Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word বগি ৩, বগী ৩ Bengali definition [বোগি] (বিশেষ্য) ১ বকের গ্রীবার আকৃতির কান-উঁচু কাঁসার পাত্রবিশেষ (বগিথালা)। □ (বিশেষণ) উঁচু। {(তৎসম বা সংস্কৃত) বক্র>বগ্‌গ>বগ+ই, ঈ}
  • Bengali Word বগি ৪ Bengali definition [বোগি] (বিশেষ্য) ছোট থলি; বটুয়া। {(ফারসি) বগলী}
  • Bengali Word বগুনা, বোগনো Bengali definition [বোগুনা, বোগ্‌নো] (বিশেষ্য) পিতলের মুখ চওড়া হাড়িবিশেষ। {(তৎসম বা সংস্কৃত) বহুগুণ>}
  • Bengali Word বগুলা Bengali definition [বোগুলা] (বিশেষ্য) বক (দেখিলুম মীননাথ বল শক্তি নাই বগুলাটি বুঝে জেন আহার ধ্যায়াই-শেখ ফয়জুল্লাহ)। {(তৎসম বা সংস্কৃত) বক>বগ+উল+আ}
  • Bengali Word বগয়রহ Bengali definition [বগয়্‌রহ্‌] (অব্যয়) গয়রহ; ইত্যাদি; অপরাপর; প্রভৃতি। {(আরবি) রগায়রহ}
  • Bengali Word বঙ্ক Bengali definition [বঙ্‌কো] (বিশেষণ) ১ বাঁকা; বঙ্কিম (আড় আঁখি বঙ্ক দৃষ্টি ক্রমে ক্রমে হএ-সৈয়দ আলাওল)। ২ কুটিল (দারুণ বঙ্ক বিলোকন ঘোর-বিদ্যাপতি)। □ (বিশেষ্য) ১ নদীর বাঁক। ২ বাঁকমল (অঙ্গদ বলয় শঙ্খ ভুবন মোহন বঙ্ক-কবিকঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত) √বঙ্‌ক্‌+অ(ঘঞ্‌)}
  • Bengali Word বঙ্কা (প্রাচীন বাংলা) Bengali definition [বঙ্‌কা] (বিশেষণ) বাঁকা (করয়ে মুখ বঙ্কা-বিদ্যাপতি)। {(তৎসম বা সংস্কৃত) বঙ্ক+আ}
  • Bengali Word বঙ্কিম Bengali definition [বোঙ্‌কিম্‌] (বিশেষণ) ১ বক্র; বাঁকা; আকাবাঁকা; ঈষৎ বক্র। ২ কুটিল। বঙ্কিম বিহারী (বিশেষ্য) শ্রীকৃষ্ণ। বঙ্কিমা (বিশেষ্য) বাঁক (সে যেন খোলা কৃপাণের বঙ্কিমা-বুদ্ধদেব বসু)। {(তৎসম বা সংস্কৃত) বক্রিমন্‌>(প্রাকৃত) বংকিম>}
  • Bengali Word বঙ্খুর Bengali definition [বোঙ্‌খুর্‌] (বিশেষণ) বক্রদেহ; বক্রাঙ্গ (বামন বঙ্খুর পতি কৈতে লাজ পায়-ভারতচন্দ্র রায়গুণাকর)। {(তৎসম বা সংস্কৃত) বক্রিমন্‌>}
  • Bengali Word বঙ্গ ১ Bengali definition [বঙ্‌গো] (বিশেষ্য) রাং; টিন; tin। {(তৎসম বা সংস্কৃত) √বঙ্গ্‌+অ(অচ্‌)}
  • Bengali Word বঙ্গ ২ Bengali definition [বঙ্‌গো] (বিশেষ্য) ১ প্রাচীন ভারতবর্ষের উত্তর-পূর্বস্থ একটি জনপদের নাম। ২ বাংলাদেশের প্রাচীন নাম। ৩ ব্রিটিশ শাসন আমলের বাংলাভাষী প্রদেশ, ইংরেজিতে যা ‘বেঙ্গল’ নামে অভিহিত হতো। বঙ্গজ (বিশেষণ) বাংলাদেশে জাত বা উৎপন্ন। □ (বিশেষ্য) বাঙালি বৈদ্য/কায়স্থের একটি শ্রেণি। বঙ্গদেশ (বিশেষ্য) ১ বাংলাদেশের প্রাচীন নাম। ২ ব্রিটিশ শাসন আমলের বাংলাভাষী প্রদেশ ইংরেজিতে যা ‘বেঙ্গল’ নামে অভিহিত হতো। বঙ্গাব্দ (বিশেষ্য) বাংলা সন। বঙ্গীয় (বিশেষণ) ১ বাংলাদেশ বা বাংলা ভাষা সংক্রান্ত। ২ বাংলাদেশে জাত বা উৎপন্ন। {(তৎসম বা সংস্কৃত) বঙ্গ}
  • Bengali Word বঙ্গাল, বঙ্গালী Bengali definition বাঙ্গাল।
  • Bengali Word বচ ১ Bengali definition [বচ্‌] (বিশেষ্য) বচন; বাক্য। {(তৎসম বা সংস্কৃত) বচঃ}
  • Bengali Word বচ ২ Bengali definition [বচ্‌] (বিশেষ্য) ঔষধে ব্যবহার্য এক প্রকার ঝাল কন্দ। {(তৎসম বা সংস্কৃত) বচা>}
  • Bengali Word বচন Bengali definition [বচোন্‌] (বিশেষ্য) ১ বাক্য, কথা, উক্তি। ২ জ্ঞানগর্ভ উক্তি; প্রবচন (খনার বচন)। ৩ কথন। ৪ (ব্যঙ্গার্থ) যা দিয়ে পদের একত্ব বোঝা যায়, পদের একত্ব বা বহুত্বজ্ঞাপক বিভক্তি। বচন প্রপঞ্চ (বিশেষ্য) প্রবঞ্চনাপূর্ণ কথা; কথার ছলাকলা (রাজার এইরূপ নিরপেক্ষ ও সদ্বিবেচনাপূর্ণ বচনপ্রপঞ্চ শ্রবণগোচর করিয়া-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। বচনবদ্ধ (বিশেষণ) প্রতিশ্রুত; অঙ্গীকৃত; প্রতিজ্ঞাবদ্ধ (এইরূপ রাজাকে বচনবদ্ধ করিয়া-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। বচনবাগীশ (বিশেষণ) বাকপটু; কেবল কথায় কথায় ওস্তাদ কিন্তু কাজে নয়। বচনীয় (বিশেষণ) ১ বলার যোগ্য; বাচ্য; কথনযোগ্য। ২ নিন্দার যোগ্য। বচনীয়তা; (বিশেষ্য) নিন্দা; অপবাদ। {(তৎসম বা সংস্কৃত) √বচ্‌+অন(ল্যুট্‌)}
  • Bengali Word বচসা Bengali definition [বচোশা] (বিশেষ্য) ১ কথা কাটাকাটি; তর্কাতর্কি (গাঁজাখোর সম্প্রদায়ের সহিত তাহার একটু বচসা হইল-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)। ২ ঝগড়া; কলহ। {(তৎসম বা সংস্কৃত) বচস্‌+আ(স্বার্থে)}
  • Bengali Word বচা Bengali definition [বচা] (বিশেষ্য) বাক্য। বচাবচ (বিশেষ্য) ১ বাদানুবাদ; তর্কবিতর্ক; বাকযুদ্ধ; ঝগড়া; বচসা (হীনসহ বচাবচ নাহি প্রয়োজন-কাশীরাম দাস)। {(তৎসম বা সংস্কৃত) √বচ্‌>বচ+(বাংলা) আ}
  • Bengali Word বচ্ছর, বছর Bengali definition [বচ্‌ছোর্‌, বছোর্‌] (বিশেষ্য) বৎসর; বয়স। বচ্ছরে, বছরিয়া (বিশেষণ) বয়স্ক বা বয়স্কা; বয়সযুক্ত (কেবল এক একশ’ বচ্ছুরে বুড়ী-দক্ষিণারঞ্জন মিত্রমজুমদার; কোটর-চক্ষু বারো বছরিয়া আকালের কঙ্কাল-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) বৎসর>(প্রাকৃত) বচ্ছর>বছর}
  • Bengali Word বজনিশ, বজনিস Bengali definition [বজ্‌নিশ্‌] (বিশেষণ) অবিকল; যথাযথ; হুবহু (সাচ্চা ঝুটা যায় না বোঝা হায়রে কি বজ্‌নিশ নকল-রজনীকান্ত সেন)। {(আরবি) বিজিনসিহি}
  • Bengali Word বজবজ Bengali definition [বজ্‌বজ্‌] (অব্যয়) আবর্জনাদি পচিবার পর বুদ্বুদযুক্ত অবস্থার ভাবপ্রকাশক (পচা বজবজ)। {(তৎসম বা সংস্কৃত) বুদ্বুদ>}
  • Bengali Word বজর Bengali definition বজ্র।
  • Bengali Word বজরা Bengali definition [বজ্‌রা] (বিশেষ্য) ১ বৃহৎ নৌকাবিশেষ; ভড়। ২ ধনীদের ভ্রমণবিলাসের উপযোগী নৌকা; কাঠের কামরা ও ছাদযুক্ত বৃহৎ নৌকাবিশেষ। {(ইংরেজি) Barge}
  • Bengali Word বজা আনা Bengali definition [বজাআনা] (ক্রিয়া) সম্পন্ন করা; হাসিল করা (দেখা কৈল হজরতে বজা আনে খেদমতে গোলামের এ বড় ইনাম-ভারতচন্দ্র রায়গুণাকর)। {(ফারসি) বজালানা}
  • Bengali Word বজা ১ Bengali definition বয়দা।
  • Bengali Word বজা ২ Bengali definition [বজা] (বিশেষণ) যথাযথ। □ (ক্রিয়াবিশেষণ) যথাস্থানে; কায়দা-মাফিক। {(ফারসি) বজা}
  • Bengali Word বজাজ Bengali definition [বজাজ্‌] (বিশেষ্য) কাপড়ের ব্যবসায়ী (কোন স্থানে পশ্চিমীয় বজাজেরা দোকান দিয়াছে-রাম)। {(ফারসি) বাজাজ}
  • Bengali Word বজায় Bengali definition [বজায়] (বিশেষণ) ১ কায়েম; বলবৎ; অক্ষুণ্ন; রক্ষিত (স্বজাতির হক্‌ রাখতে বজায় সইছে তারা নির্যাতন-সত্যেন্দ্রনাথ দত্ত)। ২ প্রতিষ্ঠিত (তিনি আমার যমকে বজায় করিয়া দেনদীনবন্ধু মিত্র)। {(ফারসি) বজা}
  • Bengali Word বজী Bengali definition বজ্র
  • Bengali Word বজ্জ, বজ্জর Bengali definition বজ্র
  • Bengali Word বজ্জাত, বজ্জাৎ Bengali definition [বজ্‌জাত্‌] (বিশেষ্য) চালাক; ধূর্ত; বদমাশ; দূর্বৃত্ত; দুষ্ট; দুর্জন; অসৎকর্মকার; মন্দ জন্মের লোক, অন্যের ক্ষতি করার মানসিকতাসম্পন্ন ব্যক্তি (লেড়কা… বেতমিজ ও বজ্জাত হল-প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর; তুমি বড় বজ্জাৎদীনবন্ধু মিত্র) বজ্জাতি (বিশেষ্য) বদমায়েশি; দুর্বৃত্তপনা; দুষ্টামি (জাতের নামে বজ্জাতি সব-কাজী নজরুল ইসলাম)। {(ফারসি) বদ্‌জাত}