Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

 • Bengali Word মেলা ১ Bengali definition [ম্যালা] (বিশেষ্য) ১ বিশেষ কোনো উপলক্ষে হাট- বাজার অপেক্ষা প্রচুরতর পণ্য ক্রয়- বিক্রয় তৎসহ আমোদ- প্রমোদের অস্থায়ী ব্যবস্থা (রথের মেলা)। ২ অস্থায়ী প্রদর্শনী (শিল্প- মেলা)। ৩ জনসমাগম; সমাবেশ। ৪ সমাজ; সভা (পন্ডিতদের মেলা)। {(তৎসম বা সংস্কৃত) □ মিল্‌+ই(ণিচ্‌)+অ(অঙ্‌)+আ(টাপ্‌)}
 • Bengali Word মেলা ২ Bengali definition [ম্যালা] (বিশেষণ) বহু; অনেক; প্রচুর (মেলা ছেলেমেয়ে মাছ দেখিতে জুটিয়াছে- বিব)। {(তৎসম বা সংস্কৃত) □ মিল্‌+ই(ণিচ্‌)+অ(অঙ্‌)+আ(টাপ্‌)}
 • Bengali Word মেলা ৩, মিলা Bengali definition [মেলা, মিলা] (ক্রিয়া) ১ মিলিত হওয়া; একত্রে অবস্থান করা (হেথায় সবারে হবে মিলিবারে-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ খাপ খাওয়া। ৩ সংযুক্ত করা। ৪ মিলন ঘটানো। ৫ মিশ্রিত হওয়া (তেলে জলে মেলে না)। ৬ সংগৃহীত হওয়া; জোটা (বাজারে মাছ না মেলা)। ৭ মিলনযুক্ত হওয়া (পদ্য মেলা)। ৮ সঠিক হওয়া; শুদ্ধ হওয়া; (অঙ্কের উত্তর মিলেছে)। ৯ অবশিষ্ট বা ভাগশেষ না থাকা (ভাগ মেলা)। মেলানো, মিরানো (ক্রিয়া) ১ একত্র মিলিত বা সংযুক্ত হওয়া। ২ সামঞ্জস্য রক্ষা করা করানো; খাপ খাওয়ানো। ৩ মিল করানো (পদ্য মেলানো)। ৪ জোটানো। ৫ তুলনা করানো (মিলিয়ে দেখা)। ৬ গলে যাওয়া (পানিতে নুন মিলে যাওয়া)। □ (ক্রিয়াবিশেষণ) উক্ত সকল অর্থে। মেলামেশা, মিলামিশা (বিশেষ্য) পরস্পর দেখা সাক্ষাৎ বা সাহচার্য; সঙ্গ সংসর্গ। {(তৎসম বা সংস্কৃত) □ মিল্‌>+ (বাংলা) আ}
 • Bengali Word মেলা ৪ Bengali definition [ম্যালা] (বিশেষ্য) গমনারন্ত; যাত্রা (মেলা দিয়েছে)। {(তৎসম বা সংস্কৃত) √মিল্‌>+ (বাংলা) আ}
 • Bengali Word মেলা ৫ Bengali definition [মেলা] (বিশেষ্য) ১ খোলা; উন্মীলন করা (চোখমেলা)। ২ প্রসারিত করা; বিস্তৃত করানো; বিছানো (রোদে কাপড় মেলা)। □ (বিশেষ্য) (বিশেষণ) উক্ত সকল অর্থে। {(তৎসম বা সংস্কৃত) √মিল্‌>+ (বাংলা) আ}
 • Bengali Word মেলানি, মেলানী Bengali definition (মধ্যযুগীয় বাংলা) [মেলানি] (বিশেষ্য) ১ মিলন। ২ বিদায়কালে যে প্রীতিসম্ভাষণ দেওয়া হয়। ৩ বিদায়- উপহার। ৪ ভেট (মেনকা মেলানী ভার দিয়াছে কিঞ্চিৎ-ভারতচন্দ্র রায়গুণাকর)। {মেলন+ই}
 • Bengali Word মেশা, মিশা Bengali definition [মেশা, মিশা] (ক্রিয়া) ১ মিশ্রিত হওয়া (ডালে চালে মেশা)। ২ সংস্রবে যাওয়া। ৩ খাপ খাওয়া; মানিয়ে চলা। □ (বিশেষ্য) উক্ত সব অর্থে। মেশানো, মিশানো (ক্রিয়া) ১ একত্র করা। ২ মিলিত করা। ৩ সংস্রবে নেওয়া। ৪ মিল দেওয়া; খাপ খাওয়ানো। ৫ সকল অর্থে। □ (বিশেষণ) মিশ্রিত (জল মেশানো দুধ)। মেশাল, মিশাল (বিশেষ্য) মিশ্রণ। {(তৎসম বা সংস্কৃত) মিশ্র>}
 • Bengali Word মেশিন Bengali definition [মেশিন্‌] (বিশেষ্য) যন্ত্র; কল। মেশিন গান (বিশেষ্য) যন্ত্রচালিত কামান বা বন্দুক (কী কিনছো ? মেশিনগান ? মানুষ মেরোনা না, তারা ত ভাই-আবদুল গনি হাজারী)। {(ইংরেজি) machine}
 • Bengali Word মেষ Bengali definition [মেশ্‌] (বিশেষ্য) ১ ভেড়া; মেড়া। ২ (জ্যোতির্বিজ্ঞান) রাশিচক্রের প্রথম রাশি। মেষী (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) √মিষ্‌+অ(অচ্‌)}
 • Bengali Word মেস Bengali definition [মেস্‌] (বিশেষ্য) বিভিন্ন ব্যক্তি চাঁদা দিয়ে যেখানে একত্র বাস ও আহার করে; আহার ও বাসের বারোয়ারি স্থান (হাবসী বাগান লেনের মেসটি ছোট কিন্তু বেশ-প্যারিচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর))। {(ইংরেজি) mess}
 • Bengali Word মেসো Bengali definition [মেশো] (বিশেষ্য) মাসির স্বামী; খালু। {মাসি+উয়া>}
 • Bengali Word মেস্ক Bengali definition [মেস্‌ক্‌] (বিশেষ্য) ১ কস্তুরী; মৃগনাভি। ২ কস্তুরী থেকে প্রস্তুত সুগন্ধি দ্রব্য (সুগন্ধি গোলাপ মেস্ক আতরের গন্ধে ভরপুর-শাহাদাত হোসেন)। {(আরবি) মিশ্‌ক}
 • Bengali Word মেহ Bengali definition [মেহো] (বিশেষ্য) ১ প্রস্রাবের পীড়া; বহুমূত্র; প্রমেহ। ২ প্রস্রাব; মূত্র। {(তৎসম বা সংস্কৃত) Öমিহ্‌+অ(ঘঞ্‌)}
 • Bengali Word মেহগনি Bengali definition [মেহোগোনি] (বিশেষ্য) ১ এক প্রকার গাছ। ২ একপ্রকার দামি কাঠ (মেহগনির মঞ্চ জুড়ি পঞ্চ হাজার গ্রন্থ-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(ইংরেজি) mahogany}
 • Bengali Word মেহন Bengali definition [মেহোন্‌] (বিশেষ্য) ১ প্রস্রাব। ২ পেচ্ছাব কার্য। ৩ লিঙ্গ। {(তৎসম বা সংস্কৃত)√মিহ্‌+অন(ল্যুট্‌)}
 • Bengali Word মেহনত, মেহনৎ, মেহন্নত Bengali definition [মেহোনত্‌, মেহোনত্‌, মেহোন্‌নত্‌] (বিশেষ্য) ১ খাটুনি; পরিশ্রম (শিক্ষার জন্য কত মেহনত করেন-প্যারিচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর))। ২ দৈহিক শ্রম। মেহনতি, মেহনতানা (বিশেষ্য) মজুরি; পারিশ্রমিক; পরিশ্রমের বিনিময়ে অর্থ। □ (বিশেষণ) ১ মেহনতকারী; শ্রমকারী (মেহনতি লোক)। ২ শ্রমসাধ্য (মেহনতি কাজ); পরিশ্রমযোগ্য। {(আরবি) মিহনত}
 • Bengali Word মেহমান, মে’মান Bengali definition [মেহোমান, মেহ্‌মান] (বিশেষ্য), (বিশেষণ) অতিথি; নিমন্ত্রিত; অভ্যাগত (মেহমান- এসেছে; নাতিন দেইখ্যা সকল মে’মান হইলো পরম খোশ-রওশন ইজদানী)। মেহমানদারি, মেহমানদারী (বিশেষ্য) অতিথিসেবা; আতিথ্য (মেমানদারী দান- খয়রাতে তেমনি ছিল মন- রওশন ইজদানী)। মেহমানি (বিশেষ্য) নিমন্ত্রণ; জেয়াফত; অতিথি আপ্যায়ন (পাড়াগাঁয়ের মেহমানিতে দুপুরের খানা শুরু হয় দুপুর অন্তে-ঈব্রাহীম খাঁ,প্রিন্সিপাল)। {(ফারসি) মেহমান}
 • Bengali Word মেহেদি, মেহেদী, মেহেন্দি, মেন্দি Bengali definition [মেহেদি, মেহেদি, মেহেন্‌দি, মেন্‌দি] (বিশেষ্য) ১ একপ্রকার চির সবুজ ছোট গাছ; হেনা ফুল; ঐ ফুলের গাছ; ঐ গাছের পাতা। ২ রঙের নামবিশেষ (তার মেহেদী ছোবানা হাতের চেয়েও লাল হয়ে উঠেছিল তার মুখটা-কাজী নজরুল ইসলাম)। {(আরবি) মুহন্নী, হি মেহ্‌দী}
 • Bengali Word মেহেরবান Bengali definition [মেহের্‌বান্‌] (বিশেষণ) দয়াবান; দয়ালু (এ নির্মাণ মেহেরবান প্রভুর প্রেমের চিন-সত্যেন্দ্রনাথ দত্ত)। মেহেরবানি, মেহেরবানী (বিশেষ্য) অনুগ্রহ; দয়া (মরুভূমির মেহেরবানি তুমি মেহের উন্নিসা-সত্যেন্দ্রনাথ দত্ত; মেহেরবানী করে এসব নিয়ে আপনি আর কারো কাছে আলোচনা করবেন না-নীলিমা ইব্রাহীম)। {(ফারসি) মিহিরবান}
 • Bengali Word মেড়া Bengali definition [মেড়া] (বিশেষ্য) ১ লড়াইপটু ভেড়াবিশেষ; মেষ (কেষ্ট দোলের সময়ে মেড়া পুড়িয়ে খেয়েছিলাম-কালীপ্রসন্ন সিংহ)। ২ (আলঙ্কারিক) ভেড়ার মতো মূর্খ ও নির্বোধ ব্যক্তি। {(তৎসম বা সংস্কৃত) মেঢ্র>}
 • Bengali Word মেড়ুয়া, মেড়ুয়াবাদী Bengali definition ⇒ মেড়ো
 • Bengali Word মেড়ো, মেড়ুয়া, মেড়ুয়াবাদী Bengali definition [মেড়ো, মেড়ুয়া, মেড়ুয়াবাদী] (বিশেষ্য) মাড়োয়ারি; হিন্দুস্থানি। {মাড়োয়ারি>}
 • Bengali Word মেয় Bengali definition [মেয়ো] (বিশেষণ) পরিমাণযোগ্য; পরিমেয়; অনুমানের উপযুক্ত; জ্ঞানের যোগ্য (মুষ্টিমেয়)। {(তৎসম বা সংস্কৃত) □ মা+য(যৎ)}
 • Bengali Word মেয়াদ, মেয়াদি Bengali definition ⇒ মিয়াদ
 • Bengali Word মেয়ে Bengali definition [মেয়ে] (বিশেষ্য) ১ কন্যা। ২ বালিকা। ৩ নারী; স্ত্রীলোক (মেয়েমানুষ)। মেয়েলি, মেয়েলী (বিশেষণ) নারীসুল।; নারী জাতির পক্ষে যা স্বাভাবিক (মেয়েলি স্বভাব)। মেয়েলিপনা (বিশেষ্য) নারীসুলভ আচরণ; স্ত্রীলোকের পক্ষে স্বাবাবিক হাবভাব (এসব ব্যাপারে মেয়েলিপনা চলে না)। {(তৎসম বা সংস্কৃত) মাতৃকা>}
 • Bengali Word মে’মান Bengali definition ⇒ মেহমান
 • Bengali Word মৈ Bengali definition ⇒ মই
 • Bengali Word মৈত্র Bengali definition [মোইত্‌ত্রো] (বিশেষণ) বন্ধু সম্পর্কিত। □ (বিশেষ্য) হিন্দু ব্রাহ্মণের পদবি বিশেষ। মৈত্রী (বিশেষ্য) ১ বন্ধুতা; মিত্রতা; সৌহার্দ্য; সখ্য। ২ সন্ধি। মৈত্রেয় (বিশেষ্য) ১ বুদ্ধদেব। ২ একজন প্রাচীন ঋষির নাম। ৩ ব্রাহ্মণের পদবিবিশেষ। □ (বিশেষণ) মিত্র সম্পর্কিত। {(তৎসম বা সংস্কৃত) মিত্র+অ(অণ্‌)}
 • Bengali Word মৈথিল Bengali definition [মোইথিল্‌] (বিশেষণ) ১ মিথিলা দেশীয়; মিথিলার অধিবাসী (মৈথিল কবি বিদ্যাপতি)। মৈথিলী (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) ১ মিথিলার রাজকন্যা সীতা। ২ ভাষাবিশেষ। {(তৎসম বা সংস্কৃত) মিথিলা+অ(অণ্‌)}
 • Bengali Word মৈথুন Bengali definition [মোইথুন্‌] (বিশেষ্য) রতিক্রিয়া; স্ত্রী- পুরুষের যৌন সংসর্গ। {(তৎসম বা সংস্কৃত) মিথুন্‌+অ(অণ্‌)}