Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word ফারফোর Bengali definition [ফার্‌ফোর্‌](বিশেষ্য) ছিদ্রময় গড়ন (কপাট বটে, কিন্তু-ফারফোরের কাজ… যাকে বলে জালির কাজ-প্রথম চৌধুরী)। {(ইংরেজি) Perforated}
  • Bengali Word ফারম Bengali definitionফার্ম
  • Bengali Word ফারসি, ফার্সি Bengali definition [ফার্‌শি](বিশেষ্য) ১ পারস্যদেশের ভাষা (তুরকী আরবী পড়ে ফারসী মিশালে-ভারতচন্দ্র রায়গুণাকর)। □ (বিশেষণ) পারস্য দেশ সম্বন্ধীয়; পারস্যদেশীয়। {(ফারসি) ফার্সী}
  • Bengali Word ফারা ফারা Bengali definition [ফারাফারা](বিশেষ্য) (মগের ভাষায়) হে খোদা হে খোদা (ফারা ফারা বোলি মগে-পূর্ববঙ্গ গীতিকা)। {অজ্ঞাতমূল}
  • Bengali Word ফারাক, ফরক, ফারাগ (অপ্র) Bengali definition [ফারাক, ফর্‌ক্‌, ফারাগ্‌](বিশেষ্য) ১ পার্থক্য; প্রভেদ (আমি দিশি বিদেশীতে কোন ফারাক দেখতে পাইনে-সৈয়দ মুজতবা আলী; ব্রাণ্ডি আর হুইস্কির নেশার মধ্যে ফারাক আছে-শওকত ওসমানকত ওসমান)। ২ ব্যবধান; তফাত (উভয়ের আসমান-জমীন ফরক-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। □ বিন ১ আলাদা; স্বতন্ত্র; বিচ্ছিন্ন পৃথক। ২ দূর। {(আরবি) ফরক}
  • Bengali Word ফারেস Bengali definition [ফারেস্‌](বিশেষ্য) পারস্যদেশ (আরবের প্রাণ ফারেসের গান-কাজী নজরুল ইসলাম)। {(আরবি) ফারিস}
  • Bengali Word ফার্ন Bengali definition [ফার্‌ন্‌](বিশেষ্য) উদ্ভিদবিশেষ; ঢেঁকি শাক (নদীর তীরে ছোট ফার্নের ঝোপ-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)। {(ইংরেজি) Fern}
  • Bengali Word ফার্নিচার Bengali definition [ফার্‌নিচার্‌](বিশেষ্য) আসবাপত্র বিশেষ (ফার্নিচারগুলো আজ পাঠিয়ে দেবার কথা ছিল-মঈন)। {(ইংরেজি) Funniture}
  • Bengali Word ফার্ম, ফারম Bengali definition [ফার্‌ম] (বিশেষ্য) ব্যবসায় প্রতিষ্ঠান; কোম্পানি (সে একটা ঔষধের ফার্মে কাজ নিয়েছে)। ((ইংরেজি) Firm}
  • Bengali Word ফার্স Bengali definition [ফারস্‌](বিশেষ্য) প্রহসন {(ইংরেজি) Farce}
  • Bengali Word ফার্স্ট এইড Bengali definition [ফার্‌স্‌ট এইড্‌] (বিশেষ্য) প্রাথমিক চিকিৎসা (ডাক্তার আসিয়া পৌছার আগে রোগীর প্রাণ বাঁচানোর ব্যবস্থাকে ফার্স্ট এইড বা প্রাথমিক চিকিৎসা বলা হয়-আবদুল্লাহ আলমুতী শরফুদ্দীন)। {(ইংরেজি) First aid}
  • Bengali Word ফাল ১ Bengali definition [ফাল্‌](বিশেষ্য) ১ লাঙলের মুখের লৌহখণ্ড যদ্দারা ভূমি বিদীর্ণ করা হয়; লাঙলের ফলা (লাঙ্গলের মুখে চাই ফাল। তবে ত মেদিনী ফাড়ে-মীর মশাররফ হোসেন)। ২ ফলকাস্ত্র; ফলা। {(তৎসম বা সংস্কৃত) ফাল; লাঙ্গল}
  • Bengali Word ফাল ২ Bengali definition [ফাল্‌](বিশেষ্য) লাফ; লম্ফ। ফালমারা, ফাল দেওয়া (ক্রিয়া) আস্ফালন করা; বিস্তার প্রসারণ (বহু ফাল করিআ-বড়ু চণ্ডীদাস)। {(তৎসম বা সংস্কৃত) লম্ফ>লাফ>(ধ্বনি বিপর্যয়ে) ফাল}
  • Bengali Word ফাল ৩ Bengali definitionফালা
  • Bengali Word ফালতু, ফালতো Bengali definition [ফাল্‌তু, ফাল্‌তো](বিশেষণ) ১ বেশি; বাড়তি; অতিরিক্ত (ফালতো কোন খরচা লাগবে না-সৈয়দ মুজতবা আলী; কথাটা হয়তো ফালতু নয়-আলাউদ্দীন আল আজাদ)। ২ বাজে অনাবশ্যক; বৃথা (অপরাহ্ণ আর সন্ধ্যার মাঝখানে দিনের একটা পোড়ো জমির মতো ফালতো অংশ আছে-রবীন্দ্রনাথ ঠাকুর; ফালতু টানটোন রেখাপাতে অনর্থপাতের শঙ্কায় আড়ষ্ট হয়ে থাকতেন-কেদারনাথ মজুমদার)। {(হিন্দি) ফাল্‌তু}
  • Bengali Word ফালসা, ফালসাই Bengali definitionফলসা
  • Bengali Word ফালা, ফাল্লা Bengali definition [ফালা, ফাল্‌লা](বিশেষ্য) ১ খণ্ড; ফালি; লম্বা টুকরা (কাপড়ের ফালা)। ২ লম্বভাবে কাটা ছেঁড়া; ছেদ (আঁচলটাতে প্রকাণ্ড একটা ফালা-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। ফালা দেওয়া (ক্রিয়া) লম্বালম্বি কাটা (কাপড়ড়ায় ফালা দিলে কেমন করেদীনবন্ধু মিত্র)। ফালা ফালা করা (ক্রিয়া) লম্বা লম্বা টুকরা করে ছিন্ন করা বা ছেঁড়া। {(তৎসম বা সংস্কৃত) √ফল্‌>√ফাল্‌+আ}
  • Bengali Word ফালাও Bengali definitionফলাও
  • Bengali Word ফালি Bengali definition [ফালি](বিশেষ্য) ১ ক্ষুদ্র ফালা। ২ লম্বা সরু টুকরা (নারকেল ফালি চন্দ্রকলার মত করে কাটা-অবনীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) √ফল্‌>√ফাল্‌+ই}
  • Bengali Word ফালুদা Bengali definition [ফালুদা](বিশেষ্য) দুধের সরের তৈরি মিষ্টান্ন বা ক্ষীর বিশেষ (ফিরে এল হাতে এক খানা ফালুদা নিয়ে-সৈয়দ মুজতবা আলী)। {(ফারসি) ফালুদাহ}
  • Bengali Word ফাল্গুন, ফাল্গুন Bengali definition [ফাল্‌গুন্‌, ফাগুন্‌](বিশেষ্য) ১ বাংলা বৎসরের একদশ মাস; বসন্তকালের প্রথম মাস; ফাল্গুন মাস। ২ তৃতীয় পাণ্ডব অর্জুন। ফাল্গুনি (বিশেষ্য) অর্জুন। ফাল্গুনী (বিশেষ্য) ফাল্গুন মাসের পূর্ণিমা; বাসন্তী পূর্ণিমা। {(তৎসম বা সংস্কৃত) ফল্গুনী+অ(অণ্‌)>ফাল্গুন,>(বাংলা) ফাগুন}
  • Bengali Word ফাস্ট ১ Bengali definition [ফাস্‌ট](বিশেষণ) ১ উচিত অপেক্ষা অগ্রগামী (তোমার ঘড়ি পনেরো মিনিট ফাস্ট)। {(ইংরেজি) Fast}
  • Bengali Word ফাস্ট ২, ফাস্টো Bengali definition [ফাস্‌ট, ফাশ্‌টো](বিশেষণ) ফার্স্ট; সর্বোচ্চ; শীর্ষ (এই ফাস্ট ক্লাশ?-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। {(ইংরেজি) First}
  • Bengali Word ফাস্ট-এইড Bengali definition [ফাস্‌ট এইড] (বিশেষ্য) প্রাথমিক চিকিৎসা। {(ইংরেজি) First-aid}
  • Bengali Word ফাৎ Bengali definition [ফাত্‌](অব্যয়) ১ হঠাৎ; আগুন জ্বালাসূচক শব্দ। ২ ফুৎকার শব্দ। {ধ্বন্যাত্মক}
  • Bengali Word ফাৎনা Bengali definitionফাতনা
  • Bengali Word ফাড় Bengali definition [ফাড়্‌](বিশেষ্য) চওড়া; প্রস্থ। {(তৎসম বা সংস্কৃত) স্ফাত অথবা প্রস্থ}
  • Bengali Word ফাড়া Bengali definition [ফাড়া](ক্রিয়া) চেরা; ছেঁড়া; বিচ্ছিন্ন করা; বিদীর্ণ করা (রাবণের পৃষ্ঠ মাংস থাকে থাকে ফাড়ে-কৃব; চালের ফাড়িয়া খড় জ্বালিয়া-কবিকঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। ফাড়ানো, ফাড়ান (ক্রিয়া) অন্যের দ্বারা চেরানো। {(তৎসম বা সংস্কৃত) √স্ফুট্‌>}
  • Bengali Word ফায়দা, ফয়দা Bengali definition [ফায়্‌দা,ফয়্‌দা](বিশেষ্য) ১ মঙ্গল; উপকার; সুফল লাভ (কোনো ফায়দা নেই)। ২ সুবিধা; সুযোগ (ফায়দা লোটা)। ৩ আবশ্যক {(আরবি) ফাইদাহ্‌}
  • Bengali Word ফায়সালা Bengali definitionফয়সালা