Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word ভেলকি, ভেল্কি, ভেল্কী Bengali definition [ভেল্‌কি] (বিশেষ্য) ১ জাদু; বোজবাজি; ইন্দ্রজাল; magic (শাস্ত্রকে ডিঙ্গিয়ে গেল তার ভেলকি-রবীন্দ্রনাথ ঠাকুর); চেয়ে রবে ফেলফেল ভেল্কীর প্রায়-ভারতচন্দ্র রায়গুণাকর; লাগ ভেলকি লাগ, চোখে মুখে লাগ)। ২ ধোঁকা। ভেলকিবাজি (বিশেষ্য) জাদুরখেলা; ভোজবাজি; ম্যাজিক। ভেলকি লাগা (ক্রিয়া) ভেলকি দেখে অবাক হওয়া। {(তৎসম বা সংস্কৃত) ভ্রমকৃতি>}
  • Bengali Word ভেলভেল, ভ্যালভ্যাল Bengali definition [ভ্যাল্‌ভ্যাল্‌] (বিশেষণ) শূন্যদৃষ্টি; ফ্যালফ্যাল দৃষ্টি; নির্নিমেষ দৃষ্টি; বিস্ময় বা বিমূঢ় দৃষ্টি (বীরগণ চায় ভেলভেল-কবিকঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। {ফ্যালফ্যাল>}
  • Bengali Word ভেলসা, ভ্যালসা Bengali definition [ভ্যাল্‌শা] (বিশেষণ) নরম; নানাদ্রব্য মিশ্রিত করে নরম করা হয়েছে এমন (ভেলসা তামাক; যেমন গাঁজার ভ্যালসা-দীনবন্ধু মিত্র; মিঠে কড়া ভ্যালসা অম্বরি-কালীপ্রসন্ন সিংহ)। {ভেল(কৃত্রিম)+সা(সাদৃশ)}
  • Bengali Word ভেলা ১ Bengali definition [ভ্যালা] (বিশেষ্য) কলাগাছ কাঠ ইত্যাদি একত্র বেঁধে প্রস্তুত জলযান (অকূল মাঝে ভাসিবে কে গো ভেলার ভরসায়-রবীন্দ্রনাথ ঠাকুর)। ভেলায় সাগর পার হওয়া (ক্রিয়া) সাধ্যাতীত কাজে সফল হওয়া। {(তৎসম বা সংস্কৃত) ভেল, ভেলক>}
  • Bengali Word ভেলা ২ Bengali definition [ভ্যালা] (বিশেষ্য) একপ্রকার ফল বা তার বীজ, যার রসে কাপড় চিহ্নিত করা হয়। {(তৎসম বা সংস্কৃত) ভল্লাতক>}
  • Bengali Word ভেলি, ভেলী Bengali definition [ভেলি] (বিশেষ্য) মিছরির মতো পিণ্ডাকার গুড়; ঝোলা নয় এমন গুড়; ভেলি গুড়। {বালুয়া>বেলে>}
  • Bengali Word ভেল্কি, ভেল্কী Bengali definition ⇒ ভেলকি
  • Bengali Word ভেশ (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [ভেশ্‌] (বিশেষ্য) বেশ; পোশাক; সাজসজ্জা (যাহার যেমত যোগ্য সাজিল বিশেষ নানা রঙ্গ অঙ্গরাগ পরিধান ভেশ-কাজী দৌলত)। {(তৎসম বা সংস্কৃত) বেশ>}
  • Bengali Word ভেষজ Bengali definition [ভেশজ্‌] (বিশেষ্য) ওষুধ; রোগনাশক গাছ-গাছড়া (গ্রীক পণ্ডিতদের চিকিৎসা ও ভেষজ গ্রন্থগুলি আরবীতে অনূদিত হয়-আবদুল মওদুদ)। ভেষজ দ্রব্য (বিশেষ্য) যেসব গাছ-গাছড়া ও লতাপাতা থেকে ওষুধ তৈরি হয়। ভেষজাঙ্গ (বিশেষ্য) ওষুধের অনুপান। {(তৎসম বা সংস্কৃত) ভেষ+√জি+অ(ড)}
  • Bengali Word ভেসকা Bengali definition ⇒ ভসকা
  • Bengali Word ভেসাল Bengali definition [ভ্যাশাল্‌] (বিশেষ্য) জেলেদের মাছ ধরার একপ্রকার জাল (ভেসাল মেলে জেলের ছেলে ঢুলছে ঘুমে হায়-জসীমউদ্‌দীন)। {ভাসা+আল>}
  • Bengali Word ভেস্ত Bengali definition [ভেস্‌তো] (বিশেষ্য) বেহেশ্‌ত; স্বর্গ (ভেস্ত নাজেল হৌক-জসীমউদ্‌দীন)। ভেস্তে যাওয়া (ক্রিয়া) পণ্ড বা নষ্ট হওয়া; ফেঁসে যাওয়া; উলট-পালট হওয়া (সব আয়োজন ভেস্তে গেছে)। {(ফারসি) বিহিশ্‌ত}
  • Bengali Word ভেস্তা Bengali definition [ভেস্‌তা] (বিশেষণ) বিপর্যস্ত; পণ্ড; নষ্ট (সাত নকলে আসল ভেস্তা)। ভেস্তানো (ক্রিয়া) ১ বিপর্যস্ত করা; নষ্ট হওয়া। □(বিশেষ্য), (বিশেষণ) উক্ত অর্থে। ‍{(তৎসম বা সংস্কৃত) ভ্রষ্ট>}
  • Bengali Word ভেড়া ১ Bengali definition [ভ্যাড়া] (বিশেষ্য) ১ মেষ। ২ ব্যক্তিত্বহীন লোক। ভেড়ি, ভেড়ী (স্ত্রীলিঙ্গ)। ভেড়া করে রাখা (ক্রিয়া) পূর্ণ আয়ত্তে এনে কমজোর করে রাখা; সম্পূর্ণ বশে রাখা। ভেড়াকান্ত, ভ্যাড়াকান্ত (বিশেষ্য) বোকার সেরা; আহাম্মক; নির্বোধ (ভ্যাড়াকান্ত, ভ্রান্তকান্ত বন্য বরাহবৎ বন বিচরণে ক্ষান্ত হলেন না-দীনবন্ধু মিত্র)। ভেড়া বানানো (ক্রিয়া) স্বামীকে সম্পূর্ণ বশে রাখা। ভেড়ার গোয়ালে আগুন লাগা (ক্রিয়া) প্রতিকার করার জেনা নেই অথচ অনর্থক কোলাহল হৈ-হল্লা। ভেড়ার পাল (বিশেষ্য) ব্যক্তিত্বহীন লোক; যারা স্বাতন্ত্র্য রক্ষা করে চলতে পারে না বা জানে না; একজন যেদিকে যায় না বুঝে সবেই সেদিকে যায়। ভেড়ুয়া, ভাড়ুয়া, ভেড়ো (বিশেষ্য), (বিশেষণ) ১ (ব্যঙ্গার্থ) ভীরু; মেষের প্রকৃতিযুক্ত পুরুষ; কাপুরুষ (বিট বিদূষক ভেড়ুয়া পাচক বামন বলেই মানব বড়-সত্যেন্দ্রনাথ দত্ত; কাপুরুষ ভেড়ো নাম দিয়েছিলেন-রাজশেখর বসু (পরশু))। ২ (ব্যঙ্গার্থ) স্ত্রৈণ; স্ত্রীর বশীভূত। ৩ বাইজির দলের বাদ্যকর। ভেড়ে (বিশেষণ) অপদার্থ; নির্বোধ; ভীরু; কাপুরুষ; স্ত্রৈণ। ভেড়ের ভেড়ে (বিশেষ্য) অধমের শেষ; অত্যন্ত ভীরু; সেরা স্ত্রৈণ। {(তৎসম বা সংস্কৃত) ভীরু>ভেরা>ভেড়া}
  • Bengali Word ভেড়া ২, ভেড়ানো Bengali definition ⇒ ভিড়া
  • Bengali Word ভেড়ানো Bengali definition [ভ্যাব্‌ড়ানো] (ক্রিয়া) ১ ভয়; বিস্ময় প্রভৃতিতে বিহ্বল বা হতবাক হওয়া বা করা। □(বিশেষ্য), (বিশেষণ) উক্ত অর্থে। ভেড়ে যাওয়া (ক্রিয়া) হতভম্ব হওয়া; চিন্তাকুল হওয়া (আমি এই ব্যাপার দেখে ভেবড়ে গিয়েছিলাম-প্রমথ চৌধুরী)। {√ভেবড়া+আনো; ক্রিয়ারূপ-ভেবড়াই, ভেবড়াও, ভেবড়ায়, ভেবড়ান; অসমাপিকা ক্রিয়া-ভেবড়িয়ে, ভেবড়াতে, ভেবড়ালে ইত্যাদি}
  • Bengali Word ভেড়ি Bengali definition [ভেড়ি] (বিশেষ্য) জলরোধের জন্য বাঁধ; পানি যাতে বের না হয়ে যায়, তার জন্য নির্মিত মাটির বাঁধবিশেষ (ভেড়ি যতই মজবুত করিয়া গাঁথা হউক না ইহা কাঁচা মাটির গাঁথুনি-শেখ হাবিবর রহমান সাহিত্যরত্ন)। {(তৎসম বা সংস্কৃত) বেষ্টনী> বেড়ি>ভেড়ি}
  • Bengali Word ভেয়ান Bengali definition ⇒ ভিয়ান
  • Bengali Word ভৈঁরো Bengali definition [ভোঁইরো] (বিশেষ্য) ১ সঙ্গীতের রাগবিশেষ। ২ প্রভাত যা গাওয়া হয়। {তৎসম বা সংস্কৃত ভৈরব>}
  • Bengali Word ভৈক্ষ Bengali definition ⇒ ভৈক্ষ
  • Bengali Word ভৈক্ষ, ভৈক্ষ Bengali definition [ভোইক্‌খো] (বিশেষণ) ১ ভিক্ষা দ্বারা প্রাপ্ত; ভিক্ষালব্ধ। □(বিশেষ্য) ১ সন্ন্যাসাশ্রম; ভিক্ষুধর্ম; সন্ন্যাস। ৩ ভিক্ষা; ভিক্ষান্ন; ভিক্ষাসমূহ। ভৈক্ষ্যচর্যা (বিশেষ্য) ভিক্ষাবৃত্তি। ভৈক্ষ্যজীবী (-বিন্‌) (বিশেষ্য) ভিক্ষুক; যে ভিক্ষা দ্বারা জীবিকা অর্জন করে। {(তৎসম বা সংস্কৃত) ভিক্ষা+য(ষ্যঞ্‌), অ(অণ্‌)}
  • Bengali Word ভৈন Bengali definition [ভোইন্‌] (বিশেষ্য) ভগিনী; বোন (মা ভৈন কি নাই তোর ওরে লক্ষ্মীছাড়া-পূর্ববঙ্গ গীতিকা)। {(তৎসম বা সংস্কৃত) ভগিনী>}
  • Bengali Word ভৈরব Bengali definition [ভোইরব্‌] (বিশেষ্য) ১ হিন্দুদেবতা শিব বা শিবের রুদ্রমূর্তি। ২ নদবিশেষ। ৩ সঙ্গীতের একটি রাগিণী। ৪ ভয়ঙ্কর কোলাহল (পালে পালে শৃগাল আইল অসংখ্য কুক্কুর। লঙ্কা পুরিল ভৈরবে-মাইকেল মধুসূদন দত্ত)। □(বিশেষণ) ভংঙ্কর; ভীষণ (ভৈরব গর্জন; সে চিতা-বহ্নি অতি ভৈরব-রবীন্দ্রনাথ ঠাকুর))। ভৈরবী (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) হিন্দু পুরোণোক্ত দশ মহাবিদ্যার অন্যতম মূর্তি। ২ শৈব সম্প্রদায়ের সন্ন্যাসিনী। ৩ সঙ্গীতের একটি রাগিণী (ষাঁর সুরের দৌড় শুধু ঋষ পর্যন্ত পৌঁছায় তিনিও জানেন যে, ভৈরবীর সময় হচ্ছে সকাল আর পুরবীর বিকাল-প্রমথ চৌধুরী; কন্ঠে বাজে ললিত ভৈরবী কুহরে যেমন পাখী-জসীমউদ্‌দীন)। □(বিশেষণ) প্রচণ্ডা; ভীষণা; ভয়ঙ্করী। ভৈরবী চক্র (বিশেষ্য) তান্ত্রিক সাধনার এক প্রকার পদ্ধতি বা আসন। ২ তান্ত্রিক সাধকদের একত্রে সাধন-পদ্ধতি অনুযায়ী মদ্য পান। {(তৎসম বা সংস্কৃত) ভীরু+অ(অণ্‌)}
  • Bengali Word ভৈল (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [ভোইলো] (ক্রিয়া) হলো (আকুল গোকুললোক ভৈল-চণ্ডীদাস)। {(তৎসম বা সংস্কৃত) √ভূ+বাংলা ইল (অতীতকালের বিভক্তি)}
  • Bengali Word ভৈষজ Bengali definition ⇒ ভৈষজ্য
  • Bengali Word ভৈষজ্য, ভৈষজ Bengali definition [ভোইশজ্‌] (বিশেষ্য) ১ ঔষধ; চিকিৎসা। ২ আয়ূর্বেদীয় চিকিৎসা। ভৈষজ উদ্যান (বিশেষ্য) যে বাগানে আয়ূর্বেদীয় বৃক্ষলতাদি উৎপন্ন হয়। {(তৎসম বা সংস্কৃত) ভেষজ+ য(ঞ্য), অ(অণ্‌)}
  • Bengali Word ভো Bengali definition [ভো] (অব্যয়) সম্বোধনসূচক শব্দ (ভো রাজন, ভো নবোমণ্ডল)। {(তৎসম বা সংস্কৃত) ভোঃ}
  • Bengali Word ভোঁ ১ Bengali definition [ভোঁ] (অব্যয়) ১ মক্ষিকাদির পাখার শব্দ (মশাগুলি ভোঁ ভোঁ করছে)। ২ হুইসেল (কলের ভোঁ বাজা)। ৩ ঘূর্ণন ইত্যাদির শব্দ। ৪ দ্রুত বেগসূচক আওয়াজ। ভোঁ-দৌড় দ্রুতবেগে পলায়ন। {ধ্বন্যাত্মক}
  • Bengali Word ভোঁ ২ Bengali definition [ভোঁ] (বিশেষণ) বিভ্রান্ত; বিহ্বল; বিভোর (একটা তুরীয় অবস্থাতে গিয়ে পৌঁছে আনন্দে ভোঁ হয়ে বসে থাকে-অবনীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) ভ্রম>ভ্রোম>ভোঁ}
  • Bengali Word ভোঁটকা Bengali definition [ভোঁট্‌কা] (বিশেষ্য) এক প্রকার দুর্গন্ধ (মদের ভোঁটকা গন্ধে কামরা ভরে গেল-জয়েন)। {বোটকা>}