Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word মাদানি Bengali definition [মাদানি] (বিশেষ্য) ১ মদিনাবাসী। ২ যার পূর্বপুরুষ মদিনাবাসী ছিলেন। □ (বিশেষণ) মদিনার সাথে সম্বন্ধযুক্ত। {(আরবি) মদনী}
  • Bengali Word মাদার ১ Bengali definition [মাদার্‌] (বিশেষ্য) কাঁটাবিশিষ্ট এক ধরনের গাছ (মাদার গাছ সেখানে মাদার গাছই...আম নয় জাম নয়-অবনীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) মন্দার>}
  • Bengali Word মাদার ২ Bengali definition [মাদার্‌] (বিশেষ্য) ১ মা; মাতা। ২ কেন্দ্র। মাদারজাদ, মাদার-যাদ (বিশেষ্য) সহোদর। মাদার টিংকচার, টিংচার (বিশেষ্য) হোমিওপ্যাথিক ঔষধের মূল আরক। {(ফারসি) মাদার; ই mother}
  • Bengali Word মাদি, মাদী Bengali definition [মাদি] (বিশেষণ) ১ স্ত্রী জাতীয় জন্তু (মাদি হাতি)। ২ ধাড়ি। {(ফারসি) মাদাহ্‌ মাদীন্‌ মাদীনাহ}
  • Bengali Word মাদিয়ান, মাদিয়ানা, মাদোয়ান Bengali definition [মাদিয়ান্‌, মাদিয়ানা, মদোয়ান্‌] (বিশেষ্য) ১ মাদা ঘোড়া; গর্দভী। □ (বিশেষণ) (ব্যঙ্গার্থ) স্ত্রীসুলভ; মেয়েলি ঢঙের (মানুষের এ রকম মাদিয়ানা চাল দেখে মর্দমী আজকাল বাস্তবিকই লজ্জায় মুখ দেখাতে পারছে না-কাজী নজরুল ইসলাম)। {(ফারসি) মাদিয়ান মাদীন্‌ মাদীনাহ্‌}
  • Bengali Word মাদুর Bengali definition [মাদুর্‌] (বিশেষ্য) তৃণ নির্মিত একপ্রকার পাটি। {মন্দরা; মুস্ত>মুথা>মাথুর>মাদুর}
  • Bengali Word মাদুলি, মাধুলী, মাদলি Bengali definition [মাদুলি, মাধুলী, মাদ্‌লি] (বিশেষ্য) ১ ধাতুনির্মিত ক্ষুদ্র মাদলাকৃতি কবচ। ২ স্বর্ণনির্মিত কণ্ঠভূষণবিশেষ। {(তৎসম বা সংস্কৃত) মাদল (মাদল আকৃতি বলে)>ই, ঈ}
  • Bengali Word মাদৃশ Bengali definition [মাদ্‌দেৃশো] (বিশেষণ) আমার মতো (ঈদৃশ স্থানে মাদৃশ জনের এতদনুযায়ী ফললাভের সম্ভাবনা কোথায়-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর )। {(তৎসম বা সংস্কৃত) অস্মৎ+√দৃশ্‌+ক্বিপ্‌}
  • Bengali Word মাদোয়ান Bengali definition ⇒ মাদিয়ান
  • Bengali Word মাদ্রাজ, মান্দ্রাজ Bengali definition [মাদ্‌দ্রাজ, মান্‌দ্রাজ] (বিশেষ্য) ভারতের সাবেক প্রদেশবিশেষ, বর্তমান তামিলনাড়ু। মাদ্রাজি (বিশেষণ) ১ মাদ্রাজ সংক্রান্ত। ২ মাদ্রাজে জাত। □ (বিশেষ্য) মাদ্রাজের অধিবাসী। {তা. মান্দ্রাজ}
  • Bengali Word মাদ্রাসা, মাদরাসা Bengali definition [মাদ্‌দ্রাসা] (বিশেষ্য) ১ বিদায় শিক্ষা কেন্দ্র। ২ মুসলমান ধর্ম ও সংস্কৃতি সংক্রান্ত উচ্চ শিক্ষা কেন্দ্র; কলেজ। {(আরবি) মাদরাসাহ}
  • Bengali Word মাধব Bengali definition [মাধোব্‌] (বিশেষ্য) ১ কৃষ্ণ; হিন্দুদেবতা বিষ্ণু (মাধব হাম পরিণাম নিরাশা-বিদ্যাপতি)। ২ বসন্তকাল। ৩ বৈশাখ মাস। মাধবী, মাধবিকা (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ)১ এক জাতীয় চিরহরিৎ লতা। ২ মাধবের পত্নী। মাধবকুঞ্জ (বিশেষ্য) মাধবী লতায় আচ্ছাদিত স্থান। {(তৎসম বা সংস্কৃত) মধু+অ(অণ্‌)}
  • Bengali Word মাধবি Bengali definition (ব্রজবুলি) [মাধবি] (বিশেষ্য) বৈশাখ মাসে (মাধবি মুকুলিত মাস্তী ফুল-বিদ্যাপতি)। {(তৎসম বা সংস্কৃত) মাধব+ই}
  • Bengali Word মাধাই Bengali definition [মাধাই] (বিশেষ্য) মাধব; কৃষ্ণ (মাধব সোঙরিতে সুন্দরী ভেলি মাধাই-বিদ্যাপতি)। মেধো (বিশেষ্য) মাধব (তুচ্ছার্থে বা আদরে), (মেধো, এদিকে আয়)। {(তৎসম বা সংস্কৃত) মাধব>}
  • Bengali Word মাধুক Bengali definition [মাধুক্‌] (বিশেষণ) পুষ্পমধুজাত পণ্য ব্যবসায়ী। {(তৎসম বা সংস্কৃত) মধু+ক=মধুক+অ(অণ্‌)}
  • Bengali Word মাধুকরী Bengali definition [মাধুকোরি] (বিশেষ্য) মধুকরের নানা পুষ্প থেকে মধু আহরণের মতো নানা স্থান থেকে সংগ্রহবৃত্তি। মাধুকরী-বৃত্তি (বিশেষ্য) ১ মধুকরের মতো বিভিন্ন গৃহে ভিক্ষাগ্রহণ রূপ বৃত্তি। ২ পরের ভাব, তথ্য প্রভৃতি আত্মসাৎ করে নিজের নামে চালিয়ে দেওয়া। {(তৎসম বা সংস্কৃত) মধুকর+অ(অণ্‌)+ঈ(ঙীপ্‌)}
  • Bengali Word মাধুকী Bengali definition [মাধুকি] (বিশেষ্য) মৌল ফুলের মধু থেকে উৎপাদিত মদ। {(তৎসম বা সংস্কৃত) মাধুক+ঈ(ঙীপ্‌)}
  • Bengali Word মাধুর Bengali definition [মাধুর্‌] (বিশেষণ) মধুর রস থেকে উৎপন্ন। □ (বিশেষ্য) মল্লিকা ফুল। {(তৎসম বা সংস্কৃত) মধুর+অ(অণ্‌)}
  • Bengali Word মাধুরী Bengali definition [মাধুরি] (বিশেষ্য) ১ মধুরতা; মাধুর্য। ২ শোভা; সৌন্দর্য (তদীয় রূপলাবণ্যের দর্শনে মুনিজনেরও মন মোহিত হয়-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর )। মাধুরী-ময় (বিশেষণ) মাধুর্যপূর্ণ (প্রেমের পিরীতি মাধুরীময়-বড়ু চণ্ডীদাস)। {(তৎসম বা সংস্কৃত) মধুর+অ(অণ্‌)+ঈ(ঙীপ্‌)}
  • Bengali Word মাধুর্য Bengali definition [মাধুর্‌জো] (বিশেষ্য) ১ মাধুরী; মনোহারিতা (চরিত্র-মাধুর্য)। ২ মনোহারিতা; রমণীয়তা। ৩ লাবণ্য; সৌন্দর্য। ৪ কাব্যের একটি গুণ। {(তৎসম বা সংস্কৃত) মধুর+য(ষ্যঞ্‌)}
  • Bengali Word মাধ্ব Bengali definition [মাদ্‌ধো] (বিশেষণ) দার্শনিক মাধ্বচার্য প্রবর্তিত বা সম্পর্কিত। {(তৎসম বা সংস্কৃত) মধু+অ(অণ্‌)}
  • Bengali Word মাধ্বী ১ Bengali definition [মাদ্‌দি] (বিশেষ্য) ১ মধু থেকে উৎপন্ন মদবিশেষ। ২ মহুয়া। ৩ দ্রাক্ষা; আঙুর। মাধ্বীক (বিশেষ্য) ১ আঙুর, মহুয়া বা মধু থেকে উৎপন্ন মদ। ২ মধু। {(তৎসম বা সংস্কৃত) মধু+ঈ(ঙীপ্‌)}
  • Bengali Word মাধ্বী ২ Bengali definition [মাদ্‌ধি] (বিশেষ্য) ১ মধ্বাচার্য কর্তৃক প্রবর্তিত বৈষ্ণব সম্প্রদায়। ২ বৈষ্ণবাচার্য মধ্বাচার্য সম্পর্কিত (মাধ্বী দর্শন)। {(তৎসম বা সংস্কৃত) মধ্ব+অ(অণ্‌)+ঈ(ঙীপ্‌)}
  • Bengali Word মাধ্যন্দিন Bengali definition [মাদ্‌ধোন্‌দিন্‌] (বিশেষণ) মধ্যাহ্ন সময়ের। মাধ্যন্দিন রেখা (বিশেষ্য) মধ্যাহ্নকালীন সূর্যগতিসূচক পথ (মাধ্যন্দিন রেখা ও পৃথিবীর পরিধি নির্ণয় করবার জন্য খলিফার আদেশে বৈজ্ঞানিকগণ গবেষণা শুরু করে-আকবর আলী)। {(তৎসম বা সংস্কৃত) মধ্যন্দিন+অ(অণ্‌)}
  • Bengali Word মাধ্যম Bengali definition [মাদ্‌ধোম্‌] (বিশেষ্য) যার মধ্যস্থতা বা সহায়তায় কোনো কাজ সাদিত হয়; medium। মাধ্যমিক (বিশেষণ) মধ্যবর্তী; মধ্যস্থ। □ (বিশেষ্য) বৌদ্ধ মতবাদবিশেষ। মাধ্যমিক শিক্ষা (বিশেষ্য) ষষ্ঠ শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত শিক্ষার যে স্তর; secondary education। মাধ্যমে (ক্রিয়াবিশেষণ) মারফতে; মধ্যস্থতায়। {(তৎসম বা সংস্কৃত) মধ্য+ম(মণ্‌)}
  • Bengali Word মাধ্যাকর্ষণ Bengali definition [মাদ্‌ধাকর্‌শোন্‌] (বিশেষ্য) জড় পদার্থের পরস্পর আকর্ষণ শক্তি; ভূ-কেন্দ্রের দিকে জড়পদার্থের আকর্ষণ; অভিকর্ষ; gravitation। {(তৎসম বা সংস্কৃত) মধ্য+আকর্ষণ+অ(অণ্‌)}
  • Bengali Word মাধ্যাহ্নিক Bengali definition [মাদ্‌ধান্‌নিক্‌] (বিশেষণ) মধ্যাহ্ন কালের; মধ্যাহ্ন সম্পর্কিত (মাধ্যাহ্নিক বিশ্রাম)। {(তৎসম বা সংস্কৃত) মধ্যাহ্ন+ইক(ঠঞ্‌)}
  • Bengali Word মান ১ Bengali definition [মান্‌] (বিশেষ্য) ১ মাত্রা; মাপার উপকরণ। ২ ওজনকরণ; মাপকরণ। ৩ (সনৃ) তালের বিরাম বা মাত্রা। ৪ (গণিত.) প্রকৃত মূল্য; value। ৫ উৎকর্ষের অপকর্ষের পরিমাণ; standard। মানচিত্র, মানচিত্রাবলি (বিশেষ্য) অঞ্চল, দেশ প্রভৃতির অবস্থান, আয়তনাদি জ্ঞাপক নকশা; ম্যাপ। মানদণ্ড (বিশেষ্য) ১ দাঁড়িপাল্লা। ২ বিচারের মাপকাঠি। মানমন্দির (বিশেষ্য) গ্রহ-নক্ষত্র পর্যবেক্ষণ করবার গৃহ; observatory। ঘনমান (বিশেষ্য) (গণিত.) আয়তন; volume। {(তৎসম বা সংস্কৃত) √মা+অন(ল্যুট্‌)}
  • Bengali Word মান ২ Bengali definition [মান্‌] (বিশেষ্য) ১ সম্মান; তাজিম; মর্যাদা; সম্ভ্রম (মান দেওয়া)। ২ গৌরব (মান রাখা)। ৩ সমাদর। ৪ পূজা। মান-ইজ্জত (বিশেষ্য) মানসম্ভ্রম (মান ইজ্জত আর রইল না)। মান খোয়ানো, মান খুয়ানো (ক্রিয়া) মান হারানো (তার কাছে টাকা চেয়ে মান খোয়াতে পারব না)। মানদ (বিশেষণ) সম্মানদানকারী (হে মানদ! আমায় টাইটল দাও, খেতাব দাও-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। মানদা (স্ত্রীলিঙ্গ)। মান দেওয়া (ক্রিয়া) সম্মান দান করা। মানন, মাননা (বিশেষ্য) সম্মান বা আদরকরণ (এক মনে মোর গতি যে করে মাননা, আমি পূর্ণ করি তার মনের কামনা-ভারতচন্দ্র রায়গুণাকর)। মাননীয় (বিশেষণ) সম্মানীয়; সম্মানার্হ। মাননীয়া (স্ত্রীলিঙ্গ)। মাননীয়েষু (বিশেষ্য) (বিশেষণ) শ্রদ্ধেয় ব্যক্তির নিকট পত্র লেখার পাঠবিধি। মাননীয়াসু (স্ত্রীলিঙ্গ)। মানপত্র (বিশেষ্য) ১ সংবর্ধনার জন্য প্রদত্ত প্রশংসাসূচক ও শ্রদ্ধাজ্ঞাপক অভিনন্দনপত্র; সম্মাননাপত্র। ২ উপাধি-বিষয়ক পত্র। মান রাখা (ক্রিয়া) সম্মান রক্ষা করা। মানহানি (বিশেষ্য) সম্মানের লঘুতা বিধান; মর্যাদার ক্ষতি; defamation (মানহানির মকদ্দমা)। মানহীন (বিশেষণ) ১ সম্মানশূন্য; মর্যাদাহীন। মানের গুড়ে বালি-মান-ইজ্জত নষ্ট (চাঁদা দিতে চাঁদি ফাটে মানের গুড়ে বালি-হেম)। {(তৎসম বা সংস্কৃত) √মান্‌+অ(অচ্‌)}
  • Bengali Word মান ৩ Bengali definition [মান্‌] (বিশেষ্য) ১ বিমর্ষতা; বিষণ্নতা; অসন্তোষ (মান করা)। ২ গর্ব; দম্ভ; অভিমান (মানিনি মান নিবার-চণ্ডীদাস; অতি মান ভালো নয়)। মান করা (ক্রিয়া) ১ অভিমান করা। ২ প্রণয়কোপ প্রদর্শন করা। মানকলি (বিশেষ্য) ভালোবাসার ঝগড়া; স্ত্রী-পুরুষের অভিমানজনিত কলহ। মানভঞ্জন (বিশেষ্য) অভিমান নিরসন (একদিন মানভঞ্জন যাত্রা হইতেছে-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। মানভঞ্জন পালা (বিশেষ্য) কৃষ্ণ কর্তৃক রাধিকার মানভঞ্জনবিষয়ক গতি-কাব্য। মান ভাঙা (ক্রিয়া) প্রণয়ী-প্রণয়িনীর অভিমান দূর হওয়া। {(তৎসম বা সংস্কৃত) √মান্‌+অ(অচ্‌)}