Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

 • Bengali Word নমস্কর্তা Bengali definition [নমোশ্‌কর্‌তা] (বিশেষ্য) যে নমস্কার করে; নমস্কারকারী। {(তৎসম বা সংস্কৃত) নমস্‌+√কৃ+তৃ(তৃচ্‌)}
 • Bengali Word নমস্কার Bengali definition [নমোশ্‌কার্‌] (বিশেষ্য) (হিন্দুসমাজে প্রচলিত) প্রণাম; হাত জোড় করে কপালে স্পর্শ; অভিবাদন; সালাম; গভীর শ্রদ্ধা নিবেদন। নমস্কার্য (বিশেষণ) নমস্য; শ্রদ্ধেয়। {(তৎসম বা সংস্কৃত) নমস্‌+√কৃ+অ(ঘঞ্‌)}
 • Bengali Word নমস্কারি Bengali definition [নমোশ্‌কারি] (বিশেষ্য) হিন্দু বিয়ের অনুষ্ঠানে পাত্রীপক্ষ নমস্যগণকে যে বস্ত্রাদি দিয়ে নমস্কার বা প্রণাম করে। নমস্কারি কাপড় (বিশেষ্য) হিন্দুদের বিয়ের অনুষ্ঠানে কুটুম্বদের প্রদেয় প্রণামপ্রতীক; প্রণামি কাপড়। {(তৎসম বা সংস্কৃত) নমস্কার+ (বাংলা) ই}
 • Bengali Word নমস্কার্য, নমস্কৃত Bengali definition ⇒ নমস্কার
 • Bengali Word নমস্ক্রিয়া Bengali definition [নমোশ্‌ক্রিয়া] (বিশেষ্য) নমস্কার বা অভিবাদন কার্য {(তৎসম বা সংস্কৃত) নমঃ+ক্রিয়া}
 • Bengali Word নমস্য Bengali definition [নমোশ্‌শো] (বিশেষ্য) নমস্কারের যোগ্য; পূজনীয়; পরম শ্রদ্ধেয়। নমস্যা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) বন্দনীয়া; শ্রদ্ধেয়া; পূজনীয়া (তিনি বরদা ও নমস্যা-সুধীন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) নমস্‌+য(যৎ)}
 • Bengali Word নমহু, নমহুঁ Bengali definition [নমোহু, নমোহুঁ] (মধ্যযুগীয় বাংলা) (ক্রিয়া) নমস্কার করি (নমসহুঁ নমহুঁ বাণী প্রণমহ নারায়ণী-কবিকঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত) √নম্‌+ (বাংলা) হউ>হু}
 • Bengali Word নমাজ Bengali definition ⇒ নামাজ
 • Bengali Word নমাসে-ছমাসে Bengali definition [নমাশে ছমাশে] (ক্রিয়াবিশেষণ) বহুদিন পর পর; কদাচিৎ (নমাসে-ছমাসে দেখা হয়)। {নয় মাসে+ছয় মাসে}
 • Bengali Word নমিত Bengali definition [নোমিতো] (বিশেষণ) ১ নোয়ানো হয়েছে এমন; আনত (অর্ধনমিত পতাকা)। ২ নমস্কার করা হয়েছে এমন; প্রণমিত। ৩ বশীভূত; দমিত। {(তৎসম বা সংস্কৃত) √নম্‌+ই(ণিচ্‌)+ত(ক্ত)}
 • Bengali Word নমিনেশন Bengali definition [নোমিনেশন্‌] (বিশেষ্য) মনোনয়ন (এ(তৎসম বা সংস্কৃত) ডি. ও.-কে এক ঝাঁক কমলা ও একটা রুইমাছ ভেট দিয়া আমির আলীকে নমিনেশন দেওয়ান-আবুল মনসুর আহমদ)। নমিনেশন পাওয়া (ক্রিয়া) মনোনয়ন লাভ করা। {(ইংরেজি) nomination}
 • Bengali Word নমু Bengali definition [নোমু] (বিশেষ্য) নমঃশূদ্র (নমু পাড়ায় পূজা পরব, শঙ্খ কাঁসর বাজে-জসীমউদ্‌দীন)। {(তৎসম বা সংস্কৃত) নমঃশূদ্র>}
 • Bengali Word নমুচি Bengali definition [নোমুচি] (বিশেষ্য) ১ কন্দর্প; মদন। ২ অসুরবিশেষ। নমুচিসূদন (বিশেষ্য) ইন্দ্র। {(তৎসম বা সংস্কৃত) ন+√মুচ্‌+ই(ইন্‌)}
 • Bengali Word নমুদ Bengali definition [নোমুদ্‌] (বিশেষ্য) ১ প্রকাশ। ২ দৃশ্য। ৩ যশ। {(ফারসি) নমুদ}
 • Bengali Word নমুদার Bengali definition [নোমুদার্‌] (ক্রিয়াবিশেষণ) প্রকাশিত; উদিত (দু-দলে লস্কর যবে হৈল নমুদার আসমানে লাগিল গর্দ হৈল আন্ধার-সৈয়দ হামজা)। {(ফারসি) নমূনাহ}
 • Bengali Word নমুনা Bengali definition [নোমুনা] (বিশেষ্য) ১ কোনো জিনিস বা কাজের সামান্য অংশ যা থেকে সমগ্রের পরিচয় পাওয়া যায়; নিদর্শন; পরিচায়ক; sample; specimen (যতখানে খারাপের নমুনা ....এই দাগাদারীর সময় হয়েছে-মীর মশাররফ হোসেন)। ২ আদর্শ। ৩ তুলনা (উহার নমুনা নাই-মোহিতলাল মজুমদার)। {(ফারসি) নমূনাহ}
 • Bengali Word নম্বর, নং Bengali definition [নম্‌বোর্‌] (বিশেষ্য) সংখ্যা; ক্রমিক সংখ্যা (বাসার নম্বর কত?)। ২ পরিচয়সূচক অঙ্ক; চিহ্ন বা মূল্যজ্ঞাপক সংখ্যা (বইয়ের নম্বর, ফেল পাশের নম্বর)। □ (বিশেষণ) সংখ্যক (কত নম্বর বাড়ি?)। নম্বরওয়ারি (বিশেষণ) ক্রমিক নম্বর অনুসারে (নেজামত আদালতে নম্বরওয়ারী ও মৎফারেক্কার তদ্বির করতে হলে ভবানীপুরেই বাসার ঠিকানা হয়কালীপ্রসন্ন সিংহ)। সম্বর খারিজ করা (ক্রিয়া) নম্বর কাটিয়ে দেওয়া; মোকদ্দমায় নথিচ্যুত করা। নম্বরি (বিশেষণ) নম্বরযুক্ত; চিহ্নিত; শ্রেষ্ঠ (এক নম্বরি মাল)। এক নম্বর, এক নম্বরের (বিশেষণ) সর্বোৎকৃষ্ট; শ্রেষ্ঠ (এক নম্বর জিনিস)। দুনম্বরি মাল বা কারবার)। {(ইংরেজি) number}
 • Bengali Word নম্য Bengali definition ⇒ নমনীয়
 • Bengali Word নম্র Bengali definition [নম্‌রো] (বিশেষণ) ১ বিনীত। ২ ঔদ্ধত্যহীন; নিরহঙ্কার (নম্র ব্যবহার)। ৩ অবনত; হেঁট; নত হয়েছে এমন (নম্র মুখ)। ৪ নরম; কোমল। ৫ শান্তশিষ্ট; বিনয়ী (নম্র ছেলে)। নম্রা (স্ত্রীলিঙ্গ)। নম্রক (বিশেষ্য) বেত গাছ। নম্রতা (বিশেষ্য) ১ বিনয়; শিষ্টতা। ২ বিনীত ব্যবহার; কোমলতা। ৩ নমনীয়তা। নম্রমুখ (বিশেষ্য) ১ অবনত মুখ। ২ কোমল চেহারা; কচিমুখ। {(তৎসম বা সংস্কৃত) √নম্‌+র}
 • Bengali Word নযদিক, নযদীক Bengali definition ⇒ নজদিক
 • Bengali Word নযর ১ Bengali definition ⇒ নজর
 • Bengali Word নযর ২, নযরসেলামী, নযরানা Bengali definition ⇒ নজর২
 • Bengali Word নযীর Bengali definition ⇒ নজির
 • Bengali Word নযুল Bengali definition ⇒ নজুল
 • Bengali Word নর ১ Bengali definition [নর্‌] (বিশেষ্য) ১ মানুষ; মানব (নর-বানরের যুদ্ধে রাবণ নিহত হয়)। ২ পুরুষ; মর্দা (নরপায়রা)। ৩ জনৈক ঋষি। ৪ অর্জুন। নারী (স্ত্রীলিঙ্গ)। নরকঙ্কাল (বিশেষ্য) মানুষের অস্থিপঞ্জরের কাঠামো। নরকপাল (বিশেষ্য) মৃত ব্যক্তির মাথার খুলি। নরকেশরী (বিশেষ্য) নরসিংহ; বীরপুরুষ; নরশ্রেষ্ঠ। নরগণ (বিশেষ্য) ১ মানবসূহ। ২ (জ্যোতিষ শাস্ত্র) জাতকের প্রকৃতি সম্বন্ধে জন্মনক্ষত্রের প্রভাব অনুসারে শ্রেণিবিশেষ (দেবগণ, নরগণ, রাক্ষসগণ; ভরণী রোহিণী প্রভৃতি নক্ষত্রে জন্মিলে নরগণ হয়)। নরঘ্ন (বিশেষণ) মানুষ হত্যাকারী; নরঘাতক (পত্রে পত্রে নরঘ্ন প্রেত লুক্কায়িতবাবে মাতঙ্গিনীকে লক্ষ্য করিতেছে-বড়ু চণ্ডীদাস)। নরদেব (বিশেষ্য) ১ রাজা। ২ ব্রাহ্মণ। নরনাথ, নরপতি (বিশেষ্য) রাজা; নৃপতি। নরনারায়ণ (বিশেষ্য) ১ হিন্দু বিশ্বাসে নররূপী নারায়ণ। ২ যে ঋষিদ্বয় কৃষ্ণ ও অর্জুন রূপে জন্মগ্রহণ করেন। নরপশু (বিশেষ্য), (বিশেষণ) নরাকৃতি পশুহৃদয়বিশিষ্ট; পশুর মতো নির্মম আচরণকারী মানুষ; পশুবৎ মানুষ; নরাধম; মর্দাপশু। নরপিশাচ (বিশেষ্য) পিশাচতুল্য নিকৃষ্ট প্রবৃত্তিবিশিষ্ট মানুষ; আকৃতিতে নর প্রকৃতিতে পিশাচ। নরপুঙ্গব (বিশেষ্য) মনুষ্যশ্রেষ্ঠ। নরবলি (বিশেষ্য) মানুষকে বলিদান ক্রিয়া। নরমালা (বিশেষ্য) মানুষের মাথানির্মিত মালা। নরমেধ (বিশেষ্য) যে যজ্ঞে মানুষ বলি দেওয়া হতো। নরযান (বিশেষ্য) মানুষ-বাহিত যান, ডুলি; শিবিকা, পালকি। নরলীলা (বিশেষ্য) ১ মুনষ্য জীবনাচার। ২ পার্থিব কাজ (আদরে আদরে নরলীলা সম্পন্ন করিয়া গেলে-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। নরলোক (বিশেষ্য) মনুষ্যলোক; মর্ত্যভূমি; পৃথিবী। নরসমাজ (বিশেষ্য) পরস্পর সহযোগিতার সাথে বাসকারী মানবসঙ্ঘ। নরসিংহ, নরহরি, নৃসিংহ (বিশেষ্য) ১ মাথা থেকে কোমর পর্যন্ত মনুষ্যাকৃতি ও কোমরের নিম্নাংশ সিংহাকৃতিবিশিষ্ট হিন্দুদেবতা। ২ নরশ্রেষ্ঠ; পুরুষসিংহ। নরসুন্দর (বিশেষ্য) নাপিত; চুল দাড়ি প্রভৃতি কেটে মানুষকে সুন্দর বা রূপবান করে যে। {(তৎসম বা সংস্কৃত) √নৃ+অ(অচ্‌)}
 • Bengali Word নর ২ Bengali definition [নর্‌] (বিশেষ্য) ১ পঙ্‌ক্তি; সারি; শ্রেণি; লহরি।২ খেই; তরঙ্গ। নরি, নরী (বিশেষণ) পঙ্‌ক্তিযুক্ত (তারা নাহি জানে যে মেঘের গলে দোলে সাতনরি হার-জসীমউদ্‌দীন)। {(তৎসম বা সংস্কৃত) লহর>}
 • Bengali Word নর-মাদা, নর-মাদি Bengali definition [নর্‌মাদা, নরমাদি] (বিশেষ্য) পাখি ও পশুর পুরুষ ও নারী নির্দেশক। (তুলনীয়) মর্দামাদি। {(ফারসি) নরর মাদাহ}
 • Bengali Word নরক Bengali definition [নরোক্‌] (বিশেষ্য) ১ মৃত্যুর পর পাপীরা যে স্থানে কঠিন শাস্তি ভোগ করে; দোজখ; নিরয়। ২ (আলঙ্কারিক) নিকৃষ্টতম স্থান। ৩ জনৈক দৈত্য। নরককুণ্ড (বিশেষ্য) ১ যে কুণ্ডি পাপীরা ভীষণ শাস্তি ভোগ করে। ২ অত্যন্ত নোংরা ও যন্ত্রণাদায়ক স্থান। নরগুলজার (ক্রিয়াবিশেষণ) (আলঙ্কারিক) অসংযত স্ফূর্তিবাজদের আড্ডা; নরেক হলেও বহুজনের একত্র সমাগমে সরগরম। নরকভোগ (বিশেষ্য) নরকরে অসহ্য দুঃখকষ্ট ও যন্ত্রণাভোগ। নরযন্ত্রণা (বিশেষ্য) ১ পাপের শাস্তিস্বরূপ নরকে যে অসহ্য কষ্ট যতনা ভোগ করতে হয়; অশেষ ক্লেশ। ২ (আলঙ্কারিক) ভীষণ অনুশোচনা। নরকাগ্নি (বিশেষ্য) দোজখের আগুন (আমি নরকাগ্নিকে অত্যন্ত ভয় করি-গিরিশচন্দ্র ঘোষ)। {(তৎসম বা সংস্কৃত) √নৃ+অক(বুন্‌)}
 • Bengali Word নরকঙ্কাল, নরকপাল Bengali definition ⇒ নর১
 • Bengali Word নরকস্থ, নরকাগ্নি Bengali definition ⇒ নরক