ন পৃষ্ঠা ৭
- Bengali Word নবীন Bengali definition [নোবিন্] (বিশেষণ) ১ নতুন; আনকোরা; নব (যে দিকে চান দেখিতে পান নবীন প্রাণ-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ নব্য; আধুনিক; প্রচলিত (নবীন ও প্রাচীন)। ৩ তরুণ। ৪ নবোদিত (নবীন সূর্য)। ৫ সদ্যপ্রস্ফুটিত (নবীন কুসুম)। ৬ তাজা; টাটকা। নবীনা (বিশেষ্য), (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) অল্পবয়স্কা; তরুণী; যৌবনবতী; নবযৌবনা; যুবতী। নবীনতা, নবীনত্ব (বিশেষ্য) নতুনত্ব। {(তৎসম বা সংস্কৃত) নব+ঈন(খ)}
- Bengali Word নবীভবন, নবীভাব Bengali definition [নেবিভবোন্, নোবিভাব্] (বিশেষ্য) ১ যা একবার পুরনো হয়েছিল তা পুনরায় নতুন হওয়া; নতুনত্ব লাভ (জানকীর বিরহ পুরায় নবীভাব অবলম্বন করিতেছে-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। ২ নব আবির্ভাব। ৩ নব উদ্দীপনা। ৪ নব সংস্কার। নবীভাবাপন্ন (বিশেষণ) নতুন (জানকীর শোক সর্বক্ষন নবীভাবাপান্ন ছিল-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। নবীভূত (বিশেষণ) ১ নতুন করে উদ্ভব হয়েছে এমন; নতুনত্ব প্রাপ্ত; পুনর্গঠিত। ২ সংস্কৃত। {(তৎসম বা সংস্কৃত) নব+ঈ(চ্বি)+ভবন, ভাব}
- Bengali Word নবীয়সী Bengali definition [নোবিয়োশি] নবীনা (আলোছায়া ইত্যাদি তা এই পুরাতনী ও নবীয়সী ঊষার প্রকাশ-অবনীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) নব+ঈয়স(ঈয়সুন্)+ঈ(ঙীপ্)}
- Bengali Word নবুয়ত Bengali definition ⇒ নবি
- Bengali Word নবে (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [নবে] (ক্রিয়া) হবে না (নবে অন্যমত-ঘনরাম চক্রবর্তী)। {‘না হবে’ এর কবিতায় সংক্ষেপিত রূপ}
- Bengali Word নবেতর Bengali definition [নবেতর্] (বিশেষণ) ১ নতুন ভিন্ন অন্য কিছু। ২ পুরাতন; বৃদ্ধ। {(তৎসম বা সংস্কৃত) নব+ইতর; সুপ্সুপা}
- Bengali Word নবেম্বর Bengali definition ⇒ নভেম্বর
- Bengali Word নবোদক Bengali definition [নবোদক্] (বিশেষ্য) নতুন জল। ২ নূতন কূপ পুকুর ইত্যাদির জল বা প্রথম পতিত বৃষ্টির জল। {(তৎসম বা সংস্কৃত) নব+উদক; কর্মধারয় সমাস}
- Bengali Word নবোদিত Bengali definition [নবোদিতো] (বিশেষণ) ১ সবেমাত্র উদিত হয়েছে এমন। ২ নতুন প্রকাশিত; সদ্য আবির্ভূত। {(তৎসম বা সংস্কৃত) নব+উদিত; কর্মধারয় সমাস}
- Bengali Word নবোদ্ভিন্ন Bengali definition [নবোদ্ভিন্নো] (বিশেষণ) সদ্য উদ্ভন্ন; নতুন উত্থিত। {(তৎসম বা সংস্কৃত) নব+উদ্ভিন্ন; কর্মধারয় সমাস}
- Bengali Word নবোদ্যম Bengali definition [নবোদ্দম্] (বিশেষ্য) ১ প্রথম প্রচেষ্টা; নবোৎসাহ। ২ নতুন করে আগ্রহ ও চেষ্টা। {(তৎসম বা সংস্কৃত) নব+উদ্যম; কর্মধারয় সমাস}
- Bengali Word নবোদয় Bengali definition [নবোদয়্] (বিশেষ্য) ১ সদ্য উদয়। ২ নব আবির্ভাব বা প্রকাশ। {(তৎসম বা সংস্কৃত) নব+উদয়; কর্মধারয় সমাস}
- Bengali Word নবোন্মেষ Bengali definition [নবোন্মেশ্] (বিশেষ্য) নতুন বিকাশ বা উদয়। □ (বিশেষণ) নব বিকশিত। {(তৎসম বা সংস্কৃত) নব+উন্মেষ; কর্মধারয় সমাস}
- Bengali Word নবোরজঃ Bengali definition [নভোরজোহ্] (বিশেষ্য) কুয়াশা। {(তৎসম বা সংস্কৃত) নভঃ+রজঃ; ৬ তৎপুরুষ সমাস}
- Bengali Word নবোঢ়া Bengali definition [নবোঢ়া/নবোঢ়া] (বিশেষ্য) নতুন বিবাহিতা স্ত্রী; নতুন বৌ; নববধূ। □ (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) নব বিবাহিতা। {(তৎসম বা সংস্কৃত) নব+ঊঢ়া; বহুব্রীহি সমাস}
- Bengali Word নব্বই, নব্বুই Bengali definition [নোব্বোই, নোব্বুই] (বিশেষ্য), (বিশেষণ) ৯০ সংখ্যা বা সংখ্যক। {(তৎসম বা সংস্কৃত) নবতি>}
- Bengali Word নব্য Bengali definition [নোব্বো] (বিশেষণ) ১ নব; নবীন; নতুন; আনকোরা। ২ অপ্রবীণ; অল্পবয়স্ক; যুবা; তরুণ। ৩ আধুনিক; হাল আমলের; নতুন ধরনের। নব্যা (স্ত্রীলিঙ্গ)। নব্যতন্ত্র (বিশেষ্য) নতুন মত বা পথ (পুত্র নব্যতন্ত্রের নূতন ধুয়া ধরিয়া-রবীন্দ্রনাথ ঠাকুর)। নববঙ্গ (বিশেষ্য) যুবক বাঙালি; তরুণ বাঙালী (এমন নব্যবঙ্গ অতি অল্পই আছে-রবীন্দ্রনাথ ঠাকুর)। নব্য সম্প্রদায় (বিশেষ্য) যুবক সম্প্রদায়; নতুন মতাবলম্বী সম্প্রদায়। {(তৎসম বা সংস্কৃত) নব+য(যৎ)}
- Bengali Word নবৎ Bengali definition ⇒ নওবত
- Bengali Word নভ, নভঃ Bengali definition [নভো, নভোহ্] (বিশেষ্য) ১ আকাশ; গগন; শূন্য (নিশীথ নভে শুনিব কবে গভীর গান-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ শ্রাবণ মাস। নভপ্রাণ (বিশেষ্য) বায়ু। নভশ্চক্ষু, নবশ্চক্ষুঃ (বিশেষ্য) সূর্য। নভশ্চর, নভোচারী (শুদ্ধ রূপ: নভঃ+চারী= নভশ্চারী) (বিশেষণ) আকাশে বিচরণকারী; আকাশগামী; খেচর (আমার এ নভোচারী পাখি মন-জাহানারা আরজু)। □ (বিশেষ্য) পখি; বায়ু; মেঘ; নক্ষত্র; গ্রহ; গন্ধর্ব; বিদ্যাধর। নভস্তল, নভস্থল (বিশেষ্য) গগনতল; আকাশ (হেবা শ্যাম দূর্বাদল, নবনীল নভস্তল-রবীন্দ্রনাথ ঠাকুর)। নভস্থ, নভস্থিত (বিশেষণ) আকাশে স্থিত। নভস্পৃক, নভস্পৃশ (বিশেষণ) গগনস্পর্শী; অত্যুচ্চ। নভস্য (বিশেষ্য) ভাদ্র মাস। নভস্বান ⇒ বায়ু। {(তৎসম বা সংস্কৃত) √নভ্+অ(অচ্); (তৎসম বা সংস্কৃত) √নহ্+অস্(অসুন্)}
- Bengali Word নভেম্বর, নবেম্বর Bengali definition [নভেম্বর, নবেম্বর] (বিশেষ্য) ইংরেজি বছরের একাদশ মাস-কার্তিকের মধ্যভাগ থেকে অগ্রহায়ণের মধ্যভাগ পর্যন্ত। {(ইংরেজি) November}
- Bengali Word নভেল Bengali definition [নভেল্] (বিশেষ্য) উপন্যাস; কল্পিত উপাখ্যান (তারা লিখাপড়া জানা মেয়ে নভেল পড়া মেয়ে-মীর মশাররফ হোসেন)। নভেলিয়ানা (বিশেষ্য) উপন্যাসে বর্ণিত নায়ক-নায়িকার আচরণের ন্যায় আচরণ, হাবভাব বা ভাববিলাসিতা। {(ইংরেজি) novel}
- Bengali Word নভোচারী Bengali definition ⇒ নভ
- Bengali Word নভোনীল Bengali definition [নভোনিল্] (বিশেষ্য) আকাশের নীলিমা; আসমানি রং। □(বিশেষণ) আসমানি রং যুক্ত (তব নভোনীল গোধূলির রাগে সে নামের সাড়া যদি জাগে-সিকান্দার আবু জাফর)। {(তৎসম বা সংস্কৃত) নভঃ+নীল; কর্মধারয় সমাস}
- Bengali Word নভোমণি Bengali definition [নভোমোনি] (বিশেষ্য) সূর্য। {(তৎসম বা সংস্কৃত) নভঃ+মণি; ৬ তৎপুরুষ সমাস}
- Bengali Word নভোমণ্ডল Bengali definition [নভোমন্ডোল্] (বিশেষ্য) আকাশমণ্ডল; মণ্ডলাকার আকাশদেশ। {(তৎসম বা সংস্কৃত) নভঃ+মণ্ডল}
- Bengali Word নম, নমঃ Bengali definition [নমো, নমোহ্] (বিশেষ্য) নমস্কার; প্রণাম। নমা (পদ্যে ব্যবহৃত) (ক্রিয়া) প্রণাম করা (নমি তব পদান্বুজে-মাইকেল মধুসূদন দত্ত)। নম নমঃ, নমো নমো নামমাত্র; কোনো রকমে (নম নম করে সেরেছে)। নম নম করে সারা (ক্রিয়া) সংক্ষেপে কোনো প্রকারে শেষ করা। নমো নম (বিশেষ্য) পুনঃপুন নমস্কার। {(তৎসম বা সংস্কৃত) √নম্+অস্(অসুন্)}
- Bengali Word নমঃশূদ্র, নমশূদ্র Bengali definition [নমোশ্শূদ্র, নমোশূদ্র] (বিশেষ্য) বাঙালি হিন্দুর বৃহত্তম কৃষিজীবী সম্প্রদায়-বর্ণাশ্রম অনুযায়ী চতুর্বর্ণ-বহির্ভূত, তবে শ্রাদ্ধাদিতে ব্রাহ্মণ বর্ণের সামাজিক সংস্কার অনুসারী-১৯৩৫ সালের পর থেকে তফসিলি শ্রেণির হিন্দুরূপে চিহ্নিত। {(তৎসম বা সংস্কৃত) নমঃ, নম+শূদ্র; আঞ্চলিক নোমো, নমু}
- Bengali Word নমন Bengali definition [নমোন্] (বিশেষ্য) ১ নত হওয়া; মাথা নতকরণ। ২ নতি; প্রণাম। ৩ নতকরণ; নোয়ানো। {(তৎসম বা সংস্কৃত) √নম্+অন(ল্যুট্)}
- Bengali Word নমনীয়, নম্য Bengali definition [নমোনিয়ো, নোম্মো] (বিশেষণ) ১ নোয়ানো যায় এমন; নমনের যোগ্য; flexible। ২ নত করা আবশ্যক এমন; বিনীত করতে হবে এমন। নমনীয়া (স্ত্রীলিঙ্গ)। নমনীয়তা বি। {(তৎসম বা সংস্কৃত) √নম্+অনীয়, য(যৎ)}
- Bengali Word নমশূদ্র Bengali definition ⇒ নমঃশূদ্র