Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word মোল্লা Bengali definition [মোল্‌লা] (বিশেষ্য) ১ পরিপূর্ন জ্ঞানবিশিষ্ট মহাপন্ডিত ব্যক্তি (মোল্লা জামী, মোল্লা আলী কারী মোল্লা আহমদ জীওন)। ২ আরবি ফারসি ভাষা ও ইসলামি শাস্ত্রে অভিজ্ঞ ব্যক্তি। ৩ বংশীয় উপাধিবিশেষ (রফিজ উদ্দিন মোল্লা)। মোল্লাগিরি (বিশেষ্য) মোল্লার কাজ বা কর্ম। মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত (বিশেষণ) (আলঙ্কারিক) নির্দিষ্ট এলাকার মধ্যে জ্ঞান ও শক্তি সীমাবদ্ধ। {(আরবি) মুল্লা}
  • Bengali Word মোষ Bengali definition ⇒ মহিষ
  • Bengali Word মোষড়ানো Bengali definition ⇒ মুষড়ানো
  • Bengali Word মোসলেম Bengali definition ⇒ মুসলমান
  • Bengali Word মোসাম্মৎ, মোসাম্মাৎ Bengali definition ⇒ মুসম্মাৎ
  • Bengali Word মোসাহেব Bengali definition [মোসাহেব্‌] (বিশেষ্য) ১ তোশামুদে; খোশামুদে; চাটুকার; চামচে (মোসাহেব বসিয়া সকল বরাবর-ভারতচন্দ্র রায়গুণাকর)। ২ সঙ্গী। মোসাহেবি (বিশেষ্য) মোসাহেবের বৃত্তি বা কাজ; চাটুকারিতা। {(আরবি) মুসাহিব}
  • Bengali Word মোহ Bengali definition [মোহো] (বিশেষ্য) ১ ষড় রিপুর একটি। ২ অজ্ঞতা, অবিদ্যা, মূর্খতা, মূঢ়তা, নির্বুদ্ধিতা, ও ভ্রান্তি। ৩ মুগ্ধতা। ৪ বিবেকশূন্যতা। ৫ মূর্ছা; সংজ্ঞাহীনতা। ৬ মায়া। মোহঘোর, মোহতিমির (বিশেষ্য) ১ অজ্ঞানতারূপে অন্ধকার। ২ মোহজনিত ভ্রান্তি। মোহনিদ্রা (বিশেষ্য) অজ্ঞানতারূপে নিদ্রা; অচৈতন্য বা সংজ্ঞাহীন অবস্থা। মোহনিরসন (বিশেষ্য) অজ্ঞানতা নাশ; মোহ থেকে অব্যাহতি। মোহবন্ধন (বিশেষ্য) মায়ার ডোর বা বাঁধন বা প্রভাব। মোহমদ (বিশেষ্য) অজ্ঞানতা থেকে জাত অহঙ্কার। মোহমুগ্ধ (বিশেষণ) মায়া দিয়ে প্রভাবিত; মোহ দিয়ে আচ্ছন্ন। মোহমুদ্‌গর (বিশেষ্য) ১ মায়া বা অজ্ঞানতা দূরীকরণের উপযুক্ত মুদ্‌গর বা মুগুর। ২ শঙ্কারাচার্য রচিত একটি গ্রন্থ। {(তৎসম বা সংস্কৃত) □ মুহ্‌+অ(ঘঞ্‌)}
  • Bengali Word মোহতাজ Bengali definition ⇒ মুহতাজ
  • Bengali Word মোহন Bengali definition [মোহোন্‌] (বিশেষ্য) ১ সম্মোহন; যে বা যা মুগ্ধ করে। ২ কামদেবের সম্মোহক নাম বাণ। □ (বিশেষণ) ১ মুগ্ধকর। ২ মনোহর; মনোহরী; সুন্দর; চিত্তাকর্ষক। মোহনভোগ (বিশেষ্য) সুজি চিনি প্রভৃতিতে প্রস্তুত এক প্রকার মিষ্টান্ন; সুজির পায়েস; হালুয়া (মোহনভোগ প্রস্তুত করিয়া ধূমপায়ী তপস্বীর আস্যে অর্পিত করিল-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। মোহন মালা (বিশেষ্য) স্বর্ণনির্মিত হারবিশেষ। মোহনিয়া (পদ্যে ব্যবহৃত) (বিশেষণ) মুগ্ধকর (স্পোটকে ফেলিল মুক্তা সে মোহনিয়া-মোহিতলাল মজুমদার)। {(তৎসম বা সংস্কৃত) □ মুহ্‌+ই(ণিচ্‌)+অন(ল্যুট্‌)}
  • Bengali Word মোহনা Bengali definition ⇒ মোহানা
  • Bengali Word মোহনিয়া Bengali definition ⇒ মোহন
  • Bengali Word মোহন্ত Bengali definition ⇒ মহন্ত
  • Bengali Word মোহর Bengali definition [মোহোর্‌] (বিশেষ্য) ১ সোনার রি মুদ্রাবিশেষ; স্বর্ণমুদ্রা। ২ সিল বা নামের ছাপ। {(ফারসি) মোহর}
  • Bengali Word মোহরত Bengali definition ⇒ মহরত
  • Bengali Word মোহর্‌রম Bengali definition ⇒ মহরম
  • Bengali Word মোহা Bengali definition [মোহা] (ক্রিয়া) মোহিত করা। {(তৎসম বা সংস্কৃত) মোহ+ (বাংলা) আ}
  • Bengali Word মোহাদ্দেস, মুহাদ্দিস Bengali definition [মোহাদ্দেস্‌, মুহাদ্দিস্‌] (বিশেষণ) ১ হাদিস শাস্ত্রবিদ। ২ হাদিস সংকলক ও সংগ্রাহক (মশহুর মোহাদ্দেসের নিকট হাদিস শিক্ষা লাভ করেন-আবদুল মওদুদ)। {(আরবি) মুহাদ্দিছ}
  • Bengali Word মোহানা, মোহনা Bengali definition [মোহানা, মোহোনা] (বিশেষ্য) ১ জলাশয়াদির পানি যাতায়াতের পথ বা মুখ। ২ নদীর যে অংশ সমুদ্রে পড়েছে। {(হিন্দি) মুহানা}
  • Bengali Word মোহান্ত Bengali definition ⇒ মহন্ত
  • Bengali Word মোহাম্মদ, মোহাম্মাদ Bengali definition ⇒ মুহম্মদ
  • Bengali Word মোহারম Bengali definition ⇒ মুহররম
  • Bengali Word মোহি Bengali definition (মধ্যযুগীয় বাংলা) [মোহি] (সর্বনাম) আমাকে (মোহি দেল-বিদ্যাপতি)। {মো+হি}
  • Bengali Word মোহিঅ Bengali definition (প্রাচীন বাংলা) [মোহিঅ] (ক্রিয়া) মোহিত বা মুগ্ধ করে। {দোহাকোষ; (তৎসম বা সংস্কৃত) মোহিত>}
  • Bengali Word মোহিত ১ Bengali definition [মোহিতো] (বিশেষণ) মোহপ্রাপ্ত; অচেতন; আত্মহারা; বিমুগ্ধ; বিভোর। মোহিতা (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) □ মুহ্‌+ই(ণিচ্‌)+ত(ক্ত)}
  • Bengali Word মোহিত ২ Bengali definition [মোহিতো] (বিশেষণ) ১ মুগ্ধ করা হয়েছে এমণ। ২ মোহগ্রস্ত। মোহিতা (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) □ মুহ্‌+ই(ণিচ্‌)+ত(ক্ত)}
  • Bengali Word মোহিনী Bengali definition [মোহিনি] (বিশেষণ) ১ মুগ্ধকারিণী। ২ পরমা সুন্দরি; অত্যন্ত সৌন্দর্যময়ী রমণী। □ (বিশেষ্য) ১ মুগ্ধকরণ বা সম্মোহন বিদ্যা (কি মোহিনী জান বঁধু-চণ্ডীদাস)। ২ হিন্দু পুরাণ অনুযায়ী সমুদ্রমন্থনের পর নারায়ণ যে পরমাসুন্দরী নারীর রূপ ধারণ করে অসুরদের অমৃত থেকে বঞ্চিত করেছিলেন। মোহিনী ‍বিদ্যা (বিশেষ্য) সম্মোহন বিদ্যা। {(তৎসম বা সংস্কৃত) □ মুহ্‌+ই(ণিচ্‌)+ইন(ণিনি)+ঈ(ঙীপ্‌)}
  • Bengali Word মোহে Bengali definition (ব্রজবুলি) [মোহে] আমাকে (কাহে মোহে সম্ভাসি না যাসি-বিদ্যাপতি)। {মো+হে}
  • Bengali Word মোহো Bengali definition (মধ্যযুগীয় বাংলা) [মোহো] (বিশেষ্য) মোহ (ডাক সুনী মোহো পাএ-বড়ু চণ্ডীদাস)। {(তৎসম বা সংস্কৃত) মোগ>}
  • Bengali Word মোহোর, মোহর Bengali definition (মধ্যযুগীয় বাংলা) [মোহোর্‌, মোহর্‌] (সর্বনাম) আমার (মোহোর প্রণীত-শ্রীকর নন্দী)। {মোহ+হর, হোর}
  • Bengali Word মোহ্যমান Bengali definition ⇒ মুহ্যমান