Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word ফী ২ Bengali definitionফি২
  • Bengali Word ফীল Bengali definitionফিল
  • Bengali Word ফুঁ Bengali definition [ফুঁ] (বিশেষ্য) ১ ফুৎকার; মুখ থেকে বেগে নির্গত বায়ু। ২ লঘুতম চাপ বা আঘাত (ফুঁটুকু সয় না-পূর্ববঙ্গ গীতিকা)। এক ফুঁয়ে ওড়ানো/উড়ানো (ক্রিয়া) (আলঙ্কারিক) সহজে বা অনায়াসে বিপক্ষের চেষ্টা ব্যর্থ করা। {ধ্বন্যাত্মক ফুৎ>}
  • Bengali Word ফুঁক, ফুক Bengali definition [ফুঁক্‌, ফুক্‌] (বিশেষ্য) ১ মন্ত্রোচ্চারণের সঙ্গে ফুৎকার (এছন পড়িয়া ফুক দিল তালাবেতে-সৈয়দ হামজা)। ২ ফুঁ (শাঁখেতে পাড়িতে ফুঁক চূড়ান্ত নিপুণ-হেম)। ঝাড় ফুঁক করা (ক্রিয়া) (আলঙ্কারিক) মন্ত্র বা ইসম পড়ে ফুঁক দিয়ে রোগ সারানো বা জিনের আছর বা প্রভাব দূর করা। {ধ্বন্যাত্মক ফুৎ>}
  • Bengali Word ফুঁপা Bengali definition [ফুঁপা](বিশেষ্য) ফুপানো; গুমরে কাঁদা; রাগে-ক্ষোভে-দুঃখে চাপা গর্জন। {ধ্বন্যাত্মক}
  • Bengali Word ফুঁপান, ফুপানো Bengali definitionফোঁপানো
  • Bengali Word ফুঁপি Bengali definition [ফুঁপি](বিশেষ্য) বস্ত্রপ্রান্ত; খুঁট (কাপড়ের ফুঁপিটা সাপের ফণার মতো আর উদ্যত হয়ে রইল না-অবনীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) পুষ্প>ফুঁপ+ই}
  • Bengali Word ফুঁসা Bengali definitionফোঁসা
  • Bengali Word ফুঁড়া Bengali definitionফোঁড়া
  • Bengali Word ফুই Bengali definition [ফুই] (বিশেষণ) ফোঁটা ফোঁটা বৃষ্টি। {ধ্বন্যাত্মক}
  • Bengali Word ফুক Bengali definitionফুঁক
  • Bengali Word ফুকচি, ফুচকি Bengali definition [ফুক্‌চি,ফুচ্‌কি](বিশেষ্য)উঁকি(অন্ধকার ঘরে তো কুকুরও ফিরে ফুকচি দেয় না-জসীমউদ্‌দীন)। ফুকচি মারা, ফুকচি দেওয়া (ক্রিয়া) উঁকি দেওয়া। {অজ্ঞাতমূল}
  • Bengali Word ফুকর, ফোকর Bengali definition [ফুকর্‌,ফোকর্‌](বিশেষ্য) ১ ছিদ্র; গর্ত; রন্ধ্র। ২ খোপ। {(তৎসম বা সংস্কৃত) ভূক>ভুকর>ফুকর>ফোকর}
  • Bengali Word ফুকরই (ব্রজবুলি) Bengali definition [ফুকরই](ক্রিয়া) উচ্চকন্ঠে ডাকে (সবজন তেজিয়া আগুসারি ফুকরই-বিদ্যাপতি)। {(হিন্দি) ফুকার}
  • Bengali Word ফুকরানো, ফুকরনো, ফোকরানো Bengali definition [ফুক্‌রানো,ফুক্‌রনো,ফোক্‌রানো] (ক্রিয়া) ১ উচ্চৈঃস্বরে আহবান করা বা ডাকা; হাঁকা (ঘটিরাম ফরিয়াদি হাজির? বলে ফুকরাতে লাগলোদীনবন্ধু মিত্র; নকিব লোকেরা জয়ধ্বনি ফোকারিতেছে-রাম)। ২ চিৎকার করা; ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদা। {(হিন্দি) ফুকার}
  • Bengali Word ফুকরি (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [ফুকরি] অসমাপিকা ক্রিয়া উচ্চৈকন্ঠে ডেকে (রাই রাই করি ফুকরি ফুকরি-চণ্ডীদাস)। {ফুকারিয়া>}
  • Bengali Word ফুকা, ফুকো Bengali definition [ফুকা,ফুকো] (বিশেষ্য) বেশি দুধ বের করার জন্য গাভীর যোনিতে যে ফুৎকার দেওয়া হয় (ফুকা দেওয়া)। □ (বিশেষণ) ফাঁপা অথচ হালকা। {(তৎসম বা সংস্কৃত) ফুৎকার>}
  • Bengali Word ফুকার Bengali definition [ফুকার্‌] (বিশেষ্য) ১ চিৎকার (ফুকারি কন্ঠে ঘন বিষাণ-গোমো)। ২ ডাক; আহবান। ৩ চিৎকার করে রোদন। {(হিন্দি) ফুকার}
  • Bengali Word ফুকারা ((মদ্যযুগীয় বাংলা) ) Bengali definition [ফুকারা](ক্রিয়া) উচ্চৈঃস্বরে ডাকা (কে দিনে কে নিবে ফুকারে পথে-চণ্ডীদাস)। {হি.ফুকার}
  • Bengali Word ফুকো Bengali definitionফুকা
  • Bengali Word ফুগইতে (ব্রজবুলি) Bengali definition [ফুগইতে](ক্রিয়া) খুলতে (কঞ্চুক ফুগইতে পহু ভেল ভোর-বিদ্যাপতি)। {মৈথিলি. ফুজল (শিথিল)>}
  • Bengali Word ফুঙ্গি, ফঙ্গি, ফুঙি Bengali definition [ফুঙ্‌গি, ফঙ্‌গি, ফুঙি] (বিশেষ্য) ব্রহ্মদেশীয় বৌদ্ধ সন্ন্যাসী বা পুরোহিত (প্রোফেসার আর পুড়ছে ফুঙি, পুড়ছে শমস্‌-উল-উলামা-সত্যেন্দ্রনাথ দত্ত)। {বর্মী, ফুঙ্গী}
  • Bengali Word ফুচকি Bengali definitionফুকচি
  • Bengali Word ফুচকে Bengali definition [ফুচ্‌কে] (বিশেষণ) পুচকে; অতি ক্ষুদ্র। {(তৎসম বা সংস্কৃত) পুচ্ছ>পুচ+কিয়া>}
  • Bengali Word ফুট ১ Bengali definition [ফুট্‌] (বিশেষ্য) ১ মাপের একক বিশেষ; ১২ ইঞ্চি; গজের এক তৃতীয়াংশ। ২ পাদমূল। ফুটনোট (বিশেষ্য) পাদটীকা (যদি কোটেশ্যন বা ফুটনোটের প্রয়োজন হয, তবে কোন ভাষা হইতে দিব, তাহাও লিখিবেন-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। {(ইংরেজি) Foot}
  • Bengali Word ফুট ২ Bengali definition [ফুট্‌] (বিশেষ্য) ১ ফুটন্ত অবস্থায় তরল পদার্থ থেকে উত্থিত বুদ্বুদ। ২ ফোটার অবস্থা। ৩ ফাট; চিড়; বিদার। ৪ বিবাদ। ফুটফাট (বিশেষ্য) ১ ফোটার শব্দ। ২ বারুদের তৈরি বিদারণ শব্দ; বন্দুকাদির গুলির আওয়াজ। ৩ হজম না হওয়ার দরুন পেটের ভিতর এক প্রকার শব্দ। {ধ্বন্যাত্মক; (তৎসম বা সংস্কৃত) স্ফুট্‌>}
  • Bengali Word ফুট ৩ Bengali definition [ফুট্‌] (বিশেষণ) প্রস্ফুটিত; বিকশিত। ২ বিদীর্ণ। {(তৎসম বা সংস্কৃত) স্ফুট>}
  • Bengali Word ফুট ৪ Bengali definition [ফুট্‌] (বিশেষ্য) ছোট দাগ; ফোঁটা; বিন্দু (এক ফুট পানী-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। ফুট ফুট (বিশেষ্য) ১ ছোট ছোট দাগ (তার গায়ে ফুট ফুট আছে)। ২ ছোট ছোট দাগ যুক্ত (ফুট ‍ফুট পাখিটা)। {(তৎসম বা সংস্কৃত) স্ফুট>}
  • Bengali Word ফুট, ফুটিআঁ (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [ফুট, ফুটিয়াঁ] অসমাপিকা ক্রিয়া বিদীর্ণ হয়ে; ফুটে (মোর টূট জায়িবে বুক; বুক না জাএ ফুটিআঁ-বড়ু চণ্ডীদাস)। {(তৎসম বা সংস্কৃত) √স্ফুট্‌> (বাংলা) √স্ফুট্‌>}
  • Bengali Word ফুট-ফরমাশ, ফুট-ফরমাজ, ফুট-ফরমাইশ Bengali definition [ফুট্‌ফরমাশ্‌, ফুট্‌ফরমাজ্‌, ফুট্‌ফরমাইশ্‌] (বিশেষ্য) ছোটখাটো আদেম (ফুট-ফরমাজ করি-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। {ফুট৪ +ফঅ. ফরমায়শ্‌}