Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word বিতস্তি Bengali definition [বিতোস্‌তি] (বিশেষ্য) বিঘত; অর্ধ হস্ত পরিমিত; বারো অঙ্গুলি পরিমিত মাপ। {(তৎসম বা সংস্কৃত) বি+√তস্‌+তি}
  • Bengali Word বিতান Bengali definition [বিতান্‌] (বিশেষ্য) ১ মণ্ডপ; চাঁদোয়াসমূহ; সমষ্টি (বিপণি বিতান)। ২ তাঁবু; চন্দ্রাতপ। ৩ বিস্তার। ৪ ছন্দবিশেষ। ৫ অবকাশ। ৬ শূন্য। □ (বিশেষণ) তুচ্ছ। বিতান মূলক (বিশেষ্য) খশখশ নামক সুগন্ধি তৃণ। বিতানীকৃত (বিশেষণ) প্রসারিত; বিস্তৃত; আচ্ছাদিত। {(তৎসম বা সংস্কৃত) বি+√তন্‌+অ(ঘঞ্‌)}
  • Bengali Word বিতারিখ, বেতারিখ Bengali definition [বিতারিখ্‌, বেতারিখ্‌] (ক্রিয়াবিশেষণ) তারিখমতে; তারিখ অনুসারে। {(ফারসি) বে+(আরবি) তারীখ}
  • Bengali Word বিতিকিচ্ছি, বিতিকিচ্চি Bengali definition [বিতিকিচ্‌ছি, বিতিকিচ্‌চি] (বিশেষ্য) ১ অশোভন; নোংরা; কুৎসিত; বিশ্রী; বীবৎস (একটা বিতিকিচ্ছি কাণ্ড)। ২ কিম্ভুতকিমাকার; বিকট (বিতিকিচ্ছি চেহারা)। {(তৎসম বা সংস্কৃত) বিচিকিৎস্য>(প্রাকৃত) বিচিকিচ্চ্য}
  • Bengali Word বিতীর্ণ Bengali definition [বিতির্‌নো] (বিশেষণ) ১ ব্যাপ্ত; প্রসারিত। ২ পার হয়েছে এমন; উত্তীর্ণ। ৩ বিলানো হয়েছে এমন; বিতরিত। {(তৎসম বা সংস্কৃত) বি+√তৃ+ত(ক্ত)}
  • Bengali Word বিতৃণ Bengali definition [বিতৃনো] (বিশেষণ) তৃণহীন। {(তৎসম বা সংস্কৃত) বি+তৃণ}
  • Bengali Word বিতৃষ্ণ Bengali definition বিতৃষ্ণা
  • Bengali Word বিতৃষ্ণা Bengali definition [বিতৃশ্‌না] (বিশেষ্য) বিরাগ; তৃষ্ণাহীনতা; আকাঙ্খা-শূন্যতা; অনিচ্ছা; অরুচি। বিতৃষ্ণ (বিশেষণ) তৃষ্ণাহীন; বীতস্পৃহ; বীতরাগ; উদাসীন; বিষ্কাম; রুচিহীন। {(তৎসম বা সংস্কৃত) বি+তৃষ্ণা; মধ্য.}
  • Bengali Word বিতোপন (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [বিতোপন্‌] (বিশেষণ) সুন্দর (রতন কঙ্কণ অতি বিতোপন-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। {(তৎসম বা সংস্কৃত) বিতর্পণ>}
  • Bengali Word বিত্ত Bengali definition [বিত্‌তো] (বিশেষ্য) সম্পত্তি; ধনসম্পদ (হেরি তার মুখ ভরে ওঠে বুক; সে যনে পরম বিত্ত-রবীন্দ্রনাথ ঠাকুর)। বিত্তকাম, বিত্তবান (বিশেষণ) সম্পদশালী; অর্থশালী। বিত্তসমাগম (বিশেষ্য) অর্থলাভ; আয়। বিত্তহীন (বিশেষণ) দরিদ্র; অর্থহীন। বিত্তাঢ্য (বিশেষণ) প্রভূত সম্পদের অধিকারী। {(তৎসম বা সংস্কৃত) √বিদ্‌(লাভ)+ত(ক্ত)}
  • Bengali Word বিত্তা (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [বিত্‌তা] (বিশেষণ) ধনী (ব্রাহ্মণ বৈষ্ণব বিত্তা-ঘনরাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত) বিত্ত+আ}
  • Bengali Word বিত্তি-বেসাত/বেসাইত (আঞ্চলিক) Bengali definition [বিত্‌তি-বেশাত/বেশাইত্‌] (বিশেষ্য) কাজকর্ম; ব্যবসা-বাণিজ্য (ধনমান বিত্তি বেসাইত কিছু না রহিল-পূর্ববঙ্গ গীতিকা)। {(তৎসম বা সংস্কৃত) বৃত্তি+ব্যবসা>}
  • Bengali Word বিত্রস্ত Bengali definition [বিত্রোস্‌তো] (বিশেষণ) অতি ত্রাসিত; অতিশয় ভীত; ত্রাসযুক্ত। {(তৎসম বা সংস্কৃত) বি+√ত্রস্‌+ত(ক্ত)}
  • Bengali Word বিথান Bengali definition [বিথান্‌] (বিশেষণ) ১ (পদ্যে ব্যবহৃত) আলুথালু; বিস্রস্ত; এলোমেলো। ২ স্থানভ্রষ্ট; স্থানচ্যুত। {(তৎসম বা সংস্কৃত) বি+স্থান>}
  • Bengali Word বিথার Bengali definition [বিথার] (বিশেষ্য) (পদ্যে ব্যবহৃত) বিস্তার; প্রসার (চুলে তার শাওনের মেঘের বিথার-আশরাফ সিদ্দিকী)। □ (বিশেষণ) ১ (পদ্যে ব্যবহৃত) ছড়ানো; আলুলায়িত; বিস্তৃত (কেশ বেশ যদি বিথার হইল-চণ্ডীদাস)। ২ পূর্ণ; ভরা; ব্যাপ্ত; পরিব্যাপ্ত (কোকিলকূল কলরবহি বিথার-বিদ্যাপতি)। বিথারল (ব্রজবুলি) (ক্রিয়া) বিস্তারিত করল। {(তৎসম বা সংস্কৃত) বিস্তার>}
  • Bengali Word বিথারা Bengali definition [বিথারা] (ক্রিয়া) (পদ্যে ব্যবহৃত) বিস্তার করা; ছড়ানো। {(তৎসম বা সংস্কৃত) বিস্তার>বিথার+(বাংলা) আ}
  • Bengali Word বিথারি Bengali definition [বিথারি] অসমাপিকা ক্রিয়া (পদ্যে ব্যবহৃত) বিস্তার ক’রে (দু’হাত বিথারি-রবীন্দ্রনাথ ঠাকুর)। বিথারিত (বিশেষণ) বিস্তৃত; পূর্ণ (বিঘিনি বিথারিত বাট-বিদ্যাপতি)। {বিস্তার>}
  • Bengali Word বিদকুটে Bengali definition বিদঘুটে
  • Bengali Word বিদগধ (পদ্য. (মদ্যযুগীয় বাংলা) ) Bengali definition [বিদগধ] (বিশেষণ) বিদগ্ধ; পণ্ডিত; রসিক (কত বিদগধ জন-বিদ্যাপতি)। {(তৎসম বা সংস্কৃত) বি+দগ্ধ; বহুব্রীহি সমাস}
  • Bengali Word বিদঘুটে, বিদকুটে Bengali definition [বিদ্‌ঘুটে, বিদু্‌কুটে] (বিশেষণ) ১ কদর্য; বিশ্রী;কুৎসিত। ২ কুটিল; জটিল। {(তৎসম বা সংস্কৃত) কুটবিদ (বর্ণবিপর্যয়ে)>বিদ্‌-কুট+এ}
  • Bengali Word বিদর Bengali definition [বিদর্‌] (বিশেষ্য) ১ বিদারণ। ২ অতিশয় ভয়। {(তৎসম বা সংস্কৃত) বি+দৃ>}
  • Bengali Word বিদরা (পদ্যে ব্যবহৃত) Bengali definition [বিদরা] (ক্রিয়া) ১ বিদীর্ণ বা ছিন্ন ভিন্ন হওয়া (বিদরে হিয়া মম বিদেশে-কাজী নজরুল ইসলাম)। ২ বিদীর্ণ বা ভগ্ন করা। {(তৎসম বা সংস্কৃত) বিদীর্ণ>}
  • Bengali Word বিদরি, বিদরী Bengali definition [বিদোরি] (বিশেষ্য) ধাতুর উপর নানাবিধ লাতাপাতা-কাটা রুপার পাত বসানোর কাজ; ধাতুপাত্রে খোদাই করা নকশা। {(হিন্দি) বিদরী}
  • Bengali Word বিদর্ভ Bengali definition [বিদর্‌ভো] (বিশেষ্য) ভারতের মধ্যপ্রদেশের বর্তমান বিদরের প্রাচীন নাম। {(তৎসম বা সংস্কৃত) বি(বিগত)+দর্ভ; বহুব্রীহি সমাস}
  • Bengali Word বিদল Bengali definition [বিদল্‌] (বিশেষ্য) ১ দ্বিধাবিভক্ত; ডাল। ২ বাঁশের চটা; বাঁশের চটা দিয়ে প্রস্তুত কুলা, ডালা ইত্যাদি। □ (বিশেষণ) ১ পত্রশূন্য; দলহীন। ২ বিকশিত। {(তৎসম বা সংস্কৃত) বি+√দল্‌+অ(ঘঞ্‌)}
  • Bengali Word বিদলন Bengali definition [বিদলন্‌] (বিশেষ্য) ১ সম্পূর্ণভাবে পেষণ; দলন; বিমর্দন; বিদারণ। ২ নিপীড়িতকরণ। ৩ সম্পূর্ণ পরাজিতকরণ। বিদলিত (বিশেষ্য) ১ নিষ্পিষ্ট; অতিময় নিপীড়িত। ২ বিমর্দিত; চূর্ণীকৃত (সংগীত সরস্বতীর পদ্মবন দলিত বিদলিত করিয়া-রবীন্দ্রনাথ ঠাকুর)। ৩ খণ্ডিত; বিদারিত। {(তৎসম বা সংস্কৃত) বি+√দল্‌+অ(ঘঞর্থে ক)+অন(ল্যুট্‌)}
  • Bengali Word বিদার Bengali definition [বিদার্‌] (বিশেষ্য) ১ বিদীর্ণ হওন; বিদারণ (তিমিরি বিদার উদার অভ্যূদয়-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ যুদ্ধ। ৩ জলপ্রবাহ। বিদারক (বিশেষণ) বিদারণকারী; ভেদকারক। বিদারণ (বিশেষ্য) ১ বিদীর্ণকরণ; ফুঁড়িয়ে বা ফাঠিয়ে ফেলন; ভেদ করা কাজ; ভেদন (এ যে ক্রন্দন কোথা হতে টুটে অন্তর বিদারণ-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ হনন; মেরে ফেলা। বিদারণ-রেখা (বিশেষ্য) বিভাগ-রেখা (তাহাতে একটি বিদারণ রেখা পড়িল-রবীন্দ্রনাথ ঠাকুর)। বিদারিত (বিশেষণ) বিদীর্ণ করা হয়েছে এমন; ভেদিত। বিদারী (-রিন্‌) (বিশেষণ) বিদীর্ণ করা যায় এমন; বিদারণকারী; বিদারক। {(তৎসম বা সংস্কৃত) বি+√দু+অ(ঘঞ্‌)}
  • Bengali Word বিদারা Bengali definition [বিদারা] (ক্রিয়া) (পদ্যে ব্যবহৃত) বিদারণ বা ভেদ করা; ফাড়া; চেরা। {(তৎসম বা সংস্কৃত) বিদার+(বাংলা) আ}
  • Bengali Word বিদাহী (-হিন্‌) Bengali definition [বিদাহি] (বিশেষণ) প্রদাহ জন্মায় এমন; পোড়ায়; ক্ষয় করে এমন; caustic। {(তৎসম বা সংস্কৃত) বি+√দহ্‌+ইন্‌(ণিনি)}
  • Bengali Word বিদায় ১ Bengali definition [বিদায়] (বিশেষ্য) ১ স্থানান্তরে যাওয়ার অনুমতি (বিদায় চাওয়া)। ২ দুরীকরণ; বিতাড়ন (বিদায়করণ)। ৩ বিচ্ছেদ (চির বিদায়)। ৪ প্রস্থান (তোমার বিদায়ের পর)। ৫ কর্ম থেকে অবসর (চাকরি থেকে বিদায়)। ৬ কার্যান্তে বা বিদায় কালে পুরস্কার হিসেবে প্রদত্ত অর্থাদি। ৭ প্রস্তিত (বিদায় হওয়া)। কাঙালি বিদায় (বিশেষ্য) দরিদ্র ও ভিক্ষুকগণকে অন্নবস্ত্র ও অর্থ দান। নগদ বিদায় (বিশেষ্য) ১ (আলঙ্কারিক) কাজ শেষ হওয়ার সঙ্গে পারিশ্রমিক প্রদান। ২ (আলঙ্কারিক) উত্তম-মধ্যম দিয়ে তাড়িয়ে দেওয়া (চোরকে নগদ বিদায় দাও)। {(আরবি) বিদাআ}