ব পৃষ্ঠা ৪৮
- Bengali Word বিদায় ২ Bengali definition [বিদায়] (বিশেষ্য) ১ সম্প্রদান; দান। ২ ত্যাগ; বিসর্জন (বিদায় করেছ যারে নয়ন-জলে-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) বি+দায়}
- Bengali Word বিদায়ি, বিদায়ী Bengali definition [বিদায়ি] (বিশেষ্য) ১ বিদায়ের কালে দেওয়া অর্থ বা উপহার। □ (বিশেষণ) বিদায় নিচ্ছে এমন; বিদায় গ্রহণকারী। {(আরবি) বিদাআ+(বাংলা) ই}
- Bengali Word বিদিক Bengali definition [বিদিক] (বিশেষ্য) ১ দুই দিকের মধ্যভাগ; ঈশান, বায়ু, অগ্নি, নৈঋ©ত প্রভৃতি কোণ। ২ বিপরীত দিক; প্রতিকূল বা ভূল দিক (দিকবিদিক)। দিক্বিদিক জ্ঞান (বিশেষ্য) ১ অনুকূল ও / এবং প্রতিকূল দিক সম্পর্কে জ্ঞান। ২ (আলঙ্কারিক) ভালো মন্দ বা শুভ-অশুভের পার্থক্য জ্ঞান। {(তৎসম বা সংস্কৃত) বি+দিক্; প্রাদি.}
- Bengali Word বিদিত Bengali definition [বিদিতো] (বিশেষণ) ১ পরিজ্ঞাত জানা আছে বা হয়েছে এমন (বিদিত বিষয়)। ২ অবগত; জেনেছ এমন (বিদিত আছি)। ৩ বিশ্রুত; খ্যাত (জগদ্বিদিত)। {(তৎসম বা সংস্কৃত) √বিদ্+ত(ক্ত)}
- Bengali Word বিদিশা Bengali definition [বিদিশা] (বিশেষ্য) ভারতবর্ষের প্রাচীন মালব দেশের একটি নগরী (চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা-জীবনানন্দ দাশ)। {(তৎসম বা সংস্কৃত) বি+√দিশ্+অ(অচ্)+আ(আপ্)}
- Bengali Word বিদীর্ণ Bengali definition [বিদির্নো] (বিশেষণ) ১ খণ্ডিত; ভিন্ন। ২ ছিন্ন; ছেঁড়া। ৩ ভগ্ন। ৪ কেটে গেছে এমন। {(তৎসম বা সংস্কৃত) বি+√দৃ+ত(ক্ত)}
- Bengali Word বিদুর Bengali definition [বিদুর্] (বিশেষ্য) মহাভারতোক্ত ধৃতরাষ্ট্রের ভ্রাতা। বিদুরের খুদ (বিশেষ্য) ১ কুরুরাজ দুর্যোধনের রাজভোগ প্রত্যাখ্যান করে কৃষ্ণ বিদুর প্রদত্ত খুদ দ্বারা প্রস্তুত যে অন্ন ভক্ষণ করেছিলেন। ২ (আলঙ্কারিক) ধনীর শ্রদ্ধাহীন মূল্যবান দান গ্রহণ না করে দীনজনের সশ্রদ্ধ সামান্য উপহার। {(তৎসম বা সংস্কৃত) √বিদ্+উর(কুরচ্)}
- Bengali Word বিদুষী Bengali definition [বিদুশি] (বিশেষ্য) বিদ্যাবতী রমণী; উচ্চশিক্ষিতা; পণ্ডিত মহিলা। বিদ্বাণ (বিশেষ্য) পু.। {(তৎসম বা সংস্কৃত) বিদ্বস্+ঈ(ঙীপ্)}
- Bengali Word বিদূর Bengali definition [বিদূর] (বিশেষ্য) ১ অত্যন্ত দূরবর্তী স্থান বা দেশ (বিদূঁর ভূমে রত্ন ফসল হয় বুঝি সম্ভব-সত্যেন্দ্রনাথ দত্ত)। □ (বিশেষণ) সুদূর; বহুদূরস্থ; অতিদূরবর্তী। {(তৎসম বা সংস্কৃত) বি+দূর}
- Bengali Word বিদূরিত Bengali definition [বিদূরিতো] (বিশেষণ) দূরীকৃত; দূরীকৃত; দূরীভূত; বিতাড়িত; বিমোচিত; দূরে ফেলে দেওয়া হয়েছে বা বিতাড়িত হয়েছে এমন। {(তৎসম বা সংস্কৃত) বি+দূরিত}
- Bengali Word বিদূষক Bengali definition [বিদুশক] (বিশেষ্য) ১ কৌতুকী; ভাঁড়। ২ সংস্কৃত নাটকে রাজার বা নায়কের রঙ্গরস সৃষ্টিকারী অনুচর। □ (বিশেষণ) কৃৎসাকারী; নিন্দক; নিন্দুক। {(তৎসম বা সংস্কৃত) বি+√দুষ্+ণিচ্+অক(ণ্বুল্)}
- Bengali Word বিদূষণ Bengali definition [বিদুমন্] (বিশেষ্য) ১ নিন্দা; অপবাদ; মিথ্যা কলঙ্ক। ২ দোষ প্রদান। {(তৎসম বা সংস্কৃত) বি+√দূষ্+ণিচ্+অন(ল্যুট্)}
- Bengali Word বিদেশ Bengali definition [বিদেশ] (বিশেষ্য) স্বদেশের বাইরে অবস্থিত দেশ; ভিন্ন রাষ্ট্র; প্রবাস। বিদেশগত (বিশেষণ) বিদেশ থেকে এসেছে এমন। বিদেশিনী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) (আমি চিনি গো চিনি তোমারে ওগো বিদেশিনী-রবীন্দ্রনাথ ঠাকুর)। বিদেশীয়, বৈদেশিক (বিশেষণ) ১ ভিন্ন দেশে উৎপন্ন। ২ ভিন্ন দেশবাসী। ৩ বিদেশ সম্বন্ধীয়। {(তৎসম বা সংস্কৃত) বি+দেশ; প্রাদি.}
- Bengali Word বিদেশি, বিদেশী Bengali definition [বিদেশি] (বিশেষণ) ১ ভিন্ন দেশে উৎপন্ন। ২ ভিন্ন দেশবাসী। ৩ বিদেশ সম্বন্ধীয়। □ (বিশেষ্য) অন্য দেশের নাগরিক। {(তৎসম বা সংস্কৃত) বিদেশীয়>}
- Bengali Word বিদেহ Bengali definition [বিদেহো] (বিশেষ্য) ১ বিহার প্রদেশ; মিথিলা। □ (বিশেষণ) নিরবয়ব; দেহহীন; অশরীরী। বিদেহা (বিশেষণ)( স্ত্রীলিঙ্গ) । বিদেহী (বিশেষণ) দেহশূন্য; দেহবিহীন; অশরীরী; দেহহীন (বিদেহী আত্মা)। {(তৎসম বা সংস্কৃত) বি+দেহ; বহুব্রীহি সমাস}
- Bengali Word বিদ্ধ Bengali definition [বিদ্ধো] (বিশেষণ) ১ ছিদ্রিত; ফোঁড়া; বেঁধা; বিদীর্ণ। ২ উৎকীর্ণ। ৩ আহত (বাণবিদ্ধ)। {(তৎসম বা সংস্কৃত) √ব্যধ্+ত(ক্ত)}
- Bengali Word বিদ্বজ্জন Bengali definition [বিদ্দোজ্জন্] (বিশেষ্য) বিদ্বান ব্যক্তি; জ্ঞানী; পণ্ডিত। {(তৎসম বা সংস্কৃত) বিদ্বৎ+জন; কর্মধারয় সমাস}
- Bengali Word বিদ্বান Bengali definition [বিদ্দান্] (বিশেষ্য), (বিশেষণ) জ্ঞানী; বিদ্যাবান; পণ্ডিত; শিক্ষিত; সুশিক্ষিত। বিদুষী (বিশেষণ)( স্ত্রীলিঙ্গ) । {(তৎসম বা সংস্কৃত) √বিদ্+বস্(ক্বসু)}
- Bengali Word বিদ্বিষ্ট Bengali definition [বিদ্দিশ্টো] (বিশেষণ) ১ বিদ্বেষের পাত্র; বিদ্বেষভাজন। ২ শত্রু। {(তৎসম বা সংস্কৃত) বি+√দ্বিষ্+ত(ক্ত)}
- Bengali Word বিদ্বেষ Bengali definition [বিদ্দেশ্] (বিশেষ্য) বৈরিতা; ঈর্ষা; শত্রুতা; হিংসা। বিদ্বেষপরায়ণ (বিশেষণ) ঈর্ষাযুক্ত; দ্বেষশীল; অন্যের প্রতি বিদ্বেষ পোষণকারী। বিদ্বেষবুদ্ধি (বিশেষ্য) শত্রুতার ভাব; ঈর্ষার ভাব। বিদ্বেষানল (বিশেষ্য) ঈর্ষানল; হিংসার অগ্নি (অচিরেই তাহার প্রতি সকলের বিদ্বেষানল প্রজ্জ্বরিত হইয়া উঠে-গিরিশ চন্দ্র সেন)। বিদ্বেষী (-ষিন্), বিদ্বেষ্টা (বিশেষ্য), (বিশেষণ) বিদ্বেষকারী; ঈর্ষাকারী; শত্রু। {(তৎসম বা সংস্কৃত) বি+√দ্বিষ্+অ(ঘঞ্)}
- Bengali Word বিদ্বৎকল্প Bengali definition [বিদ্দত্কল্পো] (বিশেষণ) পণ্ডিতের সদৃশ; পণ্ডিততুল্য; প্রায় পণ্ডিত; অল্প বিদ্বান। {(তৎসম বা সংস্কৃত) বিদ্বৎ+কল্প}
- Bengali Word বিদ্বৎকুল, বিদ্বৎসমাজ Bengali definition [বিদ্দত্কুল্, বিদ্দত্শমাজ্] (বিশেষ্য) পণ্ডিত বা শিক্ষিত সমাজ; সুধীমণ্ডলী। {(তৎসম বা সংস্কৃত) বিদ্বৎ+কুল, সমাজ; ৬ তৎপুরুষ সমাস}
- Bengali Word বিদ্যমান Bengali definition [বিদ্দোমান্] (বিশেষণ) ১ বর্তমনা (সব কারণই বিদ্যমান)। ২ উপস্থিত। ৩ জীবিতাবস্থায় (পিতার বিদ্যমানেই তুমি কর্তৃত্ব করতে চাও)। বিদ্দমান (মধ্যযুগীয় বাংলা) বিদ্যমান (ভেকর সঙ্গীত গাঅ উড়িল দেব বিদ্দমানে-রামাই পণ্ডিত [শূন্য পুরাণ])। {(তৎসম বা সংস্কৃত) বিদ্+মান(শানচ্)}
- Bengali Word বিদ্যা Bengali definition [বিদ্দা] (বিশেষ্য) ১ অধ্যয়নাদিজনিত জ্ঞান। ২ পাণ্ডিত্য। ৩ তত্ত্বজ্ঞান। ৪ দক্ষতা। ৫ শাস্ত্র; শিক্ষণীয় বিষয় (পদার্থবিদ্যা)। বিদ্যাদাতা (বিশেষ্য) জ্ঞানদাতা; শিক্ষক; গুরু। জ্ঞানদাত্রী (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) সবস্বতী। জ্ঞানদান (বিশেষ্য) শিক্ষাদান; জ্ঞানদান; শিক্ষকতা; অধ্যাপনা। বিদ্যানিধি, বিদ্যাসাগর, বিদ্যার্ণব (বিশেষ্য) ১ প্রগাঢ় পাণ্ডিত্য; জ্ঞানরূপ সমুদ্র; অত্যন্ত পণ্ডিত ব্যক্তি। ২ সংস্কৃত পণ্ডিতদের উপাধি। বিদ্যানুরাগ (বিশেষ্য) বিদ্যার প্রতি আসক্তি বা অনুরাগ; বিদ্যার জন্য আগ্রহ। বিদ্যানুরাগী (-গিন্) (বিশেষণ) বিদ্যানুরাগবিশিষ্ট; শিক্ষার প্রতি আসক্ত। বিদ্যানুরগিনী( স্ত্রীলিঙ্গ) । বিদ্যাপীঠ, বিদ্যামন্দির (বিশেষ্য) শিক্ষা গ্রহণের স্থান; বিদ্যালোচনার প্রধান স্থান; বিদ্যালয়। বিদ্যাবত্তা (বিশেষ্য) পাণ্ডিত্য; মনীষা। বিদ্যাবল (বিশেষ্য) জ্ঞানবল; বিদ্যালাভের ফলে প্রাপ্ত শক্তি। বিদ্যাবান (বিশেষ্য) বিদ্বান; সুশিক্ষিত। বিদ্যাবতী (বিশেষণ)( স্ত্রীলিঙ্গ) । বিদ্যাবিনোদ, বিদ্যাবিশারদ, বিদ্যাভূষণ, বিদ্যারত্ন, বিদ্যালঙ্কার (বিশেষ্য) ১ সংস্কৃত পণ্ডিতদের উপাধিবিশেষ। ২ পণ্ডিত ব্যক্তি। বিদ্যাবিহীন, বিদ্যাহীন, বিদ্যাশূন্য (বিশেষণ) মূর্খ; অশিক্ষিত; জ্ঞানহীন। বিদ্যাবিহীনা, বিদ্যাহীনা, বিদ্যাশূন্যা (বিশেষণ)( স্ত্রীলিঙ্গ) । বিদ্যাব্যবসায়ী (-য়িন্) (বিশেষ্য), (বিশেষণ) বেতনভোগী বা বেতন গ্রহণকারী শিক্ষক; যিনি অর্থের বিনিময়ে বিদ্যাদান করেন। বিদ্যাভ্যাস (বিশেষ্য) বিদ্যাশিক্ষা; বিদ্যাচর্চা; বিদ্যা আলোচনা। বিদ্যারম্ভ (বিশেষ্য) শিক্ষারম্ভ; শিক্ষার হাতেখড়ি; বিদ্যার্জনের সূচনা বা উপক্রম। বিদ্যার্জন (বিশেষ্য) বিদ্যা শিক্ষাকরণ; বিদ্যালাভ। বিদ্যালাপ (বিশেষ্য) বিদ্যাসম্বন্ধীয় আলোচনা। {(তৎসম বা সংস্কৃত) √বিদ্+য(ক্যপ্)+আ(টাপ্)}
- Bengali Word বিদ্যাধর Bengali definition [বিদ্দাধর] (বিশেষ্য) (পুরাণোক্ত) স্বর্গের সঙ্গীতকুশল দেবযোনিবিশেষ। বিদ্যাধরী (বিশেষ্য)( স্ত্রীলিঙ্গ) । বিদ্যাধর (বিশেষণ) (ব্যঙ্গার্থ) অত্যন্ত রূপগুণসম্পন্ন (ব্যাঙ্গার্থে-রূপগুণহীন)। {(তৎসম বা সংস্কৃত) বিদ্যা+√ধৃ+অ(অচ্); ৬ তৎপুরুষ সমাস}
- Bengali Word বিদ্যার্থী Bengali definition [বিদ্দার্থি] (বিশেষ্য) ১ ছাত্র; শিষ্য। ২ বিদ্যা শিক্ষায় অভিলাষী। বিদ্যার্থিনী( স্ত্রীলিঙ্গ) । {(তৎসম বা সংস্কৃত) বিদ্যা+অর্থী; ৬ তৎপুরুষ সমাস}
- Bengali Word বিদ্যালয় Bengali definition [বিদ্দালয়] (বিশেষ্য) ১ বিদ্যাশিক্ষার স্থান। ২ স্কুল; কলেজ। {(তৎসম বা সংস্কৃত) বিদ্যা+আলয়; ৬ তৎপুরুষ সমাস}
- Bengali Word বিদ্যুজ্জিহব Bengali definition [বিদ্দুজজিউভো] (বিশেষ্য) ১ রামায়ণোক্ত রাক্ষস বিশেষ। □ (বিশেষণ) বিদ্যুৎরেখা তুল্য সরু ও রক্তবর্ণ জিহবা এমন। {(তৎসম বা সংস্কৃত) বিদ্যুৎ+জিহবা; বহুব্রীহি সমাস}
- Bengali Word বিদ্যুৎ Bengali definition [বিদ্দুত্] (বিশেষ্য) তড়িৎ; বিজলি; ক্ষণপ্রভা; সৌদামিনী; চঞ্চলা; চিকুর; চপলা। বিদ্যুৎকোণ (বিশেষ্য) ব্যাটারি (টর্চের ব্যাটারি বা বিদ্যুৎকোষ-আবদুল্লাহ আলমুতী শরফুদ্দীন)। বিদ্যুৎপ্রভা (বিশেষণ)( স্ত্রীলিঙ্গ) । বিদ্যুৎস্পন্দ, বিদ্যুৎস্ফুরণ (বিশেষ্য) বিদ্যুতের ফিলকি বা ঝিলিক; বিদ্যুৎকণা। বিদ্যুদ্গর্ভ (বিশেষণ) তড়িৎময়; বিদ্যুৎপূর্ণ। বিদ্যুদ্দাম, বিদ্যুদ্দীপ্ত (বিশেষণ) বিদ্যুতের আলোকে দীপ্ত; উজ্জ্বল ও উদ্ভাসিত। বিদ্যুদ্দীপ্তি (বিশেষ্য) বিজলি বা বিদ্যুতের দীপ্তি, আলো বা উজ্জ্বলতা। বিদ্যুদ্বিকাশ (বিশেষ্য) বিদ্যুৎ বা তড়িতের প্রকাশ; বিজলিস্ফুরণ। বিদ্যুদ্বেগ (বিশেষ্য) বিদ্যুৎ বা বিজলির মতো দ্রুতগতি বা বেগ; তড়িদ্গতি। বিদ্যুল্লতা (বিশেষ্য) লতার মতো চিকন বিদ্যুৎরেখা (ওরা বিদ্যুল্লতা সম, তবু ওরাই হবে অসিলতা-কাজী নজরুল ইসলাম)। {(তৎসম বা সংস্কৃত) বি+√দ্যুৎ+ক্বিপ্}
- Bengali Word বিদ্যোপার্জন Bengali definition [বিদ্দোপারজোন্] (বিশেষ্য) বিদ্যালাভ; শিক্ষালাভ। {(তৎসম বা সংস্কৃত) বিদ্যা+উপার্জন; ৬ তৎপুরুষ সমাস}