Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word ফাঁদা, ফান্দা, ফেন্দ (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [ফাঁদা,ফান্‌দা,ফেন্‌দ](ক্রিয়া) ১ আরম্ভ করা; শুরু করা; সূচনা করা; পত্তন করা (ব্যক্তিগতভাবে ব্যবসায় ফাঁদিয় বসে-ওয়ালি)। ২ (বুদ্ধি) আঁটা; কৌশলজাল পাতা (মামলার ফাঁদ ফাঁদলে-রবীন্দ্রনাথ ঠাকুর)। ৩ লম্ফ প্রদান করা; লাফানো (পার হল ত্বরিত কুরগ চলে ফেন্দে-ঘনরাম চক্রবর্তী)। ৪ স্থির করা (মতলব ফাঁদা)। □ (বিশেষ্য), (বিশেষণ) উক্ত সকল অর্থে। {(তৎসম বা সংস্কৃত) স্পন্দন>ফাঁদন>ফাঁদ+আ}
  • Bengali Word ফাঁদানি, ফাঁদানী Bengali definition [ফাঁদানি](ক্রিয়া) ফাঁদ পাতা (এই ত নিত্য নূতন ফাঁদ-নূতন ফাঁদানী-মীর মশাররফ হোসেন)। {ফাঁদ+আনি, আনী}
  • Bengali Word ফাঁদালো, ফাঁদাল Bengali definition [ফাঁদালো](বিশেষণ) ১ ফাঁদযুক্ত; জটিল ফাঁদ (যে ফাঁদ খুব ফাঁদাল… সেই ফাঁদেই রোখ বেশী-মীর মশাররফ হোসেন)। ২ বিস্তৃত মুখবিশিষ্ট (ফাঁদালমুখো জালা)। □ (বিশেষ্য) যার ভিতর অনেকটা ফাঁকা (ফাঁদালো হাঁড়ি)। {(তৎসম বা সংস্কৃত) ফাঁদ+আলো}
  • Bengali Word ফাঁদি Bengali definition [ফাঁদি](বিশেষণ) ১ বিস্তৃত; বিস্তারযুক্ত। ২ ফাঁদালো। ফাঁদি কথা (বিশেষ্য) বেহুদা কথা; আড়ম্বরপূর্ণ বাজে কথা। {ফা.+ই}
  • Bengali Word ফাঁপ, ফাঁফ Bengali definition [ফাঁপ্‌,ফাঁফ্‌](বিশেষ্য) স্ফীতি; ফোলা বা ফাঁপা বস্তু। ফাঁপ ধরা (ক্রিয়া) ফুলে ওঠা; ফেঁপে ওঠা। {(প্রাকৃত) ফংফ> ফাঁপ্‌}
  • Bengali Word ফাঁপর, ফাপর, ফাঁফর Bengali definition [ফাঁপোর, ফাপোর, ফোঁপর](বিশেষ্য) ১ সমস্যা; বিপদ; বিপাক; মহাচিন্তা; নিরুপায় (এসে ফাঁপরে পড়ে গেলাম-ইঁখা)। ২ মনের অস্বস্তি বা শূন্যতা (তাহার বুকের ফাঁপর সে মিটাইবে কি দিয়া-কাজী আবদুল ওদুদ)। ৩ হতবুদ্ধিকর অবস্থা (ফাঁপরে পড়িয়া কবি ফ্যাল ফ্যাল চায়-হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়)। ৪ উদর ফুলে ওঠা (জল খেয়ে রাবণারে হইলি ফাঁপর-কৃত্তিবাস ওঝা)। □ (বিশেষণ) বিপন্ন; হতবুদ্ধি; কিংকর্তব্যবিমূঢ় (পালাইতে না পেরে ফাঁপরে হৈল হর-ভারতচন্দ্র রায়গুণাকর; শুনিয়া আজিজ মর্দ হইল ফাফর-ফকির গরীবুল্লাহ)। {(প্রাকৃত) ফংফ>ফাঁপ+র}
  • Bengali Word ফাঁপা Bengali definition [ফাঁপা](ক্রিয়া) ১ স্ফীত হওয়া; ফুলে ওঠা বায়ু দ্বারা পূর্ণ হওয়া (পেট ফাঁপা)। ২ ধনবান হওয়া; বিত্তশালী হওয়া (চোর বাজারে কারবার করে লোকটা ফেঁপে উঠেছে)। □ (বিশেষণ) ১ শূন্যগর্ভ (সোনার বালার ভিতরটা ফাঁপা) ২ বায়ুপূর্ণ (বলটা ফাঁপা)। ফাঁপানো, ফাঁপান (ক্রিয়া) ১ ফুলানো; বায়ুপূর্ণ করা; স্ফীত করা। ২ অতিরঞ্জিত বা প্রশংসা দ্বারা গর্বিত করা (স্তোকবাক্যে লোকটাকে ফাঁপিয়ে তোলা হয়েছে)। □ (বিশেষণ) বায়ুপূরিত। ফাঁপা ঢেঁকির শব্দ বড়-ভিতরে যার কিছু নেই তার বাইরের শব্দ কিছু বেশি রকম। {(প্রাকৃত) ফংফ>ফাঁপ+আ}
  • Bengali Word ফাঁফর Bengali definitionফাঁপর
  • Bengali Word ফাঁশি Bengali definitionফাঁসি
  • Bengali Word ফাঁস Bengali definition [ফাঁশা](ক্রিয়া) ১ ধ্বসে পড়া; খুলে যাওয়া; ফেটে পড়া বা ভগ্ন হওয়া (হাঁড়ির তলা ফেঁসে গেছে) ২ পণ্ড বা বিফল হওয়া; ব্যর্থ হওয়া (বিয়ের আয়োজন সব ফেঁসে গেল)। ৩ গোপন বিষয় প্রকাশিত হওয়া (ওদের ষড়যন্ত্র ফেঁসে গেল)। ৪ বিপদে জড়িয়ে পড়া (লোকটা চক্রান্তে ফেঁসে গেছে)। ৪ বিচ্ছিন্ন হওয়া (বস্রাদির বুনন ফেঁসে যাওয়া)। □ (বিশেষ্য) উক্ত সকল অর্থে। ফাঁসানো/ফাঁসান (ক্রিয়া) ১ বিপদে ফেলা বা জড়িত করা (নিরীহ লোকটাকে চক্রান্তের মধ্যে ফাঁসিয়ে দিল)। ২ ছিন্ন করা; চেরা। ৩ পণ্ড করা; বিফল করা। {(তৎসম বা সংস্কৃত) পাশ>ফাঁস+(বাংলা) আ}
  • Bengali Word ফাঁস ১, ফাঁশ ১ Bengali definition [ফাঁশ্‌](বিশেষ্য) ১ ইচ্ছানুযায়ী শক্ত বা শিথিল করা যায় এমন রজ্জু বা দড়ির বাঁধন; ফাঁসি (কার হাতে কেরয়াল কারু হাতে ফাঁস-কবিকঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। ২ প্রকাশ (সম্বন্ধটা ফাঁস ক’রে দিলে-কাজী নজরুল ইসলাম)। ৩ ফাঁদ; জাল। ফাঁসকল (বিশেষ্য) ১ ফাঁদ। ২ চাল; চক্রান্ত; কৌশল; জাল (উলটে ওরা তোমারই ফাঁসকলে পড়েছে-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) পাশ>}
  • Bengali Word ফাঁস ২, ফাঁশ ২ Bengali definition [ফাঁশ্‌](বিশেষণ) ১ আলগা; শিথিল। ২ ব্যক্ত; প্রকাশিত; রাষ্ট্র (আসলে কথাটা ক্রমেই ফাঁস হইয়া পড়িতেছে-সুকুমার রায়)। {(ফারসি) ফাশ}
  • Bengali Word ফাঁসি, ফাঁসী, ফাঁশি Bengali definition [ফাঁশি](বিশেষ্য) ১ আত্মহত্যা; গলায় দড়ির ফাঁস লাগিয়ে আত্মহনন; উদ্বন্ধন। ২ বন্ধন-রজ্জু (আমি পরের ঘরে কিনব না তোর ভূষণ বলে গলায় ফাঁসি-রবীন্দ্রনাথ ঠাকুর)। ৩ আত্মহননের জন্য গলায় পরার ফাঁস। ৪ গলায় ফাঁস লাগিয়ে মৃত্যুদণ্ড। ফাঁসিকাঠ (বিশেষ্য) যে কাঠ থেকে ফাঁসির দড়ি লাগানো হয়। {(তৎসম বা সংস্কৃত) পাশ>ফাঁস, ফাঁশ+(বাংলা) ই, ঈ}
  • Bengali Word ফাঁসুড়ে, ফাঁসুড়িয়া Bengali definition [ফাঁশুড়ে,ফাঁশুড়িয়া] কৌশলে গলায় ফাঁস লাগিয়ে পথচারীদিগকে হত্যা করে এমন নরঘাতী দস্যু (শিমলিয়া বালিঘাটা ফাঁসুড়ের ভয়-কবিকঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত) ফাঁস+(বাংলা) উড়িয়া>উড়ে}
  • Bengali Word ফাঁড় Bengali definition [ফাঁড়্‌](বিশেষ্য) ১ কলসি ইত্যাদির মধ্য বেষ্টন। ২ উদর; পেট (এ ফাঁড় আর ভরবে না)। {(তৎসম বা সংস্কৃত) ফণ্ড>}
  • Bengali Word ফাঁড়া Bengali definition [ফাঁড়া](বিশেষ্য) ১ রিষ্টি বা গ্রহদোষ, জ্যোতিষ গণনানুযায়ী মৃত্যুযোগ বা কঠিন বিপদের সম্ভাবনা (অমনি করে ফাঁড়া কাটিয়ে কোন রকমে বেঁচে আছি-ওই)। ফাঁড়া উতড়ানো, ফাঁড়া কাটানো (ক্রিয়া) বিপদ উত্তীর্ণ হওয়া; প্রাণসংকট মুহুর্ত কেটে যাওয়া। ফাঁরা গর্দিশ (বিশেষ্য) বিপদ-আপদ (নানাবিধ মুশকিল যাবতীয় ফাড়া গর্দিশ এবং তার চেয়ে প্রচুরতর আনন্দের ভিতর দিয়ে-সৈয়দ মুজতবা আলী)। {(তৎসম বা সংস্কৃত) পীড়া>}
  • Bengali Word ফাঁড়ি, ফাঁড়ী Bengali definition [ফাঁড়ি](বিশেষ্য) পুলিশ-ঘাঁটি; থানার শাখা; চৌকি। ফাঁড়িদার (বিশেষ্য) ১ ফাঁড়ির বড় কর্তা। ২ দারোগা। ৩ চৌকিদার। {(তৎসম বা সংস্কৃত) ঘাঁটি>}
  • Bengali Word ফাই-ফরমাশ Bengali definition [ফাই-ফর্‌মাশ্‌](বিশেষ্য) ছোটখাট হুকুম তামিল (নির্মলা চায় অপূর্ব দাদা তাহাকে ফাই-ফারমাস করে-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)। {(ফারসি) ফর্‌মাইশ্‌}
  • Bengali Word ফাইন Bengali definition [ফাইন](বিশেষ্য) জরিমানা। □ (বিশেষণ) মিহিন; সুন্দর (ফাইন সুতার কাপড়)। {(ইংরেজি) Fine}
  • Bengali Word ফাইল Bengali definition [ফাইল্‌](বিশেষ্য) ১ শৃঙ্খলার সাথে গুছিয়ে রাখা কাগজপত্রের তাড়া বা নছির গোছা। ২ তালিকা (ধরা রইলো না মানের ফাইলে গাঁথা হয়ে-অবনীন্দ্রনাথ ঠাকুর)। {(ইংরেজি) File}
  • Bengali Word ফাউ Bengali definitionফাও
  • Bengali Word ফাউগ Bengali definitionফাগ
  • Bengali Word ফাউন্টেন পেন Bengali definition [ফাউন্টেন্‌টেন্‌পেন্‌](বিশেষ্য) ঝরনা কলম; একবার কালিতে পূর্ণ করলে যে কলমে দীর্ঘক্ষণ লেখা যায়। {(ইংরেজি) Fountain-pen}
  • Bengali Word ফাউড়া, ফাবড়া (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [ফাউড়া,ফাব্‌ড়া](বিশেষ্য) ক্ষুদ্র লগুড়; খেঁটে; ছোট লাঠি (লইয়া ফাউড়া ঢেলা যায় সঙ্গে করে খেলা; তার হয় জীবন সংশয়-কবিকঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত) পর্ব>}
  • Bengali Word ফাও, ফাউ Bengali definition [ফাও, ফাউ](বিশেষ্য) আসল পরিমাণের অতিরিক্ত কিছু; মূল্যের বদলে প্রাপ্য বস্তুর চেয়ে বাড়তি সামান্য কিছু। □ (বিশেষণ) ১ অতিরিক্ত; উপরি। ২ তুচ্ছ; সামান্য (শুধু তাই নয় তিনি কিছু ফাউও দিয়েছেন-মুম)। {(তৎসম বা সংস্কৃত) স্ফার; (হিন্দি) ফাও}
  • Bengali Word ফাওড়া Bengali definition [ফাওড়া](বিশেষ্য) লম্বা বাঁটযুক্ত চওড়া কোদাললি (ফাওড়া কোদালি লেহ; বাগানে চলিয়া যাহ-সৈয়দ হামজা)। {(হিন্দি) পাওড়া}
  • Bengali Word ফাকা Bengali definition [ফাকা](বিশেষ্য) ১ উপবাস (সাতরোজ ফাকা আছে তবু নাহি খায়-সৈয়দ হামজা; ভূখাফাকা)। ২ দারিদ্র্য; অভাব-অনটন। {(আরবি) ফারাহ}
  • Bengali Word ফাক্কা Bengali definition [ফাক্‌কা](বিশেষ্য) ১ বিবর্ণ বা স্নানাভাব; বিবর্ণতা; ম্লানিমা (মুখে উড়ে ফাক্কা-রামপ্রসাদ সেন [বিদ্যাসুন্দর])। ২ ফেনা; ফেকো; শুকনা থুথু। {(তৎসম বা সংস্কৃত) ফক্কিফা>}
  • Bengali Word ফাগ, ফাউগ, ফাগু, ফাগুয়া Bengali definition [ফাগ্‌, ফাউগ্‌, ফাগু, ফাগুয়া](বিশেষ্য) ১ আবীর (উহাতে কে যেন ফাগ ছড়াইয়া দিয়াছে; আইল ফাগুন মাস ফাগুর বিহার-দৌলত উজির বাহরাম খান; সিন্দূর বদলে দিব ফাউগের গুঁড়ি-বিজয় গুপ্ত)। ২ উৎসব-বিশেষ; হোলি। {(তৎসম বা সংস্কৃত) ফল্‌গু>, (তুলনীয়) (হিন্দি) ফাগুয়া}
  • Bengali Word ফাগুন Bengali definitionফাল্গুন