ন পৃষ্ঠা ৪১
- Bengali Word নিহিলিস্ট Bengali definition [নিহিলিশ্ট] (বিশেষ্য) সকল ধর্ম ও নীতি বর্জনকারী; নিরীশ্বরবাদী; অনস্তিত্ববাদী। {(ইংরেজি) nihilist}
- Bengali Word নিহুরি (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [নিহুরি] (অসমাপিকা ক্রিয়া) হেঁট হয়ে; অনবনত হয়ে (সাজনিনিহুরি ফুকু আগি-বিদ্যাপতি)। {(তুলনীয়) (হিন্দি) নিহরনা}
- Bengali Word নিহুড়িআঁ (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [নিহুড়িয়াঁ] (অসমাপিকা ক্রিয়া) নিচু বা অবনত হয়ে; হেট হয়ে (নিহুড়িআঁ চাহোঁ-বড়ু চণ্ডীদাস)। {(মদ্যযুগীয় বাংলা) নিহুড়ি+আঁ}
- Bengali Word নিড়ন Bengali definition ⇒ নিড়োনো
- Bengali Word নিড়বিড় Bengali definition [নিড়্বিড়্] (বিশেষ্য) কাজে বিলম্ব; দীর্ঘসূত্রতা। নিড়বিড়ে (বিশেষণ) কাজ করতে বিলম্ব করে এমন; দীর্ঘসূত্রী। {ধ্বন্যাত্মক}
- Bengali Word নিড়ানো, নিড়নো Bengali definition [নিড়ানো, নিড়নো] (ক্রিয়া) শস্যক্ষেত্রে আগাছা পরিষ্কার করা। □ (বিশেষ্য), (বিশেষণ) একই অর্থে ব্যবহৃত। নিড়ানি, নিড়েন (বিশেষ্য) নিড়নাস্ত্র; নিড়ানের নিমিত্ত লৌহযন্ত্র (টাকার টোপর মাথায় দিয়ে নিড়েন হাতে কে ওই মাঠে-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) নিস্তৃণ>}
- Bengali Word নিয়ত ১, নীয়ত Bengali definition [নিয়ত্] (বিশেষ্য) উদ্দেশ্য; মানত; অভিপ্রায়; সংকল্প (মসজিদে গিয়ে নমাজের নিয়ত করে, ভাবে যত সব সংসারের পাপ দুশ্চিন্তা-কাজী নজরুল ইসলাম)। নিয়ত বাঁধা, নিয়ত করা (ক্রিয়া) নামাজ ও অন্যান্য ধর্মীয় কাজের সংকল্প করা বা সংকল্পজ্ঞাপন বাণী উচ্চারণ করা; নামাজের জন্য বাঁ হাতের কব্জির উপর ডান হাত ধরে ভক্তিভরে দণ্ডায়মান হওয়া। {(আরবি) নিয়ত}
- Bengali Word নিয়ত ২ Bengali definition [নিয়তো] (বিশেষণ) ১ ক্রমাগত; অবিশ্রান্ত; নিরন্তর। ২ নিয়মিত; নিত্য; সতত। ৩ স্থির; অপরিবর্তিত। ৪ সংযত; নিয়ন্ত্রিত; বশীভূত (নিয়তাহার)। □ (ক্রিয়াবিশেষণ) সর্বদা; প্রায়ই; প্রত্যহ। নিয়তাচার (বিশেষ্য) ১ নিয়মিত আচার অনুষ্ঠান। নিয়তাত্মা (বিশেষণ) সংযমী; সংযত-হৃদয়; বশীকৃতচিত্ত। নিয়তাহার (বিশেষণ) ১ পরিমিতভোজী; মিতাহারী। ২ নিয়মিত ভোজন; ভোজনের কাল নির্ধারিত আছে এমন। {(তৎসম বা সংস্কৃত) নি+√যম্+ত(ক্ত)}
- Bengali Word নিয়তি, নিয়ত Bengali definition [নিয়োতি, নিয়ত্] (বিশেষ্য) ১ ভাগ্য; অদৃষ্ট; নসিব। ২ বিধির বিধান। ৩ হিন্দুশাস্ত্রমতে কর্মফল। ৪ অবশ্যম্ভাবী ব্যাপার বা ঘটনা। {(তৎসম বা সংস্কৃত) নি+√যম্+তি(ক্তি), ত(ক্ত)}
- Bengali Word নিয়ন Bengali definition [নিয়ন্] (বিশেষ্য) বায়ু মণ্ডলের এক প্রকার গ্যাস; neon; নিয়ন গ্যাসপূর্ণ বাল্ব বা নলে (tube-এ) বিদ্যুৎ প্রবাহ প্রবেশ করালে যে চমৎকার দ্যুতিময় আলো পাওয়া যায়। নিয়ন সাইন (বিশেষ্য) অত্যুজ্জ্বল দীপ্তিময় নিয়ন গ্যাসময় আলো ব্যবহার করে যে বিজ্ঞাপন দেওয়া হয়; neon sign। {(ইংরেজি) neon}
- Bengali Word নিয়ন্তা(-ন্তৃ) Bengali definition [নিয়োন্তা] (বিশেষণ) পরিচালক; বিধানকর্তা; নিয়ামক; নিয়ন্ত্রণকারী (নিয়ন্তার নেত্রবিভা পশেছিল ও তব পরাণে-সত্যেন্দ্রনাথ দত্ত)। নিয়ন্ত্রী (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) নি+√যম্+তৃ(তৃচ্)}
- Bengali Word নিয়ন্ত্রণ Bengali definition [নিয়োন্ত্রোন্] (বিশেষ্য) ১ পরিচালক; শাসন; নিয়মন। ২ সংযমন; নিবারণ; প্রশমন। নিয়ন্ত্রিত (বিশেষণ) ১ নিয়ন্ত্রণ করা হয়েছে এমন। ২ সংযত; দমিত। ৩ শৃ্ঙ্খলিত; বন্ধ। {(তৎসম বা সংস্কৃত) নি+√যন্ত্র্+অন(ল্যুট্)}
- Bengali Word নিয়ন্ত্রী Bengali definition ⇒ নিয়ন্তা
- Bengali Word নিয়ম Bengali definition [নিয়োম্] (বিশেষ্য) ১ প্রথা; প্রণালি; পদ্ধতি; ধারা; দস্তুর। ২ নির্দিষ্ট বা স্থির বা নির্ধারিত কর্তব্য (সাংসারিক নিয়ম)। ৩ আইন (রাষ্ট্রের নিয়ম; নিয়মকানুন)। ৪ অভ্যাস (ব্যায়াম করা তার নিয়ম)। ৫ বিধান; নির্দেশ; ব্যবস্থা (রাষ্ট্রের নিয়ম)। ৬ সংযম; ইন্দ্রিয় দমন; শাস্ত্রবিহিত কৃচ্ছ্রসাধন। ৭ সংযত আচার। নিয়মকানুন (বিশেষ্য) বিধিবিধান (হাদিছের অছুল বা নিয়ম-কানুন-মআখাঁ)। নিয়মতন্ত্র (বিশেষ্য) নির্দিষ্ট বিধানসমূহ; নির্দিষ্ট নিয়মসমূহ মেনে চলা। নিয়মতান্ত্রিক (বিশেষণ) নিয়মতন্ত্র মানতে অভ্যস্ত এমন; নিয়মতন্ত্রের অনুসরণকারী; নিয়মতন্ত্র সম্পর্কিত। নিয়মনিগড় (বিশেষ্য) নিয়মের বন্ধন; নিয়মের শিকল (সৃষ্টি বুঝি বাঁধা নাই নিয়ম-নিগড়ে-রবীন্দ্রনাথ ঠাকুর)। নিয়মন (বিশেষ্য) ১ ব্যবস্থাপন; পরিচালন; বিধি দ্বারা বন্ধন; নিয়ম দ্বারা বন্ধন; শৃঙ্খলা বিধান। ২ সংযমন; নিয়ন্ত্রণ। নিয়মনিষ্ঠ (বিশেষণ) শৃঙ্খলাবদ্ধ; নিষ্ঠার সঙ্গে নিয়ম মেনে চলে এমন। নিয়ম পালন (বিশেষ্য) ১ নিয়ম অনুযায়ী চলা। ২ শাস্ত্রীয় ব্রত উপবাসাদি পালন। নিয়মপূর্বক ক্রিবিন ব্যবস্থামতো; বিধান অনুযায়ী; রীতিমাফিক। নিয়মবিরুদ্ধ (বিশেষণ) ১ অবৈধ; বিধিবিরুদ্ধ। ২ অশাস্ত্রীয়। নিয়মভঙ্গ (বিশেষ্য) ১ নিয়ম অমান্যকরণ। ২ প্রতিশ্রুতি রক্ষা না করা। ৩ ব্রতাদি উদ্যাপন। নিয়মানুবর্তিতা (বিশেষ্য) নিয়ম পালন; নির্দিষ্ট নিয়ম মেনে চলা। নিয়মানুবর্তী(-র্তিন্) (বিশেষণ) নির্দিষ্ট কোনো নিয়ম মেনে চলে এমন। নিয়মানুযায়ী(-য়িন্) (বিশেষণ) যথাবিধি; নিয়মমাফিক; নিয়মানুগত। □ (ক্রিয়াবিশেষণ) নিয়মের বশবর্তী হয়ে। নিয়মিত (বিশেষণ) ১ নিয়মমাফিক; নিয়মবদ্ধ। ২ সংযত। ৩ নিয়ন্ত্রিত; ব্যবস্থাপিত। □ (ক্রিয়াবিশেষণ) প্রতিদিন নির্দিষ্ট সময়ে; নির্ধারিত; অবধারিতভাবে। নিয়মী(-মিন্) (বিশেষণ) ১ নিয়ম পালন করে এমন; নিয়ম-রক্ষক। ২ নিয়মপালক; সংযমী। নিয়ম্য (বিশেষণ) ১ নিয়মের উপযোগী। ২ নিয়ন্ত্রণযোগ্য। ৩ সংযমের উপযোগী। {(তৎসম বা সংস্কৃত) নি+√যম্+অ(অপ্)}
- Bengali Word নিয়মিত Bengali definition [নিয়োমিতো] (বিশেষণ) ১ সংযত। ২ নির্ধারিত; নির্দিষ্ট। ৩ বিধিবদ্ধ। ৪ নিয়ন্ত্রিত। ৫ নিষিদ্ধ। {(তৎসম বা সংস্কৃত) নিযম+√যম্+ত(ক্ত)}
- Bengali Word নিয়ানি, নিয়ানী (ব্রজবুলি) Bengali definition [নিয়ানি] (বিশেষ্য) নবমল্লিকা ফুল (ফুটিল নিয়ানী জান-রঙ্গসে)। {(তৎসম বা সংস্কৃত) নবমল্লিকা>}
- Bengali Word নিয়ামক Bengali definition [নিয়ামোক্] (বিশেষ্য) ১ পরিচালক; নিয়ন্তা। ২ ব্যবস্থাপক; নিয়মকর্তা। ৩ নাবিক। ৪ (জ্যামিতি) যে স্থিররেখা অবলম্বনে বক্রাদি অঙ্কন করা হয়; বক্রাদি অঙ্কনে ব্যবহার্য স্থিররেখা; directrix। নিয়ামন (বিশেষ্য) নিয়ন্ত্রণ। {(তৎসম বা সংস্কৃত) নি+√যম্+অক(ণ্বুল্)}
- Bengali Word নিয়ামত, নেয়ামৎ Bengali definition [নিয়ামত্, নেয়ামৎ] (বিশেষ্য) ১ তোহফা; ধন; সম্পদ (এই দুনিয়ার নিয়ামত হতে নিজেরে করিল বঞ্চনা-কাজী নজরুল ইসলাম)। ২ সৌভাগ্য। ৩ অনুগ্রহ। নিয়ামতখানা (বিশেষ্য) জালে ঘেরা খাদ্য সংরক্ষণের আলমারি (তাঁর ঘরের নেয়ামতখানায় সব সময়ই মওজুদ থাকিত-রশিদ করিম)। {(আরবি) নিয়মাত}
- Bengali Word নিয়োক্তা, নিযোক্তা(ক্তৃ) Bengali definition [নিয়োকৃতা, নিজোক্তা] (বিশেষণ) নিয়োগকারী; নিয়োগকর্তা; মনিব। {(তৎসম বা সংস্কৃত) নি+√যুজ্+তৃ(তৃচ্)}
- Bengali Word নিয়োগ Bengali definition [নিয়োগ্] (বিশেষ্য) ১ নিযুক্তি বা বহালকরণ; কার্যের ভরাপর্ণ। ২ মনোনিবেশ; প্রয়োগ। ৩ স্থায়ী নিয়োজন। ৪ প্রবৃত্ত বা ব্যাপৃতকরণ। নিয়োগপত্র (বিশেষ্য) কাজে নিযুক্ত বা বহাল করার নির্দেশপত্র; appointment letter। নিয়োগী (বিশেষণ) নিযুক্ত; আদিষ্ট; employee। □ (বিশেষ্য) হিন্দু সম্প্রদায়ের উপাধিবিশেষ। {(তৎসম বা সংস্কৃত) নি+√যুজ্+অ(ঘঞ্)}
- Bengali Word নিয়োজক Bengali definition [নিয়োজক্] (বিশেষণ) ১ নিয়োগকর্তা; নিয়োগ করেন এমন। ২ প্রবর্তক। নিয়োজন (বিশেষ্য) ১ নিয়োগকরণ; কর্মে প্রতিষ্ঠাকরণ। ২ প্রবর্তন। নিয়োজয়িতা (বিশেষণ) ১ নিযোক্তা; নিয়োজক। ২ প্রবর্তক। নিয়োজিত (বিশেষণ) ১ নিযুক্ত। ২ প্রবৃত্ত। নিয়োজ্য, নিযোজ্য (বিশেষণ) ১ কোনো কাজে নিযুক্ত করা যায় এমন; নিযুক্ত করার যোগ্য। ২ প্রযোজ্য। {(তৎসম বা সংস্কৃত) নি+√যুজ্+অন(ল্যুট্)}
- Bengali Word নিয়ৎ Bengali definition ⇒ নিয়ত১, নিয়তি
- Bengali Word নিয়ড় Bengali definition [নিয়ড়্] (বিশেষ্য) নিকট; কাছে; সমীপ (ছাওলা করিয়া কোলে এমাম হুসেন বিবির নিয়ড়ে যায় বিষাদিত মন-হেমু)। {(তৎসম বা সংস্কৃত) নিকট>নিঅউ>নিয়ড়}
- Bengali Word নি’মত Bengali definition ⇒ নিয়ামত
- Bengali Word নীচ, নিচ (অশুপ্র), নিচু Bengali definition [নিচ্, নিচ, নিচু] (বিশেষ্য) ১ নিম্নস্থান (ক্রমশ নীচে যাও)। □ (বিশেষণ) ১ অত্যন্ত খারাপ; হীন; ইতর; নিকৃষ্ট (অতি নীচ)। ২ নিচু; নিম্ন; নাবাল। নীচতা, নীচত্ব (বিশেষ্য) হীনতা; ইতরামি। নীচযোনি (বিশেষ্য) ১ নীচজাতি; নিম্ন শ্রেণির জীব; যার নিচু কুলে জন্ম। □ (বিশেষণ) ১ হীনকুলে জাত। ২ মনুষ্য ভিন্ন অন্য নীচ প্রাণিকুলে উৎপন্ন। {(তৎসম বা সংস্কৃত) নি+√চি+অ(ড)}
- Bengali Word নীঝর (ব্রজবুলি) Bengali definition [নিঝর্] (বিশেষ্য) নির্ঝর; ঝরনা; জলপ্রবাহ (অবিরত নয়নে বারি ঝর নীঝর-বিদ্যাপতি)। {(তৎসম বা সংস্কৃত) নির্ঝর>}
- Bengali Word নীট Bengali definition ⇒ নিট১ ও নিট২
- Bengali Word নীত ১ Bengali definition [নিত্] (বিশেষ্য) ১ রীতি; নিয়ম; পদ্ধতি। ২ নীতি। ৩ ব্যবহার; আচরণ। {(তৎসম বা সংস্কৃত) নীতি>নীত>}
- Bengali Word নীত ২ Bengali definition [নিতো] (বিশেষণ) ১ নিয়ে যাওয়া হয়েছে এমন; আনীত; চালিত। ২ অতিবাহিত; যাপিত। ৩ গৃহীত। {(তৎসম বা সংস্কৃত) √নী+ত(ক্ত)}
- Bengali Word নীতি Bengali definition [নিতি] (বিশেষ্য) ১ যা কোনো লক্ষ্যে নিয়ে যায়। ২ হিতাহিত সম্পর্কে উপদেশ (নীতিকথা)। ৩ ন্যায়সঙ্গত; সমাজের কল্যাণকর বিধান। ৪ ন্যায়-অন্যায় কর্তব্য-অকর্তব্য ইত্যাদি বিচার। ৫ বিদ্যা; শাস্ত্র (রাজনীতি, ধর্মনীতি)। ৬ প্রথা; আচার (দুর্নীতি)। ৭ প্রণালি; রীতি। নীতিকথা, নীতিবাক্য বি হিতোপদেশ; সুনীতিবিষয়ক বিবৃতি। নীতিজ্ঞ (বিশেষণ) ১ ভালোমন্দ ন্যায়-অন্যায় প্রভৃতি বিষয়ে জ্ঞানযুক্ত (নীতিজ্ঞরা বলেন মন্ত্রণা ষট কর্ণে প্রবিষ্ট হইলে অপ্রকাশিত থাকে না-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। ২ নীতিশাস্ত্রে গভীর জ্ঞান আছে এমন। নীতিজ্ঞান (বিশেষ্য) নীতিবোধ। নীতিবাগীশ (বিশেষণ) ১ নীতিকথা-বিশারদ; নীতি সম্পর্কে একনিষ্ঠ। ২ (ব্যঙ্গার্থ) নীতিনিষ্ঠা সম্পর্কে দাম্ভিক; নীতি সম্পর্কে শুচিবাইগ্রস্ত। নীতিবিরুদ্ধ, নীতিবিরোধী(-ধিন্) (বিশেষণ) ১ অন্যায়। ২ শুচিবাইগ্রস্ত নীতিবিরুদ্ধ, নীতিবিরোধী(-ধিন্) (বিশেষণ) ১ অন্যায়। ২ সমাজের অহিতকর নিয়ম। ৩ নীতিশাস্ত্রবিরোধী। নীতিশাস্ত্র (বিশেষ্য) নীতিবিষয়ক গ্রন্থ; ন্যায়-অন্যায় কর্তব্যাকর্তব্য প্রভৃতি বিষয়ক বিচার সম্পর্কিত শাস্ত্র; ethics। নীতিসঙ্গত, নীতিসম্মত (বিশেষণ) নীতিশাস্ত্র অনুমোদিত; সমাজের পক্ষে মঙ্গলজনক বিধান অনুসারে। {(তৎসম বা সংস্কৃত) √নী+তি(ক্তি)}