Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word ফলাশ, ফরাস Bengali definition [ফরাশ্‌](বিশেষ্য) ১ মেঝে বা তক্তাপোষে পাতবার জন্য কার্পেট বা বিছানা (সরাইখানার ভিতরে সারা মেঝে জুড়িয়া ফরাস পাতা-আকবরউদ্দীন; ফরাশ বিছিয়ে বসি না কেন-প্রথম চৌধুরী)। ২ ঘরের আসবাবপত্র ঝাড়ামোছা; আলো জ্বালা, শয্যা বিছানো ইত্যাদি কাজে নিয়োজিত চাকর বা ভৃত্য (যম বাতি নিবিয়ে দেবার জন্য থেকে থেকে ফরাশ পাঠায়-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(আরবি) ফরাশ}
  • Bengali Word ফলাশন Bengali definition [ফলাশন্‌](বিশেষ্য) ১ টিয়া পাখি। {(তৎসম বা সংস্কৃত) ফল+অশন}
  • Bengali Word ফলাহার, ফলার Bengali definition [ফলাহার্‌,ফলার্‌](বিশেষ্য) ১ ভাত ছাড়া অন্যান্য নিরামিষ দ্রব্য-দই, চিড়া, দুধ, মিষ্টান্ন, বিভিন্ন প্রকার ফল ইত্যাদি ভোজ্যবস্তু। ২ উক্তরূপ ভোজ্য দ্রব্যাদি আহার (ঠাকুরদাসকে পেট ভরিয়া ফলার করাইলেন-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। ফলাহারী, ফলারে ভিণ ফলারপ্রিয়; ফলার করতে অভ্যস্ত এমন; ফল ভোজনকারী (ফলারে বামুন)। {(তৎসম বা সংস্কৃত) ফল+আহার}
  • Bengali Word ফলিত Bengali definition [ফোলিতো](বিশেষণ) ১ ফলবান; ফলযুক্ত। ২ সফর; সিদ্ধযুক্ত; সত্যরূপে প্রমাণিত। ৩ পরীক্ষা বা গবেষণা দ্বারা প্রমাণিত বা সিদ্ধ। ৪ প্রক্রিয়ামূলক; applied (ফলিত রসায়ন)। ফলিত জ্যোতিষ (বিশেষ্য) গ্রহ-নক্ষত্রের গতি দ্বারা ভূত ভবিষ্যৎ জানার শাস্ত্রবিশেষ; astrology। ফলিত বিজ্ঞান (বিশেষ্য) ব্যবহারিক বিজ্ঞান; গবেষণায় সিদ্ধ বিজ্ঞান (আমাদের অনেক অভিজ্ঞতা ফলিত বিজ্ঞানের তোয়াক্কা রাখে না-সুধীন্দ্রনাথ দত্ত)। ফলিতা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) রজঃস্বলা নারী। ফলিতার্থ (বিশেষ্য) সারাংশ; প্রধান অংশ। {(তৎসম বা সংস্কৃত) ফল+ইত(ইতচ্‌)}
  • Bengali Word ফলুই Bengali definitionফলই
  • Bengali Word ফলোদয় Bengali definition [ফলোদয়্‌](বিশেষ্য) ১ ফলোৎপত্তি। ২ যশ লাভ; সফরতা; উদ্দেশ্যসিদ্ধি। {(তৎসম বা সংস্কৃত) ফল+উদয়}
  • Bengali Word ফলোন্মুখ Bengali definition [ফলোন্‌মুখ](বিশেষণ) দ্রুত ফল দেবে এমন। {(তৎসম বা সংস্কৃত) ফল+উন্মুখ}
  • Bengali Word ফলোপজীবী Bengali definition [ফলোপোজিবি](বিশেষ্য) যে ফল বিক্রি করে জীবিকা নির্বাহ করে। {(তৎসম বা সংস্কৃত) ফল+উপজীবী}
  • Bengali Word ফলোপধায়ক, ফলোপধায়ী Bengali definition [ফলোপোধায়োক্‌,ফলোপোধায়ি](বিশেষণ) ফলজনক; ফল উৎপাদক (তিনি শিক্ষা দিবার অত্যুৎকৃষ্ট ও ফলোপধায়ক প্রণালী জানিতেন-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। ফলোপধায়িনী( স্ত্রীলিঙ্গ) । {(তৎসম বা সংস্কৃত) ফল+উপধায়ক, উপধায়ী}
  • Bengali Word ফল্গু Bengali definition [ফোল্‌গু](বিশেষ্য) ১ গয়ার মধ্য দিয়ে প্রবাহিত অন্তঃসলিলা নদীর নাম। ২ বসন্ত কাল। ৩ আবীর; ফাগ। □ (বিশেষণ) ১ তুচ্ছ; অসার। ২ সুন্দর; মনোরম। ৩ অন্তরে প্রবাহিত অথচ বাহিরে অপ্রকাশ্য এমন। ফল্গুধারা, ফল্গুপ্রবাহ (বিশেষ্য) ১ যে ধারা বাহিরে প্রকাশিত নয়। ২ লোকসমাজে প্রচারিত নয় এমন ভাব বা কর্মপদ্ধতি। {(তৎসম বা সংস্কৃত) ফল+উ(গ্‌ আগম)}
  • Bengali Word ফল্গুন Bengali definition [ফোল্‌গুন্‌](বিশেষ্য) ১ ফাল্গুন মাস। ২ অর্জুন। {(তৎসম বা সংস্কৃত) ফল্গুনী+অ(অণ্‌)}
  • Bengali Word ফল্গুনী Bengali definition [ফোল্‌গুনি](বিশেষ্য) পূর্ব-ফল্গুনী ও উত্তর-ফল্গুনী নামক নক্ষত্রদ্বয়। {(তৎসম বা সংস্কৃত) ফল্গুন+ঈ(ঙীয্‌)}
  • Bengali Word ফল্‌গূৎসব Bengali definition [ফোল্‌গুত্‌শব্‌](বিশেষ্য) দোলযাত্রা; হোলি বা ফাল্গুন মাসে আবির খেলার উৎসব। {(তৎসম বা সংস্কৃত) ফল্গু+উৎসব}
  • Bengali Word ফষ্টি, ফটকি, ফষ্ঠি Bengali definition [ফোশ্‌টি, ফোট্‌কি, ফোশ্‌ঠি] (বিশেষ্য) রঙ্গরস (জ্যৈষ্ঠ মাসে, ফষ্ঠি করি ষষ্ঠী পালা সারেদীনবন্ধু মিত্র)। ফষ্টিনষ্টি, ফষ্টি-নাটকি (বিশেষ্য) ফাজলামি; ইয়ারকি; লঘু হাস্য-পরিহাস; রঙ্গরস; হাসিতামাশা; (ধর্মের নাম করে সাতরকম ফষ্টিনষ্টি-মুনীর চৌধুরী)। {(তৎসম বা সংস্কৃত) হাস্য> হাস্যি>ফস্যি>ফষ্টি, ‘নষ্টি’ অনুচর শব্দ}
  • Bengali Word ফস Bengali definition [ফশ্‌](অব্যয়) ১ অসতর্কভাবে; অসাবধানবশত (তাই সে ফস করে নীতিকথা বললে-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ২ আকস্মিক; শীঘ্র। ফসকথা, ফাশকথা (বিশেষ্য) এমন কথা যা বলার নয়; অযথাবাক্য। ফসফস (অব্যয়) শিথিলতাব্যঞ্জক শব্দবিশেষ (তোমার পায়ের জুতা ফসফস করে)। {ধ্বন্যাত্মক; (আরবি) ফাহিশাহ}
  • Bengali Word ফসকা, ফস্কা Bengali definition [ফশ্‌কা](বিশেষণ) আলগা; শিথিল; ঢিলা (বজ্র আঁটুনি ফস্কা গেরো-প্রবাদ)। ফসকানো, ফস্কানো (ক্রিয়া) ১ পিছলানো (মস্তক আওড়াতে কথা ফসকায়-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ২ হাতছাড়া হয়ে যাওয়া; আয়ত্তের বাইরে চলে যাওয়া (শিকার ফসকে যাওয়া)। {(আরবি) ফস্‌খ্‌}
  • Bengali Word ফসফরাস, ফসফোরাস Bengali definition [ফস্‌ফরাস্‌, ফস্‌ফোরাস্‌](বিশেষ্য) সহজে দাহ্য মৌলিক পদার্থ বিশেষ; অন্ধকারে দীপ্তিমান পদার্থবিশেষ। {(ইংরেজি) Phosphorus}
  • Bengali Word ফসল ১ Bengali definition [ফসোল্‌](বিশেষ্য) ১ ক্ষেতে উৎপন্ন শস্য (এবারে দেশে ভালো ফসল হয়েছে)। ২ ফল; কোনো কিছু আবিস্কারের সুফল (সায়েন্সের শেষ ফসল যাতে তারা পায়-রবীন্দ্রনাথ ঠাকুর)। ৩ শস্য সংগ্রহের সময়। ফসলি, ফসলী (বিশেষণ) ১ ফসল সংক্রান্ত (এক ফসলি ক্ষেত)। ২ ফসর তোলার কাল থেকে গণনা করা হয় এমন। ফসলি/ফসলী সন (বিশেষ্য) ১৫৫৬ খ্রিষ্টাব্দে (৯৬৩ হিজরি) আকবর বাদশাহ কর্তৃক তাঁর রাজ্যে প্রবর্তিত অব্দ। আকবর ১৫৭৫ সনে বঙ্গবিজয় করেন। তাঁর প্রবর্তিত সন সমগ্র বাংলাদেশে ১৬১৭ সন থেকে চালু হয়। {(আরবি) ফসল}
  • Bengali Word ফসল ১ Bengali definition [ফসোল্‌](বিশেষ্য) ১ অল্প দর; কম মূল্য। ২ ক্রয়-বিক্রয়ে লোকসান বা ক্ষতি (আসলে কিনিয়া মাল ফসলে বিকায়-পূর্ববঙ্গ গীতিকা)। {(আরবি) ফসল}
  • Bengali Word ফসাদ Bengali definition [ফসাদ্‌](বিশেষ্য) ঝগড়া; গণ্ডগোল। ঝগড়া-ফসাদ (বিশেষ্য) ঝগড়া; ফ্যাসাদ হাঙ্গামা। {(তৎসম বা সংস্কৃত) ফসাদ}
  • Bengali Word ফস্কা, ফস্কান, ফস্কানো Bengali definitionফসকা
  • Bengali Word ফাঁই Bengali definition [ফাঁই](বিশেষ্য) ১ শূন্য; ফাঁক। ২ উধাও। ফটাম ফাঁই (অব্যয়) ছেঁড়া বা বিদীর্ণ হওয়ার শব্দ। {ধ্বন্যাত্মক}
  • Bengali Word ফাঁই ফাঁই Bengali definition [ফাঁইফাঁই](অব্যয়) বস্ত্রাদি ফালি ফালি করে ছেঁড়ার শব্দ। {ধ্বন্যাত্মক}
  • Bengali Word ফাঁক Bengali definition [ফাঁক](বিশেষ্য) ১ তফাৎ; অন্তর; ব্যবধান। ২ ফাটল; উন্মুক্ততা; ছিদ্র। ৩ সুযোগ; সুবিধা। ৪ অবকাশ; অবসর(ফাঁক পেলে)। ৫ শূন্য বা নিঃশ্বেষ (পকেট ফাঁক)। ৬ শূন্যতা (তহবিলের ফাঁক পূর্ণ হল ধনপতির-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ৭ বিচ্ছেদ; লঙ্ঘন; বাদ (একদিনও ফাঁক যায় না)। ৮ লুন্ঠন (সিন্দুক ফাঁক করা)। ফাঁক করা (ক্রিয়া) ১ খোলা। ২ শূন্য বা খালি করা; ছিদ্র করা। ৩ বিদারণ করা। ৪ রাষ্ট্র করা; প্রচার করা; প্রকাশ করে দেওয়া (গোপন কথা ফাঁক করা)। ফাঁকতাল, ফাঁকতাল্লা (বিশেষ্য) ১ হঠাৎ পাওয়া সুযোগ বা সুবিধা (গোলমালে ফাঁকতালে পালিয়েছি কেমন-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ বাজনার তালবিশেষ। ফাঁক পাওয়া (ক্রিয়া) ১ অবসর পাওয়া। ২ সুযোগ পাওয়া। ফাঁক ফাঁক (বিশেষণ) বিচ্ছিন্ন; আলাদা ছাড়া ছাড়া (ফাঁক ফাঁক হয়ে বসো)। ফাঁকে পাড় (ক্রিয়া) ১ ফাঁকিতে পড়া। ২ বঞ্চিত হওয়া; প্রতারিত হওয়া। ফাঁকে ফাঁকে (ক্রিয়াবিশেষণ) কাজের অবসরে; মধ্যে মধ্যে; দূরে দূরে; আড়ালে আড়ালে (অমন ফাঁকে ফাঁকে থাকলে কেমন করে চলে?)। ফাঁক ফুকুর (বিশেষ্য) (ফাঁক ফুকুরে প্রকৃতি নিসর্গ তাঁর হৃদয়দুর্গ। দখল করে নিয়েছিলো-আশ)। {(তৎসম বা সংস্কৃত) √ফক্ক>(আরবি) ফরক্‌}
  • Bengali Word ফাঁকা Bengali definition [ফাঁকা](বিশেষণ) ১ উন্মুক্ত; অনাবৃত; খোলা। ২ শূন্য। ৩ জনশূন্য; নির্জন। ৪ অসার; ভিত্তিহীন; মিথ্যা; বাজে (ফাঁকা কথায় কান দিও না)। ৫ অপ্রত্যাশিতভাবে কিছু পাওয়া (সে বছরে ফাঁকা পেনু কিছু টাকা-রবীন্দ্রনাথ ঠাকুর)। ফাঁকা আওয়াজ (বিশেষ্য) ১ গুলিশূন্য বন্দুকে শুধু বারুদের জন্য যে শব্দ হয়। ২ (ব্যঙ্গার্থ) বৃথা আস্ফালন; বাজে কথার হাঁকডাক (অমন ফাঁকা আওয়াজ সবাই করতে পারে)। ফাঁকা ফাঁকা ঠেকা (ক্রিয়া) শূন্যপ্রায় বা জনহীন বোধ হওয়া; কোনো কিছুর অভাব অনুভব করা (বাড়িকটা কেমন ফাঁকা ফাঁকা ঠেকছে)। {(আরবি) ফলক>ফাঁক+(বাংলা) আ}
  • Bengali Word ফাঁকার (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [ফাঁকার্‌](বিশেষ্য) সাদা তিল। {খনার বচনে, অমু.}
  • Bengali Word ফাঁকি Bengali definitionফাঁকি
  • Bengali Word ফাঁকি, ফাকি Bengali definition [ফাঁকি, ফাকি](বিশেষ্য) ১ প্রতারণা; ছলনা; বঞ্চনা; ঠকানি; চাতুরী; ধাপ্পা; ধোঁকা (ফাঁকি দিয়ে টাকা গুলো নিয়ে গেলো)। ২ কর্তব্যকর্মে অবহেলা (অফিসের কাজে ফাঁকি দেওয়া ওর স্বভাব)। ৩ কূটবিতর্ক (ন্যায়ের ফাঁকি; এখানে রাজা সেই একটা ফাঁকি চাল আনবে-রবীন্দ্রনাথ ঠাকুর)। ৪ মিহি চূর্ণ গুঁড়া (ফাঁকি ধূপ)। ফাঁকি জুঁকি, ফাঁকি জুঁখি (বিশেষ্য) প্রবঞ্চনা; শঠতা; মিথ্যা আচরণ (ফাঁকিজুকি দিয়ে আর কদ্দিন চলবে?) ফাঁকিতে পড়া (ক্রিয়া) ১ লোকসান দেওয়া। ২ প্রতারিত হওয়া। ফাঁকিবাজ (বিশেষণ) ফাঁকি দিতে অভ্যস্ত বা পটু; প্রতারক (ফাঁকিবাজ লোক দিয়ে কাজ হয় না)। ফাঁকিবাজি (বিশেষ্য) ফাঁকিবাজের বৃত্তি বা কাজ। {(তৎসম বা সংস্কৃত) ফক্কিকা>}
  • Bengali Word ফাঁত, ফাঁৎ Bengali definition [ফাঁর্ত](ক্রিয়াবিশেষণ) দীর্ঘ-নিশ্বাস ত্যাগ সম্পর্কে বলা হয় (লোকটা ফাঁৎ করে নিঃশ্বাস ফেলল)। ফাঁত করা (ক্রিয়া) বিশেষ শব্দ করা (চাষা ফাঁত করে রাস্তায় নাক ঝেড়ে ওদিকে আর তাকায় না-সৈয়দ মুজতবা আলী)। ফাঁত ফাঁত (ক্রিয়াবিশেষণ) ফাঁকা ফাঁকা লাগা; শূন্যবোধ হওয়া (সকলের অভাবে প্রাণটা ফাঁৎ ফাঁৎ করছে)। {ধ্বন্যাত্মক}
  • Bengali Word ফাঁদ, ফান্দ, ফান Bengali definition [ফাঁদ, ফান্‌দ, ফান্‌] (বিশেষ্য) ১ পশুপাখি ধরার যন্ত্রবিশেষ (ফাঁদ পেতে পাখি ধরা)। ২ (আলঙ্কারিক) কৌশল; ছল; ফন্দি; চক্রান্ত (বাতাসে পাতিয়া ফাঁদ ধরে দিতে পারি চাঁদ-ভারতচন্দ্র রায়গুণাকর)। ৩ ব্যাস; বৃত্তের ভিতরের আয়তন (বড় ফাঁদের বাসা)। ফাঁদ পাতা (ক্রিয়া) (আলঙ্কারিক) কারও অনিষ্ট সাধনের জন্য কৌশল বা চক্রান্তজাল বিস্তার করা। ফাঁদে পা দেওয়া (ক্রিয়া) (আলঙ্কারিক) চক্রান্ত না বুঝে শিকার যেমন জালে পড়ে তেমনি অজ্ঞাতসারে কোনো বিপদের মধ্যে পড়া। {(ফারসি) ফন্দ}