Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

 • Bengali Word নীদ Bengali definition ⇒ নিদ্রা
 • Bengali Word নীপ Bengali definition [নিপো] (বিশেষ্য) ১ কদম ফুলের গাছ। ২ কদম ফুল (আমার অঙ্গনে হেথা বিকশিয়া ঝরে যায় নীপ-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) √নীপ+প}
 • Bengali Word নীবার Bengali definition [নিবার্‌] (বিশেষ্য) উড়িধান; তৃণধান্য (পচে পাখীদের চঞ্চুচ্যুত নীবার ধানের শীষ-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) নি+√বৃ+অ(ঘঞ্‌)}
 • Bengali Word নীবি, নীবী Bengali definition [নিবি] ১ নারীদের কটিদেশের বস্ত্রে যে গ্রন্থি দেওয়া হয়; কটিবন্ধন (একটু হয়েছে শ্লথ বন্দিনীর বন্ধন নীবির-আজহারুল ইসলাম)। ২ সঞ্চয়; পুঁজি; মূলধন। নীবিবন্ধ (বিশেষ্য) কটিদেশে পরিধেয় বস্ত্রের বাঁধন (নীবিবন্ধ খসি পড়ে-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) নী+√ব্যে+ই(ইন্‌)}
 • Bengali Word নীম Bengali definition ⇒ নিম২
 • Bengali Word নীর Bengali definition [নির্‌] (বিশেষ্য) ১ পানি; জল; বারি। ২ রস। নীরজ (বিশেষ্য) পদ্ম। □ (বিশেষণ) পানিতে উৎপন্ন; জলজাত। নীরজা১ (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। নীরদ১ (বিশেষ্য) মেঘ; জলদ (ঘনায় গহন নীরদ সঘন নয়ন মন ভরি-কাজী নজরুল ইসলাম)। □ (বিশেষণ) জলদায়ক। নীরদবরন (বিশেষণ) মেঘের মতো রং এমন; ধূসরবর্ণ। নীরদা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। নীরধি (বিশেষ্য) বারিধি; সাগর। {(তৎসম বা সংস্কৃত) √নী+র(রক্‌)}
 • Bengali Word নীরক্ত Bengali definition [নিরক্‌তো] (বিশেষণ) রক্তহীন (কল্পনার দ্রাক্ষাবনে মধু চুষি নীরক্ত অধরে-মোহিতলাল মজুমদার)। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+রক্ত}
 • Bengali Word নীরজ, নীরজা ১ Bengali definition ⇒ নীর
 • Bengali Word নীরজা ২, নীরজাঃ Bengali definition [নিরোজা, নিরোজাহ্‌] (বিশেষণ) ১ ধূলিশূন্য; রজোহীন। ২ পরাগশূন্য। ৩ রজোগুণবর্জিত। ৪ ঋতুমতী নয় এমন; রজোহীনা হয়েছে এমন; অরজঃস্বলা। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+রজাঃ; বহুব্রীহি সমাস}
 • Bengali Word নীরত Bengali definition [নিরতো] (বিশেষণ) নিবৃত্ত; বিরত। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+রত}
 • Bengali Word নীরদ ১, নীরদবরণ Bengali definition ⇒ নীর
 • Bengali Word নীরদ ২ Bengali definition [নিরদ্‌] (বিশেষণ) দন্তহীন। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+রদ}
 • Bengali Word নীরন্ধ্র Bengali definition [নিরন্‌ধ্রো] (বিশেষণ) ১ ফাঁকহীন। ২ ছিদ্রহীন; রন্ধ্রহীন। ৩ ঘন; নিবিড় (নীরন্ধ্র অন্ধকারে-বুদ্ধদেব বসু)। ৪ ঠাসবুনন। □ (বিশেষ্য) যার চারদিক রুদ্ধ। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+রন্ধ্র; বহুব্রীহি সমাস}
 • Bengali Word নীরব Bengali definition [নিরব্‌] (বিশেষণ) ১ শব্দহীন; চুপচাপ; নিঃশব্দ। ২ বাকহীন; নির্বাক; মৌনী। নীরবচারী (বিশেষণ) মৌনী (হে নীরবচারী, বুঝিতে না পারি মুখে কেন নাহি ভাষ-সত্যেন্দ্রনাথ দত্ত)। নীরবতা (বিশেষ্য) নিঃশব্দতা; নিস্তব্ধতা। □ (বিশেষণ) মৌনভাব। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+রব}
 • Bengali Word নীরস Bengali definition [নিরশ্‌] (বিশেষণ) ১ শুষ্ক; রস নেই এমন; রসহীন। ২ রসবোধহীন; অরসিক (তুমি নিতান্তই নীরস-রাজশেখর বসু (পরশু))। ৩ রুক্ষ্ম; কর্কশ। ৪ অসন্তুষ্ট; অপ্রসন্ন; ম্লান; মলিন। ৫ মনকে মুগ্ধ করে না এমন (নীরস খেলা)। নীরসতা (বিশেষ্য) ১ রসহীনতা। ২ অপ্রসন্নতা (দেখে তার নিরতিশয় নীরসতা হৃদয়টা হাহাকার করে উঠে-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+রস}
 • Bengali Word নীরাজন, নীরাজনা Bengali definition [নিরাজন্‌, নিরাজনা] (বিশেষ্য) ১ যুদ্ধে যাওয়ার আগে অস্ত্রশস্ত্র পরিষ্কার করা। ২ দীপমালা সজল পদ্ম ধৌত বস্ত্র তুলসী বিল্বপত্রাদি ও প্রণাম সহযোগে হিন্দুদের আরতি; আরাত্রিক। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+রাজন, রাজনা}
 • Bengali Word নীরোগ, নীরোগী (-গিন্‌) Bengali definition [নিরোগ্‌, নিরোগি] (বিশেষণ) রোগশূন্য; সুস্থ (রাজপুত্র নীরোগ হইলেন-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+ রোগ/রোগী; বহুব্রীহি সমাস}
 • Bengali Word নীল Bengali definition [নিল্‌] (বিশেষ্য) ১ এক প্রকার বর্ণ; blue। ২ এক জাতীয় গাছ, যা থেকে নীল রং উৎপন্ন হয়; indigo plant। □ (বিশেষণ) নীলবর্ণবিশিষ্ট। নীলকণ্ঠ (বিশেষ্য) ১ হিন্দুদেবতা শিব। ২ ময়ূর। ৩ নীলবর্ণ কণ্ঠবিশিষ্ট এক প্রকার পাখি। নীলকমল (বিশেষ্য) নীলবর্ণ পদ্মফুল; নীলপদ্ম; নীলোৎপল। নীলকর (বিশেষ্য), (বিশেষণ) নীলের আবাদকারী; পূর্বতন নীলচাষকারী ইউরোপীয় indigo planter। নীলকান্তমণি (বিশেষ্য) মণিবিশেষ; বহুমূল্য নীলবর্ণ প্রস্তর (দুর্লভ নীলকান্ত মণি-আতাউর রহমান)। নীলকুঠি, নীলকুঠী (বিশেষ্য) নীলকর সাহেবের কার্যালয়। নীলগাই (বিশেষ্য) হরিণজাতীয় নীলবর্ণ পশু যা দেখতে গরুর মতো। নীলপূজা (বিশেষ্য) চৈত্রসংক্রান্তিতে অনুষ্ঠেয় হিন্দুদের শিবপূজা। নীলবর্ণ শৃগাল (বিশেষণ) (আলঙ্কারিক) ছদ্মবেশী ব্যক্তি। নীলমণি (বিশেষ্য) ১ নীলবর্ণ মণি। ২ শ্রীকৃষ্ণ। নীললোহিত (বিশেষ্য) ১ নীল ও লালবর্ণের সংমিশ্রণে উৎপন্ন বেগুনি রং। ২ হিন্দুদেবতা শিব। {(তৎসম বা সংস্কৃত) √নীল্‌+অ(অচ্‌)}
 • Bengali Word নীলা Bengali definition [নিলা] (বিশেষ্য) মূল্যবান নীলবর্ণ রত্ন; বহুমূল্য প্রস্তর; sapphire। {(তৎসম বা সংস্কৃত) নীলক>}
 • Bengali Word নীলাচল Bengali definition [নিলাচল্‌] (বিশেষ্য) ১ উড়িষ্যায় অবস্থিত নীলগিরি পর্বতমালা। ২ জগন্নাথক্ষেত্র; পুরী। ৩ নীলবর্ণযুক্ত পাহাড়। {(তৎসম বা সংস্কৃত) নীল+অচল; কর্মধারয় সমাস}
 • Bengali Word নীলাভ Bengali definition [নিলাভো] (বিশেষণ) ঈষৎ নীলবর্ণ; নীল আভাযুক্ত (নীলাভ তোমার আঁখি হয়েছিল ম্লান হয়ত বা অকারণে-কাজী নজরুল ইসলাম)। {(তৎসম বা সংস্কৃত) নীল+আভা; বহুব্রীহি সমাস}
 • Bengali Word নীলাভ্র Bengali definition [নিলাব্‌ভ্রো] (বিশেষণ) নীল আকাশ (প্রান্ত হতে নীলাভ্রের সর্বপ্রান্ত তীর-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) নীল+অভ্র}
 • Bengali Word নীলাম্বর Bengali definition [নিলাম্‌বর্‌] (বিশেষ্য) ১ নীল আকাশ। ২ নীল বসন। ৩ নীলবর্ণ বস্ত্র পরিহিত বা পরিধানকারী। {(তৎসম বা সংস্কৃত) নীল+অম্বর}
 • Bengali Word নীলাম্বরী Bengali definition [নিলাম্‌বোরি] (বিশেষ্য) নীল শাড়ি; নীল বস্ত্র। {(তৎসম বা সংস্কৃত) নীল+অম্বরী}
 • Bengali Word নীলাম্বু, নীলাম্বুধি Bengali definition [নিলাম্‌বু, নিলাম্‌বুধি] (বিশেষ্য), (বিশেষণ) নীল বর্ণের অম্বু বা পানি যার-সমুদ্র; সাগর; জলধি (নীলাম্বুধির পারে-মোহিতলাল মজুমদার)। {(তৎসম বা সংস্কৃত) নীল+অম্বু; অম্বুধি; কর্মধারয় সমাস} নীলিকা [নিলিকা] (বিশেষ্য) ১ নীলের গাছ। এক প্রকার চক্ষু রোগ। {(তৎসম বা সংস্কৃত) নীল+ক(কন্‌)+আ(টাপ্‌)}
 • Bengali Word নীলিম Bengali definition [নিলিম্‌] (বিশেষ্য) নীলবর্ণ; নীলিমাযুক্ত (নীলিম আকাশ ঝুঁকিয়া পড়িয়া মেঘ গুণ্ঠন ফেলে-কাজী নজরুল ইসলাম)। {(তৎসম বা সংস্কৃত) নীল+ইমন্‌}
 • Bengali Word নীলিমা Bengali definition [নিলিমা] (বিশেষ্য) ১ নীল রং বা তার আভা। ২ নীলের ভাব; নীলত্ব। {(তৎসম বা সংস্কৃত) নীল+ইমন্‌+আ(টাপ্‌)}
 • Bengali Word নীলোৎপল Bengali definition [নিলোত্‌পল্‌] (বিশেষ্য) নীলবর্ণবিশিষ্ট পদ্মফুল (গন্ধ মধু রূপ সায়রে ভাসছে নীলোৎপল-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) নীল+উৎপল; কর্মধারয় সমাস}
 • Bengali Word নীস্তনাবুদ Bengali definition ⇒ নাস্তানাবুদ
 • Bengali Word নীহার, নিহার Bengali definition [নিহার্‌] (বিশেষ্য) ১ হিমানী; তুষার (নীহার নাহিক আর-সত্যেন্দ্রনাথ দত্ত)। ২ বরফ। নীহারস্ফোট (বিশেষ্য) বৃহৎ বরফের পিণ্ড। {(তৎসম বা সংস্কৃত) √হৃ+অ(ঘঞ্‌)}