Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word বলাই Bengali definition [বলাই] (বিশেষ্য) বলরাম (শুনিয়া ললিতা হাসি কহে কথা বলাই সাজিল পরে-চণ্ডীদাস)। {(তৎসম বা সংস্কৃত) বলরাম>বল+(বাংলা) (আদরে) আই}
  • Bengali Word বলাক Bengali definition [বলাক্‌] (বিশেষ্য) ক্ষুদ্র বক বিশেষ; কোঁচ বক। বলাকা (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) ১ স্ত্রী-বক। ২ বলাকের শ্রেণি। {(তৎসম বা সংস্কৃত) বল+আক(আকন্‌)}
  • Bengali Word বলাট Bengali definition [বলাট্‌] (বিশেষণ) বলপূর্বক গমনকারী। □ (বিশেষ্য) মুগকলাই। {(তৎসম বা সংস্কৃত) বল+√অট্‌+অ(ঘঞ্‌)}
  • Bengali Word বলাধান Bengali definition [বলাধান্‌] (বিশেষ্য) শক্তি সঞ্চার (তাঁহার শরীরে শতগুণ বলাধান… সঞ্চার হইল-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। {(তৎসম বা সংস্কৃত) বল+আধান; ৬ তৎপুরুষ সমাস}
  • Bengali Word বলাধিক্য Bengali definition [বলাধিক্‌কো] (বিশেষ্য) বলের আধিক্য; শক্তির প্রাচুর্য। {(তৎসম বা সংস্কৃত) বল+আধিক্য; ৬ তৎপুরুষ সমাস}
  • Bengali Word বলাধ্যক্ষ Bengali definition [বলাদ্‌ধোক্‌খো] (বিশেষ্য) সেনাপতি; সৈন্যাধ্যক্ষ। {(তৎসম বা সংস্কৃত) বল+অধ্যক্ষ; ৬ তৎপুরুষ সমাস}
  • Bengali Word বলান Bengali definition বলা১, বলা২
  • Bengali Word বলানুজ Bengali definition [বলানুজ্‌] (বিশেষ্য) কৃষ্ণ। {(তৎসম বা সংস্কৃত) বল+অনুজ; ৬ তৎপুরুষ সমাস}
  • Bengali Word বলানো Bengali definition বলা১, বলা২
  • Bengali Word বলান্বিত Bengali definition [বলান্‌নিতো] (বিশেষণ) ১ বল বা শক্তিযুক্ত। ২ সৈন্যযুক্ত। {(তৎসম বা সংস্কৃত) বল+অন্বিত; ৩ তৎপুরুষ সমাস}
  • Bengali Word বলাবল Bengali definition [বলাবল্‌] (বিশেষ্য) ক্ষমতা ও অক্ষমতা; সামর্থ্য ও অসামর্থ্য। {(তৎসম বা সংস্কৃত) বল্‌+অবল; দ্বন্দ্ব}
  • Bengali Word বলাবলি Bengali definition বলা১
  • Bengali Word বলাবলেপ Bengali definition [বলাবলেপ্‌] (বিশেষ্য) নিজের শক্তির অহঙ্কার। {(তৎসম বা সংস্কৃত) বল+অবলেপ; ৬ তৎপুরুষ সমাস}
  • Bengali Word বলাসান, বেলসাম Bengali definition [বলাসান্‌, বেল্‌সাম্‌] (বিশেষ্য) বিশেষ গাছের গন্ধরস। {(ইংরেজি) Balsam}
  • Bengali Word বলাহক Bengali definition [বলাহক্‌] (বিশেষ্য) ১ মেঘ (বলাহক মধ্যে যেন স্থির সৌদামিনী-সৈয়দ আলাওল)। ২ পর্বত। {(তৎসম বা সংস্কৃত) বারিবাহক>(তৎসম বা সংস্কৃত) বলাহক}
  • Bengali Word বলাৎকার Bengali definition [বলাত্‌কার্‌] (বিশেষ্য) ১। ধর্ষণ; বলপূর্বক নারীর সতীত্ব হরণ। ২ শক্তিপ্রয়োগ; জোরকরণ। ৩ অত্যাচার; জুলুম; জবরদস্তিমূলক আচরণ (কোন শক্য আমি বলাৎকার করি তারে-কাশীরাম দাস; বলৎকার কর বেটা না চিন আমাকে-হেয়াত মাহমুদ)। বলাৎকৃত (বিশেষণ) ১ ধর্ষিত। ২। বলপ্রয়োগে কাবু করা হয়েছে এমন। বলাৎকৃতা( স্ত্রীলিঙ্গ) । {(তৎসম বা সংস্কৃত) বলাৎ+√কৃ+অ(ঘঞ্‌)}
  • Bengali Word বলি (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [বোলি] (বিশেষ্য) কানের মাকড়ি বা অলঙ্কার (লম্বা কর্ণে বলি-জগজ্জীবন)। {(হিন্দি) বালি}
  • Bengali Word বলি ১ Bengali definition [বোলি] (বিশেষ্য) ১ যজ্ঞাদিতে নিবেদনযোগ্য বস্তু; পূজার সামগ্রী। ২ যজ্ঞাদিতে হত্যাযোগ্য প্রাণী; বধ্যপ্রাণী। ৩ উৎসর্গ; ত্যাগ; বিসর্জন। ৪ ভূতযজ্ঞ; ইতর জীবকে খাদ্যদান। বলিদান (বিশেষ্য) ১ দেবতার উদ্দেশ্যে বলি অর্পণ; দেবোদ্দেশে পশুবধ। ২ মহৎ কাজে উৎসর্গ (আত্ম বলিদান)। বলিপুষ্ট (বিশেষ্য) কাক। বলিভুক (বিশেষ্য) কাক, চড়াই ইত্যাদি পাখি, যারা ফেলে দেওয়া খাদ্য খেয়ে জীবনধারণ করে। {(তৎসম বা সংস্কৃত) √বল্‌+ই(ইন্‌)}
  • Bengali Word বলি ২, বলী Bengali definition [বোলি] (বিশেষ্য) ১ মাংসের বা চর্মের কুঞ্চনজাত রেখা (বলি-অঙ্কিত শিথিল চর্ম-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ বার্ধক্যের ফলে গাত্রচর্মের শিথিলতা। ৩ মলদ্বারে অর্শরোগহেতু মাংস-গুটিকা। বলিত (বিশেষণ) ১ বলিরেখাযুক্ত; কঞ্চিত মাংসযুক্ত। ২ শিথিল; লোল। {(তৎসম বা সংস্কৃত) √বল্‌+ই(ইন্‌)}
  • Bengali Word বলিষ্ঠ Bengali definition [বোলিশ্‌ঠো] (বিশেষণ) অত্যন্ত বলযুক্ত; শক্তিমান; সবল। {(তৎসম বা সংস্কৃত) বল+ইষ্ট(ইষ্টন্‌)}
  • Bengali Word বলিহারি Bengali definition [বোলিহারি] (বিশেষণ) ১ চমৎকার (বিদ্যাপতি কৌতুক বলিহারি-বিদ্যাপতি)। □ (অব্যয়) বাহবা; সাবাস। □ (ক্রিয়াবিশেষণ) মোহিত হয়ে (ধন্য হে মুখুয্যে ভায়া বলিহারি যাই-হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়)। {(হিন্দি) বলিহারী=বলি (স্বীকার করি)+ হারি (হার মানি)}
  • Bengali Word বলিয়া Bengali definition বলে১
  • Bengali Word বলিয়ে, বলিয়ে-কহিয়ে Bengali definition [বোলিয়ে, বোলিয়ে-কোহিয়ে] (বিশেষণ) সুবক্তা; বাকপটু; বাগ্মী। {(বাংলা) √বল্‌+ইয়ে, √কহ্‌+ইয়ে}
  • Bengali Word বলী ১ Bengali definition [বোলি] (বিশেষ্য) শক্তি বা পরাক্রমশালী লোক; বীর পুরুষ (বলীর পদে দুর্বলেরে কোরো না বলিদান-রবীন্দ্রনাথ ঠাকুর)। □ (বিশেষণ) বলশালী; শক্তিশালী; বীর (সে আঘাত নিবারিলা বলী এক লম্ফে-কায়কোবাদকোবাদ)। {(তৎসম বা সংস্কৃত) বল+ইন্‌(ইনি)}
  • Bengali Word বলী ২ Bengali definition বলি২
  • Bengali Word বলীক Bengali definition [বোলিক্‌] (বিশেষ্য) ঘরের চালের ছাঁচ (ছাঁইচ)। {(তৎসম বা সংস্কৃত) বল+ঈক(কীকন্‌)}
  • Bengali Word বলীন্দ্র Bengali definition [বোলিন্‌দ্রো] (বিশেষণ) বীরশ্রেষ্ঠ; সর্বাপেক্ষা অধিক শক্তিশালী। {(তৎসম বা সংস্কৃত) বলী+ইন্দ্র; ৬ তৎপুরুষ সমাস}
  • Bengali Word বলীবর্দ Bengali definition [বোলিবর্‌দো] (বিশেষ্য) বলদ; ষাঁড়; বৃষ। {(তৎসম বা সংস্কৃত) বলী+√বৃধ্‌+অ(অচ্‌)}
  • Bengali Word বলীয়ান Bengali definition [বোলিয়ান্‌] (বিশেষণ) অত্যন্ত বলবান বা শক্তিশালী। বলীয়সী( স্ত্রীলিঙ্গ) । (এই প্রেমের শক্তি বলীয়সী হইয়া-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) বল+ঈয়স্‌(ঈয়সুন্‌)}
  • Bengali Word বলে ১, বলিয়া Bengali definition [বোলে, বোলিয়া] (অব্যয়) ১ সেজন্য; তজ্জন্য; সে কারণে; সেহেতু (তুমি এলে না বলে আমারও যাওয়া হয়নি)। ২ শীঘ্র; দ্রুত; একনই; এক্ষণি। বলে আসা (ক্রিয়া) ১ অনুমতি নিয়ে আসা (মাকে বলে আয়)। ২ সংবাদ দিয়ে আসা (খবরটা বলে আয় তো)। বলে রাখা (ক্রিয়া) পূর্ব থেকে জ্ঞাত করানো বা অনুমতি নেওয়া (আগেই বলে রেখেছি)। {(তৎসম বা সংস্কৃত) √বদ্‌>(বাংলা) √বিল্‌+আ}