Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word বস্তি ২, বস্তী Bengali definition [বোস্‌তি] (বিশেষ্য) ১ শহরের মধ্যে বা শহরের উপকন্ঠে গড়ে ওঠা ঘন বিন্যস্ত কুটির-শ্রেণি; দরিদ্র পাড়া। ২ লোকালয়; জনপদ; পল্লি; বাসস্থান। {(তৎসম বা সংস্কৃত) √ব্‌স+তি>বসতি>}
  • Bengali Word বস্তী Bengali definition বস্তি১
  • Bengali Word বস্তু Bengali definition [বোস্‌তু] (বিশেষ্য) ১ জিনিস; পদার্থ। ২ সার; উত্তম উপাদান (ওর মধ্যে বস্তু বলতে কিছুই নেই)। ৩ সত্য; যথার্থ। ৪ যা ঘটে থাকে বা দেখা যায়। বস্তু গত্যা (অব্যয়) বাস্তবিকপক্ষে (একথাটা zeast-এর ideal হতে পারে কিন্তু বস্তুগত্যাসত্য নয়-প্রথম চৌধুরী)। বস্তুত, বস্তুতঃ (অব্যয়) বাস্তবিকপক্ষে; যথার্থত; সত্যই; প্রকৃতপক্ষে। বস্তুতত্ত্ব (বিশেষ্য) ১ বস্তুসম্পর্কীয় বিদ্যা বা জ্ঞান (তমঃ নাশ করি করে বস্তুতত্ত্ব জ্ঞান-কৃষ্ণদাস কবিরাজ)। ২ ঈশ্বরই সারবস্তু এই জ্ঞান। বস্তুতন্ত্র (বিশেষ্য) বাস্তবতাকে বা প্রত্যক্ষ বস্তুকে প্রাধান্য দেওয়া হয় যাতে; realism। বস্তুতান্ত্রিক, বস্তুতন্ত্রী, বস্তুতন্ত্রীয় বিণ। বস্তুবিচার (বিশেষ্য) বস্তুর বিচার পরীক্ষা। বস্তুমান (বিশেষ্য) বস্তু পরিমাণের এক হিসাব। বস্তুসংক্ষেপ (বিশেষ্য) ১ কোনো কিছুর সংক্ষিপ্ত রূপ; summary। ২ সারমর্ম; substance। {(তৎসম বা সংস্কৃত) √বস্‌+তু(তুন্‌)}
  • Bengali Word বস্ত্র Bengali definition [বস্‌ত্রো] (বিশেষ্য) ১ কাপড় (শীতবস্ত্র)। ২ পরিধেয় কাপড়; বসন। ৩ আচ্ছাদন। {(তৎসম বা সংস্কৃত) √বস্‌+ত্র(ষ্ট্রেন্‌)}
  • Bengali Word বস্ত্রগৃহ, বস্ত্রাবাস, বস্ত্রকুট্টিম Bengali definition [বস্‌ত্রোগৃহো, বস্‌ত্রাবাশ্‌, বস্‌ত্রোকুট্‌টিম্‌] (বিশেষ্য) তাঁবু। {(তৎসম বা সংস্কৃত) বস্ত্র+গৃহ, আবাস, কুট্টিম; ৬ তৎপুরুষ সমাস}
  • Bengali Word বস্ত্রহরণ Bengali definition [বস্‌ত্রোহরোন্‌] (বিশেষ্য) ১ পরনের কাপড় জোর করে কেড়ে নিয়ে নগ্ন করা। ২ শ্রীকৃষ্ণের লীলাবিশেষ (বস্ত্রহরণ পালা)। {(তৎসম বা সংস্কৃত) বস্ত্র+হরণ; ৬ তৎপুরুষ সমাস}
  • Bengali Word বসয় (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [বসয়] (ক্রিয়া) বাস করে (চতুঃষষ্টি কলা বসয় শ্রীকর-শ্রীন)। {(তৎসম বা সংস্কৃত) বসতি>বসই>বসায়}
  • Bengali Word বহ Bengali definition [বহো] (বিশেষ্য) ১ বহনকারী; বাহক (বার্তাবহ)। ২ যাতে চড়ে যাওয়া যায়; বাহন; যান। ৩ পথ; রাস্তা। ৫ বায়ু; বাতাস। □ (বিশেষণ) প্রতিপালনকারী; বাধ্য (আজ্ঞাবহ)। বহ্য (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) নদী; তটিনী (স্রোতোবহা)। {(তৎসম বা সংস্কৃত) √বহ্‌+অ(অচ্‌)}
  • Bengali Word বহই (ব্রজবুলি) Bengali definition [বহই] (ক্রিয়া) ১ বহন করে। ২ বয়ে (বহই দিবস সব যাব-বিদ্যাপতি)। বহএ (মধ্যযুগীয় বাংলা) (ক্রিয়া) বহন করে। বহসি (মধ্যযুগীয় বাংলা) (ক্রিয়া) বহন করিস বা করছিস। বহাঅ (মধ্যযুগীয় বাংলা) (ক্রিয়া) বহন করো। বহাএ (মধ্যযুগীয় বাংলা) (ক্রিয়া) বহন করায়। বহায় (মধ্যযুগীয় বাংলা) (ক্রিয়া) বহন করাও (ভার বহায় কি কারণে-বড়ু চণ্ডীদাস)। বহায়িআঁ (মধ্যযুগীয় বাংলা) (ক্রিয়া) বহন করিয়ে। বহায়িলোঁ (মধ্যযুগীয় বাংলা) (ক্রিয়া) বহন করালাম। বহিভেঁ (মধ্যযুগীয় বাংলা) (ক্রিয়া) বহন করবে। বহিল, বহিলাঁ (মধ্যযুগীয় বাংলা) (ক্রিয়া) বহন করবো। বহী (মধ্যযুগীয় বাংলা) (ক্রিয়া) বহন করি। বহোঁ (মধ্যযুগীয় বাংলা) বহন করবো। {(তৎসম বা সংস্কৃত) √বহ্‌>}
  • Bengali Word বহত ((ব্রজবুলি) (মদ্যযুগীয় বাংলা) ) Bengali definition [বহত] (ক্রিয়া) ১ বহে। ২ বইছে (আজি মলয়ানিল মৃদু মৃদু বহত-চণ্ডীদাস)। {(তৎসম বা সংস্কৃত) √বহ্‌>}
  • Bengali Word বহতা Bengali definition [বহোতা] (বিশেষণ) প্রবহমান; বয়ে যাচ্ছে এমন (এ বিশ্বের প্রাণ স্রোত বহতা তটিনী এক-আতাউর রহমান)। {(তৎসম বা সংস্কৃত) √বহ্‌>; (তুলনীয়) (হিন্দি) বহতা}
  • Bengali Word বহন Bengali definition [বহোন্‌] (বিশেষ্য) ১ নিয়ে যাওয়া (মনুষ্য বহন উপযোগী)। ২ ধারণ; মস্তক পৃষ্ঠ স্কন্ধ ইত্যাদিতে ধারণ। ৩ সহন; সহ্যকরণ (এ দুঃখ বহন কর মোর মন-রবীন্দ্রনাথ ঠাকুর)। ৪ দায়িত্ব; নির্বাহকরণ; বয়ে যাওয়া (গুরুদায়িত্ব বহন)। বহনীয় (বিশেষণ) ১ বহনের উপযু্ক্ত; বহনযোগ্য। ২ ধারণযোগ্য। {(তৎসম বা সংস্কৃত) √বহ্‌+অন(ল্যুট্‌)}
  • Bengali Word বহবাশী Bengali definition [বওভাশি] (বিশেষ্য) বহুভোজী। {(তৎসম বা সংস্কৃত) বহু+√অশ্‌+ইন্‌(ণিনি)}
  • Bengali Word বহবাস্ফোট Bengali definition [বওভাশ্‌ফোটো] (বিশেষ্য) আস্ফালন; বাহুল্য; পাঁয়তারা কষা। {(তৎসম বা সংস্কৃত) বহু+আস্ফোট; কর্মধারয় সমাস}
  • Bengali Word বহমান Bengali definition [বহোমান্‌] (বিশেষণ) ১ প্রবাহমান; প্রবাহিত হচ্ছে এমন। ২ বহন করছে এমন। ৩ বহতা। {(তৎসম বা সংস্কৃত) √বহ্‌+মান (শানচ)}
  • Bengali Word বহর Bengali definition [বহর্‌] (বিশেষ্য) ১ নৌকাশ্রেণি; জাহাজসমূহ; পোতশ্রেণি (সওদাগর বহর বেসাতি বুঝিতে গিয়াছেন-দক্ষিণারঞ্জন মিত্রমজুমদার)। ২ রণপোতশ্রেণি; নৌশ্রেণি; জলযানসমূহ; fleet (নৌবহর; বেদের নৌকার বহর যাইতেছেলি-শামসুদ্দীন আবুল কালাম)। ৩ ওসার; প্রসার; প্রস্থ; বিস্তার (মাথায় ছোটো বহরে বড়-রবীন্দ্রনাথ ঠাকুর)। ৪ ঘটা; জাঁকজমক; বাহার (বড় ঘরে হিংসা বিদ্বেষের বহরটাও বড় বেশী-শেখ ফয়জুল্লাহ)। {(আরবি) বাহ্ণার}
  • Bengali Word বহরারম্ভ Bengali definition [বওভারম্‌ভো] (বিশেষ্য) ১ বুহু আড়ম্বরযুক্ত আরম্ভ। বহবারম্ভে লঘুক্রিয়া-বহু সমারোহে আরম্ভ করা কাজের অত্যন্ত সামান্য ফল (অজাযুদ্ধে ঋষিশ্রাদ্ধে প্রভাতে মেঘডম্বরে। দম্পত্যোঃ কলহে চৈব বহবারম্ভে লঘুক্রিয়া (সংস্কৃত প্রবাদ)-অর্থাৎ ছাগলের যুদ্ধ; মুনিঋষির আয়োজিত শ্রাদ্ধ, প্রভাতকালীন মেঘের আনাগোনা এবং স্বামীস্ত্রীর ঝগড়া প্রভৃতিতে প্রাথমিক সমারোহ থাকলেও বাস্তবে নিষ্ফল। {(তৎসম বা সংস্কৃত) বহু+আরম্ভ}
  • Bengali Word বহরি Bengali definition [বহোরি] (বিশেষ্য) বাজপাখি (বহরির শিকার যেন জানওয়ারের পালে-সৈয়দ হামজা)। {(হিন্দি) বহরী}
  • Bengali Word বহল (ব্রজবুলি) Bengali definition [বহল্‌] অতিবাহিত হলো; বয়ে গেল (অরুণ পূরব দিশ বহন সগর নিশ-বিদ্যাপতি)। {(তৎসম বা সংস্কৃত) √বহ্‌>}
  • Bengali Word বহলি Bengali definition বহাল
  • Bengali Word বহস, বহাস Bengali definition বাহাছ
  • Bengali Word বহা ১ Bengali definition বওয়া
  • Bengali Word বহা ২ Bengali definition [বহা] (বিশেষ্য) বাহক; বহনকারী (দুলিচ বহা চলে শতে শতে)। {(তৎসম বা সংস্কৃত) √বহ্‌+(বাংলা) আ}
  • Bengali Word বহানো, বহান Bengali definition [বহানো] (ক্রিয়া) ১ প্রবাহিত করা। ২ বহন করানো। {(তৎসম বা সংস্কৃত) বহ্‌+(বাংলা) আনো, আন}
  • Bengali Word বহাল, বাহাল Bengali definition [বহাল্‌, বাহাল্‌] (বিশেষ্য) ১ সুস্থ; অটুট। ২ নিযুক্ত (নতুন লোক বহাল করা-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ৩ স্বায়ী (চাকুরিতে বহাল থাকিবে-রামরাম বসু)। ৪ বজায় (সূবর্ণবাবু শ্রভ্রার প্রসঙ্গ বাহাল রেখে বললেন-কেদারনাথ মজুমদার)। ৫ বলবৎ; প্রবর্তন; জারী (নতুন আইন বহাল করা)। বহাল-তবিয়ত (বিশেষ্য) ১ সুস্থ শরীর; অটুট স্বাস্থ্য (বহালতরিয়তে শুয়ে শুয়ে তারা আরাম করুন গে-মনোজ বসু)। ২ নির্বিঘ্ন জীবন যাপন (বহাল-তবিয়তে থাকা)। বহালি, বহলি (বিশেষ্য) কর্মে নিয়োগ সম্বন্ধীয় (রাজত্বের বহালি ফরমান রাজা প্রতাপাদিত্যের নামে হইল-রামরাম বসু)। □ (বিশেষণ) স্থায়ী। {(ফারসি) ব + (আরবি) হ্ণাল}
  • Bengali Word বহি Bengali definition বই১ ও বই২
  • Bengali Word বহিঃ Bengali definition [বোহিহ্‌] (অব্যয়) বাহির। বহিঃস্থ, বহিঃস্থিত⇒বহিস্থ।
  • Bengali Word বহিঃশুল্ক Bengali definition বহিশুল্ক। {(তৎসম বা সংস্কৃত) বহিস্‌>}
  • Bengali Word বহিত্র Bengali definition [বোহিত্‌ত্রো] (বিশেষ্য) ১ নৌকা; জলযান; পোত (শুককে লইয়া বহিত্রে চড়িয়া চলি গেল চিতাওর-সৈয়দ আলাওল)। ২ বৈঠা। ৩ দাঁড়। {(তৎসম বা সংস্কৃত) √বহ্‌+ইত্র}
  • Bengali Word বহিন Bengali definition [বোহিন্‌] (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) ভগিনী; সহোদরা; বোন (তোমরা বহিন দোন বড় পাহলওয়ান-সৈয়দ হামজা)। বহিন ঝি (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) বোনের কন্যা। বহিন পো (বিশেষ্য) বোনের পুত্র (গ্রামের সম্বন্ধে মোর হয় বহিন-পো-ঘনরাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত) ভগিনী>(হিন্দি) বহিন}