Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

 • Bengali Word নরকেশরী, নরগণ, নরঘ্ন Bengali definition ⇒ নর১
 • Bengali Word নরদমা Bengali definition ⇒ নর্দমা
 • Bengali Word নরদেব, নরনাথ, নরনারায়ণ, নরপতি, নরপশু, নরপিশাচ, নরপুঙ্গব, নরবলি Bengali definition ⇒ নর১
 • Bengali Word নরম Bengali definition [নরোম্‌] (বিশেষণ) ১ কোমল; অকঠিন (এ হৃদয় খানিক রাঙায় নরম সবুজ রঙে-রখা)। ২ মৃদু; ধীর। ৩ শান্ত; কড়ার বিপরীত; ঠাণ্ডা (নরম মেজাজ)। ৪ কচি (নরম ধানের গন্ধ-কলমীর ঘ্রাণ-জীবনানন্দ দাশ)। ৫ আর্দ্র (নরম হাওয়া)। ৬ সহৃদয়তাপূর্ণ (নরম কথায় কাজ হয় না)। ৭ স্নেহ মায়া মমতা প্রভৃতি কোমল গুণবিশিষ্ট। ৮ দয়ার্দ্র; স্নেহপ্রবণ (নরম মন)। ৯ অনুকূল; বশীভূত (মন নরম হওয়া)। ১০ পচা (মাছগুলি নরম)। ১১ আলগা; ঢিলা (বাঁধন নরম হওয়া)। ১২ মিয়ানো; মচমচে নয় এমন (নরম বিস্কুট)। ১৩ দুর্বল; কমজোর (শক্তের ভক্ত নরমের যম)। ১৪ কম; হ্রাস (বাজার নরম, জ্বর নরম হওয়া)। ১৫ নিকৃষ্ট; নিরেস (তার চেয়ে নরম)। ১৬ স্নিগ্ধ (নরম আলো)। নরমগরম (বিশেষণ) মিঠা-কড়া; মৃদু ও কড়া (নরম গরম কথা শুনিয়ে দেওয়া)। □ (বিশেষ্য) মিঠা-কড়া কথা (নরমগরম শুনানো)। নরমপন্থি/নরমপস্থী (বিশেষণ) উদার মতাবলম্বী সহজ পথ অনুসারী (নরমপন্থী ও চরমপন্থীদের বিরোধ আসন্ন হয়ে উঠল-আনিস চৌধুরী)। নরমানো (ক্রিয়া) নরম হওয়া; খাস্তা না থাকা। □ (বিশেষ্য), (বিশেষণ) উক্ত অর্থে। বাজার নরম হওয়া (ক্রিয়া) দাম ও চাহিদা মন্দা হওয়া (বর্তমানে পটের বাজার নরম হয়ে গিয়েছে)। {(ফারসি) নর্ম্‌}
 • Bengali Word নরমান, নরমানো Bengali definition ⇒ নরম
 • Bengali Word নরমালা, নরমেধ, নরযান, নরলীলা, নরলোক, নরসমাজ, নরসিংহ, নরসুন্দর, নরহরি Bengali definition ⇒ নর১
 • Bengali Word নরা Bengali definition [নরা] (বিশেষ্য) মানুষ (নরা গজা বিশে শয়-খনা)। {(তৎসম বা সংস্কৃত) নরাঃ (নর শব্দের ১ম বহুব)}
 • Bengali Word নরাধম Bengali definition [নরাধোম্‌] (বিশেষ্য) অতিশয় হীনপ্রকৃতির মানুষ যার চরিত্র ও আচরণ অত্যন্ত নিন্দনীয়। {(তৎসম বা সংস্কৃত) নর+অধম; ৬ তৎপুরুষ সমাস}
 • Bengali Word নরাধিপ Bengali definition [নরাধিপ্‌] (বিশেষ্য) রাজা; নৃপতি; বাদশাহ। {(তৎসম বা সংস্কৃত) নর+অধিপ; ৬ তৎপুরুষ সমাস}
 • Bengali Word নরান্তক Bengali definition [নরান্‌তোক্‌] (বিশেষ্য) ১ যম; মৃত্যু (রণে নরান্তক-মাইকেল মধুসূদন দত্ত)। □ (বিশেষণ) নরহত্যাকারী; নরঘাতক। {(তৎসম বা সংস্কৃত) নর+অন্তক; ৬ তৎপুরুষ সমাস}
 • Bengali Word নরুন Bengali definition [নোরুন্‌] (বিশেষ্য) নক কাটার অস্ত্র (এখন তোর নরুনটা বাইর কর তো-আবুল মনসুর আহমদ)। নরুনপেড়ে বিন (বিশেষণ) নরুনের মতো সরু বা চিকন পাড়যুক্ত (নরুনপেড়ে কাপড়)। {(তৎসম বা সংস্কৃত) নখহরণী> (প্রাকৃত) ণহরণী>}
 • Bengali Word নরেন্দ্র, নরেশ্বর Bengali definition [নরেন্‌দ্রো, নরেশ্‌শর্‌] (বিশেষ্য) ১ রাজা; নরপতি (কিয়ৎকাল পরে ঐ নরেশ্বরের মৃত্যু সাধন করে কৃতকার্য্য হইলেন-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। ২ নরশ্রেষ্ঠ; নরপ্রধান। {(তৎসম বা সংস্কৃত) নর+ইন্দ্র, ঈশ্বর; ৬ তৎপুরুষ সমাস}
 • Bengali Word নরোত্তম Bengali definition [নরোত্‌তম্‌] (বিশেষ্য) ১ শ্রেষ্ঠ নর; পুরুষোত্তম; নারায়ণ; কৃষ্ণ। ২ একজন বৈষ্ণবসাধক। {(তৎসম বা সংস্কৃত) নর+উত্তম}
 • Bengali Word নর্কু Bengali definition [নোর্‌কু] (বিশেষ্য) শতরঞ্জজাতীয় খেলাবিশেষ (নর্কু শতরঞ্জ খেলা যেই হস্তে ধরে-সৈয়দ আলাওল)। {অজ্ঞাতমূল}
 • Bengali Word নর্তক Bengali definition [নর্‌তোক্‌] (বিশেষ্য), (বিশেষণ) যে নাচে; নৃত্যব্যবসায়ী; নট। নর্তকী (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) √নৃত্‌+অক(ণ্বুল্‌)}
 • Bengali Word নর্তন Bengali definition [নর্‌তোক্‌] (বিশেষ্য) ১ নাচ; নৃত্য। ২ পেশিসমূহের ব্যাধিবিশেষ। নর্তনপ্রিয় (বিশেষ্য) ১ নৃত্যপ্রিয়; যে নৃত্য দর্শন করতে বা নাচতে ভালোবাসে। ২ ময়ূর। নর্তনশালা (বিশেষ্য) নৃত্যাগার; নাচঘর; নাট্যশালা। নর্তিত (বিশেষণ) ১ নর্তনশীল; নাচছে এমন (হয় আবর্তিত, পুঞ্জিত, নর্তিত-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ নাচানো হয়েছে বা হচ্ছে এমন (নর্তিত ময়ূর)। ৩ আন্দোলিত; কম্পিত; দোলিত। {(তৎসম বা সংস্কৃত) √নৃত্‌+অন(ল্যুট্‌)}
 • Bengali Word নর্দন Bengali definition ⇒ নর্দিত
 • Bengali Word নর্দমা, নর্দামা Bengali definition [নর্‌দোমা, নর্‌দামা] (বিশেষ্য) ১ জল-নির্গমনের পথ; জলনালি; ড্রেন; পয়ঃপ্রণালি; নালা-নর্দমা। ২ (আলঙ্কারিক) নোংরা ও ঘৃণিত স্থান (নর্দমায় গড়াগড়ি যাওয়া)। {(তৎসম বা সংস্কৃত) নর্দ>}
 • Bengali Word নর্ম Bengali definition [নর্‌মো] (বিশেষ্য) ১ রঙ্গ; কৌতুক; পরিহাস (আমার নর্ম আর কর্ম-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ ক্রীড়া; লীলা। ৩ প্রমোদ; প্রমোদবিহার। ৪ বিলাস; রসিকতা। নর্মকীল (বিশেষ্য) পতি। নর্মগর্ভ (বিশেষণ) হাস্যপরিহাসপূর্ণ। নর্মঠ (বিশেষণ) কেলিনিরত; ক্রীড়াশীল। নর্মদ (বিশেষ্য) যে হাস্যপরিহাসের দ্বারা আনন্দ দান করে। নর্মসখী, নর্মসহচরী, নর্মসঙ্গিনী (বিশেষ্য) খেলার সাথি; ক্রীড়াসঙ্গিনী; অন্তরঙ্গ সই। নর্মসচিব, নর্মসহচর (বিশেষ্য) ১ ক্রীড়াসঙ্গী। ২ বিদূষক। ৩ মোসাহেব; চাটুকার। নর্মাচার (বিশেষ্য) পরিহাস (জড়কবন্ধ অন্ধ কর্মে ফুৎকার করি নর্মাচারে-বিষ্ণু দে)। {(তৎসম বা সংস্কৃত) √নৃ+মন্‌(মনিন্‌)}
 • Bengali Word নর্মদা Bengali definition [নর্‌মোদা] (বিশেষ্য) মধ্যভারতের একটি নদী; রেবা নদী। {(তৎসম বা সংস্কৃত) নর্মন্‌+দ+আ(টাপ্‌)}
 • Bengali Word নর্মাচার Bengali definition ⇒ নর্ম
 • Bengali Word নর্মাল Bengali definition [নর্‌মাল্‌] (বিশেষণ) স্বাভাবিক; নিয়মিত (ঐ রঙ লাগানো অবস্থাই ছিল তাঁর নর্মাল অবস্থা-সৈয়দ মুজতবা আলী)। □ (বিশেষ্য) শিক্ষক-প্রশিক্ষণ বিদ্যালয় ও পরীক্ষাবিশেষ (নর্মাল পাস পণ্ডিত)। {(ইংরেজি) normal}
 • Bengali Word নল Bengali definition [নল্‌] (বিশেষ্য) ১ একপ্রকার তৃণ; শর, খাগড়া-যা দিয়ে দরমা, শস্য রাখার পাত্র প্রভৃতি প্রস্তুত হয় (জমিরের নলের দরমার জায়নামাজখানি দাওয়াতেই ছিল-কাজী আবদুল ওদুদ)। ২ চোঙ; পাইপ; ফাঁপা লম্বা চোঙ; pipe (পানির নল, বন্দুকের নল)। ৩ জমি মাপার দণ্ডবিশেষ (দশহাতি নল)। ৪ দময়ন্তীর স্বামী। ৫ রামায়ণে রামের সহায়ক বানরবিশেষ। নলকূপ (বিশেষ্য) যে নল দ্বারা মাটির বহু নিম্নস্তর থেকে পানীয় জল সংগ্রহ করা হয়; tubewell। নল চালা (ক্রিয়া) (লোকবিশ্বাস অনুযায়ী) হারানো বস্তু সন্ধান করার জন্য মন্ত্র পড়ে নল চালনা করা। {(তৎসম বা সংস্কৃত) √নল্‌+অ(অচ্‌)}
 • Bengali Word নলক ১ Bengali definition [নলোক্‌] (বিশেষ্য) ১ নলের মতো লম্বা শূন্যগর্ভ অস্থি। ২ ডাঁটা। {(তৎসম বা সংস্কৃত) নল+ক(কন্‌)}
 • Bengali Word নলক ২ Bengali definition ⇒ নোলক
 • Bengali Word নলকূপ, নলচালা Bengali definition ⇒ নল
 • Bengali Word নলখাগড়া, নলখাড়া Bengali definition [নলখাগ্‌ড়া, নলখাড়া] (বিশেষ্য) খড়্‌গের মতো ধারালো পাতাবিশিষ্ট নলতৃন। {(তৎসম বা সংস্কৃত) নল+খড়্‌গ>}
 • Bengali Word নলখড়ি Bengali definition [নল্‌খোড়ি] (বিশেষ্য) খড়জাতীয় এক প্রকার নলতৃন (নলখড়ির বন-কবিকঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। {নল+খড়ি}
 • Bengali Word নলচে Bengali definition ⇒ নলিচা
 • Bengali Word নলপত (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [নলোপতো] (ক্রিয়া) মিষ্ট কথায় ভুলানো (হাতে পায়ে ধরি নলপত করি তারে-রামেশ্বর ভট্টাচার্য)। {(হিন্দি) নল্লোপত্তো}