Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word মাতবর Bengali definition ⇒ মাতব্বর
  • Bengali Word মাতব্বর, মাতবর [মাতোব্‌বর্‌, মাত্‌বর্‌] Bengali definition (বিশেষ্য) (বিশেষণ) পল্লির মোড়ল; সর্দার; প্রধান ব্যক্তি; গণ্যমান্য ব্যক্তি। □ (বিশেষণ) ১ বয়োবৃদ্ধ; মুরব্বি। ২ বিশ্বস্ত (মাতবর উকিল)। মাতব্বরি, মাতবরি (বিশেষ্য) ১ মাতব্বরের বৃত্তি; মাতব্বরের কাজ বা পদ। ২ (ব্যঙ্গার্থ) মাতব্বরের মতো ব্যবহার; মোড়লিপনা (তোমাদের বিনা মাতব্বরের মতো ব্যবহার; মোড়লিপনা (তোমাদের বিন মাতব্বরিতে বহাল তবিয়তে বেড়াতে পারি-মনোজ বসু; গায়ে পড়িয়া কাহারো উপর মাতবরী জাহির করিতে চাহিতেন না-মোহাম্মদ বরকতুল্লাহ)। {(আরবি) মুত’বর}
  • Bengali Word মাতম [মাতোম্‌] Bengali definition (বিশেষ্য) ১ শোক। ২ মহররমের সময়ে বুক চাপড়িয়ে যে শোক করা হয় (ওঠে আসমান জমিনে মাতম কাঁদে মানবতা : হায় হোসেন-ফররুখ আহমদ)। মাতমলেবাস (বিশেষণ) শোকবস্ত্র (মাতমি লেবাস ফেলে আজ পরো মাল্লার নীল সাজ-ফররুখ আহমদ)। {(আরবি) মাতম}
  • Bengali Word মাতলা Bengali definition ⇒ মাথা
  • Bengali Word মাতলামি, মাতলামো Bengali definition [মাত্‌লামি, মাত্‌লামো] (বিশেষ্য) মাতালের ব্যবহার (মানুষ একান্ত মাৎলামিতে ‍গিয়ে পৌঁছায়-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। {(তৎসম বা সংস্কৃত) মত্ত>মাতাল+আম, আমো}
  • Bengali Word মাতলি, মাতুলি Bengali definition [মাতোলি, মাতুলি] (বিশেষ্য) ইন্দ্রের সারথি (মাতলির বেগে আসে শিরস্ত্রাণ মেঘ-বিষ্ণু দে)। {(তৎসম বা সংস্কৃত) মতল+ই(ইঞ্‌)}
  • Bengali Word মাতা ২ Bengali definition [মাতা] (ক্রিয়া) ১ মেতে ওঠা; মত্ত হওয়া; ক্ষেপে যাওয়া (হাতিটা মেতে উঠেছে)। ২ অতি উৎসাহ ও আগ্রহের সঙ্গে মনোনিবেশ করা; বিভোর হওয়া (খেলায় মাতা)। ৩ গেঁজে ওঠা (খেজুরের রস মাতা)। মাতানো (ক্রিয়া) ১ বিভোর করা; মত্ত করা। ২ মোহিত করা। ৩ উত্তেজিত করা (সাহিত্য ও দর্শনেই...সুধী সমাজকে মাতিয়ে তুলেছিল-আকবর আলী)। ৪ ক্ষেপিয়ে তোলা। গাঁজিয়ে তোলা। □ (বিশেষণ) মত্ত, বিভোর বা উল্রসিত করা হয়েছে এমন। মাতামাতি (বিশেষ্য) ১ পুনঃপুন মাতালের মতো ব্যবহার (তুমি খুব বেশি মাতামাতি করেছো)। ২ দুরন্তপনা; দুর্দান্তপনা; দাপাদাপি। ২ বাড়াবাড়ি (এসব ব্যাপারে মাতামাতি না করাই ভালো)। মেতে ওঠা বা বিস্তৃত হওয়া (সার দিলে গাছগুলো সহজেই মাতবে)। {(তৎসম বা সংস্কৃত) মত্ত>মাত+ (বাংলা) আ}
  • Bengali Word মাতাল, মাতলা Bengali definition [মাতাল্‌, মাত্‌লা] (বিশেষণ) ১ মদ খাওয়ার ফলে মত্ততাযুক্ত; মদ্যাসক্ত। ২ মুগ্ধ; বিভোর; আত্মহারা (মাদল বাজিয়ে এল বাদলমেঘ মাতলা হাওয়া এল বনে-কাজী নজরুল ইসলাম)। □ (বিশেষ্য) মদের নেশায় বিভোর ব্যক্তি। {(তৎসম বা সংস্কৃত) মত্ত>মাত+আল; (তুলনীয়) (হিন্দি) মত্‌ওয়ালা}
  • Bengali Word মাতি, মাতিয়া Bengali definition (ব্রজবুলি) [মাতি, মাতিয়া] (বিশেষণ) মত্ত (মধু মাতিয়া নব কোকিল-বিদ্যাপতি)। □ (অসমাপিকা ক্রিয়া) মত্ত হয়ে। {(তৎসম বা সংস্কৃত) মত্ত>}
  • Bengali Word মাতুঃষ্বসা, মাতুঃস্বসা, মাতৃষ্বসা Bengali definition [মাতুশ্‌শশা, মাতুস্‌সসা, মাত্‌তৃশ্‌শশা] (বিশেষ্য) মাসি; খালা; মায়ের বোন; মাতার ভগিনী স্থানীয়া স্ত্রীলোক। {(তৎসম বা সংস্কৃত) মাতৃ+ষ্বসৃ>}
  • Bengali Word মাতুল Bengali definition [মাতুল্‌] (বিশেষ্য) মামা; মায়ের ভাই; মাতার ভ্রাতৃস্থানীয় ব্যক্তি। মাতুল কুল (বিশেষ্য) মামার বংশ (রাজপুতেরা মুসলমানের মাতুলকুল হইয়া দাঁড়াইয়াছে-ইসমাইল হোসেন শিরাজী)। মাতুলত্ব (বিশেষ্য) মামার সম্পর্ক (রাজপুতেরা এই মাতুলত্বের দাবীর জন্যই সর্বজাতীয় হিন্দু অপেক্ষা প্রতিষ্ঠা এবং প্রতিপত্তি বেশি লাভ করিয়াছে-ইসমাইল হোসেন শিরাজী)। মাতুলকন্যা, মাতুলপুত্রী (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ)মামাতো বোন। মাতুয়াপুত্র (বিশেষ্য) মামাতো ভাই। মাতুলানি, মাতুলানী, মাতুলা, মাতুলি (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ)মাতুলের পত্নী; মামি। মাতুলালয় (বিশেষ্য) মামার বাড়ি। {(তৎসম বা সংস্কৃত) মাতৃ>+(কুল>) উল}
  • Bengali Word মাতুলি Bengali definition ⇒ মাতলি
  • Bengali Word মাতুয়া Bengali definition [মাতুয়া] (বিশেষ্য) গোঁড়ামি; যুক্তিহীন মতবাদ (দৃঢ় করে তাই বিশ্বাস করো কিন্তু মাতুয়ার (dogmatism) বুদ্ধি করো না-সৈয়দ মুজতবা আলী)। {(তৎসম বা সংস্কৃত) মত্ত>মাত+ (বাংলা) উয়া}
  • Bengali Word মাতৃ Bengali definition [মাত্‌তৃ] ⇒ মাতা। মাতৃক (বিশেষণ) মাতা থেকে আগত; মাতৃ সম্বন্ধীয় (নদীমাতৃক বাংলাদেশ)। মাতৃকা (বিশেষ্য) ১ মাতা; ধাত্রী; মাতার মাতা। ২ অ, আ, ক, খ প্রভৃতি বর্ণ। ৩ পদ্মা, গৌরী, শচী, বিজয়া, সাবিত্রী, জয়া ইত্যাদি ষোড়শ দেবী। মাতৃঘাতক, মাতৃঘাতী (-তিন্‌), মাতৃহন্তা (-ন্তৃ) (বিশেষণ) মাতার প্রাণ হরণকারী। মাতৃদায় (বিশেষ্য) হিন্দুসমাজে মৃতা জননীর শ্রাদ্ধদি কর্তব্য কর্ম। মাতৃদুগ্ধ, মাতৃস্তন্য (বিশেষ্য) মাতার স্তনজাত দুগ্ধ। মাতৃপক্ষ (বিশেষ্য) মাতৃকুলজাত আত্মীয়। মাতৃপাণি (বিশেষ্য) মাতার হস্ত (সে যে মাতৃপাণি স্তন হতে স্তনান্তরে লইতেছে টানি-রবীন্দ্রনাথ ঠাকুর)। মাতৃপূজা, মাতৃসেবা (বিশেষ্য) জননীর সেবা; মাতার পরিচর্যা। মাতৃবৎ (অব্যয়) ১ মাতার ন্যায়; মায়ের মতো; জননীতুল্য। মাতৃবিয়োগ (বিশেষ্য) মায়ের মৃত্যু; মাতার দেহত্যাগ। মাতৃভক্ত (বিশেষণ) মায়ের প্রতি ভক্তিযুক্ত। মাতৃভক্তি (বিশেষ্য) জননীর বা মায়ের প্রতি শ্রদ্ধা। মাতৃভাষা (বিশেষ্য) স্বজাতীয় ভাষা; মায়ের মুখ থেকে বাল্যকাল হতে যে ভাষা শিক্ষা করা হয় (মাতৃসম মাতৃভাষা-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর )। মাতৃভূমি (বিশেষ্য) স্বদেশ; জন্মভূমি; motherland। মাতৃশ্রাদ্ধ (বিশেষ্য) হিন্দুসমাজে মৃতা জননীর প্রেতকৃত্য। মাতৃষ্বসা (বিশেষ্য) মাতার ভগিনী; খালা; মাসি। মাতৃষ্বস্রীয়, মাতৃষ্বসেয়, মাতৃষ্বস্রেয় (বিশেষ্য) খালাতো ভাই; মাসতুতো ভাই। মাতৃষ্বস্রীয়া, মাতৃষ্বস্রীয়ী, মাতৃষ্বসেয়ী, মাতৃষ্বস্রেয়া, মাতৃষ্বস্রেয়ী (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ)খালাতো বোন; মাসতুতো বোন। মাতৃসমা (বিশেষ্য) মাতৃতুল্য; মায়ের সমান। মাতৃস্তব, মাতৃস্ত্রোব (বিশেষ্য) মাতার প্রতি প্রযুক্ত ভক্তিমূলক শ্লোকসমূহ। মাতৃহত্যা (বিশেষ্য) মাতাকে বধ; জননীর প্রাণ নাশ-করণ। মাতৃহীন (বিশেষণ) মাতার মৃত্যু হয়েছে এমন; মা-হারা; মা-মরা। মাতৃহীনা (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) মা+তৃ(তৃচ্‌)}
  • Bengali Word মাতোয়ারা, মাতওয়ারা, মাতোয়ালা Bengali definition [মাতোয়ারা, মাতওয়ারা, মাতোয়ালা] (বিশেষণ) ১ মত্ত; মাতাল (আগুদলে মাতোয়ালা মাতঙ্গের যূথ-ঘনরাম চক্রবর্তী)। ২ বিহ্বল; বিভোর; আত্মহারা (রবিশশী গ্রহতারা তারি প্রেমে মাতোয়ারা-কায়কোবাদ; মানব স্বচক্ষে দেখিতেছে তত্রাচ অন্ধ, তত্রাচ অজ্ঞান, তত্রাচ মদমত্তে বিষয়ভোগে মাতওয়ারা-মীর মশাররফ হোসেন)। { (তুলনীয়) (হিন্দি) মতওয়ালা}
  • Bengali Word মাতোয়ালি, মাতোয়ালী, মুতওল্লী Bengali definition [মাতোয়ালি, মাতোয়ালী, মুতোয়োল্‌লি] (বিশেষ্য) মুসলমানদের ধর্মার্থ বা লোকসেবার্থ প্রদত্ত সম্পত্তির অথবা নাবালেগ ও তার সম্পত্তির তত্ত্বাবধায়ক; অছি; অভিভাবক। {(আরবি) মুতারল্লী}
  • Bengali Word মাত্তা Bengali definition [মাত্‌তা] (বিশেষ্য) দ্রব্যসম্ভার; সম্পদ (হাতি ঘোড়া মাত্তা আলাও লঙ্কর। উটগাড়ী ভেরা ভেরী আছিল বিস্তর-ফকির গরীবুল্লাহ)। মাল-মাত্তা (বিশেষ্য) ১ জিনিসপত্র। ২ (আলঙ্কারিক) নিষিদ্ধ দ্রব্য। {(আরবি) মতা}
  • Bengali Word মাত্র Bengali definition [মাত্‌ত্রো] (বিশেষ্য) পরিমাণ; মোট; সাকল্য (দশ টাকা মাত্র)। □ (অব্যয়) ১ কেবল; শুধু (মাত্র সে-ই জানে)। ২ তৎক্ষণাৎ; সঙ্গ সঙ্গে (আমি যাওয়ামাত্র)। ৩ পর্যন্ত (কথামাত্র বলা হলো না)। {(তৎসম বা সংস্কৃত) √মা+ত্র(ত্রন্‌)}
  • Bengali Word মাত্রা Bengali definition [মাত্‌ত্রা] (বিশেষ্য) ১ পরিমাণ (তাপের মাত্রা)। ২ অল্প পরিমাণ; dose; একেবারে গ্রহণীয় পরিমাণ (দুই মাত্রা ঔষধ)। ৩ সীমা (মাত্রাহীন নির্যাতন)। ৪ অক্ষরের মাথার উপরের রেখা (মাত্রাহীন ও মাত্রাযুক্ত অক্ষর)। ৫ উচ্চারণ কালের পরিমাণ (দীর্ঘমাত্রা; হ্রস্বমাত্রা)। ৬ সঙ্গীতাদিতে তালের ভাগ বা পরিমাণ (চারমাত্রার তাল)। ৭ (গণিত.) আয়তন; দৈর্ঘ্য, প্রস্থ ও বেধ; dimension। মাত্রাচ্ছন্দ (বিশেষ্য) পদ্যে স্বরের উচ্চারণ কাল পরিমিত ছন্দ। মাত্রাবৃত্ত (বিশেষ্য) ধ্বনির লঘু গুরু উচ্চারণের উপর নির্ভরশীল পদ্যের ছন্দবিশেষ। মাত্রাবোধ (বিশেষ্য) ঔচিত্যজ্ঞান; পরিমাণের যথার্থতা সম্বন্ধে সচেতনতা (লোকটির মাত্রাবোধ নেই)। মাত্রাবোধ বা মাত্রাজ্ঞান না থাকা (ক্রিয়া) কোনো বিষয়ের পরিমাণজ্ঞান না থাকা (তোমার কোন মাত্রাজ্ঞান নেই, কেবল বকেই যাচ্ছো)। মাত্রিক (বিশেষণ) মাত্রাযুক্ত; ষাণ্মাত্রিক ছন্দ। {(তৎসম বা সংস্কৃত) √মা+ত্র(ত্রন্‌)+আ(টাপ্‌)}
  • Bengali Word মাথট Bengali definition [মাথোট্‌] (বিশেষ্য) চাঁদাস্বরূপ মাথা পিছু সংগৃহীত অর্থ (ইহার উপর মাথট আছে বাড়তি আচে কমতি আছে-জসীমউদ্‌দীন)। {(তৎসম বা সংস্কৃত) মস্ত> (প্রাকৃত) মত্থঅ> (বাংলা) মাথা+ট}
  • Bengali Word মাথা Bengali definition [মাথা] (বিশেষ্য) ১ মস্তক; শির। ২ আগা (আঙুলের মাথা)। ৩ সূচনা; আরম্ভ; কিনারা (রাস্তার মাথায়)। ৪ শীর্ষ; শীর্ষস্থানীয়; চূড়া (গাছের মাথা, গ্রামের মাথা)। ৫ অগ্রভাগ (নৌকার মাথা, কলমের মাথা)। ৬ মস্তিষ্ক (মাথা গরম)। ৭ প্রধান ব্যক্তি; সর্দার বা মোড়ল (গাঁয়ের মাথা)। ৮ ঝোঁক; প্রবণতা; উত্তেজনার মুহূর্ত (রাগের মাথায় বলা)। ৯ বুদ্ধি; ধীশক্তি; বোধশক্তি (মাথা খাটানো; অঙ্কে মাথা আছে)।□ (অব্যয়) নিষ্ফলতা (লেখা পড়া করে হবে তোমার মাথা)। মাথা আঁচড়ানো (ক্রিয়া) চুল আঁচড়ানো; কেশবিন্যাস করা। মাথা উচুঁ করা ⇒ মাথা তোলা। মাথা ওড়ানো/উড়ানো (ক্রিয়া) ১ মস্তক চূর্ণ করা; হত্যা করা। ২ অস্তিত্ব ধূলিসাৎ করা। মাথাওয়ালা (বিশেষণ) বুদ্ধিমান; চতুর। মাথা করা (ক্রিয়া) ক্ষতি করার সামর্থ্য না থাকা (সে আমার মাথা করবে)। মাথা কাটা (ক্রিয়া) সম্ভ্রমহানি করা (ওতে আমার মাথা কাটা গেল নাকি)। মাথা কাটা যাওয়া (ক্রিয়া) খুব লজ্জা পাওয়া; মাথা হেঁট হওয়া। মাথাকোটা, মাথা খোঁড়া (ক্রিয়া) ১ অসহ্য দুঃখে মাটি প্রভৃতিতে বার বার মাথা ঠোকা। ২ (আলঙ্কারিক) বিশেষভাবে অনুরোধ করা। মাথা কোটাকুটি করা (ক্রিয়া) সাধ্য-সাধনা করা (এ ব্যাপারে শত মাথা কোটাকুটি করলেও কাজ হবে না)। মাথা খাও (বিশেষ্য) নারীসুলভ দিব্যি; শপথবিশেষ (মাথা খাও, সত্যি করে বল-রবীন্দ্রনাথ ঠাকুর)। মাথা খাওয়া (ক্রিয়া) ১ সর্বনাশ করা। ২ নষ্ট করা; বিগড়ে দেওয়া (লাই দিয়ে ছেলের মাথা খাওয়া)। মাথা খারাপ (বিশেষ্য) ১ উন্মাদ; পাগল (লোকটার মাথা খারাপ)। ২ বাতুলতা বা পাগলামি অর্থে (মাথা খারাপ নাকি, ওখানে আর যাই?)। □ (বিশেষণ) খ্যাপাটে। মাথা খারাপ করা বা হওয়া (ক্রিয়া) দুশ্চিন্তা হেতু অস্থির হওয়া (গাড়ি কিনে আমার মাথা খারাপ হতে চললো)। মাথা খেলানো বা খাটানো (বিশেষ্য) মস্তিষ্ক বা বুদ্ধি চালনা করা (মাথা খাটাও, অঙ্ক মিলে যাবে)। মাথা গরম (বিশেষণ) ১ বদমেজাজি। ২ কোপনস্বভাব। মাথা গরম করা (ক্রিয়া) ১ ক্রুদ্ধ হওয়া; রাগ করা (মাথা গরম করো না)। ২ অস্থিরচিত্ত হওয়া। মাথা গরম হওয়া (ক্রিয়া) ১ ক্রোধ সৃষ্টি হওয়া; রাগ করা। ২ বায়ুবৃদ্ধি রোগে আক্রান্ত হওয়া; অস্থিরচিত্ত হওয়া (মাথা গরম না করে ঠাণ্ডা মেজাজে কাজ করা)। মাথা গলানো (ক্রিয়া) ১ চিন্তা করা (এ নিয়ে মাথা গলানোর অবকাশ নেই)। ২ অনধিকার চর্চা করা (অন্যের ব্যাপারে মাথা গলাতে এসো না)। মাথা গুঁড়া করা (ক্রিয়া) খুব মারা; অত্যন্ত প্রহার করা। মাথা গুনতি করা (ক্রিয়া) লোকসংখ্যা গণনা করা। মাথা গুলিয়ে দেওয়া (ক্রিয়া) হতবুদ্ধি করা (অঙ্কটি আমার মাথা গুলিয়ে দিয়েছে)। মাথা গোঁজা (ক্রিয়া) কোনো রকমে আশ্রয় বা বাসের স্থান পাওয়া। মাথা ঘষা (বিশেষ্য) চুলে মাখার জন্য বা কেশতৈলে মিশানোর জন্য সুগন্ধ মসলাবিশেষ (মাথাঘষা দিয়ে মাজা চুলের লাবণ্য-অবনীন্দ্রনাথ ঠাকুর)। মাথা ঘামানো (ক্রিয়া) বৃথা মস্তিষ্ক বা বুদ্ধি চালনা করা (এ ব্যাপারে মাথা ঘামিয়ে লাভ নেই)। মাথা চাড়া দেওয়া (ক্রিয়া) প্রবল হয়ে ওঠা। মাথা চুলকানো (ক্রিয়া) উত্তর দিতে না পারায় বা মন স্থির করতে না পারায় মাথায় অঙ্গুলি সঞ্চালন করা। মাথা ঠাণ্ডা করা (ক্রিয়া) উত্তেজনা দূর করে শান্ত হওয়া। মাথা ঠোকাঠুকি হওয়া (ক্রিয়া) অপ্রত্যাশিতভাবে দেখা হওয়া (বহুদিন পরে সেদিন ওর সাথে মাথা ঠোকাঠুকি হলো)। মাথা তোলা, মাথা উচুঁ করা (ক্রিয়া) ১ সতেজ হয়ে ওঠা; প্রফুল্ল রূপ ধারণ করা। ২ উন্নতি করা। ৩ গৌরব সহকারে আত্মমর্যাদা জাহির করা। ৪ বিদ্রোহী হওয়া। ৫ বিপদাদি অতিক্রম করা। ৬ হীন অবস্থা থাকা সত্ত্বেও আত্মগৌরব জাহির করতে চেষ্টা করা। □ (বিশেষ্য) অভ্যুত্থান লাভ করা। মাথা দেওয়া (ক্রিয়া) ১ প্রাণ উৎসর্গ করা। ২ কর্মসম্পাদনের দায়িত্ব গ্রহণ করা। ৩ মনোযোগ দেওয়া। মাথা ধরা (ক্রিয়া) মাথায় যন্ত্রণা বোধ করা। □ (বিশেষ্য) মাথা ব্যথা; শিরঃপীড়া; headache (ওর মাথা ধরার রোগ আছে)। মাথা নিচু করা (ক্রিয়া) হার স্বীকার করা (মাথা নিচু করা ওর স্বভাব নয়)। মাথা নেই তার মাথা ব্যথা (আলঙ্কারিক) অকারণ উদ্বেগ; বিনা কারণে দুশ্চিন্তা ভোগ। মাথা নোয়ানো (ক্রিয়া) নতি স্বীকার করা। মাথা পাগলা (বিশেষণ) উন্মাদ প্রকৃতির; পাগলাটে। মাথাপিছু (ক্রিয়াবিশেষণ) জনপ্রতি; প্রত্যেক; জন হিসেবে। মাথা পেতে নেওয়া (ক্রিয়া) গ্রহণ করা; সম্পূর্ণ স্বীকার করা; শিরোধার্য করা (তার কথা সে মাথা পেতে নিয়েছে)। মাথা বিকানো, মাথা বাঁধা দেওয়া (ক্রিয়া) সম্পূর্ণ অধীনতা স্বীকার করা। মাথা ব্যথা (বিশেষ্য) ১ শিরঃপীড়া; মাথার যন্ত্রণা। ২ গরজ; দায়-দায়িত্ব। মাথা ভাঙা/মাথা ভাঙ্গা (ক্রিয়া) বার বার অনুরোধ করে নিষেধ করা। মাথা মাটি করা (ক্রিয়া) চিন্তাশক্তি নষ্ট করা। মাথা মাটি হওয়া (ক্রিয়া) বুদ্ধি লোপ পাওয়া। মাথামোটা (বিশেষণ) স্থূলবুদ্ধি; বোকা; নির্বোধ। মাথায় আসমান ভেঙে পড়া, মাথায় আকাশ ভেঙে পড়া (ক্রিয়া) অতিমাত্রায় বিচলিত হওয়া; চরম বিপদে পড়া। মাথায় আসা (ক্রিয়া) বোধগম্য হওয়া; বুঝতে পারা। মাথায় ওঠা (ক্রিয়া) প্রশয় পেয়ে স্পর্ধিত হওয়া। মাথায় করা (ক্রিয়া) ১ মাত্রাতিরিক্ত আদর করা; অতিশয় প্রশ্রয় দেওয়া। ২ অতিশয় সম্মান বা শ্রদ্ধা বা ভক্তি করা। মাথায় কাঁঠাল ভাঙা (ক্রিয়া) প্রবঞ্চনাপূর্বক আদায় করা। মাথায় গোবর পোরা (বিশেষণ) নির্বোধ। মাথায় ঘোল ঢালা (ক্রিয়া) অপদস্থ বা জব্দ করা। মাথায় চড়া (ক্রিয়া) অত্যন্ত প্রশ্রয় পেয়ে অবাধ্যের চূড়ান্তে হওয়া। মাথায় ঢোকা (ক্রিয়া) বুঝতে পারা; বোধগম্য হওয়া। মাথায় বজ্রাঘাত হওয়া (ক্রিয়া) আকস্মিকভাবে বিপদগ্রস্ত হওয়া। মাথায় মাথায় (ক্রিয়াবিশেষণ) কানায় কানায়। মাথায় রাখা (ক্রিয়া) ভক্তি বা যত্ন করা। মাথায় হাত দেওয়া (ক্রিয়া) বিস্ময়, সর্বনাশ ইত্যাদির জন্য অবাক হওয়া বা নিদারুণ দুঃখ বোধ করা (ফসলের করুণ অবস্থা দেখে কৃষকরা মাথায় হাত দিয়ে বসেছে)। মাথায় হাত বুলানো (ক্রিয়া) ঠকিয়ে বা ভুলিয়ে স্বার্থ সিদ্ধি করা; কৌশলে বা ফাঁকি দিয়ে অধিকার করা। মাথার উপর কেউ না থাকা (ক্রিয়া) অভিভাবক, পরিচালক বা বুদ্ধিদাতা না থাকা। মাথার উপরে শকুন ওড়া (ক্রিয়া) আসন্ন মৃত্যুর লক্ষণ দেখা দেওয়া। মাথার খুলি (বিশেষ্য) করোটি। মাথার ঘাম পারে ফেলা (ক্রিয়া) কঠোর দৈহিক পরিশ্রম করা। মাথার গায়ে কুকুর পাগল (ক্রিয়া) বিষম বিপদে পড়ে প্রায় পাগলের মতো অবস্থা হওয়া। মাথার ঘি বা ঘিলু (বিশেষ্য) ১ মাথার ভিতরের নরম পদার্থ। ২ মস্তিষ্ক; মগজ; বুদ্ধি। মাথার চুল বিকিয়ে যাওয়া (ক্রিয়া) বিপুল দেনায় পড়া; নিদারুণ ঋণগ্রস্ত হওয়া। মাথার ঠাকুর (বিশেষ্য) শ্রদ্ধেয় ব্যক্তি। মাথা ঠিক না থাকা (ক্রিয়া) বুদ্ধি স্থির না থাকা। মাথার দিব্যি (বিশেষ্য) শপথ; হলফ। মাথাল, মাথাইল, মাতলা (বিশেষ্য) রৌদ্র ও বৃষ্টি থেকে রক্ষাহেতু বাঁশের চটা ও পত্রাদি নির্মিত মস্তকাবরণ বিশেষ; রৌদ্র ও বৃষ্টি রক্ষাহেতু বাঁশের কাঠামোয় তৈরি পাতার ছাউনি দেওয়া ছাতা; টোকা। □ (বিশেষণ) ১ বুদ্ধিমান। ২ প্রধান। মাথা হেঁট করা (ক্রিয়া) লজ্জায় মাথা নত করা; নতি স্বীকার করা। কাঁচা মাথা (বিশেষ্য) ১ জীবিত ব্যক্তির মাথা। ২ তরুণ বয়সের মস্তিষ্ক বা বুদ্ধি। ৩ (আলঙ্কারিক) কাঁচা বুদ্ধি; অপরিপক্ব বুদ্ধি; অপরিণত বুদ্ধি। ঘাড়ে দুটো মাথা থাকা (ক্রিয়া) দুঃসাহসী হওয়া। পাকামাথ (বিশেষ্য) ১ প্রবীণ ব্যক্তির মাথা। ২ (আলঙ্কারিক) পরিপক্ব বা পরিণত বুদ্ধি; অভিজ্ঞ ব্যক্তি। {(তৎসম বা সংস্কৃত) মস্তক> (প্রাকৃত) মত্থঅ> (বাংলা) মাথা}
  • Bengali Word মাথাল Bengali definition ⇒ মাথা
  • Bengali Word মাথি, মেথি Bengali definition (বিশেষ্য) তাল, খেজুর প্রভৃতির বৃক্ষশীর্ষের ভিতরের কোমল অংশ যা খাওয়া যায় (সুপারি গাছের কচি মেথি চুয়ে পানি পড়িতেছে ঝরি-বআ)। {(বাংলা) মাথা+ই}
  • Bengali Word মাথুর Bengali definition [মাথুর্‌] (বিশেষণ) মথুরা-বিষয়ক। □ (বিশেষ্য) কৃষ্ণের মথুরাসংক্রান্ত লীলা; কীর্তন গানে শ্রীকৃষ্ণের মথুরা-গমেন রাধার বিরহাবস্থা। {(তৎসম বা সংস্কৃত) মথুরা+অ(অণ্‌)}
  • Bengali Word মাদক Bengali definition [মাদোক্‌] (বিশেষণ) মত্ততা জন্মায় এমন (মাদক দ্রব্য)। □ (বিশেষ্য) মত্ততা সৃষ্টিকারী দ্রব্যবিশেষ; নেশার দ্রব্য (মাদক সেবন)। মাদকতা (বিশেষ্য) মত্ততা বা নেশা উৎপাদন শক্তি। মাদক সেবন (বিশেষ্য) মাদকদ্রব্য পান; সৃষ্টিকারী দ্রব্য ভক্ষণ। মাথুরসেবী(-বিন্‌) (বিশেষণ) নেশাখোর; মাদকদ্রব্য পানকারী বা ভক্ষণকারী। {(তৎসম বা সংস্কৃত) √মদ্‌+ণিচ্‌(=মাদি)+অক(ণ্বুল্‌)}
  • Bengali Word মাদন Bengali definition [মদোন্‌] (বিশেষণ) ১ মত্ততা সৃষ্টিকারক। ২ মদনের বাণ বিশেষ। {(তৎসম বা সংস্কৃত) √মদ্‌+ণিচ্‌(=মাদি)+অন(ল্যুট্‌)}
  • Bengali Word মাদরাসা Bengali definition ⇒ মাদ্রাসা
  • Bengali Word মাদল Bengali definition [মাদো] (বিশেষ্য) মৃদঙ্গবিশেষ; ঢোলের মতো বাদ্যযন্ত্র। {(তৎসম বা সংস্কৃত) মর্দল>}
  • Bengali Word মাদলী Bengali definition ⇒ মাদুলি
  • Bengali Word মাদা Bengali definition [মাদা] (বিশেষণ) তেজবীর্যহীন ব্যক্তি; দুর্বল (শরীরটে ছিল মাদা; তার উপর সেদিন পড়েছিল একটু বেশি শীত-প্রমথ চৌধুরী)। ২ মাদি; নরের বিপরীত। মাদি, মাদী (স্ত্রীলিঙ্গ)। {(ফারসি) মাদাহ}