আমাদের। ২ আমাদিগকে। {আমাদের>}
  • Bengali Word মোদ্দা Bengali definition [মোদ্‌দা] (অব্যয়) ১ কিন্তু স্থূলত; মোট। ২ আসল; সার; প্রকৃত উদ্দেশ্য (মোদ্দা কথা; আরব তখন আচার বিচারহীণ-রওশন ইজদানী )। {(আরবি) মুদ্দ’আ}
  • Bengali Word মোনা Bengali definition [মোনা] (বিশেষ্য) ১ ঢেঁকির মুষল। ২ অগ্রভাগস্থিত লৌহদন্ড। {(তৎসম বা সংস্কৃত) মথন>}
  • Bengali Word মোনাজাত Bengali definition ⇒ মুনাজাত
  • Bengali Word মোনাফেক Bengali definition ⇒ মুনাফেক
  • Bengali Word মোনাসিব Bengali definition ⇒ মুনাসিব
  • Bengali Word মোন্ডা Bengali definition ⇒ মন্ডা
  • Bengali Word মোম Bengali definition [মোম্‌] (বিশেষ্য) ১ মৌচাক তৈরির উপাদান; যা দিয়ে মৌচাক তৈরি হয়; মধুত্থ। ২ প্যারাফিন, চর্বি ইত্যাদি দিয়ে তৈরি পদার্থ। ৩ প্যারাফিন, চর্বি প্রভৃতি দিয়ে তৈরি বাতি (রাত্রিবেলা বহুক্ষণ মোমের আলোর দিকে চেয়ে-জীবনানন্দ দাশ)। মোমজামা, মোমঢালা (বিশেষ্য) মোমের প্রলেপ দেওয়া জল নিবারক বস্ত্র (অভিসারিকাদের চামড়া মোমজামা হতে পারে-প্রথম চৌধুরী)। মোমবাতি (বিশেষ্য) মোম, চর্বি, প্যারাফিন প্রভৃতি দিয়ে প্রস্তুত দীপ। মোমের পুতুল (বিশেষণ) ১ মোমনির্মিত পুতুল (মোমের পুতুল মমির দেশের মেয়ে-কাজী নজরুল ইসলাম)। ২ (আলঙ্কারিক) যে অল্প পরিশ্রমে কাতর হয়ে পড়ে (একেবারে মোমের পুতুল আর কি)। {(ফারসি) মোম}
  • Bengali Word মোমিন, মোমেন, মুমিন, মমিন Bengali definition [মোমিন্‌, মোমেন্‌, মুমিন্‌, মোমিন্‌] (বিশেষ্য) ১ প্রকৃত ইমানদার; ধর্মনিষ্ঠ মুসলমান; মনেপ্রাণে আল্লাহতে বিশ্বাসী ও তাঁর উপর নির্ভরশীল (মুমিনকে শিক্ষা দেওয়া হয়েছে কেবল জ্ঞান বৃদ্ধির প্রার্থনা-আবুল ফরাহ মুঃ আবদুল হক ফরিদী); মক্কা ‘পরে যতেক চিল মমিন কি কমিন-রই)। {(আরবি) মু’মিন}
  • Bengali Word মোর Bengali definition (পদ্যে ব্যবহৃত) [মোর্‌] (সর্বনাম) আমার। {(তুলনীয়) (হিন্দি) মোরা}
  • Bengali Word মোরগ, মুরগা Bengali definition [মোরোগ্‌, মুর্‌গা] (বিশেষ্য) পুরুষ কুক্কুট; দ্বিপদ পাখিজাতীয় প্রাণী। মুরগি, মুর্গি (স্ত্রীলিঙ্গ)। মোরগফুল (বিশেষ্য) মোরগের ঝুঁটির মতো ঘোর লাল রঙের ফুল। বনমোরগ (বিশেষ্য) বনে বাস করে এমন মোরগ। {(ফারসি) মুর্গ}
  • Bengali Word মোরব্বা Bengali definition [মোরোব্‌বা] (বিশেষ্য) চিনির রসে জারিত ফল। {(আরবি) মুরব্বাহ}
  • Bengali Word মোরা Bengali definition (পদ্যে ব্যবহৃত) [মোরা] (সর্বনাম) আমরা। {(তুলনীয়) আমরা}
  • Bengali Word মোরাকাবা, মুরাকবা Bengali definition [মোরাকাবা, মুরাকবা] (বিশেষ্য) ১ ধ্যান; গভীর চিন্তা। ২ অভিনিবেশ সহকারে চিন্তন (হেরার গুহায় মোরাকাবালীন খোঁজে যে সত্য প্রেম- রঙিন-ফররুখ আহমদ)। ৩ সুফি বা সাধু সম্প্রদায়ের মধ্যে প্রচলিত বিশেষ এক তণ্ময়তা বা সমাহিত অবস্থা। {(আরবি) মুরাকাবাহ}
  • Bengali Word মোরে Bengali definition (পদ্যে ব্যবহৃত) [মোরে] সর্বনাম আমাকে। {মোর+এ}
  • Bengali Word মোলাকাত Bengali definition ⇒ মুলাকাত
  • Bengali Word মোলাহেজা Bengali definition [মোলাহেজা] (বিশেষ্য) মনোযোগের সাথে দেখা; চিন্তা করে দেখা; বিচার- বিবেচনা; পর্যবেক্ষণ (মোহালেজা কিছু না করিবে দেল-সৈয়দ হামজা)। {(আরবি) মুলাহিজাহ}
  • Bengali Word মোলায়েম Bengali definition [মোলায়েম্‌] (বিশেষ্য) নম্র; বিনীত (কথাবার্তায়ও অত্যন্ত মোলায়েম-মবিনউদ্দীন আহমদ)। □ (বিশেষণ) ১ নরম; কোমল; মৃদু; হালকা (শেষ রাত্রের দিকে মোলায়ম মেঘ করেছে-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। ২ সুললিত (বাপ- মা মেয়ের কালো রঙ দেখে একটা মোলায়েম নামের তলায় সেই নিন্দেটি চাপা দিয়েছে-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(আরবি) মুলা’য়িম}