Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word -বতী Bengali definition -বান
  • Bengali Word -বন্ত Bengali definition [বন্‌তো] যুক্ত; বিশিষ্ট; সম্পন্ন ইত্যাদি অর্থসূচক প্রত্যয় (জ্ঞানবন্ত, ভাগ্যবন্ত)। {(তৎসম বা সংস্কৃত) –বৎ (বতুপ্‌)}
  • Bengali Word -বন্ধী Bengali definition [বোন্‌ধি] (বিশেষণ) বাঁধা; আবদ্ধ (প্রতিবন্ধী)। {(তৎসম বা সংস্কৃত) √বন্ধ্‌+ইন্‌(ণিনি)}
  • Bengali Word -বর্ষী (-র্ষিন্‌) Bengali definition [বোর্‌শি] (বিশেষণ) বয়স্ক; বয়সযুক্ত (দ্বাদশবর্ষীয়)। বর্ষীয়া স্ত্রী,। {(তৎসম বা সংস্কৃত) বর্ষ+ঈয়(ছ)}
  • Bengali Word -বাজ ৩ Bengali definition [বাজ্‌] দক্ষ; অভ্যস্ত ইত্যাদি অর্থবাচক ফারসি প্রত্যয় (মামলাবাজ)। বাজবাজি দক্ষতা, অভ্যাস ইত্যাদি অর্থবোধক প্রত্যয় (মামলাবাজি)। {(ফারসি) বাজ}
  • Bengali Word -বান Bengali definition [বান্‌] যুক্ত বা অন্বিতসূচক প্রত্যয় (রূপবান, বেগবান, ধনবান; গুণবান)। বানবৎ (তাবৎ)। বানবতী (স্ত্রীলিঙ্গ) (বেগবত, ফলবতী)। {(তৎসম বা সংস্কৃত) বতুপ্‌ বা বৎ প্রত্যয় (লিঙ্গভেদে এর রূপান্তর, যথা-বান, বৎ, বতী)}
  • Bengali Word -বাসী ১ (-সিন্‌) Bengali definition [বাশি] (বিশেষণ) ১ বাসকারী; বাসিন্দা (পরবাসী)। ২ বাসধারী (চীরবাসী)। বাসী বাসিনী( স্ত্রীলিঙ্গ) । {(তৎসম বা সংস্কৃত) √বস্‌+ইন্‌(ইনি)}
  • Bengali Word -বাহ ১ Bengali definition [বাহো] (বিশেষণ) ১ বাহক; বহনকারী (ভারবাহ, সংবাদবাহ)। বাহবাহী (বিশেষণ)( স্ত্রীলিঙ্গ) । {(তৎসম বা সংস্কৃত) √বহ্‌+অ(অণ্‌)}
  • Bengali Word -বাহী (-হিন্‌) Bengali definition [বাহি] (বিশেষণ) ১ বহন করে এমন; বহনকারী (ভারবাহী); যাত্রীবাহী। ২ প্রবাহিত (সেখান থেকে ব্রহ্মপুত্র দক্ষিণবাহী হয়েছে)। বাহিনী (বিশেষণ)( স্ত্রীলিঙ্গ) । {(তৎসম বা সংস্কৃত) √বহ্‌+ইন্‌(ণিনি)}
  • Bengali Word -বিদ Bengali definition বিৎ
  • Bengali Word -বিৎ, বিদ Bengali definition [বিত্‌, বিদ্‌] (বিশেষণ) অভিজ্ঞ; পণ্ডিত; জানে এমন; বেত্তা (বিজ্ঞানবিৎ; মনস্তাত্ত্ববিদ; ভাষাবিদ)। {(তৎসম বা সংস্কৃত) √বিদ্‌+ক্বিপ্‌}
  • Bengali Word ব ১ Bengali definition [ব] প-বর্গের তৃতীয় বর্ণ এবং তেইশতম ব্যঞ্জন বর্ণ। এটি অল্পপ্রাণ ঘোষ ওষ্ঠ্য স্পৃষ্ঠ ধ্বনি। প-বর্গের অন্তর্ভূক্ত হওয়ায় এটি বর্গীয় বা নামে পরিচিত। আর একটি ‘ব’ আছে। তাকে অন্তঃস্থ ‘ব’ বলা হয়। সেটি সংস্কৃতে ‘ইংরেজি w’-র মতো উচ্চারিত হয়। বাংলার দুটোই ‘ব’ রূপে উচ্চারিত এবং যুক্তবর্ণের অংশ হলে তা অনুচ্চারিত থাকে কিংবা যুক্ত ব্যঞ্জনটির দ্বিত্ব ঘটায়। যেমন-স্বামী, স্বাদ, বিশ্ব, বিল্ব।
  • Bengali Word ব-দ্বীপ Bengali definition [বদিপ্‌] (বিশেষ্য) নদীর মোহনাস্থিত প্রায় ব-অক্ষরের আকার বিশিষ্ট যে দ্বীপ; delta। {(বাংলা) ব+স.দ্বীপ}
  • Bengali Word বঁইচ Bengali definition = বঁইচি
  • Bengali Word বঁইচি, বৈঁচি Bengali definition [বোঁইচি] (বিশেষ্য) একপ্রকার অম্লমধুর ক্ষুদ্র গোলাকার বন্য ফল বা তার গাছ (বঁইচি বনের বিরহে বাউরি বাতাস বহে-কাজী নজরুল ইসলাম)। {(তৎসম বা সংস্কৃত) বিকঙ্কত>}
  • Bengali Word বঁটি, বঁটী, বণ্টিকা Bengali definition [বোঁটি, বোঁটি, বোন্‌টিকা] (বিশেষ্য) মাছ তরকারি ইত্যাদি কোটার অস্ত্রবিশেষ (আপনি ধরিল রাজা হিরাধার বঁটী-ঘনরাম চক্রবর্তী)। বঁটিঝাঁপ (বিশেষ্য) গাঁজন উৎসবে বঁটির উপর ঝম্প প্রদান। {মুণ্ডারি, বইন্‌টি}
  • Bengali Word বঁদিয়া, বঁদে Bengali definition বুঁদিয়া
  • Bengali Word বঁধু, বঁধুয়া Bengali definition [বোঁধু, বোঁধুয়া] (পদ্যে ব্যবহৃত) (বিশেষ্য) প্রেমাস্পদ; প্রণয়ী; বন্ধু; নাগর; প্রিয়; বল্লভ (বঁধু কি বলিব আমি-চণ্ডীদাস; বঁধুয়া অসময়ে কেন হে প্রকাশ-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) বন্ধু>}
  • Bengali Word বঁমচুলি, বমচুলি (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [বোঁম্‌চুলি, বোম্‌চুলি] (বিশেষ্য) ব্রহ্মচুল; টিকি (রাইখ বঁমবুলি-মানিক রাজার গান)। {(তৎসম বা সংস্কৃত) ব্রহ্মচুল>}
  • Bengali Word বঁড়শি, বঁড়শী Bengali definition বড়শি
  • Bengali Word বংগ (অশুদ্ধ) Bengali definition = বঙ্গ
  • Bengali Word বংগদেশ (অশুদ্ধ) Bengali definition = বঙ্গদেশ
  • Bengali Word বংগাব্দ (অশুদ্ধ) Bengali definition = বঙ্গাব্দ
  • Bengali Word বংগাল (অশুদ্ধ) Bengali definition বঙ্গাল
  • Bengali Word বংশ ১ Bengali definition [বঙ্‌শো] (বিশেষ্য) ১ পুরুষানুক্রম; পুরুষ-পরম্পরা; কুল। ২ গোষ্ঠী; গোত্র। ৩ ছেলেমেয়ে; পুত্রকন্যা; সন্তান-সন্ততি। বংশক্ষয়, বংশনাশ, বংশলোপ (বিশেষ্য) বংশের সন্তান-সন্ততির মৃত্যুতে বংশের বিলোপ। বংশগত (বিশেষণ) বংশানুক্রমে লব্ধ বা প্রাপ্ত কুলের বৈশিষ্ট্য বা নিয়মস্বরূপ (বংশগত প্রথা)। বংশগতি (বিশেষ্য) পুরুষ-পরস্পরায় দৈহিক ও মানসিক বৈশিষ্ট্য সমূহের সংক্রমণ; heridity। বংশগৌরব (বিশেষ্য) বংশের মর্যাদা; কুলগর্ব; যাতে বংশের মানমর্যাদা বৃদ্ধি পায়। বংশজ (বিশেষণ) ১ বংশে জাত বা উৎপন্ন। ২ সদ্‌বংশীয়; সৎকুলোদ্ভব। ৩ মৌলিক; কুলভ্রষ্ট কুলীন। বংশধর (বিশেষ্য) সন্তান; বংশরক্ষাকারী। বংশ-পরস্পরা (বিশেষ্য) বংশোনুক্রম; বংশধরদের ধারাবাহিকতা। বংশবৃদ্ধি (বিশেষ্য) বংশের সন্তান-সন্ততির সংখ্যা বাড়া। বংশ মর্যাদা (বিশেষ্য) বংশের প্রাপ্য সম্মান; আভিজাত্য। বংশরক্ষা (বিশেষ্য) সন্তান জন্মদানের মাধ্যমে বংশের ধারাবাহিকতা বজায় রাখা। বংশলতা (বিশেষ্য) শাখা প্রশাখাক্রমে বিন্যস্ত বংশের পুরুষ-পরম্পরায় নামের তালিকা। বংশে বাতি দেওয়া (ক্রিয়া) বংশধররূপে বংশ বাঁচিয়ে রাখা। {(তৎসম বা সংস্কৃত) √বম্‌+শ}
  • Bengali Word বংশ ২ Bengali definition [বঙ্‌শো] (বিশেষ্য) ১ বাঁশ। ২ বাঁশি। ৩ মেরুদণ্ড; পিঠের দাঁড়া। বংশদণ্ড (বিশেষ্য) বাঁশের লাঠি। বংশপত্র (বিশেষ্য) বাঁশের পাতা; বাঁশপাতা। বংশমণ্ড (বিশেষ্য) বাঁশ দিয়ে তৈরি মণ্ডপবিশেষ। (বংশমণ্ডপ মধ্যে একটা কোমল মাংসযুক্ত নৃত্যশীল ছাগবৎস-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। বংশলোচন, বংশরোচনা (বিশেষ্য) বাঁশের অভ্যন্তরে উৎপন্ন শর্করা জাতীয় বস্তু; যা ওষুধ হিসাবে ব্যবহৃত হয়; manna of the bamboo। বংশ শলাকা (বিশেষ্য) বাখারি; বাঁশের সরু কাঠি বা শলা। {(তৎসম বা সংস্কৃত) √বম্‌+শ}
  • Bengali Word বংশাঙ্কুর Bengali definition [বঙ্‌শাঙ্‌কুর] (বিশেষ্য) বাঁশের কোঁড়া। {(তৎসম বা সংস্কৃত) বংশ+অঙ্কুর; ৬ তৎপুরুষ সমাস}
  • Bengali Word বংশানুক্রম Bengali definition [বঙ্‌শানুক্‌ক্রোম্‌] (বিশেষ্য) বংশপরম্পরা; বংশধারা; পুরুষানুক্রম; পুরুষপরম্পরা। বংশানুক্রমিক (বিশেষ্য) বংশ পরম্পরাগত; পুরুষপরম্পরাগত। {(তৎসম বা সংস্কৃত) বংশ+অনুক্রম; ৬ তৎপুরুষ সমাস}
  • Bengali Word বংশানুরচিত Bengali definition [বঙ্‌শানুচোরিত] (বিশেষ্য) বংশের পুরুষানুক্রমিক ইতিবৃত্ত। {(তৎসম বা সংস্কৃত) বংশ+অনুচরিত; ৬ তৎপুরুষ সমাস}
  • Bengali Word বংশাবতংস Bengali definition [বঙ্‌শাবোতঙ্‌শো] (বিশেষ্য) ১ বংশের অলংঙ্কার স্বরূপ ব্যক্তি; বংশের শ্রেষ্ঠ ব্যক্তি। ২ গুণী ব্যক্তি; প্রখ্যাত ব্যক্তি; কুলভূষণ; কুলচূড়ামণি। {(তৎসম বা সংস্কৃত) বংশ+অবতংস; ৬ তৎপুরুষ সমাস}